অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ উদ্ভিদবিজ্ঞান বিষয় ছত্রাকতত্ত্ব ২১৩০০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ছত্রাক তত্ত্বের জনক কে?
উঃ Antony de- Bary.
২। Mycology বা ছত্রাক বিজ্ঞান কাকে বলে?
উঃ জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাক নামক জীবগোষ্ঠীর উৎপত্তি, প্রকৃতি ও পরিবেশ,
শ্রেণিবিন্যাস, দৈহিক গঠন, সংখ্যাবৃদ্ধি, উপকারি ও ক্ষতিকর প্রভাব প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে Mycology বা ছত্রাক বিজ্ঞান বলে ।
৩। Hypogean ছত্রাক কী?
উঃ Tuber sp.
৪। সোয়ার্ম কোষ কি?
উঃ Myxomycetes বা Slime mold এর Meiospore formation এর মাধ্যমে উৎপন্ন কোষকে সোয়ার্ম কোষ বলে।
৫। অ্যাপোগ্যামি কি?
উঃ মিক্সোমাইসেটিসের অনেক প্রজাতিতে ডিপ্লয়েড প্লাজমোডিয়াম থেকে মায়োসিস ব্যতীতই সরাসরি
ডিপ্লয়েড স্পোর সৃষ্টি হয় এবং এ সকল স্পোর থেকে ডিপ্লয়েড মিক্সো-অ্যামিবা ও সোয়ার্ম কোষ উৎপন্ন হয় ।
যৌন প্রজনন ব্যতীতই এগুলো থেকে নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড প্লাজমোডিয়াম সৃষ্টি হয়। এ প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলা হয় ।
৬। প্লাজমোডিয়ামের সংজ্ঞা দাও।
উঃ স্লাইম মোল্ডের থ্যালাস নির্দিষ্ট আকারবিহীন প্রোটোপ্লাজম এবং ডিপ্লয়েড নিউক্লিয়াস বিদ্যমান থাকে যা নগ্ন, অকোষীয়, সিনোসাইটিক, প্রোটোপ্লাজম পিণ্ডকে প্লাজমোডিয়াম বলে।
৭। মাইসেলিয়াম কি?
উঃ হাইফিতে. গঠিত ছত্রাকের জট পাকানো দেহটিকে মাইসেলিয়াম বলে।
৮। মাইসেলিয়াল ম্যাট কী?
উঃ অসংখ্য মাইসেলিয়াম অনেক সময় একত্রিত হয়ে ম্যাটের আকৃতি ধারণ করে তখন ঐ মাইসেলিয়ামকে মাইসেলিয়াল ম্যাট বলে ।
৯। হাইফোপোডিয়াম কি?
উঃ পাতার অন্তঃবাসী কতিপয় পরজীবী ছত্রাকের মাইসিলিয়াম থেকে কখনো কখনো এককোষী বা
দুইকোষী খাটো হাইফা বের হয় যাদেরকে হাইফোপোডিয়াম বলে।
১০। বায়োট্রফ কি?
উঃ যে ছত্রাক কেবল জীবিত কোষকে আক্রমণ করে তাদেরকে বায়োট্রফ বলে।
১১। সিউডো-মাইসেলিয়াম-এর সংজ্ঞা দাও।
উঃ কতিপয় ছত্রাকের মাইসেলিয়াম থেকে মাইসেলিয়ামের ন্যায় এক ধরনের হাইফা বের হয় যাকে সিউডো-মাইসেলিয়াম বলে।
১২। ইস্টোরিয়াম কি?
উঃ পোষক কোষে চোষক হিসেবে প্রবিষ্ট ছত্রাকের বিশেষ অঙ্গকে হস্টোরিয়াম বলে।
১৩। একটি বিষাক্ত ছত্রাকের নাম লিখ।
উঃ যেসব ছত্রাকের মাইসেলিয়াম দেখতে অভিন্ন এবং একই মাইসেলিয়ামে উভয় প্রকারে জননাঙ্গ উৎপন্ন হয় সেসব ছত্রাককে হোমোথেলিক ছত্রাক বলে।
১৪। ক্লেরোসিয়া কি?
