অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ প্রাণিবিজ্ঞান বিষয় প্রাণিবৈচিত্র্য ১ ২১৩১০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। হলোজোয়িক পুষ্টি কী?
উঃ প্রোটোজোয়ান প্রাণীরা ব্যাকটেরিয়া, ঈস্ট, শৈবাল বা অন্য কোনো ক্ষুদ্র জীব বা তাদের অংশ
বিশেষ কঠিন খাদ্যরূপে গ্রহণ করে পুষ্টি সাধন করাকে হলোজোয়িক পুষ্টি বলে ।
২। পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি কে প্রবর্তন করেন?
উঃ পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন বিজ্ঞানী হুইটেকার ।
৩। প্যারাজোয়া কাকে বলে?
উঃ যেসব বহুকোষী প্রাণীদের কোষগুলোর মধ্যে কোনো সমন্বয় থাকে না, কার্যগত দিক থেকে
কোনো শ্রমবিভাজন দৃশ্যমান হয় না এবং কোষগুলো মিলে কোনো কলা বা অঙ্গ গঠিত হয় না তাদেরকে প্যারাজোয়া (Parazoa) বলা হয়।
৪। Radiata’ বলতে কী বুঝ?
উঃ যেসব প্রাণীদের দেহ অরীয় এবং দ্বি-অরীয় প্রতিসম বিদ্যমান তাদের রেডিয়েটা বলা হয় ।
৫। জনুঃক্রম কি?
উঃ যৌন ও অযৌন প্রজননের পর্যায়ক্রমিক আবর্তনকে জনুঃক্রম বা Alternation of generation বলে।
৬। স্লিপার অ্যানিম্যালক্যুল কী?
উঃ Paramecium দেখতে চটি জুতার মতো বলে এদেরকে Slipper animalcule বলে ।
৭। স্টিগমা কি?
উঃ সাইটোফ্যারিংক্সের নিচে এবং সংকোচনশীল গহ্বরের উল্টো দিকে একটি উজ্জ্বল লাল রং এর
চিহ্ন দেখা যায় একে স্টিগমা বলে।
৮। হেক্সাকাস্থ বলতে কী বুঝায়?
উঃ ফিতাকৃমি গঠনের শুরুতে মরুলার পশ্চাৎ দিকের কাইটিনময় ৬ টি হুক বিশিষ্ট ভ্রূণকে
হেক্সাক্যান্থ বলে।
৯। Echinodermata পর্বের দু’টো লার্ভার নাম লিখ।
উঃ Echinodermata পর্বের দু’টো লার্ভার নাম হলো : ১. বাইপিনারিয়া লার্ভা ও ২. অরিকুলারিয়া লার্ভা।
১০। পেলিকল কী?
উঃ Euglena এর সমগ্র কোষীয় দেহ একটি সূক্ষ্ম নমনীয় প্রোটিন নির্মিত আবরণে আবৃত থাকে, যার নাম পেলিকল ।
১১। মিক্সোট্রফিক পুষ্টি কী?
উঃ Euglena-র হলোফাইটিক এবং স্যাপ্রোফাইটিক পুষ্টিকে একত্রে মিক্সোট্রফিক পুষ্টি বলে ।
১২। ইউগ্রেনীয় চলন বলতে কি বুঝায়?
উঃ পেলিকলে অবস্থিত মায়োনিম অণুসূত্রের সংকোচন ও প্রসারণ অথবা পেলিকলে প্রোটোপ্লাজমের
প্রসারণের ফলে ইউগ্লেনার দেহে একটি সংকোচনী ঢেউ সৃষ্টি হয় এবং প্রাণীটি সামনের দিকে চলতে
থাকে। এ বিশেষ ধরনের চলন ইউগ্লেনাসহ অন্যান্য কিছু প্রোটোজোয়াতে দৃশ্যমান হয়। এজন্য একে
ইউগ্লেনীয় চলন বলা হয় ।
১৩। পামেলা দশা বলতে কি?
