অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয় বাংলাদেশের অর্থনীতি ২২২২০৯ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-SAFTA, NBR, BIMSTEC, BEPZA, ECNEC, ADP
২। সঞ্চয় কাকে বলে?
উঃ মানুষের আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে।
৩। মানব সম্পদ কী?
উঃ কোনো দেশের শ্রম শক্তিকে সে দেশের মানবসম্পদ বলে।
৪। রাজস্ব নীতি কী?
উঃ সরকারের আয় ও ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্বনীতি বলা হয় ।
৫। মোবাইল ব্যাংকিং কী?
উঃ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক একাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবার নামই মোবাইল ব্যাংকিং।
৬। খাদ্য নিরাপত্তা বলতে কী বুঝ ?
উঃ খাদ্য নিরাপত্তা বলতে সাধারণত দেশের মৌলিক (Exp অধিকার যেমন-খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার অধিকার পাবার নিশ্চয়তাকে বুঝায়। তবে মূলত খাদ্যের নিশ্চয়তাকেই খাদ্য নিরাপত্তা বলে ।
৭। আমদানি বিকল্প শিল্প কাকে বলে?
উঃ সাধারণত কোনো দেশ থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় সে সব সমজাতীয় দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্প বলা হয়।
৮। সিস্টেম লস কী?
উঃ বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত পরিচালন ও সঞ্চালন ক্ষেত্রে বিভিন্ন দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের পুরোটা ভোক্তাদের কাছে পৌঁছায় না। উৎপাদনের পর যে পরিমাণ বিদ্যুৎ ভোক্তাদের কাছে পৌঁছায় না তাকে সিস্টেম লস বলে ।
৯। পরিবহন কী?
উঃ শিল্পকে কেন্দ্র করে বা মানুষের প্রয়োজন মেটানোর জন্য যেসব মাধ্যমের দ্বারা দেশের অভ্যন্তরে ও বাহিরে যোগাযোগ রক্ষা করা হয় তাকে পরিবহণ বা পরিবহণ ব্যবস্থা বলা হয়।
১০। দারিদ্র্যতার সংজ্ঞা দাও ।
উঃ স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য যে ন্যূনতম খাদ্যের প্রয়োজন হয়, তা যারা উপার্জন করতে পারে না তাদেরকে দারিদ্র্য বলে। আর দারিদ্র্যের আর্থিক অবস্থাকে দারিদ্র্যতা বলে।
১১। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কী?
উঃ জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি অর্থায়নে প্রকৃতভাবে গৃহীত প্রকল্পসমূহের বাইরে সরকারি- বেসরকারি অংশিদারিত্বের ভিত্তিতে বিশেষত ভৌত অবকাঠামো খাতে এবং সেবাখাতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সমুন্নত রাখার লক্ষ্যে ব্যক্তিখাতের দক্ষতাকে কাজে লাগিয়ে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণই সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
১২। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার পরিমাণ বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি
বলে ।
১৩। মানবসম্পদ উন্নয়ন কী?
উঃ শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে।
১৪। বিনিময় হার কী?
উঃ একটি দেশের মুদ্রার সাথে অপর একটি দেশের মুদ্রাকে যে হারে তুলনা করা হয় তাকে বিনিময় হার বলে।
১৫। বেকারত্ব কী?
উঃ কর্মক্ষম মানুষ যখন কর্মসংস্থানের সুযোগ পায় না তখন তাকে বেকারত্ব বলে।
১৬। মূলধনী বাজেট কাকে বলে?
উঃ দেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে বাজেট তৈরি করা হয় তাকে মূলধনী বাজেট বলে।
১৭। রেমিট্যান্স কী?
উঃ প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রা নিজ দেশের প্রেরণ করাকে রেমিট্যান্স বলে।
১৮। অবাধ বাণিজ্য কাকে বলে?
উঃ সাধারণত বাণিজ্যের ওপর কোনো রকম বিধি নিষেধ না থাকলে বাণিজ্যের সেই অবস্থাকে অবাধ বাণিজ্য বলে ।
১৯। শিল্পনীতি বলতে কী বুঝ?
উঃ কোনো দেশের শিল্পখাতের উন্নয়ন পরিকল্পনা, ব্যবস্থাপনা, কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত নীতিমালাকে শিল্পনীতি বলে।
২০। জলবায়ু পরিবর্তন কী?
