অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ বাংলা বিষয় বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা ২১১০০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ODBL-এর পূর্ণরূপ লিখ।
উঃ ODBL-এর পূর্ণরূপ হলো- The Origin and
Development of the Bengali Language.
২। কোন বাংলা স্বরধ্বনি বর্ণমালায় নেই, কিন্তু ভাষায় ধ্বনি
হিসেবে ব্যবহৃত হয়?
উঃ ‘অ্যা’ বাংলা স্বরধ্বনি বর্ণমালায় নেই কিন্তু স্বরধ্বনি
হিসেবে ব্যবহৃত হয়।
৩। দৈন্যতা সবসময় ভালো নয়।’- এ বাক্যের অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধরূপ লেখ।
উঃ দীনতা সবসময় ভালো নয়।
৪। ‘তীক্ষ্ণ’ শব্দের যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ আছে?
উঃ ক + ষ + ন বর্ণ আছে ।
৫। কেম শাখা কয়ভাগে বিভক্ত?
উঃ দুই ভাগে বিভক্ত; যেমন- হিত্তি ভাষা ও তুখারীয় ভাষা ।
৬। নিপাতনে সিদ্ধ কী?
উঃ যে সন্ধি কোনো নির্দিষ্ট নিয়মের অধীন নয়।
৭। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতার নাম কি?
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ।
৮। ‘Faculty’ শব্দটির পারিভাষিক অর্থ লেখ।
উঃ অনুষদ।
৯। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ কে লেখেন?
উঃ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ লেখেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
১০। প্রাণিবাচক অতৎসম শব্দে কোন ‘ই’/‘ঈ’-কার বসে?
উঃ নারী, কুম্ভীর, পক্ষী, হস্তী ইত্যাদি শব্দে ‘ই’/ঈ’-কার বসে।
১১। বাংলা ভাষায় গদ্যে চলিতরীতির প্রবর্তক কে?
উঃ বাংলা ভাষায় গদ্যে চলিত-রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ।
১২। ‘গালিচা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উঃ ফারসি শব্দ থেকে এসেছে।
১৩। বাংলা লিপির উৎস কোন লিপি থেকে?
বাংলা লিপির উৎস কি?
উঃ ব্রাহ্মীলিপি।
১৪। আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনার সংকলন কোনটি?
উঃ আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনা সংকলন ‘বেদ’ ।
১৫। প্রতিবেদনের সাধারণত কয়টি অংশ থাকে এবং কি কি?
উঃ তিনটি অংশ : (ক) প্রারম্ভিক অংশ; (খ) প্রধান অংশ; (গ) পরিশিষ্ট।
১৬। পাণিনির ব্যাকরণ গ্রন্থের নাম কী?
উঃ পাণিনি রচিত ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী ব্যাকরণ।
১৭। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি?
উঃ ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি।
১৮। ভারতীয় আর্য ভাষার কোন স্তরে নব্য ভারতীয় আর্য ভাষাগুলো অবস্থিত?
উঃ দ্বিতীয় স্তরে অবস্থিত।
১৯। কোন কোন ভাষার মিশ্রণকে ‘গুরুচণ্ডালী’ দোষ বলা হয়?
উঃ সাধু ও চলিত ভাষার মিশ্রণকে।
২০। একই ব্যঞ্জন ছাড়াও অন্য কোন উপায়ে ধ্বনি দ্বিত্ব হয়?
উঃ ব ফলাযুক্ত হয়ে। বিশ্ব (বিশৃশো)।
২১। ‘ঞ্জ’ যুক্তাক্ষরে কোন কোন বর্ণ রয়েছে?
উঃ ঞ + জ = ঞ্জ ।
২২। ‘জানালা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উঃ ‘জানালা’ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে।
২৩। নব্য ভারতীয় আর্য ভাষার আধুনিক পর্বের দুটি ভাষার নাম লিখ।
উঃ বাংলা, আসামি।
২৪। গৌড় প্রাকৃতের পরবর্তী স্তর কোনটি?
উঃ গৌড় প্রাকৃতের পরবর্তী স্তর গৌড়ী অপভ্রংশ।
২৫। পতঞ্জলি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম লিখ।
উঃ পতঞ্জলি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম মহর্ষি বাদরায়ন।
২৬। ইন্দো-ইরানীয়ান শাখার ভাষা গোষ্ঠীর আনুমানিক উৎপত্তি কত বছর আগে?
উঃ ১২০০ খ্রিস্টপূর্বাব্দে।
২৭। প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসীমা উল্লেখ কর।
উঃ খ্রিস্টপূর্ব ১২০০ অব্দ থেকে খ্রিস্ট পূর্ব ৫০০০ অব্দ পর্যন্ত।
২৮। গৌড়ীয় অপভ্রংশের পূর্ববর্তী ভাষাকে কী বলে?
উঃ গৌড়ীয় প্রাকৃত।
২৯। মধ্যভারতীয় আর্যভাষার দ্বিতীয় উপত্তরের নাম কী?
উঃ মধ্য প্রাকৃত ভাষা।
৩০। মাগধী প্রাকৃতে তিনটি উষ্মবর্ণ স্থানে কোন শ/ষ/স ব্যবহৃত হয়?
উঃ ‘শ’ ব্যবহৃত হয়।
৩১। মহাপ্রাণ ধ্বনি ঘ, ধ, ভ স্থানে গ, দ, ব উচ্চারিত হয় কোন উপভাষায়?
উঃ বরেন্দ্রী উপভাষায়।
৩২। দারোগা’ কোন ভাষার শব্দ?
