অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ভূগোল ও পরিবেশ বিষয় প্রাকৃতিক ভূগোল পরিচিতি ২১৩২০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ITCZ.
উঃ ITCZ-এর পূর্ণরূপ হলো Inter Tropical Climatic Zone.
২। সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উঃ সূর্যের নিকটতম গ্রহ বুধ।
৩। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম লিখ।
উঃ ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
৪। বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ?
উঃ বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ।
৫। প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম লিখ।
উঃ (i) ভূমিরূপ বিজ্ঞান ও (ii) জলবায়ু বিজ্ঞান।
৬। বাংলাদেশ কোন প্রাণী-ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
উঃ ওরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত।
৭। পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী?
উঃ গ্রান্ড ম্যারিয়ানা ট্রেঞ্চ।
৮। বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম লিখ।
উঃ বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার।
৯। বায়োম কী?
উঃ জলবায়ুর প্রভাবে গড়ে ওঠা বৃহৎ ভৌগোলিক একককেই বায়োম বলে।
১০। হিমবাহ্ কী?
উঃ ধীরগতি সম্পন্ন বরফগুলোকে হিমবাহ বলে।
১১। আধুনিক যুগের একজন প্রাকৃতিক ভূগোলবিদের নাম লিখ।
কসমস গ্রন্থের প্রণেতা কে?
উঃ আলেকজান্ডার ভন হামবোল্ট।
১২। ওজোন স্তরের কাজ কী?
উঃ ওজোন স্তরের মূল কাজ হলো সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে প্রাণী-ফুলকে রক্ষা করা।
১৩। ম্যাগমা কি?
উঃ ভূ-অভ্যন্তরীণ উত্তপ্ত গলিত পদার্থকে ম্যাগমা বলে।
১৪। অশ্ব অক্ষাংশের মান কত?
উঃ অশ্ব অক্ষাংশের মান ৪১° দক্ষিণ অক্ষাংশ।
১৫। “বিগ ব্যাংগ” তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ‘বিগ ব্যাংগ’ তত্ত্বের প্রবক্তা জর্জ লেমিটার (Georges Lamaitre)।
১৬। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখ।
উঃ ১. কার্বন ডাই-অক্সাইড (CO2), ২. ক্লোরোফ্লোরো কার্বন (CFC)।
১৭। ক্যানিয়ন বলতে কি বুঝায়?
উঃ শুষ্ক অঞ্চলে কোমল শিলার উপর গঠিত নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে।
১৮। আল মাজেস্ট গ্রন্থের লেখক কে?
উঃ বিখ্যাত রোমান ভূগোলবিদ টলেমি।
১৯। কর্কট ক্রান্তি রেখার মান কত?
উঃ কর্কট ক্রান্তি রেখার মান ২৩.৫° উত্তর অক্ষাংশ।
২০। ভূগোলের জনক কে?
উঃ ইরাটোসথেনিসকে।
২১। পৃথিবীর কক্ষপথ কি?
উঃ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে।
২২। কোরিওলিস শক্তি কি?
উঃ পৃথিবীর আবর্তনজনিত শক্তির ফলে যে শক্তির উদ্ভব হয়, তাকে কোরিওলিশ শক্তি বলে।
২৩। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?
উঃ বায়ুমণ্ডলে ক্রমাগত হারে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে সামগ্রিকভাবে সারা বিশ্বের
তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে।
২৪। জীবমণ্ডলের উপাদানগুলোর নাম লিখ।
উঃ জীবমণ্ডলের উপাদানগুলো হলো বায়ুমণ্ডল, বারিমণ্ডল ও অশ্মমণ্ডল।
২৫। গর্জনশীল চল্লিশা কাকে বলে?
উঃ দক্ষিণ গোলার্ধে পানির ভাগ বেশি থাকায় পশ্চিমা বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয়। প্রায় ৪০° দক্ষিণ থেকে ৬০° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি, এ অঞ্চলকে ‘গর্জনশীল চল্লিশা’ বলে ।
২৬। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস থাকে?
উঃ ভূ-পৃষ্ঠের উপরিভাগে অন্যুন ১০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের সকল স্তরেই ওজোন গ্যাস থাকে।
২৭। নদীর বিভিন্ন অবস্থাগুলোর নাম লিখ।
উঃ নদীর অবস্থাগুলোর মধ্যে পড়ে নদীতে কখনো জোয়ার, কখনো ভাটা আবার বর্ষা মৌসুমে থই থই পানি এবং চৈত্র-বৈশাখ মাসে নদীগুলোতে নাব্যতার সৃষ্টি হয়। আবার কিছু কিছু নদী খরস্রোতা, মৃদু স্রোত ও স্রোতহীনও দেখা যায়।
২৮। পাত বলতে কী বুঝ?
উঃ সিয়াল ও সিমা একত্রে পৃথিবীর মহাদেশ ও মহাসাগরীয় তলে কতগুলো অনমনীয় ও কঠিন খণ্ড আপেক্ষিকভাবে নিজের মধ্যে সঞ্চরণশীল, এই খণ্ডগুলোকে সাধারণভাবে পাত বলে ৷
২৯। জিপসাম কোন শিলা?
উঃ জিপসাম হলো রাসায়নিক পাললিক শিলা।
৩০। লাভা কী?