উঃ অনেক সময় প্রতিকূল পরিবেশ মোকাবিলার জন্য কতকগুলো Euglena একত্রে দলবদ্ধ হয়। এ সময় এরা ফ্ল্যাজেলার বিলুপ্তি ঘটায় এবং নিজ কোষ দেহ থেকে জিলাটিন জাতীয় পিছিল আঠালো পদার্থ নিঃসরণ করে সকলে একটি সাধারণ আবরণে আবদ্ধ হয়। এই বিশেষ অবস্থা বা দশাকে পামেলা দশা বলে।
১৪। দোদুল্যমান পর্দা লিখ।
উঃ Euglena-র ফ্ল্যাজেলার শীর্ষপ্রান্ত হতে গোড়ার দিকের পর্দা ক্রমাগত তরঙ্গায়নের মাধ্যমে পানিতে
চাপ সৃষ্টি হওয়াতে সামনের দিকে এগিয়ে চলে। আবার, গোড়ার দিক হতে শীর্ষপ্রান্তের দিকে তরঙ্গায়ন
ঘটলে পশ্চাৎমুখী চলন প্রদর্শন করে। এ ধরনের চলনকে দোদুল্যমান বা ঢেউখেলানো পর্দা বলা হয় ।
১৫। কক্সিডিওসিস কি?
উঃ Eimeria tenella দ্বারা মুরগির ছানার যে মারাত্মক রোগের সৃষ্টি হয় তা কক্সিডিওসিস (Coccidiosis) নামে পরিচিত।
১৬। কনজুগেশন কি?
উঃ যে প্রক্রিয়ায় অস্থায়ীভাবে দুটি Paramecium মিলিত হয়ে পরস্পরের মধ্যে নিউক্লিও পদার্থের বিনিময় করে তাকে কনজুগেশন বা সংশ্লেষ বলে ।
১৭। সাইক্লোসিস (Cyclosis) কি?
উঃ Paramecium-এর খাদ্য গহবরগুলো এন্ডোপ্লাজমের মধ্যে এক বিশেষ প্রক্রিয়ায় সঞ্চালিত হয়। এই প্রক্রিয়াকে সাইক্লোসিস (Cyclosis) বলে।
১৮। অস্ট্রিয়া (Ostin) কি?
উঃ Scypha-র দেহে কিছু আণুবীক্ষণিক আন্তঃকোষীয় রন্ধ্র দেখা যায়। এদেরকে অস্টিয়া (Ostia) বলে।
১৯। অসকিউলাম এর সংজ্ঞা দাও।
উঃ Scypha-র প্রতিটি শাখার মুক্ত প্রান্তে বড় আকারের একটি ছিদ্র থাকে; একে অসকিউলাম Osculum বলে।
২০। অসকিউলাম এর কাজ কী?
উঃ Scypha-র দেহের অগ্রপ্রান্তে অবস্থিত একমাত্র প্রশস্ত রন্ধ্রটির নাম অসকিউলাম। নালিতন্ত্রের সকল
পানি এর মাধ্যমে দেহ হতে বের করে দেয়া কাজ। পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এতে স্ফিংটার থাকে। এর
সাহায্যে নালিতন্ত্রের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়।
২১। স্পঞ্জোসিল কি?
উঃ Scypha -র Osculum একটি সংকীর্ণ নলাকার গহবরে উন্মুক্ত। এই গহবরটিকে স্পঞ্জোসিল বলে।
২২। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলতে কী বুঝ?
উঃ গ্যালেট, পাকস্থলি, অরীয় নালি ও বলয় নালি মিলে যে গহ্বর গঠিত হয়, তাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে।
২৩। Obelia-তে যে জুইড পাওয়া যায় তার নাম লিখ।
উঃ Obelia কলোনিতে তিন ধরনের Zooids পাওয়া যায়। যথা : (ক) গ্যাস্ট্রোজ্যুয়োড বা পলিপ, (খ) গনোজ্যুয়োড ও (গ) মেডুসা ।
২৪। মেটাজেনেসিস কি?
উঃ দুটি ডিপ্লয়েড দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তনই মেটাজেনেসিস।
২৫। প্রোগ্লোটিড কি?
উঃ সিসটোডদের দেহ অসংখ্য বিসদৃশ্য খণ্ডাংশ নিয়ে গঠিত। এই খণ্ডাংশগুলোর প্রত্যেকটিকে প্রোগ্লোটিড বলে।
২৬। শিখা কোষ কি?
