অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় বাংলার ইতিহাস (আদিকাল থেকে ১২০৮ পর্যন্ত):২১১৫০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জয়দেব কে ছিলেন?
উঃ রাজা লক্ষ্মণসেনের সভাকবি ছিলেন।
২। সেনদেব আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ দাক্ষিণাত্যের কর্নাট প্রদেশে সেনদের আদি তিন বাসস্থান ছিল।
৩। ‘পান্ডু রাজার ঢিবি’ কোন জেলায় অবস্থিত?
উঃ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় পাণ্ডু রাজার ঢিবি অবস্থিত ৷
৪। কৈবর্ত নায়ক কে ছিলেন?
উঃ কৈবর্ত নায়ক ছিলেন দিব্য।
৫। পুন্ড্রনগর কোথায় অবস্থিত ছিল?
উঃ পুণ্ড্রনগর বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত ছিল।
৬। ভুক্তি কী?
উত্তর : গুপ্ত যুগে প্রদেশকে ভুক্তি বলা হতো।
৭। প্রাচীন বাংলার প্রাচীনতম লিপি কোনটি?
উঃ প্রাচীন বাংলার প্রাচীনতম লিপি ব্রাহ্মীলিপি ।
৮। হিউয়েন সাঙ কখন বাংলায় আগমন করেন?
উঃ হিউয়েন সাঙ ৬৩৮ খ্রিষ্টাব্দে বাংলায় আগমন করেন।
৯। সন্ধ্যাকর নন্দী কোন গ্রন্থ রচনা করেন?
উঃ সন্ধ্যাকর নন্দী ‘রামচরিত’ গ্রন্থ রচনা করেন।
১০। পান্স বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল।
১১। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উঃ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।
১২। ‘রামচরিত’ কে রচনা করেন?
উঃ সন্ধাকর নন্দী।
১৩। কৈবর্ত অর্থ কি?
উঃ কৈবর্ত শব্দের অর্থ হচ্ছে জেলে বা মৎস্যজীবী।
১৪। চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা পূর্ণচন্দ্ৰ।
১৫। সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে?
উঃ সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
১৫। বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির?
উঃ নাতিশীতোষ্ণ।
১৬। ‘মাৎস্যন্যায়’ শব্দের অর্থ কী?
উঃ মাৎস্যন্যায় শব্দের অর্থ অরাজকতা বা আইন বিবর্জিত রাষ্ট্র।
১৭। প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
উঃ প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপ্তি।
১৮। চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি?
উঃ পাটলিপুত্র।
১৯। উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উঃ ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।
২০। সেন বংশের শেষ শাসক কে ছিলেন?
উঃ সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষণ সেন।
২১। কোন মুসলিম বিজেতা নদীয়া আক্রমণ করেন?
উঃ বখতিয়ার খলজী।
২২। গৌড়ের রাজধানীর নাম কি ছিল?
উঃ গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।
১৬। গঙ্গরিডই জাতি কারা?
উঃ গঙ্গারিডই জাতি হলো প্রাচীন ভারতের একটি যোদ্ধা জাতি।
১৭। প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
উঃ প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপ্তি।
১৮। চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি?
উঃ পাটলিপুত্র।
১৯। উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উঃ ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।
২০। সেন বংশের শেষ শাসক কে ছিলেন?
উঃ সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষণ সেন।
২১। কোন মুসলিম বিজেতা নদীয়া আক্রমণ করেন?
উঃ বখতিয়ার খলজী।
২৩। গৌড়ের রাজধানীর নাম কি ছিল?
উঃ গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।
২৪। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
২৫। ভারতীয় নেপোলিয়ন বলা হয় কাকে?
উঃ সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয় ।
২৬। পাল বংশের শেষ ‘মুকুট মণি’ কে?
উঃ পাল বংশের শেষ ‘মুকুট মণি’ রামপাল
২৭। চন্দ্র বংশের সার্বভৌম রাজা কে ছিলেন?
উঃ চন্দ্র বংশের সার্বভৌম রাজা ছিলেন ত্রৈলোক্যচন্দ্ৰ।
২৮। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? / খালিমপুর তাম্রলিপি কোন শাসকের
সময় উৎকীর্ণ হয়েছিল?/ উত্তরাপথ স্বামী কে?
উঃ রাজা ধর্মপাল।
২৯। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উঃ প্রথম মহিপালকে।
৩০। ‘বরেন্দ্র বিদ্রোহ’ সম্পর্কে জানার প্রধান উৎস কী?
উঃ সন্ধাকর নন্দী রচিত রামচরিত গ্রন্থ।
৩১। বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন?
উঃ বাংলাদেশের আয়তন অনেকটা বাংলা ব এর মত এবং পৃথিবীতে এত
বড় ব-দ্বীপ নেই বলে বাংলাকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয় ।
৩২। ‘মহাস্থান ব্রাহ্মীলিপি’ কোন রাজবংশের শাসনের সাক্ষ্য বহন করে?
