অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ মার্কেটিং বিষয় কম্পিউটার পরিচিতি ২১২৩০৯ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-BIOS, ASCII, CPU, ALU, OMR, OCR, CRT, ROM, SRAM, DRAM, VRAM, TPS, VIRUS, HTML, E-Commerce, www, OAS, URL
২। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উঃ প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলো- Eletronic Numerical Integrator And Computer (ENIAC).
৩। MICR কি?
উঃ MICR এর পূর্ণরূপ হলো- Magnetic Ink
Character Reader.
৪। ই-বিজনেস কি?
উঃ ই-কমার্সসহ প্রতিষ্ঠানের যাবতীয় অভ্যন্তরীণ এবং বহিঃস্থ ডিজিটাল প্রযুক্তি নির্ভর কার্যক্রমসমূহকে ই-বিজনেস বলে ।
৫। ডেটা কত প্রকার ও কি কি?
উঃ ডেটা দুই প্রকার। যথা- ১. MDP 3 2. BDP.
৬। LED কি?
উঃ LED হলো হালকা রংয়ের ডায়োড, যার পূর্ণরূপ হলো- Light Emitting Diode.
৭। ফায়ারওয়াল কি?
উঃ ফায়ারওয়াল হলো এমন একটি পরীক্ষাগার যেখানে ইনফরমেশন পড়া এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন কতওে এর নির্দিষ্ট পথে প্রেরণ করা হয়।
৮। Virtual Memory কি?
উঃ সহায়ক স্মৃতির একটি অংশ যা কম্পিউটারে কাজের সময় প্রধান স্মৃতি হিসেবে গণ্য করা হয় তাকে ভার্চুয়াল মেমোরি বলা হয় ।
৯। মেনুবার কি?
উঃ কম্পিউটারের পর্দায় উইন্ডোর টাইটেলবারের ঠিক নিচে আরেকটি বার দেখা যায় তাকে মেনুবার বলে ।
১০। দুটি ওয়েব ব্রাউজারের নাম লিখ।
উঃ কয়েকটি ওয়েব ব্রাউজার এর নাম হলো- এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, নেটস্কেপ কমিউনিকেটর ইত্যাদি।
১১। ডিবাগিং কি?
উঃ প্রেগামের ভুল সংশোধন করার পদ্ধতিকে ডিবাগিং বলে ।
১২। 4GL কি?
উঃ কম্পিউটার সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL বলা হয়।
১৩। CPU কি?
উঃ স্মৃতি, গাণিতিক ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ বলা হয়।
১৪। VLSI কি?
উঃ VLSI এর পূর্ণরূপ হলো- Very Large scale integration.
১৫। ইনপুট ডিভাইস বা হার্ডওয়্যার কী?
উঃ কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য ইনপুট ইউনিটে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে ইনপুট হার্ডওয়্যার বলে ।
১৬। স্ক্যানার কি?
উঃ যার সাহায্যে ছবি, রেখা, লেখা ইত্যাদি সরাসরিভাবে কম্পিউটারে প্রেরণ করা যায় তাকে স্ক্যানার বলে।
১৭। OMR ও OCR কি?
উঃ OMR : OMR এর পূর্ণনাম হলো Optical Mark Reader। বিশেষ কাগজে বিশেষ নিয়মে সাজানো কলম বা কালির দাগ বা পেন্সিলের দাগ বোঝার জন্য OMR ব্যবহৃত হয়। OCR : OCR এর পূর্ণনাম হলো Optical Character Reader. OCR এমন একটি ইনপুট ডিভাইস যার বিভিন্ন আকারের দাগ এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেকটার পড়তে পারে ।
১৮। রেজিস্টার কি?
উঃ কম্পিউটারের যে স্মৃতি সিপিইউ-এর সাথে সরাসরি যুক্ত এবং যাতে সাময়িকভাবে তথ্য মজুত করা যায় তাকে রেজিস্টার বলা হয়।
১৯। সিপিইউ এর কাজ কী?
উঃ সিপিইউ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ, হিসাব- নিকাশ ও নিয়ন্ত্রণের কাজ করে এবং আউটপুট
ডিভাইসসমূহে পাঠায়।
২০। কম্পিউটারের স্মৃতি কি?
উঃ প্রক্রিয়াকরণের সময় কম্পিউটার যাবতীয় তথ্যাবলি ও প্রোগ্রাম যেখানে ধারণ করে তাকে স্মৃতিভান্ডার বা কম্পিউটারের স্মৃতি বলে ।
২১। ক্যাশ মেমোরি কি?
উঃ কম্পিউটারের অভ্যন্তরে সবচেয়ে ক্ষুদ্রতম, উচ্চগতিসম্পন্ন এবং ব্যয়বহুল বা দামি মেমোরিকে ক্যাশ মেমোরি বলা হয়ে থাকে।
২২। VIRTUAL কি?
