অনার্স পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত ২০২৪ বিভাগ_ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়: পোর্টফোলিও ব্যবস্থাপনা: 232401 ৯০% কমন ইনশাআল্লাহ।

অনার্স তৃতীয় বর্ষ
অনার্স তৃতীয় বর্ষ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-RVAR, CML, RF, CV, APT, SWOT, DOL, ROE.
২। দক্ষ পোর্টফোলিও কী?
উঃ দক্ষ পোর্টফোলিও বলতে ঐ সকল সিকিউরিটির সমন্বয়কে বুঝায় যেখানে, “একটি নির্দিষ্ট ঝুঁকি স্তরে আয় সর্বোচ্চ হয় অথবা একটি নির্দিষ্ট আয়স্তরে ঝুঁকি সর্বনিম্ন হয়।
৩। SML কী?
উঃ প্রতিটি আর্থিক সম্পদের আয়ের সাথে CAPM এ বর্ণিত ঝুঁকির (B) মধ্যকার সরলরৈখিক সম্পর্ককে SML বলে।
৪। ঝুঁকি প্রিমিয়াম কী?
উঃ বিনিয়োগকারীগণ অতিরিক্ত ঝুঁকি গ্রহণের বিপরীতে যে অতিরিক্ত আয় আশা করে, তাই হচ্ছে ঝুঁকির প্রিমিয়াম।
৫। ঝুঁকি কী?
উঃ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে বিশ্লেষণ করে ঘটা বা না ঘটার বিভিন্ন মানের যে প্রাক্কলিত মানের বিচ্যুতি নির্ধারণ করা হয়, তখন ঐ বিচ্যুতিকেই ঝুঁকি বলা হয়।
৬। বিটা কী?
উঃ অপরিহারযোগ্য বা বাজার ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতিকে বিটা বলে।
৭। CAPM এর সূত্রটি লেখ।
উঃ CAPM এর সূত্রটি হলো- CAPM = Rq + (Rm – R)B.
৮। মার্কেট রিটার্ন কী?
উঃ বাজারে তালিকাভুক্ত ও লেনদেনযোগ্য সকল সিকিউরিটি থেকে প্রাপ্ত গড় আয়কে বাজার আয় বা মার্কেট রিটার্ন বলে।
৯। আন্তর্জাতিক বিনিয়োগ কী?
উঃ বিশ্বব্যাপী পোর্টফোলিও সিকিউরিটিতে বিনিয়োগ, যেখানে ভিন্ন ভিন্ন দেশ বৈচিত্র্যকরণের ভিত্তিতে বিনিয়োগ অংশগ্রহণ করে থাকে।
১০। মূলধন বাজার কী?
উঃ যে সকল প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কারবার করে তাদের সমষ্টিকে মূলধন বাজার বলে।
১১। EMHকী?
উঃ যেখানে স্টক মূল্য দ্বারাই বিভিন্ন বাজার তথ্য সম্পর্কে অবগত হওয়া যায় তাকে EMH বলা হয়।
১২। কৌশলগত বিশ্লেষণ কী?
উঃ কৌশলগত বিশ্লেষণ হচ্ছে সিকিউরিটির ঐতিহাসিক বা অতীত মূল্য ও এর পরিবর্তনের মাত্রা বিশ্লেষণ যাতে ভবিষ্যৎ সিকিউরিটির মূল্য আচরণের পূর্বাভাস পাওয়া যায়।
১৩। আলফা বা সুনির্দিষ্ট আয় কী?
উঃ এটি আয়ের সেই অংশ যা বাজারের পরিবর্তন বা সাফল্য থেকে স্বাধীন।
১৪। বহুসূচক মডেল কী?
উঃ বাজার বহির্ভূত বা অবাজার প্রভাবকের কারণের সিকিউরিটি মূল্য এক সাথে পরিবর্তিত হয়। যে মডেলে এই অবাজার বা অর্থনৈতিক প্রভাবকের কারণে সিকিউরিটি মূল্যের সাধারণ
পরিবর্তনশীলতা আলোচনা করা হয় তাকে বহুসূচক মডেল বলে।
১৫। দৈব ভুল কী?
