অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয় বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি ২২২১১৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পু্র্নরুপ: WAD,V-AID,BRAC,CEDAW,WID.
২। Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির
রচয়িতা হলেন- ড. এ. কে. নাজমুল করিম।
৩। Six Villages of Bangal’ গ্রন্থের লেখক কে?
উঃ রামকৃষ্ণ মুখার্জী।
৪। বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
৫। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
উঃ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
৬। বাংলাদেশে অতিনগরায়ণের যে কোনো একটি কারণ লিখ।
উঃ অধিক জনসংখ্যা ।
৭। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ৩৭%।
৮। নরগোষ্ঠী কী?
উঃ নরগোষ্ঠী বলতে বুঝায়-মানব জাতির একটি
উপরিভাগ; সদস্যদের মধ্যে থাকা কতিপয় সাধারণ
দৈহিক বৈশিষ্ট্য এবং এই সাধারণ দৈহিক বৈশিষ্ট্যগুলো
পরবর্তী বংশে জৈবিক সূত্রে বর্তিয়ে থাকে।
৯। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উঃ মোহাম্মদ আলী জিন্নাহ।
১০। An Essay on the Principles of Population’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ An Essay on the Principles of Population’
গ্রন্থের রচয়িতা ম্যালথাস ।
১১। পরিবার গঠনের পূর্বশর্ত কী?
উঃ পরিবার গঠনের পূর্বশর্ত হলো বিবাহ।
১২। Family শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে?
উঃ Family শব্দটি Familia থেকে এসেছে।
১৩। জ্ঞাতিসম্পর্ক প্রধানত কত প্রকার?
উঃ জ্ঞাতি সম্পর্ক প্রধানত চার প্রকার।
১৪। মানবসমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী
কোনটি?
উঃ মানবসমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী হলো পরিবার।
১৫। নয়াবাস কী?
উঃ বিবাহের পর স্বামী-স্ত্রী যদি তাদের পিতা-মাতার
গৃহে বসবাস না করে নিজেরা নতুন আরাস গৃহে বসবাস করে তবে তাকে নয়াবাস বলে।
১৬। সরোরেট বিবাহ কী?
উঃ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার
মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট
বিবাহ বলে।
১৭। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
১৮। ভূমিস্বত্ব ব্যবস্থা কি?
উঃ অধ্যাপক মার্শাল হারিস বলেন, যে পদ্ধতিতে
এবং যে সময়ের জন্য কৃষি জমির ভোগ দখলের অধিকার নিরুপিত হয় সংক্ষেপে তাকেই ভূমিস্বত্ব ব্যবস্থা বলে।
১৯। কত সালে জমিদারী প্রথা উচ্ছেদ হয়?
উঃ ১৯৫০ সালে জমিদারী প্রথা বিলুপ্ত করা হয়
২০। দাসপ্রথা প্রথম কোথায় বিস্তার লাভ করেছিল?
উঃ প্রাচীন গ্রিকে ।
২১। স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়?
উঃ ১৯৮৯ সালে প্রণীত হয়।
২২। জীবন নির্বাহী খামার বলতে কি বোঝ?
উঃ পারিবারিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে খামার
তৈরি করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলা হয় ।
২৩। কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি?
উঃ মাগধী প্রাকৃত।
২৪। গ্রামীণ এলিট কারা?
উঃ সাধারণ গ্রামীণ ক্ষমতা কাঠামোর কর্ণধার যারা
ক্ষমতা চর্চা করে তাদেরকে গ্রামীণ এলিট বলে। এরা
সমাজের উচ্চ মর্যাদার লোক।
২৫। সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী
উঃ সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ ৪টি।
যথা- ১. দাস প্রথা ২. এস্টেট প্রথা, ৩. জাতি বর্ণ ও
৪. সামাজিক শ্রেণি।
২৬। সুশীল সমাজ ধারনাটির প্রবক্তা কে?
উঃ সুশীল সমাজ ধারনাটির প্রবক্তা জ্যা জ্যাক রুশো।
২৭। বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উঃ বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী চাকমা।
২৮। বাংলাদেশে বসবাসরত দুটি উপজাতির নাম লেখ
উঃ বাংলাদেশে প্রধান প্রধান উপজাতি হলো-চাকমা
মারমা, গারো, সাঁওতাল ইত্যাদি।
২৯। সাঁওতাল কোন নৃ-গোষ্ঠীর অন্তর্গত?
উঃ সাঁওতাল এথনিক নৃ-গোষ্ঠীর অন্তর্গত।
৩০। চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব কোনটি?
উঃ বিঝু
৩১। সাংগ্রেং কোন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?
