অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয় বাংলাদেশের সমাজবিজ্ঞান ২২২০০৯ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ : PRSP, BRAC, BARD, WAD, PRSP, SDG, MDG, STD.
২। বঙ্গভঙ্গ হয় কত সালে?
উঃ ১৯০৫ সালে।
৩। মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
উঃ ১৯০৬ সালে।
৪। কত সালে ছয় দফা আন্দোলন সূচিত হয়?
উঃ ১৯৬৬ সালে।
৫। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উঃ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস
৬। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়?
উঃ ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়।
৭। অপারেশন সার্চ-লাইট কী?
উঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর
পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ-
লাইট বলে।
৮। মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ তাজউদ্দীন আহমদ।
৯। কোন সালে বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?
উঃ ২১শে ফেব্রুয়ারি।
১০। নারীদের পুনঃউৎপাদনশীল বয়সসীমা কত?
উঃ ১৫-৪৯ বছর
১১। An Essay on the Principle of Population” গ্রন্থের লেখক কে?
উঃ An Essay on the Principle of Population”
গ্রন্থের লেখক ম্যালথাস।
১২। সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
উঃ উত্তরাঞ্চলে।
১৩। বাংলাদেশে রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায়?
উঃ রাখাইন উপজাতিরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল
বিশেষত, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি,কক্সবাজার, বরগুনা ও বরিশাল জেলায় বাস করে।
১৪। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
উঃ রাখাইন।
১৫। বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠির নাম লিখ।
উঃ বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক
এথনিক গোষ্ঠি হলো- গারো।
১৬। লেভিরেট বিবাহ কি?
উঃ কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে-
কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।
১৭। সরোরেট বিবাহ কি?
উঃ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার
মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট
বা শ্যালিকা বিবাহ বলা হয়।
১৮। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
উঃ পরিবার।
১৯। বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?
উঃ নারীরা।
২০। Ancient Society গ্রন্থের লেখক কে?
উঃ নৃ-বিজ্ঞানী মর্গান ।
২১। আমলাতন্ত্রের জনক কে?
উঃ আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী Max Weber.
২২। এল.এইচ. মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক কয় প্রকার?
উঃ ২ ভাগে । যথা – ১. শ্রেণিমূলক ও ২. বর্ণনামূলক।
২৩। জনসংখ্যা কাঠামো কি?
উঃ জনসংখ্যা কাঠামো হচ্ছে এমন একটি জনমিতিক
কাঠামো যা বিভিন্ন জনমিতিক হারের এটি পৃথক অর্থপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।
২৪। সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?
উঃ সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন ৪টি।
যথা- ১. দাসপ্রথা ২. এস্টেট প্রথা ৩. জাতিবর্ণ প্রথা এবং ৪. সামাজিক শ্রেণি ও পদ মর্যাদা।
২৫। Changing Society in India Pakistan and
Bangladesh’ -গ্রন্থটির লেখক কে?
উঃ Changing Society in India, Pakistan and
Bangladesh’-গ্রন্থটির লেখক ড. এ. কে নাজমুল করিম।
২৬। দারিদ্র্যের দুষ্টচক্র’র ধারণাটির প্রবক্তা কে?
উঃ অধ্যাপক র‍্যাগনার নার্কস।
২৭। দারিদ্র্যসীমা-১ কী?
উঃ দৈনিক খাদ্য গ্রহণের দৃষ্টিকোণ থেকে একজন
মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ২১২২ কিলোক্যালরি খাদ্য প্রয়োজন। এরূপ ২১২২ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণকারীদের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) খানা ব্যয় জরিপ অনুযায়ী এটাকে দারিদ্র্যসীমা-১ বলা হয়।
২৮। আমলাতন্ত্র কি?আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ আমলাতন্ত্র হলো এমন এক ধরনের আনুষ্ঠানিক
সংগঠন যেখানে দক্ষতা অর্জনের জন্য একটি সুশৃংখল নিয়ম নীতি এবং ক্ষমতার ক্রমোচ্চ ব্যবস্থা বিদ্যামান থাকা বোঝায়। এর বৈশিষ্ট্য হলো লাল ফিতার দৌরাত্ম্য।
২৯। বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?
উঃ বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর তিনটি। যথা :
১. ইউনিয়ন পরিষদ, ২. উপজেলা পরিষদ ও ৩. জেলা পরিষদ।
৩০। জমিদারী প্রথা’ কত সালে বিলুপ্ত হয়?
উঃ ১৯৫০ সালে।
৩১। Push factor’ কী?
উঃ গ্রামীণ, দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক
ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ দিয়ে ঠেলে দিচ্ছে যাবে Push factor বলে।
৩২। অতি নগরায়ণ কি?