উঃ একই সাথে অনেকগুলো হাইফো বর্ধিত, বিকশিত ও পুঞ্জীভূত হয়ে যখন গোলাকার ও শক্ত গঠনে পরিণত হয় তখন তাকে স্ক্লেরোসিয়াম বলে।
১৫। ক্ল্যামাইডোম্পোর কী?
উঃ ছত্রাকের হাইফা প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হবার পর যদি প্রতিটি খণ্ড
পুরু প্রাচীরে আবৃত হয় তখন ঐ স্পোরকে ক্ল্যামাইডোস্পোর বলে।
১৬। প্লেকটেনকাইমা কাকে বলে?
উঃ ছত্রাকের হাইফাতে অধিকাংশ ক্ষেত্রে একটির সাথে আরেকটি জড়িয়ে টিস্যু সদৃশ্য গঠন সৃষ্টি করে যাকে প্লেকটেনকাইমা বলা হয়।
১৭। গ্যামিট্যাঞ্জিয়াল সঙ্গম কী?
উঃ দুইটি গ্যামোট্যাঞ্জিয়াম এর অভ্যন্তরস্থ সমুদয় পদার্থ মিলিত হয়ে এক হয়ে যাওয়ার পদ্ধতিটিকে
গ্র্যামেট্যাঞ্জিয়াল সঙ্গম বলে।
১৮। প্যারাসেক্সচুয়ালিটি কি?
উঃ সাধারণত ছত্রাকের স্বাভাবিক যৌন জনন ব্যতীত ব্যাতিক্রমধর্মী এই যৌন জননকে প্যারাসেক্সচুয়ালিটি বলা হয়।
১৯। ক্ল্যাম্প যোজন কী?
উঃ যে বিশেষ পদ্ধতির ফলে একটি ডাইক্যারিয়নেই অপত্য নিউক্লিয়াস চারটি, দুটি কোষে বিতারিত সেই পদ্ধতিতে ক্ল্যাম্প সংযোজন বলে।
২০। নেক্রোটিস ছত্রাক বলতে কি বুঝ?
উঃ এরা পোষককে প্রথমে হত্যা করে অতঃপর মৃতদেহ থেকে পুষ্টি গ্রহণ করে। এ ধরনের
ছত্রাককে নেক্রোটিস ছত্রাক বলা হয়। এ ধরনের ছত্রাক পোষকের জন্য মারাত্মক।
২১। অসম্পূর্ণ ছত্রাক বলতে কি বুঝ?
উঃ Deuteromycetes শ্রেণীর ছত্রাকদের যৌন জনন ঘটে না বলে উক্ত ছত্রাকদের অসম্পূর্ণ ছত্র
বলা হয়।
২২। সামারস্পোর কি?
উঃ Synchytrium নামক ছত্রাকের গ্রীষ্মকালে যে স্পোর উৎপন্ন হয় তাকে সামারস্পোর বলে।
২৩। প্রলিফারেশন কি?
উঃ Saprolegnia নামক ছত্রাকে একটি জুস্পোরাঞ্জিয়াম তৈরির পর এর ভেতরে একাধিক জুস্পোরাঞ্জিয়াম তৈরির প্রক্রিয়াকে প্রলিফারেশন বলে।
২৪। একটি সিনোসাইটিক জলজ ছত্রাকের নাম লিখ।
উঃ Saprolegnia
২৫। ডাইপ্লানেটিজম কি?
উঃ ছত্রাকের অযৌন জনন প্রক্রিয়ায় দুই ধরনের জুস্পোর উৎপাদন করাকে ডাইপ্লানেটিজম বলা হয়।
২৬। দুটি ডাইপ্লানেটিক ছত্রাকের উদাহরণ দাও।
উঃ (1)saprolegnia (2)albugo
২৭। একটি গোবরবাসী ছত্রাকের উদাহরণ দাও।
উঃ Ascobolus
২৮। Penicillium-কে নীল মোল্ড বলা হয় কেন?