উঃ আগ্নেয়গিরি থেকে যে ছিদ্রপথের মাধ্যমে অগ্নুৎপাত হয়ে থাকে, তাকে জ্বালামুখ বলে। আর এ জ্বালামুখ হতে নির্গত পদার্থকে লাভা বলে।
৩১। পানি চক্র কী?
উঃ সূর্যরশ্মির আলোয় সমুদ্র, হৃদ, নদী ও অন্যান্য জলাশয় থেকে পানি বাষ্পীভবনের মাধ্যমে বাষ্পরূপে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সেখান থেকে বারিজগতের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে, তাকে পানি চক্র বলে।
৩২। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রগুলো উল্লেখ কর।
উঃ প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রগুলো হলো- ১. ভূমিরূপবিদ্যা, ২. জলবায়ুবিদ্যা, ৩. সমুদ্র ভূগোল, ৪. মৃত্তিকা ভূগোল ও ৫. জীবভূগোল ।
৩৩। দুইটি স্থানীয় বায়ুর নাম লিখ।
উঃ দুইটি স্থানীয় বায়ুর নাম চিনুক ও চিলি।
৩৪। কোরিওলিশ শক্তি কী?
উঃ পৃথিবীর আবর্তনজনিত শক্তির ফলে যে শক্তির উদ্ভব হয়, তাকে কোরিওলিশ শক্তি বলে।
৩৫। বায়ুর আর্দ্রতা পরিমাপের একক কী?
উঃ বায়ুর আর্দ্রতা পরিমাপের একক হলো মিলিবার।
৩৬। উইচার্ট-গুটেনবার্গ বিচ্ছেদ তল কী?
উঃ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সংযোগ স্থলের বিচ্যুতিকে গুটেনবার্গ বিচ্ছেদ বলে ।
৩৭। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত?
উঃ পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার।
৩৮। কোন প্রকারের শিলায় জীবাশ্ম পাওয়া যায়?
উঃ পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় ।
৩৯। দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লিখ।
উঃ দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম হলো- ১. কার্বন-
ডাই-অক্সাইড ও ২. ক্লোরো ফ্লোরোকার্বন।
৪০। ব-দ্বীপ কী?
উঃ নদী মোহনায় সঞ্চয়কার্যের ফলে নতুন নতুন ভূখণ্ড সৃষ্টির প্রক্রিয়া অনবরত চলতে থাকে নবগঠিত ভূখণ্ডের দুই পার্শ্ব দিয়ে নদীস্রোত প্রবাহিত হওয়ার নবগঠিত মাত্রাহীন ‘ব’ আকৃতি লাভ করে। এজন্য একে ব-দ্বীপ বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভূ-ত্বকের বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
২। বায়ুমণ্ডলের উপাদানসমূহ উল্লেখ কর। ১০০%
৩। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখ। ১০০%
৪। বায়ুর তাপের তারতম্যের কারণ ব্যাখ্যা কর। ১০০%
৫। নদীর সঞ্চয়জাত ভূমিরূপগুলোর নাম লিখ। ১০০%
৬। ম্যানগ্রোভ উদ্ভিদের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৭। প্রাকৃতিক ভূগোলের সাথে উদ্ভিদবিদ্যার সম্পর্ক দেখাও। ১০০%
৮। রাসায়নিক ও যান্ত্রিক বিচূর্ণীভবন বর্ণনা কর। ১০০%
৯। ট্রপোস্ফিয়ারের গুরুত্ব লিখ। ১০০%
১০। পানিচক্র সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
১১। “সূর্যগ্রহণের কারণ ব্যাখ্যা কর। ১০০%
১২। ব-দ্বীপের গঠন কাঠামো বর্ণনা কর। ৯৯%
১৩। সৌরজগতের সদস্য হিসেবে পৃথিবীর পরিচয় দাও। ৯৯%
১৪। সমুদ্রস্রোত কি? সমুদ্রস্রোতের কারণ কী কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোলের উপক্ষেত্রসমূহ বর্ণনা কর। ১০০%
২। সমস্থিতি কী? অ্যারি ও প্রাটের সমস্থিতি মতবাদ আলোচনা কর। ১০০%
৩। জলবায়ু নিয়ন্ত্রণকারী প্রধান নিয়ামকসমূহের বিবরণ দাও। ১০০%
৪। নদীর উৎপত্তির ও ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
৫। নিয়ত বায়ুপ্রবাহের বিস্তারিত বিবরণ দাও। ১০০%
৬। ভারত মহাসাগরীয় স্রোতসমূহের বর্ণনা কর। ১০০%
৭। ওরিয়েন্টাল প্রাণী-ভোগোলিক অঞ্চলের বিবরণ দাও। ১০০%
৮। ভূ-অভ্যন্তরের বা বায়ুমন্ডলের স্তরবিন্যাস আলোচনা কর। ১০০%
৯। উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
অথবা, শিলা কি? শিলার শ্রেণিবিভাগ বর্ণনা কর।
১০। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিধি আলোচনা কর। ১০০%
১১। সৌরজগতের উদ্ভব বিষয়ক আধুনিক তত্ত্বটি লিখ। পৃথিবীতে প্রাণের উদ্ভব ও বিকাশের কারণ কী? ৯৯%
১২। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো ব্যাখ্যা কর। ৯৯%
১৩। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান প্রধান অনুভূমিক চাপবলয়সমূহের বিবরণ দাও। ৯৯%
১৪। ভূমিকম্প কি? ভূমিকম্পের কারণগুলো লিখ। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*