উঃ রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম হল সাংগ্রেং।
৩২। মাতৃতান্ত্রিক পরিবারের একটি উদাহরণ দাও।
উঃ বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃ-
গোষ্ঠীর নাম গারো।
৩৩। অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।
উঃ ভাষা
৩৪। নগর দারিদ্র্য কী?
উঃ নগর দারিদ্র্য হলো নগর জীবনে বিরাজমান
বিভিন্ন মুখী সমস্যার সমষ্টিগত রূপ। নিম্নমানের ঘরবাড়ি, অপরাধ প্রবণতা, নিরক্ষরতা প্রভৃতির সমন্বয়ে সৃষ্টি অবস্থার প্রেক্ষিতে নগরে বসবাস উপযোগী জীবনযাত্রার মান বজায় রাখার অপারগতাই হলো নগর দারিদ্র্য।
৩৫। No society is classless or unstratifled”-
উক্তিটি কে করেছেন?
উঃ “No society is classless or unstratitled-
এই উক্তিটি কিংসলে ডেভিস ও উইলবার্ট ম্যুর।
৩৬। পল্লী উন্নয়ন কি?
উঃ পল্লী উন্নয়ন হচ্ছে গ্রামীণ জনগণের সামগ্রিক
জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মাথাপিছু আয় বৃদ্ধি, কৃষি ও কুটির শিল্প খাতে উৎপাদন ও আয় বৃদ্ধি করা। শিক্ষা ও গ্রামীণ মৌলিক চাহিদার নিশ্চয়তা অর্জন করা।
৩৭। BARD কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লায় অবস্থিত ।
৩৮। BRAC এর প্রতিষ্ঠাতা কে?
উঃ স্যার ফজলে হাসান আবেদ।
৩৯। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড’ কত সালে গঠিত হয়?
উঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’ গঠিত হয় ১৯৮২ সালে।
৪০। বাংলাদেশে কর্মরত দু’টি বেসরকারি সংস্থার নাম লিখ।
উঃ বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থা হলো -ব্র্যাক ও আশা।
৪১। কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
উঃ আন্তর্জাতিক নারী দিবস’ ৮ মার্চ পালিত হয়।
৪২। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?
উঃ বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি।
৪৩। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উঃ তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র।
৪৪। ধর্ম কী?
উঃ সাধারণ কথায়, ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিকে বিশ্বাস ।
৪৫। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম কী?
উঃ ইসলাম ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতি কী? ১০০%
২। নারী ক্ষমতায়ন কি? নারীর ক্ষমতায়নে বাধাসমূহ কী? ১০০%
৩। নারী উন্নয়নে ব্র্যাক এর কর্মসূচিগুলো কী? ১০০%
৪। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লেখ। ১০০%
৫। আদিবাসী ও উপজাতিদের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ১০০%
৬। কৃষি কাঠামো কি? এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৭। গ্রামীণ ক্ষমতা কাঠামো কী? এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
১০০%
৮। পল্লী উন্নয়ন কি? এর উদ্দেশ্যসমূহ লিখ। ১০০%
৯। নগরায়ন ও নগর দরিদ্র কি? ১০০%
১০। নগর/গ্রামীণ সম্প্রদায় বলতে কী বোঝায়? ১০০%
১১। ভূমি সংস্কার কি? ভূমি সংস্কারের উদ্দেশ্য কি? ৯৯%
১২। পরিবার এর সংজ্ঞা দাও। ৯৯%
১৩। লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝ? ৯৯%
১৫। কুমিল্লা মডেল কি? এর উদ্দেশ্যে লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বাংলাদেশ উদ্ভবের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর। ১০০%
অথবা, বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা কর।
২। জ্ঞাতিসম্পর্ক কি? বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৩। তৃতীয় বিশ্বের দেশসমূহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশের চাকমা এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবন ধারা বর্ণনা কর। ১০০%
৫। বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৭। বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব বর্ণনা কর। ১০০%
৮। বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর। ১০০%
৯। নারীর ক্ষমতায়ন কি? বাংলাদেশের নারীর ক্ষমতায়নে সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
১০। গ্রামীণ ক্ষমতা কাঠামোর নেতৃত্বের পরিবর্তনশীল ধরন আলোচনা কর। ১০০%
১১। পল্লী উন্নয়ন কি? বাংলাদেশের পল্লী উন্নয়নে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশের জনগোষ্ঠীর নরগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের উপজাতীয় সমাজের পরিবর্তনশীলতা আলোচনা কর। ৯৯%
১৪। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর সাম্প্রতিক পরিবর্তনগুলো আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*