অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয় রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ২২১৯০৯ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সংবিধানের দুটি উৎসের নাম লিখ।
উঃ সংবিধানের দুইটি উৎসের নাম হলো- (ক)
ঐতিহাসিক সনদ ও (খ) আইনসভা।
২। সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উঃ সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট হলো-
১. প্রধানমন্ত্রীর নেতৃত্ব, ২. দায়িত্বশীলতা ও ৩. বিচার
বিভাগের প্রাধান্য ।
৩। সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি?
উঃ সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার।
যথা- ১. সুপরিবর্তনীয় সংবিধান ও ২. দুষ্পরিবর্তনীয় সংবিধান।
৪। সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার?
উঃ সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার
৫। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
উঃ সংবিধান।
৬। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি কি?
উঃ ৪টি। যথা- ১. অনুমোদনের মাধ্যমে, ২. আলাপ-আলোচনার মাধ্যমে, ৩. ক্রমবিবর্তনের মাধ্যমে ও৪. বিপ্লবের মাধ্যমে।
৭। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
৮। সরকার কি? অঙ্গ কয়টি?
উঃ সরকার হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা, বিধি-বিধান স্বচ্ছভাবে প্রকাশিত হয় এবং অঙ্গ তিনটি।
৯। Aristotle-এর মতে সর্বোত্তম সরকার কোনটি?
উঃ পলিটি (Polity) বা মধ্যতন্ত্র ।
১০। সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উঃ আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক জন লক।
১১। ‘Demos’ শব্দের অর্থ কি?
উঃ ‘Demos’ শব্দের অর্থ জনগণ।
১২। “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার”- উক্তিটি কার?
উঃ আব্রাহাম লিংকন-এর।
১৩। Electorate is the main basis of Representative democracy” ——উক্তিটি কার?
উঃ অধ্যাপক উইলোবি-এর।
১৪। ফ্যাসিবাদের জনক কে?
উঃ ফ্যাসিবাদের জনক বেনিটো মুসোলিনি ।
১৫। নাৎসিবাদের জনক কে?
উঃ নাৎসিবাদের জনক এডলফ হিটলার।
১৬। সংসদীয় সরকার পদ্ধতির অন্য নাম কি?
উঃ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা/ দায়িত্বশীল সরকার।
১৭। সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে?
উঃ বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রচলিত আছে।
১৮। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার অভিভাবক কে?
উঃ স্পিকার।
১৯। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে?
উঃ সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
২০। যুক্তরাষ্ট্রীয় সরকার কদাচিৎ কারণ এর পূর্বশর্ত
অনেক”-উক্তিটি কার?
উঃ উক্তিটি কেসি হুইয়ার-এর।
২১। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উঃ ফরাসি দার্শনিক মন্টেস্কু।
২২। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি?
উঃ তিনটি। ১. আইন বিভাগ; ২. শাসন বিভাগ ও ৩.
বিচার বিভাগ ।
২৩। বাংলাদেশের আইনসভার নাম কি?
উঃ জাতীয় সংসদ (House of the Nation)
২৪। ‘Sovereignty’ শব্দের উৎস কি?
উঃ ‘Sovereigrity’ শব্দের উৎস, ল্যাটিন শব্দ
Superanus। যার অর্থ চূড়ান্ত বা প্রধান।
২৫। অধ্যাদেশ কি?
উঃ সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতা বলে যে আইন জারি করে তাকে অধ্যাদেশ
বলে।
২৬। বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?
উঃ শাসন বিভাগ, আইন বিভাগ, ব্যক্তি, গোষ্ঠি,
প্রতিষ্ঠান ও অন্যান্য শক্তির প্রভাব ও হস্তক্ষেপ হতে মুক্ত ও আইনের অধীন থেকে বিচার বিভাগকর্তৃক বিচার কার্য সম্পাদন করাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে।
২৭। নির্বাচকমণ্ডলী কাকে বলে?নির্বাচন পদ্ধতি কত প্রকার?
উঃ যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থায় প্রতিনিধি
নির্বাচনে আইনগত ভোটদানে অধিকারী তারাই
উত্তর : জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষেক-বিভাগ প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে যখন ভোটাধিকার প্রদান করা হয় তখন তাকে সার্বজনীন ভোটাধিকার বলে। নির্বাচন পদ্ধতি দুই প্রকার। ১. প্রত্যক্ষ নির্বাচন ও ২. পরোক্ষ নির্বাচন।
২৮। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কী?