উঃ Penicillium-কে নীল মোল্ড বলা হয়, কারণ এর কলোনি দেখতে সবুজ বর্ণের মতো।
২৯। একটি ‘ব্লু-মোল্ডের’ উদাহরণ দাও।
উঃ একটি ‘ব্লু-মোল্ডের’ উদাহরণ হলো- Penicillium
৩০। পাউডারি মিলডিউ রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম লিখ।
উঃ Erysiphe
৩১। জীনতাত্ত্বিক গবেষণায় স্থলভাবে ব্যবহৃত ছত্রাকের নাম কি?
উঃ Neurospora crassa নামক ছত্রাক জীনতাত্ত্বিক গবেষণায় বহুলভাবে ব্যবহৃত হয়।
৩২। পেরিথেসিয়াম কি?
উঃ ফ্লাঙ্ক আকৃতির অ্যাসকোকার্পকে পেরিথেসিয়াম বলে।
৩৩। Ergotism বলতে কী বুঝ?
উঃ আরগট নামক ছত্রাক আক্রান্ত শস্যের একটি রোগের নাম হলো আরগটিজম।
৩৪। বহুরূপী ছত্রাক বলতে কী বুঝ?
উঃ সম্পূর্ণ জীবন চক্রে একাধিক বা কয়েক ধরনের স্পোর উৎপাদন করাকে পলিমফিক ছত্রাক বলে
৩৫। বিকল্প পোষক বলতে কী বুঝ?
উঃ কোন ছত্রাক যদি সুনির্দিষ্ট পোষক না পায় তখন তার জীবনচক্র সম্পন্ন করার জন্য সেকেন্ডারি পোষক বেছে নেয়। এই পোষককে বিকল্প পোষক বলে
৩৬। হেটারোসিয়াস ছত্রাক কী?
উঃ যে অবলিগেট প্যারাসাইটের জীবন চক্র সমাপ্ত করতে দুইটি ভিন্ন পোষকের প্রয়োজন হয়
তাকে হেটারোসিয়াস ছত্রাক বলে।
৩৭। পরীচক্র কি?
উঃ ফাঁকা মাঠে সবুজ ঘাসের মধ্যে Agaricus- এর কোনো কোনো প্রজাতি দলবদ্ধভাবে একটি বৃত্তের আকারে অবস্থান করাকে পরীচক্র বলা
৩৮। অসম্পূর্ণ ছত্রাক বলতে কি বুঝ?
উঃ Deuteromycetes শ্রেণির ছত্রাকদের যৌন জনন ঘটে না বলে উক্ত ছত্রাকদের অসম্পূর্ণ ছত্রাক বলা হয় ।
৩৯। ফর্ম শ্রেণি বলতে কি বুঝ?
উঃ Deuteromycetes শ্রেণির ছত্রাকে যৌন জনন ঘটে না বলে এই শ্রেণিকে ফর্ম শ্রেণি বলা হয় ।
৪০। পিকনিডিওস্পোর কি?
উঃ পিকনিডিওস্পোর ধারণকারী অংশকে পিকনিডিয়াম বলে।
৪১। এম্ফিগাইনাস এন্থেরিডিয়াম কি?
উঃ যে অ্যান্থেরিডিয়াম আর্কোনিয়ামে প্যাঁচানো অবস্থায় থাকাকে অ্যাম্ফিগাইনাস অ্যান্থেরিডিয়াম বলে ।
৪২। এডোট্রফিক মাইকোরাইজার একটি উদাহরণ দাও।
উঃ এন্ডোট্রফিক মাইকোরাইজার একটি উদাহরণ হলো- Glomus, Calluma ইত্যাদি।
৪৩। পরজীবিতা বলতে কী বুঝ?
উঃ পোষক দেহের ক্ষতিসাধন করে পরজীবীর পুষ্টি সংগ্রহের পদ্ধতিকে পরজীবিতা বলে।
৪৪। কোন লাইকেন থেকে লিটমাস পেপার তৈরি করা হয়?