উঃ একটি নির্দিষ্ট বাজার সূচী আয়ের ক্ষেত্রে সিকিউরিটির প্রকৃত অর্জিত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যে পার্থক্যকে দৈব আয় বা দৈব ভুল বলে।
১৬। সহ-ভেদাঙ্ক কী?
উঃ সহ-ভেদাঙ্ক একটি পরিসংখ্যানিক পরিমাপক যা কিভাবে সিকিউরিটি আয় একে অপরের সাথে পরিবর্তিত হয়ে সামগ্রিক ঝুঁকিকে প্রভাবিত করে তা নির্দেশ করে।
১৭। অর্থনৈতিক পূর্বাভাস কী?
উঃ অর্থনীতির বিভিন্ন উপাদানের ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে অর্থনৈতিক পূর্বাভাস বলে।
১৮। আৰ্থি ঝুঁকি কী?
উঃ ভোক্তার চাহিদা ও রুচির পরিবর্তন, অর্থনৈতিক অবস্থ ! উঠানামা, মূল্যের পরিবর্তন, প্রতিযোগিতা ও প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি কারণে কারবারের মূলধনের যে ক্ষতির সম্ভাবনা দেখা দেয় তাকেই আর্থিক ঝুঁকি বলে।
১৯। আদর্শ পোর্টফোলিও কী?
উঃ আদর্শ পোর্টফোলিও হচ্ছে একটি বিকল্প পোর্টফোলিও যার সাথে অন্যান্য পোর্টফোলিও এর কার্য পরিমাপ করা হয়।
২০। পোর্টফোলিও ডাইভারসিফিকেশন কী?
উঃ পোর্টফোলিওতে সিকিউরিটি অন্তর্ভুক্তকরণই প্রক্রিয়াই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যকরণ/ ডাইভারসিফিকেশন বলে।
২১। আয় কী?
উঃ আয় হলো ঝুঁকি গ্রহণের পুরস্কার বা প্রতিদান৷
২২। (ঙ) দু’য়ের অধিক সিকিউরিটির ক্ষেত্রে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের সূত্রটি লিখ।
উঃ &= (wA) + (wn) (n)+(wc) (8c) +2×WAXWB×COVAB + 2 × WB × Wex CovBc + 2 × WAX Wex COVAC 2018

২৩। দক্ষ সীমান্ত কী?
উঃ দক্ষ সীমান্ত বলতে এমন একটি অবস্থান কে বুঝানো হয় যেখানে, “নির্দিষ্ট ঝুঁকিরস্তরে আয় সর্বোচ্চ হবে অথবা নির্দিস্ট আয় স্তরে ঝুঁকি সর্বনিম্ন হবে।
২৪। (ছ) দক্ষ ইনডাস্ট্রি কী?
2018
২৫। (ঙ) ব্যাখ্যা কর : r=+ ১, r=– ১ (Explain : r=+1,r=-1) 2019
২৬। কর্পোরেট ঝুঁকি কী?
উঃ একটি প্রতিষ্ঠানের যে সব প্রকল্প থাকে তার সামগ্রিক ঝুঁকিকে কর্পোরেট ঝুঁকি বলে।
২৭। উদীয়মান শিল্প কী?
উঃ প্রবর্তন পর্যায়ের শিল্পকে উদীয়মান শিল্প বলে।
২৮। বৈশিষ্ট্য রেখা কি?
উঃ বাজার আয় ও স্টক আয়ের মধ্যে নির্ভরণ দ্বারা যে লাইন পাওয়া যায় তাকে বৈশিষ্ট্য রেখা বলে।
২৯। আর্বিট্রেজ কী?
উঃ অভিন্ন প্রকৃতির দুটো বিষয় চিহ্নিত করে বেশি মূল্যেরটি বিক্রয় করে কম মূল্যেরটি ক্রয় করাকে আর্বিট্রেজ বলে।
৩০। (জ) সহ-সম্পর্কের রেঞ্জ কত?