উঃ সহায়ক মেমোরি (হার্ডডিক্স বা ফ্লপিডিক্স) এর সাথে সংযুক্ত মেমোরিকে ভারচুয়াল বলে ।
২৩। RAM কী?
উঃ RAM এর অর্থ হলো- Random Access memory.
২৪। সফ্টওয়্যার কি?
উঃ হার্ডওয়ারকে ক্রিয়াশীল করার জন্য কম্পিউটার সিস্টেমের যে গুরুত্বপূর্ণ উপাদানটি ব্যবহার করা হয় তাকে সফট্ওয়্যার বলা হয়ে থাকে ।
২৫।সফ্টওয়্যারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উঃ কম্পিউটারে সাধারণত দুই ধরনের সফ্টওয়্যার ব্যবহৃত হয়। যথা- ১. সিস্টেম সফ্টওয়ার ও ২. অ্যাপ্লিকেশন সফ্টওয়ার।
২৬। প্যাকেজ প্রোগ্রাম কী?
উঃ নির্দিষ্ট ব্যবহারিক প্রয়োজনের সম্ভাব্য সকল প্রকার নির্দেশ এবং সুযোগ একত্র করে যেসব ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয় তাকে প্যাকেজ প্রোগ্রাম বলে।
২৭। Compiler কি?
উঃ উচ্চস্তরের ভাষায় লিখিত উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার প্রোগ্রামকে কম্পাইলার বলে।
২৮। অপারেটিং সিস্টেম কাকে বলে?
উঃ কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি ব্যবহৃত হয় সেগুলোকে একত্রে অপারেটিং সিস্টেম বলে।
২৯। ইনফরমেশন সিস্টেম কি?
উঃ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ফলাফল প্রদান ইত্যাদি কার্যক্রম সম্পাদন করার জন্য যে সিস্টেম গঠিত হয় তাকে ইনফরমেশন সিস্টেম বলে।
৩০। তথ্য প্রযুক্তি কি?
উঃ তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতা যাচাই সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিবহণ, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে জড়িত প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে।
৩১। সিস্টেম কি?
উঃ কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধভাবে বিন্যস্তকরণের রীতিনীতিকে বলা হয় সিস্টেম।
৩২। MIS কি?
উঃ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ ও অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য ব্যবহার উপযোগী ও পূর্ণাঙ্গ তথ্য সঠিক সময়ে প্রদানের জন্য মানুষ ও কম্পিউটার নির্ভর প্রক্রিয়াকে ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা বলে।
৩৩। কি কি উপায়ে সিস্টেম বিশ্লেষণ করা যায়?
উঃ তিনটি উপায়ে সিস্টেম বিশ্লেষণ করা যায়। যথা- ১. সিস্টেম সফ্টওয়্যার রক্ষণাবেক্ষণ, ২. সিস্টেম হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ ও ৩. সিস্টেম ম্যানুয়াল রক্ষণাবেক্ষণ ।
৩৪। মাইক্রো (Micro) কি?
উঃ মাইক্রো হলো গাণিতিক এবং যুক্তি ক্ষমতা সম্পন্ন এক ধরনের বৃহৎ একীভূত বর্তনী ।
৩৫। এন্টিভাইরাস কাকে বলে?
।উঃ যেসব প্রোগ্রাম ভাইরাসের প্রতিষেধক হিসাবে কম্পিউটারের প্রোগ্রামসমূহকে ভাইরাসমুক্ত করে থাকে তাকে এন্ট্রিভাইরাস
বলে ।
৩৬। ডেক্সটপ কি?
উঃ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার সাথে বিভিন্ন ছবি, আইকন, ফোল্ডার, ফাইল ইত্যাদি সম্বলিত যে স্ক্রিন মনিটরে দেখা যায়। তাকে ডেক্সটপ বলে ।
৩৭। ওয়ার্ড প্রসেসিং কি?
উঃ ওয়ার্ড প্রেসেসিং বলতে বুঝায় কম্পিউটারের মাধ্যমে ওয়ার্ড বা শব্দকে প্রসেস বা প্রক্রিয়াকরণ করে ডকুমেন্ট বা দলিল তৈরি করা।
৩৮। কয়েকটি Word Processing Software-এর নাম লিখ ৷
উঃ কয়েকটি Word Processing Software- এর নাম হলো Word Star, Word Perfect, MS Word ইত্যাদি ।
৩৯। AI কি?
উঃ AI হলো Artificial Intelligence.
৪০। DTP কি?