উঃ মানুষের সৃষ্ট কর্মকাণ্ডের দ্বারা প্রাকৃতিক পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে তাকেই জলবায়ুর পরিবর্তন বলে।
২১। মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত সকল প্রকার দ্রব্যসামগ্রী ও সেবাকার্যের মোট আর্থিক মূল্যকে (GNP) বলে ।
২২। ৰাজেট কাকে বলে?
উঃ সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা প্রকাশের হিসাবকে বাজেট বলে।
২৩। বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
উঃ সৌদিআরব থেকে।
২৪। মূল্য সংযোজন কর কাকে বলে?
উঃ কোনো উৎপাদিত পণ্য বা সেবায় সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।
২৫। বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি?
উঃ বাংলাদেশ ব্যাংক।
২৬। অর্থকরী ফসল কাকে বলে?
উঃ যে ফসল ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে অর্থকারী ফসল বলে।
২৭। বাধ্যতামূলক সঞ্চয়ের একটি উদাহরণ
দাও ।
উঃ পেনশন।
২৮। মাথাপিছু আয় কি?
উঃ কোনো দেশে এক বছরের জাতীয় আয়কে ঐ বছরের লোকসংখ্যা দ্বারা ভাগ করে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
২৯। বাংলাদেশের একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৩০। মূলধন বাজার কাকে বলে?
উঃ যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে
৩১। অর্থনৈতিক উন্নয়ন কী?
উঃ অর্থনৈতিক উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়া বুঝায় যার মাধ্যমে দীর্ঘমেয়াদি কোনো দেশের প্রকৃত জাতীয় আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে ।
৩২। মুদ্রাস্ফীতি কি?
উঃ কোনো দেশের প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত দ্রব্যসামগ্রির তুলনায় অধিক হওয়ার ফলে মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন সে অবস্থাকে মুদ্রস্ফীতি বলা হয়।
৩৩। দারিদ্র্যের দুষ্টচক্র কী?
উঃ অনুন্নত অর্থনীতির সকল দিকেই উন্নয়নের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো একদিকে যেমন দারিদ্র্যের কারণ, অন্যদিকে আবার দারিদ্র্যের ফলশ্রুতি। চক্রাকারে ক্রিয়াশীল এই প্রতিনিধিগুলোকেই মার্কস দারিদ্র্যর দুষ্টচক্র নামে অভিহিত করেন।
৩৪। বার্ষিক উন্নয়ন কর্মসূচী কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) বলে ।
৩৫। শেয়ার বাজার কী?
উঃ শেয়ার বাজার বলতে এমন একটি অনুমোদিত স্থান বা প্রতিষ্ঠানকে বুঝায় যেখানে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার বন্ড ঋণপত্র সিকিউরিটি ইত্যাদির কেনা-বেচা বা লেনদেন হয়।
৩৬। নারীর ক্ষমতায়ন কী?
উঃ সাধারণভাবে বলা যায়, নারীর ক্ষমতায়ন হলো নারীর সেই অর্জিত অধিকার যার মাধ্যমে নারী তার পরিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারবে এবং যে সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষক করতে পারে।
৩৭। টেকসই উন্নয়ন কী?
উঃ টেকসই উন্নয়ন কথাটি পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত একটি আধুনিক ধারনা। মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে পরিবেশগত ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে‌।
৩৮। অর্থবাজার কী?
উঃ যে বাজারে স্বল্প মেয়াদি অর্থ ঋণ হিসাবে লেনদেন করা হয় তাকে মুদ্রাবাজার বলে।
৩৯। সবুজ অর্থনীতি কী?
উঃ যে প্রক্রিয়ায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে পরিবেশের কোনো ক্ষতি না করে, বরং তা পরিবেশের স্বাভাবিকতা, স্বকীয়তা ও ভারসাম্য অবস্থাকে আরো সুদৃঢ় করে তাকে সবুজ অর্থনীতি বলে।
৪০। GDP কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
৪১। সমীকরণের সাহায্যে কিভাবে সঞ্চয়কে প্রকাশ করা যায়?
উঃ সঞ্চয় সমীকর S=Y-C S = সঞ্চয় Y = জাতীয় আয় C = ভোগ ব্যয়
৪২। অর্থবাজার কাকে বলে?
উঃ যে বাজারে স্বল্পমেয়াদি অর্থ ঋণ হিসাবে লেনদেন করা হয় তাকে মুদ্রাবাজার বলে।
৪৩। CPI কি?
উঃ Consumer Price Index বা ভোক্তা মূল্য সূচক।
৪৪। কৃষিতে লাগসই প্রযুক্তি বলতে কি বোঝায়?