উঃ Rocella tinctoria এবংLasallia Pustulata নামক লাইকেন থেকে।
৪৫। Rein-deer moss কী?
উঃ Cladonia rangiferina নামক লাইকেনকে Rein-deer mass বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ছত্রাকের ছয়টি অযৌন স্পোরের বর্ণনা দাও। ১০০%
২। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব লিখ। ১০০%
৩। ক্লাম্প কানেকশন বর্ণনা কর। ১০০%
৪। কাইট্রিডিওমাইসিটিস শ্রেণির বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৫। স্লাইম মোল্ড কি? স্লাইম মোল্ডের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। ডাইপ্যানটিজম কী? ব্যাখ্যা কর। ১০০%
৭। Deuteromycetes-কে অসম্পূর্ণ ছত্রাক বলা হয় কেন? ১০০%
৮। Yeast কী? Yeast এর ব্যবহার ও গুরুত্ব লিখ। ১০০%
৯। কনিডিওফোরের চিহ্নিত চিত্র দাও। ১০০%
(i) Penicillium;
(ii) Colletotrichum.
১০। পার্থক্য লিখ : ১০০%
(i) রাস্ট ও স্মাট; অ্যাস্কোকার্প ও ব্যাসিডিয়ামকার্প।
(ii) লাইকেন ও মাইকোরাইজা।
১১। বায়োলজিক্যাল স্পেসিয়ালাইজেশন কী? ব্যাখ্যা কর। ৯৯%
১২। স্নাইম মোল্ডের প্রাণী ও উদ্ভিদ সদৃশ বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ৯৯%
১৩। ছত্রাকের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলো লিখ। ৯৯%
১৪। উওমাইসেটিস শ্রেণির বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১৫। লাইকেনে শৈবাল ও ছত্রাকের সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। C.J. Alexopoulos ও C.W. Mims প্রদত্ত ছত্রাকের শ্রেণিবিন্যাস বর্ণনা কর। ১০০%
২। চিত্রসহ স্লাইম মোল্ডের বিভিন্ন প্রকার ফ্রুটবডির বিবরণ দাও। ১০০%
৩। একটি এককোষী এন্ডোবায়োটিক হলোকার্পিক ছত্রাকের জীবনচক্র বর্ণনা কর। ১০০%
৪। Yeast-এর বিভিন্ন প্রকার জীবনচক্র চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৫। Neurospora-এর জীবনচক্র বর্ণনা কর। ১০০%
৬। সম্পূর্ণ ছত্রাক কী? অসম্পূর্ণ ছত্রাকের প্যারাসেক্সুয়ালিটি বর্ণনা কর। ১০০%
৭। ছত্রাকের যৌন জনন প্রক্রিয়া চিত্রসহ আলোচনা কর। ১০০%
৮। একটি হেটারোমেরাস লাইকেনের অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৯। Ustilago এর স্পোরুলেশন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
১০। কৃষি, ঔষধ ও শিল্পে ছত্রাকের ভূমিকা আলোচনা কর। ১০০%
১১। Rhizopus-এর হাইফার গঠন আলোচনা কর। ৯৯%
১২। মাইসেলিয়াম কী? ছত্রাকের বিভিন্ন প্রকার মাইসেলিয়ামের সচিত্র বর্ণনা কর। ৯৯%
১৩। Synchytrium-এর যৌন জনন এর সচিত্র বর্ণনা দাও। ৯৯%
১৪। চিত্রসহ Puccinia graminis tritici-এর জীবন লিখ। ৯৯%
১৫। নিম্নলিখিতগুলো শুধু চিত্রের সাহায্যে দেখাও: ৯৯%
(ক) Alternaria-এর অযৌন রেণু;
(খ) Fusarium-এর অযৌন রেণু;
(গ) Macrophomina-এর পিকনিডিয়াম।
অথবা, Macrophomina-এর অযৌন রেণু।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*