অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় মুসলমানদের ইতিহাস ৭৫০-১২৫৮ ২১১৬০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। তাহিরি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ তাহির ইবনে হুসাইন ।
২। আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?
উঃ আব্বাসীয়দের প্রথম রাজধানী ছিল
কুফা ।
৩। কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?
উঃ আবু জাফর আল মনসুর।
৪। আবু মুসলিম কে ছিলেন?
উঃ আব্বাসীয় প্রচারণার উদ্যোক্তা। এবং রাজবংশ স্থাপনের অন্যতম কর্ণধার ছিলেন আবু মুসলিম।
৫। জাব নদী কোথায় অবস্থিত?
উঃ টাইগ্রিস নদীর অববাহিকা অঞ্চলে জাব নদী অবস্থিত।
৬। কাকে আরবদের দার্শনিক বলা হয়?
উঃ “আরবদের দার্শনিক” বলা হয় আল-কিন্দিকে।
৭। বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা খালিদ বিন বার্মাকী ছিলেন।
৮। নাইসিফোরাস কে ছিলেন?
উঃ নাইসিফোরাস ছিলেন রোমান সম্রাট।
৯। আতাবেগ’ কার উপাধি ছিল?
উঃ ‘আতাবেগ” উপাধি ছিল নিজাম-উল-মূলক এর।
১০। সিয়াসাতনামা’ গ্রন্থের লেখক কে?
উঃ “সিয়াসাত নামাহ” গ্রন্থটি নিজামুল মূলক রচনা করেন।
১১। আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন?
উঃ আব্বাসীয় বংশের শেষ খলিফা আল-মুসতাসিম।
১২। জালালী বর্ষ পঞ্জিকা কে তৈরি করেন?
উঃ জালালি বর্ষপঞ্জি মালিক শাহ তৈরি করেন।
১৩। আগলাবী বংশের রাজধানী কোথায়?
উঃ কায়রোয়ান ।
১৪। আব্বাস কে ছিলেন?
উঃ আল-আব্বাস-বিন-আব্দুল মুত্তালিব মহানবি (সা.)-এর চাচা ছিলেন।
১৫। আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ ৭৫০ খ্রিস্টাব্দে।
১৬। আব্বাসীয় খিলাফতের সময়কাল উল্লেখ কর।
উঃ ৭৫০-১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খিলাফতের সময়কাল ছিল।
১৭। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ।
১৮। আব্বাসীয় বংশে কতজন খলিফা ছিলেন?
উঃ আব্বাসীয় বংশে ৩৭ জন খলিফা ছিলেন।
১৯। আব্বাসীয় বংশের নামকরণ করা হয় কার নামানুসারে?
উঃ হযরত মুহাম্মদ (সা.)-এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নামানুসারে।
২০। মাওয়ালি কারা?
উঃ অনারব মুসলমান বা নওমুসলিমদেরকে মাওয়ালি বলা হয়।
২১। জাবের যুদ্ধে কে উমাইয়াদের নেতৃত্ব দেন।
উত্তর: দ্বিতীয় মারওয়ান ।
২২। আব্বাসীয় খলিফা আবু জাফরের কী উপাধি ছিল?
উঃ আল-মনসুর।
২৩। আল-মনসুর শব্দের অর্থ কি?
উঃ আল-মনসুর শব্দের অর্থ বিজয়ী।
২৪। সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন?
উঃ মাজুসি সম্প্রদায়ের।
২৫। দারুস সালাম” শব্দের অর্থ কি?
উঃ ‘দারুস সালাম” শব্দের অর্থ শান্তিনিবাস ।
২৬। কোন নগরীকে ‘শান্তিনিবাস’ নামে অভিহিত করা হতো?
উঃ বাগদাদ নগরীকে ‘শান্তি নিবাস’ নামে অভিহিত করা হতো।
২৭। খলিফা আল-মাহদির স্ত্রীর নাম কি?
উঃ খলিফা আল-মাহদির স্ত্রীর নাম আল-খায়জুরান।
২৮। খলিফা হারুনুর রশিদের মাতার নাম কী?
উঃ হারুন-অর-রশিদের মাতার নাম খায়জুরান।
২৯। নহরে জোবায়দা কি?
উঃ খলিফা হারুন-অর-রশিদের স্ত্রী সম্রাজ্ঞী জোবায়দা কর্তৃক মক্কায় খননকৃত একটি খালের নাম।
৩০। বার্মাকি শব্দের অর্থ কি?
উঃ বার্মাকি শব্দের অর্থ মন্দিরের প্রধান পুরোহিত।
৩১। ইসলামি রাষ্ট্রের প্রথম উজির কে ছিলেন।
উঃ ইসলামি রাষ্ট্রের প্রথম উজির ছিলেন আৰু সালমা।
৩২। খলিফা আল-আমিনের উজিরের নাম কি ছিল?