উঃ – 1 to + 1।
2017
৩১। ব্যবসায় চক্র কী?
৩২। পোর্টফোলিও গঠনের মূল উদ্দেশ্য কি?
উঃ একটি নির্দিষ্ট আয়স্তরে ঝুঁকি সর্বনিম্ন করা অথবা একটি নির্দিষ্ট ঝুঁকি স্তরে আয় সর্বোচ্চ করা।
৩৩। শিল্পের জীবন চক্রের স্তরগুলো কি কি?
উঃ শিল্পের জীবন চক্রের স্তর চারটি। যথা-১. প্রবর্তন স্তর, ২. সম্প্রসারণ স্তর, ৩. নিশ্চল স্তর ও ৪. ক্ষয় স্তর।
৩৪। CAPM কী?
উঃ CAPM হলো এমন একটি ধারণামূলক কাঠামো যার সাহায্যে আর্থিক সম্পদের ঝুঁকি ও আয়ের সম্পর্ক বিশ্লেষণ করা হয়।
৩৫। Sharpe -এর পরিমাপ পদ্ধতিতে কোন ঝুঁকিকে বিবেচনা করা হয়?
উঃ Sharpe -এর পরিমাপ পদ্ধতিতে মোট ঝুঁকিকে বিবেচনা করা হয়।
৩৬। সহ-সম্বন্ধের মান +১ দ্বারা কি বোঝায়?
উঃ দুটি সিকিউরিটির আয় একসাথে বাড়বে অথবা হ্রাস পাবে।
৩৭। পোর্টফোলিও মূল্যায়ন কী?
উঃ গঠিত পোর্টফোলিও থেকে প্রত্যাশা অনুযায়ী প্রতিদান পাওয়া যাচ্ছে কিনা তা যাচাই বা পরীক্ষা করাকে পোর্টফোলিও মূল্যায়ন বলা হয়।
৩৮। আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ বলতে কি বুঝ?
উঃ যখন একজন বিনিয়োগকারী তার নিজ দেশ ব্যতীত অন্য কোনো দেশে বিনিয়োগ করে তখন তাকে বিনিয়োগের আন্তর্জাতিক বা বৈদেশিক বৈচিত্র্যকরণ বলে।
৩৯। আধুনিক পোর্টফোলিও তত্ত্বের প্রবক্তা কে?
উঃ Harry Markowitz.
৪০। জাঙ্ক বড্ড কি?
উঃ যে বন্ডে সুদের হার তুলনামূলকভাবে বেশি এবং পাশাপাশি ঝুঁকির পরিমাণও বেশি তাকে জাঙ্ক বন্ড বলে।
৪১। বাজার ঝুঁকি কী?
উঃ অর্থনীতিতে বাজার দামের পরিবর্তন, ভোক্তাদের উপযোগ ও রুচির পরিবর্তন, শেয়ার মূল্যের পরিবর্তন, উন্নতমানের দ্রব্য প্রতিযোগিতা ইত্যাদি হতে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে।
৪২। প্রকৃত সুদের হার কি?
উঃ বিনিয়োগ হতে প্রাপ্ত ক্রয়ক্ষমতার বৃদ্ধির হার যা মুদ্রাস্ফীতির ক্ষতিপূরণের জন্য নমনীয় সুদের হারকে সমন্বিত করে তাকে প্রকৃত সুদের হার বলে।
৪৩। ঝুঁকি সহনীয়তা বলতে কি বোঝ?
উঃ ঝুঁকি সহনীয়তা হচ্ছে বিনিয়োগ আয়ের হারে পরিবর্তনশীলতার মাত্রা যাতে একজন বিনিয়োগকারী স্বীয় অবস্থানে থাকার ইচ্ছা পোষণ করে।
৪৪। পত্রকোষ (পোর্টফোলিওর) সংজ্ঞা দাও।
উঃ একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাসের কৌশলকে পত্রকোষ বলে।
৪৫। সিকিউরিটি বাজার কি?