উঃ দারোগা তুর্কি ভাষার শব্দ।
৩৩। ‘অহোরাত্রি’ শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধরূপ লেখ।
উঃ ‘অহোরাত্রি’ শব্দটির শুদ্ধরূপ হবে অহঃরাত্র।
৩৪। ‘হ্য’ যুক্তবর্ণটির বিশ্লিষ্ট রূপ লেখ।
উঃ ‘হ্য’ যুক্তবর্ণটির বিশ্লিষ্ট রূপ হ + য ফলা ।
৩৫। দুই বা ততোধিক শব্দ যুক্ত করার ক্ষেত্রে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
উঃ হাইফেন ব্যবহৃত হয়।
৩৬। প্রতিবেদন শব্দের অর্থ কি?
উঃ প্রতিবেদন শব্দের বিবরণী।
৩৭। ‘উৎকর্ষতা’ শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধরূপ লেখ।
উঃ উৎকর্ষ।
৩৮। ‘ক্ষুধার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর।
উঃ ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
৩৯। প্রমিত বাংলা বানানরীতি কি?
উঃ যে বানান রীতি সর্বসাধারণের জন্য প্রণয়ন করা হয়েছে।
৪০। ‘হ্ম’ যুক্তবর্ণটির বিশ্লিষ্ট রূপ লেখ।
উঃ হ্ম = হ্+ম্ ।
৪১। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্তরের সময়সীমা লেখ।
উঃ খ্রিস্টপূর্ব ৫০১ অব্দ থেকে ৬৫০ অব্দ পর্যন্ত ।
৪২। ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষাসমূহকে ‘মাগধী ভাষা’ বলে অভিহিত করেছেন কে?
উঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
৪৩। ভাষার ইতিহাসে পাণিনি বিখ্যাত কেন?
উঃ সংস্কৃত ভাষায় অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনার জন্য।
৪৪। আদিতে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতো?
উঃ বৌদ্ধ ও জৌন সমাজে ব্যবহৃত হতো।
৪৫। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে?
উঃ গৌড়ী প্রাকৃত থেকে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাংলা ভাষায় অনার্য/আর্য প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখ। ১০০%
২। ষ-ত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণসহ লেখ। ১০%
৩। প্রাচীন বাংলা ভাষার চারটি বৈশিষ্ট্য উদাহরণসহ লেখ। ১০০%
৪। ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শাখাগুলোর নাম লেখ। ১০০%
৫। নব্য ভারতীয় আর্যভাষার প্রাচ্য শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
৬। নব্য ভারতীয় আর্য ভাষার লক্ষণগুলো সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৭। ‘কি” এবং “কী” এর পার্থক্য উদাহরণসহ লিখ। ১০০%
৮। আর্য ভাষার প্রতিটি স্তরের সময় ও সাহিত্য নিদর্শনের উল্লেখ কর। ১০০%
৯। প্রমিত বাংলা উচ্চারণের প্রয়োজনীয়তা কি? বুঝিয়ে লিখ। ১০০%
১০। যুক্তাক্ষর কি? যুক্তাক্ষর গঠনের গুরুত্ব ও নিয়ম লিখ। ১০০%
১১। সেমিকোলন (;) ও ড্যাশ (-) ব্যবহারের নিয়মগুলো লেখ। ৯৯%
অথবা, সেমিকোলন ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ কর।
১২। স্বরসন্ধির চারটি নিয়ম উদাহরণসহ লেখ। ৯৯%
১৩। বাংলা ভাষায় বৈদেশিক প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৪। বিদেশী বর্ণ থেকে বাংলায় প্রতিবর্ণীকরণের চারটি নিয়ম লেখ। ৯৯%
১৫। যেকোনো চারটি শব্দের শুদ্ধরূপ লেখ : ৯৯%
বৈচিত্র, দুরাবস্থা, ইতিপূর্বে, অধীনস্থ, উপরোক্ত, অর্ধাঙ্গিনী।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে পণ্ডিতদের মতামত বিশ্লেষণ কর। ১০০%
২। মধ্যভারতীয় আর্যভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৩। বাংলা উপভাষার শ্রেণিবিভাগ কর এবং প্রত্যেক উপভাষার প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর। ১০০%
৪। বাংলা ভাষায় বৈদেশিক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। ১০০%
৫। বাংলা বানান সংস্কারের উদ্যোগসমূহ বর্ণনা কর। ১০০%
৬। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বলতে কী বোঝ? এর প্রয়োজনীয়তা উল্লেখ করে বাংলা বর্ণমালাকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তর কর। ১০০%
৭। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী প্রস্তুত কর। ১০০%
৮। সাধু ও চলিত ভাষা কি? সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য উদাহরণসহ লিপিবদ্ধ কর। ১০০%
৯। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
১০। যুক্তাক্ষর গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ কর এবং ম-ফলা ও য-ফলার ব্যবহার এবং উচ্চারণ লেখ। ১০০%
১১। আদি ও অন্ত-মধ্যবাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ। ৯৯%
১২। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে বাংলার অবস্থান নির্ণয় কর। ৯৯%
১৩। তােমার কলেজে ‘১ বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী লিখ। ৯৯%
১৪। সার-সংক্ষেপ কি? কোন কোন কারণে সার-সংক্ষেপ নিম্নমানের হয়? ৯৯%
১৫। বাংলা ভাষার বিরামচিহ্নের ব্যবহার ও এর প্রয়ােজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*