উঃ ফিতাকৃমির রেচনতন্ত্রের সেকেন্ডারি নালির সাথে কতগুলো ক্যাপিলারি ডাক্ট যুক্ত থাকে। এই
ক্যাপিলারি ডাক্ট একটি করে শিখার মত কোষের সাথে সংযুক্ত থাকে। এটিই শিখা কোষ ।
২৭। Ascaris-এর লার্ভার নাম কি?
উঃ Ascaris-এর লার্ভার নাম র‍্যাবডাইটিফর্ম।
২৮। পিনিয়াল সিটি কি?
উঃ পরিণত পুরুষ কৃমির অবসারণী ছিদ্র পথে দুটি বাঁকানো কাঁটার মত অংশ বের হয়। এদের পিনিয়াল সিটি বলে ।
২৯। র‍্যাডুলা বলতে কী বুঝ?র‍্যাডুলায় এক সারিতে দাঁতের সংখ্যা কত?
উঃ ওডোনটোফোরের নিয়ে বাদামি বর্ণের লম্বা ফিতার ন্যায় কাইটিন নির্মিত বাঁকানো একটি বৃত্তক অঙ্গ থাকে যাকে র‍্যাডুলা বলে । র‍্যাডুলায় এক সারিতে দাঁতের সংখ্যা সাতটি।
৩০। বোজানাসের অঙ্গ কী?
উঃ মোলাস্কা পর্বের প্রাণীদের বৃক্ক বা রেচন অঙ্গকে বোজানাসের অঙ্গ বলে।
৩১। প্যারাপোডিয়াম কি?
উঃ Neanthes এর Peristomium ও Pygidium | ব্যতীত প্রতিটি দেহখণ্ডের উভয়পার্শ্বে একটি করে চ্যাপ্টা, ফাঁপা, মাংসল পাতার ন্যায় উপবৃদ্ধি থাকে তাকে প্যারাপোডিয়াম বলে।
৩২। এপিটোক অঞ্চল বলতে কি বুঝায়?
উঃ যৌন পরিপক্ক Neanthes-এর দেহের দীর্ঘ পশ্চাৎ অর্ধাংশ যা গ্যামেট ধারণ করে। তাকে এপিটোক বলে ৷
৩৩। Heteroneanthes stage কি?
উঃ অ্যাটোক ও এপিটোক সম্পন্ন Neanthes এর যৌন পরিপক্ক অবস্থাকে Heteroneanthes stage বলে ।
৩৪। স্নাইম গ্ৰন্থি কী?
উঃ Peripatus-এর দেহগহ্বর উভয় পাশে একজোড়া রাইম গ্রন্থি থাকে যাদের নালি মৌখিক প্যাপিলায় উন্মুক্ত। এই রাইম গ্রন্থির রসকে Slime বলে ।
৩৫। প্লিওপোড বলতে কী বুঝ?
উঃ Prawn এর উদর অঞ্চলের ছয় জোড়া উপাঙ্গকে Pleopod বা সন্তরণী বা সুইমারেট বলে ।
৩৬। সবুজ গ্রন্থি (Green gland) কী?
উঃ Prawn’ এর অ্যান্টেনার কক্সা খণ্ডের মধ্যে একটি করে সাদা, ঘোলাটে, মটর দানার মত অ্যান্টেনারী গ্রন্থি থাকে। একে সবুজ গ্রন্থি বলে ।
৩৭। অ্যাপেনডিক্স মাসকুলিনা কী?
উঃ বেশিরভাগ পুরুষ চিংড়ির দ্বিতীয় প্লিওপডের অ্যাপেন্ড্রিক্স ইন্টারনা এবং মেসিয়াল মার্জিনের মধ্যে একটি ল্যাপেট ঢোকানো হলে তাকে অ্যাপেনডিক্স মাসকুলিনা বলে ।
৩৮। ইনস্টার কি?
উঃ দুইবার খোলস পরিবর্তনের মধ্যবর্তী সময়কালকে ইনস্টার বলে।
৩৯। জুয়ারিয়াম কী?
উঃ Bugula-র সম্পূর্ণ কলোনিকে জুয়ারিয়াম (Zoarium) বলে ।
৪০। লোফোফোর কী?
উঃ Phoronida-পর্বের প্রাণীতে পলিপাইড এর সম্মুখ অংশ বা মৌখিক অংশ যা cystid এর
ছিদ্রপথে প্রক্ষেপিত হতে বা গুটিয়ে নিতে সক্ষম তাকে ইনট্রোভার্ট বা লোফোফোর বলে।
৪১। বাইপিনারিয়া কোন প্রাণীর লার্ভা?