উঃ খলিফা আল-আর্মেনীয় উজিরের নাম ফজল ইবনে রাবী ।
৩৩। বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
উঃ বায়তুল হিকমা খলিফা আল-মামুন প্রতিষ্ঠা করেন।
৩৪। কাকে অনুবাদের শেখ বলা হয়?
উঃ হুনাইন ইবনে ইসহাক-কে অনুবাদের শেখ বলা হয়।
৩৫। মান মন্দির কী?
উঃ সৌরজগৎ বিষয়ক গবেষনামূলক প্রতিষ্ঠান।
৩৬। খলিফা আল-মামুনের প্রধান উজিরের নাম কি?
উঃ খলিফা আল-মামুনের প্রধান উজিরের নাম ফজল ইবনে সাহল।
৩৭। কোন আব্বাসীয় খলিফাকে আরবদের নিরো বলা হয়?
উঃ আল-মুতাওয়াক্কিলকে আরবদের নিরো বলা হয়।
৩৮। সামাররা শব্দের অর্থ কি?
উঃ সামাররা শব্দের অর্থ দর্শকদের আনন্দদানকারী।
৩৯। বাগদাদ নগরী কে ধ্বংস করেন?
উঃ হালাকু খান ।
৪০। মুতাজিলা শব্দের অর্থ কি?
উঃ ‘মুতাজিলা’ শব্দের অর্থ দল ত্যাগ করা বা বিচ্ছিন্ন হওয়া।
৪১। ইসলামের ইতিহাসের জনক কে?
উঃ ইসলামের ইতিহাসের জনক আল-মাসুদি।
৪২। কোন আব্বাসীয় খলিফাকে আরবদের নিরো’ বলা হয়?
উত্তর: আব্বাসীয় খলিফা আল-মুতাওয়াকিলকে ‘আরবদের নিরো বলা হয়।
৪৩। ইদ্রিসীয় বংশ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ মরোক্কোতে।
৪৪। ইসলামের ইতিহাসে প্রথম শিয়া মতানুসারী রাজবংশ কোনটি?
উঃ ইদ্রিসীয় বংশ।
৪৫। আগলাবীয় বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ ইব্রাহিম ইবনে-আগলাব।
৪৬। আগলাবীয় বংশের রাজধানী কোথায় ছিল?
উঃ কায়রোয়ান ।
৪৭। ইখশিনীয় রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মুহাম্মদ ইবনে তুগজ।
৪৮। তুলুনীয় বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ আহমদ ইবনে তুলুন।
৪৯। সিসিলি কোথায়?
উঃ সিসিলি ইতালিতে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মুতাজিলা কারা? ১০০%
২। ‘শিয়া’ সম্পর্কে কী জান? ১০০%
৩। জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন? ১০০%
৩। কুরাইশদের ‘বাজপাখি’ কে এবং কেন? ৯৯%
৪। ইবনে সিনার উপর টীকা লিখ। ১০০%
৫। আবু মুসলিম খোরাসানীর পরিচয় দাও। ১০০%
অথবা, আবু মুসলিম খোরাসানী কিভা‌বে নিহত হয়েছিলেন?
৬। যবের ও নাসিবিনের যুদ্ধ সম্পর্কে লিখ। ১০০%
৭। আব্বাসীয় বংশ সম্পর্কে লিখ। ১০০%
৮। গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৯। ‘পর্বতের বৃদ্ধ ব্যক্তি’ সম্পর্কে টীকা লিখ। ১০০%%
১০। ‘শাহনামা’ সম্পর্কে একটি টীকা লিখ। ১০০%
১১। বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস লিখ। ৯৯%
১২। খালিদ বিন বার্মাকের পরিচয় দাও। ৯৯%
১৩। তাহিরি বংশের প্রতিষ্ঠার ইতিহাস লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। খলিফা হারুন-অর-রশীদ ইতিহাসে এত বিখ্যাত কেন? ১০০%
২। বার্মাকী পরিবারের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর। ১০০%
৩। জ্ঞান-বিজ্ঞানে খলীফা আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৪। বুয়াইদদের উৎপত্তি ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৫। আব্বাসীয় কারা? আব্বাসীয় আন্দোলনের বিবরণ দাও। ১০০%
৬। ক্রুসেড কি? ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৭। সেলজুক তুর্কিদের উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস লিখ। ১০০%
৮। ১২৫৮ সালে হালাকু খান কর্তৃক বাগদাদ ধবংসের বিবরণ দাও। ১০০%
৯। সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর। ১০০%
১০। খলিফা হারুন-অর-রশিদের সাথে বাইজেন্টাইনদের সম্পর্ক নির্ধারণ কর। ৯৯%
১১। আইয়ুবী বংশের উত্থানে সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা মূল্যায়ন কর। ৯৯%
১২। খলিফা আল-মাহদির রাজত্বকাল আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*