অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা ২১২০০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভারতীয় সামন্ত্রতন্ত্র বৈশিষ্ট্যের দিক থেকে সামন্তবাদী ছিল না, ছিল খাজনা সম্পর্কিত এবং সামরিক”- উক্তিটি কার?
উঃ কেএস শেলভেংকর-এর।
২। সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জনগোষ্ঠীর রাজনীতি | বর্জিত ইতিহাস।”
উঃ উক্তিটি প্রদান করেছেন সমাজবিজ্ঞানী টিভেলিয়ন।
৩। The New Science’ গ্রন্থটির লেখক কে?
উঃ ‘The New Science’ গ্রন্থটি Vico এর লেখা।
৪। কোথায় সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল?
উঃ চীন ও রোম সাম্রাজ্যে।
৫।
৬। কার্ল মার্কসের ধারণা অনুযায়ী মানব সমাজে প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম লিখ।
উঃ কার্ল মার্কসের ধারণা অনুযায়ী মানব সমাজে প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম হলো দাস সমাজ ।
৭। সভ্যতার উদ্ভব ও বিকাশে ‘সামাজিক সংহতি’র ভূমিকার কথা কে বলেছেন?
উঃ ইবনে খালদুন।
৮। চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ চৈনিক সভ্যতা হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত।
৯। প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি?
উঃ হায়ারোগ্লিফিক ।
১০। মিশরীয় সভ্যতার ভিত্তি কি?
উঃ মিশরীয় সভ্যতার মূল ভিত্তি হলো নীলনদ।
১১। পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণি কি?
উঃ মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের শ্রেণি দুটি হলো বুর্জোয়া ও প্রলেতারিয়েত।
১২। শিল্পবিপ্লব কোথায় ঘটেছিল?
উঃ ইংল্যান্ডে।
১৩। শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু উপাধিতে ভূষি করা হয়?
উঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।
১৪। কোন তারিখে মুজিব নগর সরকার গঠিত হয়েছিল?
উঃ ১০ এপ্রিল ১৯৭১ ।
১৫। ইতিহাসের জনক কে?
উঃ ইতিহাসের জনক হেরোডোটাস।
১৬। সামাজিক ইতিহাস কি?
উঃ সামাজিক ইতিহাস হল সমাজস্থ মানুষের আর্থ-সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যকলাপ, পরিবর্তনশীল সমাজকাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।
১৭। সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় কি?
উঃ সামাজিক ইতিহাসের আলোচ্য বিষয় হলো পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক।
১৮। সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলির সমষ্টি”—উক্তিটি কার?
উঃ ভিকো (Vico).
১৯। মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণীসংগ্রামের ইতিহাস।” -এটি কার অভিমত?
উঃ কার্ল মার্কস-এর।
২০। কিতাবুল হিন্দ” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আল-বেরুনী।
২১। প্রিভোলাইজেশন’ প্রত্যয়টির প্রবক্তা কে?
উঃ ম্যাক্স ওয়েবার।
২২। মানুষ আগুন আবিষ্কার করেছিল কোন যুগে?
উঃ প্রাচীন প্রস্তর যুগে।
২৩। বলা হয় । “আমরা যা তাই সংস্কৃতি, আমাদের যা আছে তা সভ্যতা”। -উক্তিটি কে করেছেন?
উঃ ম্যাকাইভারের।
২৪। নব্য প্রস্তর যুগের প্রধান আবিস্কার কি?
উঃ নব্য প্রস্তর যুগের প্রধান আবিস্কার ঢাকা।
২৫। পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ কি?
উঃ পাথর নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে যুগ বা সমাজ জীবন গড়ে উঠে তাকে প্রাচীন প্রস্তর যুগ বলে। যার সময় কাল – (১০ লক্ষ খ্রিস্টপূর্বান্ধ হতে ৫ লক্ষ খ্রিস্টপূর্বব্দ পর্যন্ত)।
২৬। প্রত্নতত্ত্ব কী?
উঃ প্রত্নতত্ত্ব হলো অতীত সমাজের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণা।
২৭। কে সর্বপ্রথম Neolithic শব্দটি ব্যবহার করেন?
উঃ ইংরেজ প্রত্নতাত্ত্বিক Sir John Lubbock ১৮৬৫ সালে সর্বপ্রথম Neolithic শব্দটি ব্যবহার করেন ।
২৮। হেরোডোটাস কে?
উত্তর: হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক।
২৯। Lenski -এর মতে সমাজবিকাশের প্রথম স্তর কোনটি?
উঃ Lenski -এর মতে সমাজবিকাশের প্রথম স্তর শিকার সংগ্রহ সমাজ।
৩০। Lenski -এর মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর কোনটি?
উঃ শিল্প সমাজ।
৩১। কার্ল মার্ক্সের মতে সমাজ বিকাশের চতুর্থ স্তর কোনটি?
উঃ পুঁজিবাদ ।
৩২। সামস্ত সমাজের এস্টেটগুলো কি কি?
উঃ সামন্ত সমাজের এস্টেটগুলো হল যাজক সম্প্রদায় প্রথম এস্টেট, অভিজাত সম্প্রদায় দ্বিতীয় এস্টেট এবং সাধারণ জনগণ তৃতীয় এস্টেট।
৩৩। সামন্তবাদের ভিত্তি কি?
