অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ২১১৯০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক যুগ কখন শুরু হয়?
উঃ রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক যুগ শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে ।
২। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখ।
উঃ একাডেমি।
৩। এরিস্টটল তাঁর আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেন?
উঃ আরোহ বা বাস্তবভিত্তিক।
৪। রাষ্ট্রচিন্তায় রোমের সবচেয়ে বড় অবদান কি?
উঃ আইন তৈরি ও আইন প্রণয়ন ।
৫। The History of Rome’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ পলিবিয়াস ।
৬। পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এরিস্টটল ।
৭। Summa Theologica’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ সেন্ট টমাস একুইনাস।
৮। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উঃ নিকোলো ম্যাকিয়াভেলি।
৯। চুক্তিবাদী দার্শনিক কারা?
উঃ টমাস হবস, জন লক এবং জ্যা জ্যাক রুশো।
১০। The communist manifesto-এর রচয়িতা কে?
উঃ কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস ।
১১। Renaissance’ শব্দের অর্থ কি?
উঃ পুনর্জনা বা নবজাগরণ ।
১২। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উঃ মন্টেস্কু।
১৩। “The constitution is the way of life the state has chosen for itself”, উক্তিটি কার?
উঃ উক্তিটি প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের।
১৪। রাষ্ট্রচিন্তার ৩ জন প্রাচীন দার্শনিকের নাম লিখ।
উঃ সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল।
১৫। এথেন্সের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
উঃ Asseinbly or Ecclesia (নগরসভা বা এক্লেসিয়া)।
১৬। সক্রেটিস জ্ঞানকে কয় শ্রেণিতে বিভক্ত করেন এবং কী কী?
উঃ ২টি শ্রেণিতে। যথা- ১. প্রকৃত জ্ঞান ও ২. অপ্রকৃত জ্ঞান।
১৭। প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম লিখ।
উঃ The Republic.
১৮। প্লেটোর রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি কি?
উঃ সদগুণই জ্ঞান।
১৯। রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম কি?
উঃ Concerning Justice বা ন্যায়ধর্ম।
২০। প্লেটো রাষ্ট্রতত্ত্ব বিশ্লেষণে কোন পদ্ধতি অবলম্বন করেন?
উঃ অবরোহ বা কাল্পনিক পদ্ধতি।
২১। প্লেটোর আদর্শ রাষ্ট্র বিরূপ প্রতিষ্ঠান?
উঃ শ্রেণিভিত্তিক প্রতিষ্ঠান।
২২। প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন কত সনে?
উঃ খ্রিষ্টপূর্ব ৩৮৭ অব্দে ।
২৩। কোন রোমান দার্শনিক প্লেটোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
উঃ পলিবিয়াস।
২৪। প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন?
উঃ সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ ও পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদ ।
২৫। প্লেটোর শিক্ষা ব্যবস্থা কয়ভাগে বিভক্ত?
উঃ প্লেটোর শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত। যথা: ১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চশিক্ষা।
২৬। প্লেটোর কল্পিত শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্ব শুরু হয় কত বছর বয়সে?
উঃ প্লেটোর কল্পিত শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্ব শুরু হয় ৬-২০ বছর বয়সে।
২৭। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উঃ এরিস্টটল।
২৮। The Politics’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এরিস্টটল।
২৯। রাষ্ট্রদর্শনে এরিস্টটল অনুসৃত পদ্ধতির নাম কী?
উঃ আরোহ বা বাস্তবভিত্তিক।
৩০। এরিস্টটলের মূল গ্রন্থ কোনটি?
উঃ The Politics.
Mahbuba Khatun
Mahbuba Khatun Mitu
৩১। এরিস্টটলের মতে, উত্তম সরকার কোনটি?
উঃ পলিটি বা মধ্যতন্ত্র ।
৩২। এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি?
উঃ লাইসিয়াম ।
৩৩। জন্মগতভাবে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব।”- কে বলেছেন?
উঃ এরিস্টটল ।
৩৪। সোফিস্ট শব্দটির অর্থ কী?
উঃ কৌশল বা দক্ষতা ।
৩৫। De Republica’ গ্রন্থটির লেখকের নাম কি?
উঃ সিসেরো।
৩৬। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যসমূহ কি কি?
উঃ রাজশক্তি ও গির্জার মধ্যে ক্ষমতার আধিপত্যের দ্বন্দ্ব, চার্চ ও রাষ্ট্রের পারস্পরিক দ্বন্দ্ব, ধর্মীয় বিশ্বাস প্রসূত ও দুই তরবারি তত্ত্বের প্রভাব ।
৩৭। সেন্ট অগাস্টিন কখন, কোথায় জন্মগ্রহণ করেন।
উঃ ৩৫৪ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার ট্যাগাস্টি শহরে।
৩৮। The City of God গ্রন্থের লেখক কে এবং কখন লিখা হয়।
উঃ সেন্ট অগাস্টিন, ৪২৬ খ্রিস্টাব্দে।
৩৯। দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
উঃ দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন।
৪০। বিধাতার রাষ্ট্র’ ধারণাটি কে দিয়েছেন?
উঃ সেন্ট অগাস্টিন।
৪১। কাকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয়?
উঃ সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় ।
৪২। একুইনাসের মতে, আইন কত প্রকার ও কি কি?
উঃ একুইনাসের মতে আইন চার প্রকার। যথা- ১. শাশ্বত আইন, ২. প্রাকৃতিক আইন, ৩. ঐশ্বরিক আইন ও ৪. মানবিক আইন।
৪৩। মার্সিলিও অব পাদুয়া কবে, কোথায় জন্মগ্রহণ করেন।
উঃ ১২৭০ খ্রিস্টাব্দে ইতালির পাদুয়ায় ।
৪৪। অধ্যাপক ম্যুর কাকে চৌদ্দ শতকের শ্রেষ্ঠ দার্শনিক বলেছেন?
উঃ মার্সিলিও অব পাদুয়াকে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। প্লেটোর ন্যায়বিচার ও সাম্যবাদ বলতে কি বুঝ? ১০০%
২। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি বর্ণনা কর। ১০০%
৩। স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৪। এরিস্টটলের দাস তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৫। জন লকের সম্পত্তি তত্ত্ব সংক্ষেপে কি জান? ১০০%
৬। রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৭। ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলীর বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড কি? ১০০%
৮। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্য নির্ণয় কর। ১০০%
৯। সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণিবিভাগ সংক্ষেপে আলোচনা কর। ১০০%
১০। ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা আলোচনা কর। ১০০%
১১। প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
১২। সেন্ট অগাস্টিনের শাস্তি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৩। গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
১৪। রুশোকে কেন সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
২। রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান আলোচনা কর। ১০০%
৩। আধুনিক রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলীর অবদান আলোচনা কর। ১০০%
৪। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর। ১০০%
৫। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সমালোচনাসহ বর্ণনা কর। ১০০%
৬। সার্বভৌমত্ব কি? টমাস হবসের সার্বভৌম তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৭। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিশ্লেষণ কর। ১০০%
৮। সেন্ট অগাস্টিন ও একুইনাসের রাষ্ট্রদর্শন আলোচনা কর। ১০০%
৯। সাম্যবাদ কি? সমালোচনাসহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
১০। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। ১০০%
১১। সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্বটি আলোচনা কর। ৯৯%
১২। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৩। মন্টেস্কু কে ছিলেন? আধুনিক রাষ্ট্রচিন্তায় মন্টেস্কুর অবদান বর্ণনা কর। ৯৯%
১৪। মানব প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তির ক্ষেত্রে হস ও রুশোর মধ্যে তুলনামূলক আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*