উঃ কম্পিউটার ও ওয়ার্ডপ্রসেসিং সফ্টওয়্যারের সাহায্যে মুদ্রণের যাবতীয় কাজ সম্পন্ন করাকে DTP বা Desktop Publishing বলা হয়।
৪১। ই-কমার্স কী?
উঃ বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তির বা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক লেনদেনের প্রক্রিয়াকে ই-কমার্স বলা হয়।
৪২। CZC কী?
উঃ যে ধরনের ই-কমার্স প্রক্রিয়ায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে কোনো মধ্যস্থতাকারী থাকে না এবং ক্রেতা সরাসরিভাবে অন্য ক্রেতার পণ্য ক্রয় করে তাকে CZC বলে।
৪৩। সার্চ ইঞ্জিন (Search Engine) কী?
উঃ সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
৪৪। আইপি অ্যাড্রেস কি?
উঃ ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে যাকে বলা হয় আইপি অ্যাড্রেস।
৪৫। আইএসপি (ISP) কি?
উঃ যে সকল প্রতিষ্ঠান ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে তাদেরকে আইএসপি বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কী? ১০০%
২। বিভিন্ন ধরনের ROM আলোচনা কর। ১০০%
৩। মাল্টিমিডিয়ার ব্যবহার আলোচনা কর। ১০০%
৪। সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখ। ১০০%
৫। কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৬। সাইবার অপরাধ কি? ১০০%
৭। কম্পিউটার হ্যাকিং কী? সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যকার পার্থক্য দেখাও। ১০০%
৮। বাজারজাতকরণের কম্পিউটারের ব্যবহার আলোচনা কর। ১০০%
৯। মাইক্রো প্রসেসরের কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১০। MS Words – Header এবং Footer সংযোজনের পদ্ধতি ব্যাখ্যা কর। ৯৯%
১১। প্রধান মেমোরি ও সহায়ক মেমোরির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। OMR এবং OCR এর মধ্যে পার্থক্য কী? ৯৯%
১৩। কম্পিউটার প্রজন্ম কী? বিভিন্ন ধরনের স্ক্যানিং ডিভাইসের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ই-কমার্সের ধরনগুলো ব্যাখ্যা কর। ১০০%
(খ) ই-কমার্স এবং ই-বিজনেস-এর মধ্যকার পার্থক্য আলোচনা কর। ১০০%
২। (ক) ডকুমেন্ট সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? ১০০%
(খ) ডকুমেন্ট সংরক্ষণের পদ্ধতি আলোচনা কর । ১০০%
৩। (ক) কম্পিউটারে ভাইরাস আক্রমণের কারণসমূহ আলোচনা কর। ১০০%
(খ) কম্পিউটার রক্ষণাবেক্ষণের উপায়সমূহ আলোচনা কর । ১০০%
৪। (ক) ব্যবসায় ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োজন কী? ১০০%
(খ) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কী কী ইনফরমেশন সিস্টেম প্রয়োজন হয়? ১০০%
৫। (ক) ইনফরমেশন সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেমের সুবিধাসমূহ আলোচনা কর । ১০০%
(খ) ইনপুট আউটপুট ডিভাইস কি? চারটি ইনপুট ডিভাইস ও চারটি আউটপুট ডিভাইস এর নাম লিখ। ১০০%
৬। (ক) অপারেটিং সিস্টেমের কাজগুলো আলোচনা কর। ১০০%
(খ) প্যাকেজ প্রোগ্রাম ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। ১০০%
৭। (ক) কম্পিউটার বাস কি? ১০০%
(খ) কম্পিউটার হার্ডওয়্যারের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৮। (ক) কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর। ১০০%
(খ) চিত্রসহ কম্পিউটারের সংগঠন বর্ণনা কর।
৯। (ক) ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
(খ) বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা কর । ৯৯%
১০। (ক) কম্পিউটার বলতে কি বুঝ? ৯৯%
(খ) বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেম সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১১। (ক) ব্যবসা-বাণিজ্যে ইন্টারনেটের সুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) ইন্টারনেট মার্কেটিং এর বিভিন্ন উপায় সংক্ষেপে লিখ। ৯৯%
১২। (ক) মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা কর। ৯৯%
(খ) বিভিন্ন প্রকার মেমরির বর্ণনা দাও। ৯৯%
১৩। (ক) সংক্ষেপে বিভিন্ন প্রকার হ্যাকিং পদ্ধতির বর্ণনা দাও। ৯৯%
(খ) একটি কম্পিউটারের প্রসেসর ক্রয় করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কি? আলোচনা কর। ৯৯%
১৪। (ক) কম্পিউটার অপরাধ (Crime) কি? কম্পিউটার অপরাধগুলো কি কি হতে পারে বর্ণনা কর। ৯৯%
(খ) সাইবার ক্রাইম প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর। ১০০%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*