উঃ সামান্তবাদের ভিত্তি হলো- সেবা এবং রক্ষার চুক্তি।
৩৪। নদী তীরবর্তী সভ্যতা কাকে বলে?
উঃ নদী উপত্যাকাকে কেন্দ্র করে যে সকল সভ্যতা গড়ে উঠেছিল তাকে নদী তীরবর্তী সভ্যতা বলে।
৩৫। সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তত্ত্ব কে প্রদান করেন?
উঃ আরনল্ড টয়েনবি।
৩৬। চীনের দুঃখ বলা হয় কোন নদীকে?
উঃ হোয়াংহো নদীকে।
৩৭। ওসিরিস কে ছিলেন?
উঃ ওসিরিস মিসরে নীলনদের দেবতা হিসেবে পরিচিতি ছিলেন।
৩৮। ত্রয়ী শাসন কি?
উঃ ত্রয়ী শাসন হচ্ছে রোম শহরের একটি উল্লেখযোগ্য শাসন ব্যবস্থার নাম।
৩৯। চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?
উঃ কনফুসিয়াস।
৪০। মহেঞ্জোদারো’ অর্থ কী?
উত্তর: মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো প্রাচীন নগর।
৪১। পিরামিড কি?
উঃ মিশরে রাজাদের মৃতদেহ মমি করে সংরক্ষণের জন্য তৈরিকৃত বিশেষ স্থাপত্য শিল্প হলো পিরামিড।
৪২। ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উঃ অষ্টাদশ শতকে।
৪৩। স্ফিংস কী?
উঃ পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের গায়ে যে মূর্তি আছে তাকে স্ফিংস বলা হয়।
৪৪। ব্যাবিলনীয় সভ্যতা কোথায় অবস্থিত?
উঃ ব্যাবিলনীয় সভ্যতা ইরাকের টাইগ্রিস ও ইউপ্রেতিস নদীর তীরে অবস্থিত।
৪৫। আজটেক সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উঃ আজটেক সভ্যতা ম্যাক্সিকোতে।
৪৬। প্লেটো কে ছিলেন?
উঃ প্লেটো ছিলেন একজন গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এবং দার্শনিক।
৪৭। রোমান সভ্যতায় প্যাট্রিসিয়ান কারা?
উঃ রোমের জনসাধারণ দুটি শ্রেণীতে বিভক্ত ছিল যথা- ১. প্যাট্রিসিয়ান ও ২ প্লেবিয়ান । প্রাচীন গোষ্ঠীপতিদের বংশধর ভূস্বামী

ও অভিজাতরা ছিল প্যাট্রিসিয়ান এবং ক্ষুদ্র কৃষক, কারিগর ও বণিকদের সমন্বয়ে সাধারণ নাগরিককেরা ছিল প্লেবিয়ান।
৪৮। রোমান আইনের মূল ভিত্তি কি?
উঃ রোমান আইনের মূল ভিত্তি হলো : প্রচলিত প্রথা ও যুক্তির সমন্বয়।
৪৯। হোমার কে ছিলেন?
উঃ গ্রিক মহাকবি ও সাহিত্যিক।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আসাবিয়া বলতে কী বুঝ? ১০০%
২। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ কী? ১০০%
৩। রোমান সভ্যতার পতনের কারণসমূহ উল্লেখ কর। ১০০%
৪। ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলনের দফাগুলো কী? ১০০%
৫। সামাজিক ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৬। মার্কসীয় মতে সমাজ বিবর্তনের ধাপগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর। ১০০%
৭। রেনেসাঁ বলতে কি বুঝ? ১০০%
৮। সামন্ততান্ত্র ও ম্যানর প্রথা বলতে কি বুঝ? ১০০%
৯। সভ্যতা ও নদী তীরবর্তী সভ্যতা কী? ১০০%
১০। নবোপলীয় বিপ্লব কি? ১০০%
১১। পুঁজিবাদী সমাজে জেন্ডার অসমতার স্বরূপ লিখ। ৯৯%
১২। সিন্ধু সভ্যতার নগর জীবনের বর্ণনা দাও। ৯৯%
১৩। রোমান সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর। ৯৮%
১৪। সংক্ষেপে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। নব্য/প্রাচীন প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
২। মানব সভ্যতার উত্থান-পতন সম্পর্কিত অসওয়াল্ড স্পেংলারের তত্ত্ব আলোচনা কর। ১০০%
৩। চৈনিক সভ্যতা কি? চৈনিক সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৪। সমাজের ধরন সম্পর্কে লেন্সকীর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। ১০০%
৫। সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাসের সাম্প্রতিক ধারা আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক পটভূমি বিশ্লেষণ কর। ১০০%
৭। সিন্ধু সভ্যতা কি? সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৮। মধ্যযুগীয় ইউরোপে পোপ ও সম্রাটের দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৯। সভ্যতার উত্থান – পতন সম্পর্কিত টয়েনবির তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০%
১০। ম্যানর প্রথা কি? ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১১। ইউরোপে পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা কর। ৯৯%
১২। ছয়দফা কে বাঙালি জাতির মুক্তির সনদ বা “ম্যাগনাকার্টা” বলা হয় কেন? ৯৯%
১৩। ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের অন্তরায়সমূহ আলোচনা কর। ৯৮%
১৪। রোমে প্যাট্রিসিয়ান – প্লেবিয়ান দ্বন্দ্বের কারণ উল্লেখ কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*