উঃ সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।
২৯। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।
উঃ বণিক সমিতি, শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও
ছাত্র সংসদ।
৩০। Modern Constitution’ বইটির লেখক কে?
উঃ Modern Constitution’ বইটির লেখক কে.সি হুয়ার।
৩১। কোন সংবিধানকে”The Mother of the Constitutions”বলা হয়?
উঃ গ্রেট ব্রিটেনের শাসনতন্ত্র বা সংবিধানকে “The
Mother of all Constitutions” বলা হয়।
৩২। ব্রিটিশ সংবিধান কোন প্রকৃতির?
উঃ অলিখিত ও সুপরিবর্তনীয়।
৩৩। ম্যাগনাকার্টা কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ ব্রুনীমিড প্রান্তরে।
৩৪। ব্রিটেনের সরকার প্রধান কে?
উঃ ব্রিটেনের সরকার প্রধান হলেন- প্রধানমন্ত্রী।
৩৫। কখন ব্রিটিশ পার্লামেন্ট “অধিকারের বিল” প্রণীত হয়?
উঃ ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে ‘অধিকারের বিল
প্রণীত হয় ৷
৩৬। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি?
উঃ লর্ডসভা ।
৩৭। লর্ডসভার সভাপতিত্ব করেন কে?
উঃ লর্ড চ্যাস্নেলর।
৩৮। ব্রিটেনের কমঙ্গসভার সদস্য সংখ্যা কত?
উঃ কমন্সসভার সদস্য সংখ্যা ৬৫০ জন
৩৯। ব্রিটেনে বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ ব্রিটেনে বর্তমান প্রধানমন্ত্রীর নাম Rishi sunak
৪০। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র কয়টি?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র ৫০টি।
৪১। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন।
উঃ একটি নির্বাচনি সংস্থা (Electoral college)
নির্বাচিত হয়।
৪২। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?
উঃ মার্কিন রাষ্ট্রপতি।
৪৩। ভেটো কি?
উঃ একপক্ষীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা,
দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা
আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা। বিশ্বের বিভিন্ন
দেশের রাষ্ট্রপতি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট কংগ্রেসে কোনো বিলের উপর তার ভেটো
প্রদানের ক্ষমতা রাখেন।
৪৪। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি হলেন
মার্কিন উপরাষ্ট্রপতি ।
৪৫। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
উঃ কংগ্রেস।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও। ১০০%
২। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝ? ১০০%
৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘Spoil system’ কী? ১০০%
৪। ব্রিটিশ সংবিধানের উৎসগুলো কী কী? ১০০%
৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা কর। ১০০%
৬। গণতন্ত্র ও সংসদীয় সরকার বলতে কি বুঝ? ১০০%
৭। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বুঝ? ১০০%
৮। রাজকীয় বিশেষাধিকার বলতে কি বুঝ? ১০০%
৯। গণতন্ত্রে জনমতের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
১০। রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ। ১০০%
১১। যুক্তরাজ্যের আইনসভার গঠন ব্যাখ্যা কর। ৯৯%
১২। সংবিধান কি? সংবিধানের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
১৩। মার্কিন সিনেটের গঠন লিখ। ৯৯%
১৪। প্রথা কি? প্রথা কত প্রকার ও কি কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সংবিধানের সংজ্ঞা দাও। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
২। যুক্তরাষ্ট্রীয় সরকার কী? যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলি আলোচনা কর। ১০০%
৩। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা কর। ১০০%
৪। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণসমূহ আলোচনা কর। ১০০%
৫। “মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ।”—ব্যাখ্যা কর। ১০০%
৬। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৭। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ডসভার তুলনামূলক আলোচনা কর। ১০০%
৮। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি? “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়” – ব্যাখ্যা কর। ১০০%
৯। আধুনিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর। ১০০%
১০। রাজনৈতিক দল কি?গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক/বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ কর। ১০০%
১১। জনমতের সংজ্ঞা দাও। জনমত গঠনের উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১২। “ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরি হয়নি” – ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ব্রিটেনের কমন্সসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসভার মধ্যে তুলনামূলক আলোচনা কর। ৯৯%
১৪। যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য/মূলনীতি আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*