উঃ একটি নগরী তার ধারণ ক্ষমতার অতিরিক্ত
জনসংখ্যার হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবস্থিত
অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ণ বলে।
৩৩। অপরাধ কি?অপরাধ বিজ্ঞানের জনক কে?
উঃ র‍্যাডক্লিপ ব্রাউনের মতে, যে- কোনো ব্যক্তি
প্রচলিত রীতিনীতি ভঙ্গ করলে যে শাস্তির ব্যবস্থা আছে তা ভঙ্গ করাই অপরাধ । এবং এর জনক হলেন লমব্রোসো (Lombroso)।
৩৪। কিশোর অপরাধ কি?
উঃ অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত
দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যাবলিকেই কিশোর অপরাধ বলে।
৩৫। অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গ করে
উক্তিটি কার?
উঃ সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড এর।
৩৬। বিচ্যুতি কি?
উঃ বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা
কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে।
৩৭। সংস্কৃতি কি? সংস্কৃতি কত প্রকার ? ও কি কি?
উঃ সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবন প্রণালি । দুই প্রকার। যথা- বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি।
৩৮। Culture’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন।
৩৯। রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান কয়টি?
উঃ রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান তিনটি। যথা-
১. অভিজ্ঞতাবাদী বিশ্বাসসমূহ; ২. সংবেদনশীল মনোভাব ও ৩. মূল্যবোধের অগ্রাধিকারসমূহ।
৪০। কখন বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উঃ ১৯৭৪ সালে।
৪১। No Society is classless or Unstratified’ -উক্তিটি কার?
উঃ কিংসলে ডেভিস ও উইলবার্ট ম্যূর।
৪২। জিডিপি বলতে কী বোঝায়?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি
দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক
মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে ।
৪৩। ঔপনিবেশিকতা বলতে কী বোঝ?
উঃ ঔপনিবেশিকতা হলো কোন বিদেশি জনসাধারণের
উপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠা এবং তা বজায়
রাখার ব্যবস্থা
৪৪। সমাজবিজ্ঞান কাকে বলে?সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
উঃ সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালি এবং
পরিবর্তনশীল সমাজকাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্কভিত্তিক পাঠ তথা বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ । এর প্রতিষ্ঠাতা হলেন Auguste comte (অগাস্ট কোঁৎ)।
৪৫। ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মত’ –কে বলেছিলেন?
উঃ ম্যাটক্যাফের।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। রাজনৈতিক সংস্কৃতি কি? ১০০%
২। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য উল্লেখ কর। ১০০%
৩। প্রবেশন ও প্যারোল কী? পার্থক্য লিখ। ১০০%
৪। আমলাতন্ত্রের সংজ্ঞা লেখ। ত্রুটিগুলি কি কি? ১০০%
৫। মরণশীলতা ও প্রজননশীলতা কি? ১০০%
৬। গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৭। সামাজিক অসমতা কি? এর প্রকৃতি বর্ণনা কর। ১০০%
অথবা, গ্রামীণ সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর।
৮। দারিদ্র্যের দুষ্টচক্র কি? ১০০%
৯। সুশাসন ও স্থানীয় সরকার কি? ১০০%
১০। চিরস্থায়ী বন্দোবস্ত কী? সুফল লিখ। ১০০%
১১। বয়সভিত্তিক অক্ষমতা বলতে কি বোঝ? ৯৯%
অথবা, জেন্ডার অসমতা বলতে কি বুঝ?
১২। প্যারোল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ৯৯%
১৩। টোটেম ও ট্যাবু কী? ৯৯%
১৪। জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও। ৯৯%
১৫। কৃষি কাঠামো ও গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর। ১০০%
২। স্থানান্তর কি? বাংলাদেশে অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৩। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশে পল্লী উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ পর্যালোচনা কর। ১০০%
৫। সাম্প্রতিক বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির কারণগুলো চিহ্নিত কর। ১০০%
৬। বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি মূল্যায়ন কর। ১০০%
৭। ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাত্পর্য ব্যাখ্যা কর। ১০০%
৮। সুশীল সমাজ কি? বাংলাদেশের গণতন্ত্রায়ণে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
৯। বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
১০। দুর্নীতি কি? বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশের শিক্ষার উপর করোনার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১২। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের রাখাইন বা সাঁওতাল জনগোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারা আলোচনা কর। ৯৯%
১৪। গ্রামীণ বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থা ও শ্রেণি কাঠামোর বর্ণনা দাও। ৯৯%
১৫। অপরাধ কি? বাংলাদেশে অপরাধের কারণসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*