উঃ কৃষির সর্বক্ষেত্রে আধুনিক, উন্নত ও লাগসই প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগকে কৃষিতে লাগসই প্রযুক্তি বলে।
৪৫। অনপেক্ষ দারিদ্র্য কি?
উঃ মানুষের মৌল মানবিক চাহিদা পূরণের অক্ষমতাকে অনপেক্ষ দারিদ্র্য বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা কর। ১০০%
২। বাংলাদেশে স্বল্প মাথাপিছু আয়ের কারণ ব্যাখ্যা কর । ১০০%
৩। বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণগুলো লেখ। ১০০%
৪। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোর বর্ণনা দাও। ১০০%
৫। বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের বিবরণ দাও। ১০০%
৬। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৭। বাংলাদেশের বস্ত্র শিল্পের বর্ণনা দাও। ১০০%
৮। বাংলাদেশে শক্তি সম্পদের বর্তমান অবস্থা বর্ণনা কর । ১০০%
৯। রাজস্বনীতির হাতিয়ারগুলো কী? ৯৯%
১০। বাংলাদেশের কর ব্যবস্থাপনার লক্ষ্যসমূহ লিখ। ৯৯%
১১। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কী? ৯৯%
১২। ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কী বুঝ? ৯৯%
১৩।বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলো কী? ৯৯%
১৪। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলো কী? ৯৯%
১৫। পুঁজি বাজার কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ডিজিটাল বাংলাদেশ কি? ১০০%
(খ) ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) বাংলাদেশের অর্থনীতির পশ্চাৎপদতার কারণগুলো বর্ণনা কর। ১০০%
(খ) বাংলাদেশের অর্থনীতির উৎপাদনভিত্তিক, মালিকানাভিত্তিক ও অঞ্চলভিত্তিক খাতসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ১০০%
৩। (ক) দারিদ্র্য বিমোচন কৌশল বলতে কি বুঝ? ১০০%
খ) বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গৃহীত সরকারের বিভিন্ন কর্মসূচির একটি বিবরণ দাও । ১০০%
৪। (ক) বাংলাদেশের শেয়ার বাজারে অস্থিরতার কারণ কী? ১০০%
(খ) বাংলাদেশের শেয়ার বাজারের অস্থিরতা দূরীকরণে কতিপয় সুপারিশ কর । ১০০%
৫। (ক) অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বলতে কি বুঝ? ১০০%
(খ) বাংলাদেশে কোন ধরনের বাণিজ্য নীতি অনুসরণ করা উচিত? ১০০%
৬। (ক) বাংলাদেশের খাদ্য সমস্যা বলতে কি বুঝ? ১০০%
(খ) খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের করণীয় বর্ণনা কর। ১০০%
৭। (ক) নারী ও শিশু উন্নয়ন কার্যক্রম ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাংলাদেশের নারী উন্নয়নে গৃহীত কার্যক্রম বর্ণনা কর । ১০০%
৮। (ক) জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব বর্ণনা কর । ১০০%
(খ) বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি থেকে পরিত্রাণের উপায় আলোচনা কর। ১০০%
৯। (ক) বাংলাদেশে নিম্ন মজুরি হারের কারণগুলো আলোচনা কর। ৯৯%
(খ) বৈদেশিক বিনিয়োগ কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য কি অবশ্য প্রয়োজনীয়। ৯৯%
১০। (ক) শিশু শ্রম বলতে কী বুঝ? ৯৯%
খ) বাংলাদেশে শিশু শ্রম প্রতিরোধের উপায় আলোচনা কর। ৯৯%
১১। (ক) সরকারি ব্যয় কি? ৯৯%
(খ) বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
১২। (ক) অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থসংস্থান বলতে কি বুঝ? ৯৯%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থসংস্থানের সমস্যা ও সমাধানের উপায় বর্ণনা কর? ৯৯%
১৩। (ক) বাংলাদেশের পুঁজি বাজারের দুর্বলতাগুলো চিহ্নিত কর। ৯৯%
(খ) বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো -ব্যাখ্যা কর। ৯৯%
১৪। (ক) লেনদেনের ভারসাম্য কী? ৯৯%
(খ) বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতার কারণ কী? ৯৯%
১৫। (ক) বাংলাদেশের কৃষিখাতে স্বল্প উৎপাদনশীলতার কারণ কী? ৯৯%
(খ) কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়সমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*