উঃ যে সংঘটিত বাজার স্টক ও বন্ড ক্রয়-বিক্রয় করা হয় তাকে সিকিউরিটি বাজার বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। SML ও CML এর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। প্রকৃত সুদের হার ও নামিক সুদের হারের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৩। বিনিয়োগের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৪। পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৫। শিল্পের জীবন চক্র আলোচনা কর। ১০০%
৬। CAPM এর অনুমিত শর্তাবলি লিখ। ১০০%
৭। বিনিময় হার ওঠানামার কারণসমূহ কী কী? বিনিয়োগের উদ্দেশ্য আলোচনা কর। ৯৯%
৮। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে শিল্প বিশ্লেষণ গুরুত্বপূর্ণ কেন? সংক্ষেপে ব্যাখ্যা কর। ৯৯%
৯। আর্থিক বিবরণী বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১০। পোর্টফোলিও ব্যবস্থাপনার উদ্দেশ্য আলোচনা কর। ৯৯%
১১। প্রকৃত (real) ঝুঁকি মুক্ত আয় কী? নিয়মতান্ত্রিক ঝুঁকি ও অনিয়মতান্ত্রিক ঝুঁকির মধ্যে পাঁচটি পার্থক্য দেখাও। ৯৯%
১২। পত্রকোষ তত্ত্বের শর্তসমূহ কী কী? সংক্ষেপে Elliot Wave Theory’s ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
১৩। মূলধন বাজার রেখা কেন শুধুমাত্র দক্ষ পোর্টফোলিওতে অবস্থান করে। ৯৯%
১৪। বাজার দক্ষতার ধরনসমূহ আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। (ক) পোর্টফোলিও ব্যবস্থাপনার ধাপসমূহ আলোচনা কর। ১০০%
অথবা, পোর্টফোলিও ব্যবস্থাপনার স্তরসমূহ আলোচনা কর। ১০০%
(খ) পোর্টফোলিও কার্যদক্ষতা মূল্যায়নে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ১০০%
২। ‘মারকুইজ’ এর পোর্টফোলিও তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৩। মৌলিক বিশ্লেষণ এবং কৌশলগত বিশ্লেষণের মধ্যে পার্থক্য কর। ১০০%
৪। (ক) উদাহরণসহ ঝুঁকির ধারণা ব্যাখ্যা কর। ১০০%
(খ) ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৫। (ক) CAPM এবং APT এর মধ্যে তুলনা কর। ১০০%
(খ) CAPM -এর অনুমিত শর্তাবলি লিখ।
৬। (ক) প্রয়োজনীয় আয়ের হারের উপাদানসমূহ কী? ১০০%
(খ) সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যসমূহ লিখ। ১০০%
৭। (ক) শিল্প বলতে কী বুঝ? শিল্পের বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
(খ) শিল্প বিশ্লেষণের পরিমাপগত দিকসমূহ আলোচনা কর। ৯৯%
৮। (ক) বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা যায়? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর। ৯৯%
(খ) বৈচিত্র্যকরণ কিভাবে ঝুঁকি হ্রাস করে? আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের সুবিধাসমূহ কি কি? ৯৯%
৯। (ক) অর্থনৈতিক বিশ্লেষণের অংশ হিসেবে বিনিয়োগকারীকে কোন কোন চলক বিশ্লেষণ করতে হয়? আলোচনা কর। ৯৯%
(খ) অতিমূল্যায়িত ও অবমূল্যায়িত সিকিউরিটি বলতে কী বুঝ? ৯৯%
১০। (ক) ব্যবসায় ঝুঁকির উৎসসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর। ৯৯%
১১। (ক) সুদের হারের তত্ত্বসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) “সুদ হলো অর্থের মূলহোসজনিত ক্ষতিপূরণ”-ব্যাখ্যা কর। ৯৯%
১২। (ক) কৌশলগত বিশ্লেষণের মূলনীতিগুলো কি কি? ৯৯%
(খ) বৈচিত্র্যকরণের উদ্দেশ্য কী? আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্যসমূহ লিখ। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*