উঃ মৌর্য রাজবংশের।
৩৩। কোন গণিত শাস্ত্রবিদ ‘০’ (শূন্য) আবিষ্কার করেন?
উঃ আর্যভট্ট।
৩৪। মৌর্য শাসনাধীন বাংলার রাজধানী কোথায় ছিল?
উঃ পুন্ড্রনগর।
৩৫। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কৌটিল্য।
৩৬। বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন?
উঃ রাজা শশাঙ্ক।
৩৭। চন্দ্রবংশের প্রতিষ্ঠাত কে ছিলেন?
উঃ চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা পূর্ণচন্দ্ৰ।
৩৮। হরিকেলের রাজধানীর নাম কি ছিল?
উঃ চাটিগ্রাম/চট্টগ্রাম।
৩৯। “উদয়সুন্দরী চম্পক কাব্য” কে রচনা করেন?
উঃ কবি সোডঢল।
৪০। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রথম মহীপাল
৪১। চন্দ্রবংশ বাংলার কোন অংশ শাসন করতেন?
উঃ চন্দ্রবংশ বাংলার দক্ষিণ ও পূর্ব অংশ শাসন করতেন।
৪২। দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন?
উঃ উমাপতিধর।
৪৩। কোন গণিতশাস্ত্রবিদ ‘০’ (শূন্য) আবিষ্কার করেন?
উঃ আৰ্য্যভট ‘০’ (শূন্য) আবিষ্কার করেন।
৪৫। “শ্রী মহাসামন্ত শশাঙ্ক” নামটি কোথায় খোদিত আছে?
উঃ রোহিতাশ্বর গিরিগাত্রে “শ্রী মহাসামন্ত শশাঙ্ক” নামটি খোদিত আছে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘মাৎস্যন্যায়’ বলতে কী বুঝ? ১০০%
২। ত্রি-পক্ষীয় সংঘর্ষ বলতে কী বুঝ? ১০০%
৩। বিজয় সেনের পরিচিতি বর্ণনা কর। ১০০%
৪। রামপাল কীভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করেন? ১০০%
৫। দেব রাজবংশের ইতিহাস আলোচনা কর। ১০০%
৬। প্রাচীন বাংলার সামাজিক অবস্থা বর্ণনা কর। ১০০%
৭। বঙ্গ নামের উদ্ভব হয় কিভা‌বে? ১০০%
৮। বখতিয়ার খলজীর সহজ বাংলা বিজয়ের কারণ কি? ১০০%
৯। কৌলিন্য প্রথা কী? কে এটি প্রবর্তন করেছিলেন? ১০০%
১০। কৈবর্ত বিদ্রোহ কী? এ বিদ্রোহের কারণ কী ছিল? ১০০%
১১। প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসেবে সাহিত্যিক উপাদান আলোচনা কর। ৯৯%
১২। কৌটিল্যের অর্থশাস্ত্রেের বর্ণনা দাও। ৯৯%
১৩। সেন বংশের প্রতিষ্ঠায় বিজয়সেনের ভূমিকা নিরূপণ কর। ৯৯%
১৪। গোপাল কিভাবে ক্ষমতা দখল করেন? ৯৯%
১৫। পরিচয় দাও : শশাঙ্ক, হর্ষবর্ধন, দ্বিতীয় মহিপাল,

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। জনপদ কি? প্রাচীন বাংলার জনপদের বর্ণনা দাও। ১০০%
২। প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম নরপতি হিসেবে শশাঙ্কের কৃতিত্ব মূল্যায়ন কর।
৩। গোপাল কে? গোপাল কীভাবে বাংলার রাজপদ লাভ করেছিলেন? ১০০%
৪। দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্র বংশের ইতিহাস আলোচনা কর। ১০০%
৫। পাল আমলের বাংলার শাসন ব্যবস্থা আলোচনা কর। ১০০%
৬। বল্লাল সেনের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর। ১০০%
৭। প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। ১০০%
৮। বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের বিবরণ দাও। ১০০%
৯। রামপাল কর্তৃক বরেন্দ্র পুনরুদ্ধারের ইতিহাস আলোচনা কর। ১০০%
অথবা, দিব্যক কর্তৃক বরেন্দ্র দখল সম্পর্কে আলোচনা কর।
১০। প্রথম মহিপালের কৃতিত্ব আলোচনা কর। ১০০%
১১। সেন যুগের সমাজ জীবন আলোচনা কর। ৯৯%
১২। বিজেতা হিসেবে দেবপালের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
১৩। প্রাচীন বাংলার ইতিহাসে সেন শাসনের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৪। দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সংঘটিত উত্তর বাংলার বিদ্রোহের কারণ ও প্রকৃতি পর্যালোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*