উঃ বাইপিনারিয়া Astropecten (তারামাছ) প্রাণীর লার্ভা।
৪২। টাইড্‌ম্যানের বস্তু কী?
উঃ বলয় নালির ভেতরে যে ক্ষুদ্র গোলাকার এবং হালকা হলুদ বর্ণের থলি সদৃশ গঠন উন্মুক্ত
হয়, তাদেরকে টাইড্‌ম্যানের বস্তু বলে।
৪৩। Balanoglossus-এর সাধারণ নাম কী?
উঃ Balanoglossus-এর সাধারণ নাম হলো জিহ্বা ক্রিমি বা Tongue Worm or Acorn worm.
৪৪। যকৃত পচন রোগ” কোন পরজীবী দ্বারা হয়?
উঃ Fasciola hepatic.
৪৫। কালাজ্বর কী?
উঃ Leishmania donovani নামক পরজীবীর আক্রমণে যে রোগ সৃষ্টি হয় তাকে কালাজ্বর বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Ascaris এর পরজীবীয় অভিযোজন বর্ণনা কর। ১০০%
২। Astropecten এর লার্ভার বর্ণনা দাও। ১০০%
অথবা, বাইপিনারিয়া/টরনারিয়া লার্ভার গঠন লিখ।
৩। স্কোলেক্স -র গঠন বর্ণনা কর। ১০০%
৪। কানেকটিভ ও কমিশিউর কি? এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
৫। মুক্তার গঠন কৌশল বর্ণনা কর। ১০০%
৬। Peripatus -এর আর্থ্রোপোড বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৭। পুরুষ চিংড়ি ও স্ত্রী চিংড়ির মধ্যে পার্থক্য লিখ। ১০০০%
৮। Astropecten -এর পানি সংবহনতন্ত্রের গুরুত্ব উল্লেখ কর। ১০০%
৯। Euglena/Paramecium এর চলন বর্ণনা কর। ১০০%
অথবা, Euglena র প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখ।
১০। Ctenophora ও Apicomplexa পর্বের বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
১১। Neanthes ও Heteroneanthes এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১২। হিমোসিল ও সিলোমের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৩। চিত্রসহ কোয়ানোসাইট কোষের গঠন ও কাজ লিখ। ৯৯%
অথবা, কোয়ানোসাইট ও পিনাকোসাইটের মধ্যে পার্থক্য লিখ।
১৪। খণ্ডক ও প্রোগ্লেটিডের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৫। Obelia এর জীবনচক্রে মেটাজেনেসিসের বর্ণনা দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। Paramecium-এর কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
২। দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণসহ Platyhelminthes/Molluscs পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ১০০%
৩। Macrobrachium-এর রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা দাও। ১০০%
৪। Balanoglossus এর সম্বন্ধপরতা আলোচনা কর। ১০০%
৫। Neanthes-এর রেচনতন্ত্রের বর্ণনা দাও। ১০০%
৬। Pila বা শামুকের স্নায়ুতন্ত্রের বর্ণনা দাও। ১০০%
৭। Balanoglossus-এর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। ১০০%
৮। Astropecten – এর হিমাল ও পেরিহিমালতন্ত্রের বর্ণনা দাও। ১০০%
৯। চিহ্নিত চিত্রসহ Hamiphora র অঙ্গসংস্থানিক গঠন বর্ণনা কর। ১০০%
১০। জুইড কি? Obelia র বিভিন্ন ধরনের জুইডের বর্ণনা দাও। ১০০%
১১। Eimeria tenella এর জীবন-চক্র বর্ণনা কর। ৯৯%
১২। Lamellidens এর শ্বসনতন্ত্র বর্ণনা কর। ৯৯%
১৩। শিরা কি? চিংড়ির শিরোপাঙ্গসমূহের বর্ণনা দাও। ৯৯%
১৪। নিম্নলিখিত যে কোনো দুটি প্রাণীর স্বভাব, বাসস্থান, খাদ্য ও অর্থনৈতিক গুরুত্ব লিখ : ৯৯%
Spongilla, Trypanosoma, Balanus, Echinus, Octopus, Physalia, Drosophila, Tubifex, Leishmania, Schistosoma.

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*