অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞান বিষয় সামষ্টিক অর্থনীতি ২২২৫১১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ ( NAIRU,LSUR,GNP,GDP,CPI,MEC,UNDP,HDI,DPA,SOC)
২। সামষ্টিক অর্থনীতির প্রতিশব্দ কী?
উঃ সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ Macro Economics. এই Macro শব্দের অর্থ হলো বড় বা বৃহৎ । গ্রিকশব্দ Makro থেকে Makros শব্দের উৎপত্তি।
৩। অর্থনীতিতে (Macro) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Oslo বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Ragnar Frisch সর্বপ্রথম Macro এবং Micro শব্দটি ব্যবহার করেন।
৪। NAIRU কি?
উঃ NAIRU বলতে বেকারত্বের সেই হারকে বুঝানো হয় যেখানে মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সঙ্গে বেকারত্বের হার সংগতিপূর্ণ ।
৫। মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন কী?
উঃ যখন অর্থনীতিতে আয়, উৎপাদন, নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তখন তাকে মহামন্দা বলে।
৬। সামষ্টিক অর্থনৈতিক চলক কী?
উঃ সমগ্র অর্থনীতির প্রেক্ষাপটে বিবেচ্য যেসব উপাদান পরিবর্তনশীল তাদেরকে সামষ্টিক অর্থনৈতিক চলক বলে।
৭। সামষ্টিক অর্থনীতির কয়েকটি চলকের নাম লিখ ।
উঃ জাতীয় আয়, দামস্তর, বিনিয়োগ, নিয়োগ ইত্যাদি ।
৮। অর্থনৈতিক মডেল কি?
উঃঅর্থনৈতিক চলকসমূহের আন্তঃসম্পর্ক একসেট সমীকরণ ও চিত্রের সাহায্যে প্রকাশ করা হলে তাকে বলা হয় অর্থনৈতিক মডেল ।
৯। গুণক কি?
উঃ বিনিয়োগজনিত ব্যয় বৃদ্ধির ফলে মোট আয়ের যে বৃদ্ধি ঘটে সেই আয় ও বিনিয়োগের পরিবর্তন দুটির অনুপাতই হলো গুণক ।
১০। অভেদ কী?
উঃ যদি কোনো নির্ভরশীলতার সম্পর্ক ছাড়াই ব্যবহৃত চলকগুলোর মধ্যে সমতা স্থাপিত হয়, তবে তাকে তাভেদ বলে।
১১। নিয়োগ বা কর্মসংস্থান কাকে বলে?
উঃ সাধারণত প্রচলিত মজুরিতে কোন একজন শ্রমিকের কর্মক্ষেত্রে নিয়োগ লাভ করাকে নিয়োগ বা কর্মসংস্থান বলে।
১২। সামগ্রিক চাহিদার সংজ্ঞা দাও ।
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি দেশের মধ্যে বসবাসরত মানুষের সকল প্রকার দ্রব্যসামগ্রি ও সেবাকর্মের মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলা হয় ।
১৩। সম্ভাবনাময় উৎপাদন কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে পূর্ণনিয়োগ অবস্থার মোট যে পরিমাণ জাতীয় উৎপাদন প্রত্যাশা করা হয় তা হলো সম্ভাবনাময় উৎপাদন।
১৪। মৌসুমি বেকারত্ব কি?
উঃ যে সমস্ত শ্রমিক বছরে একটি নির্দিষ্ট সময় কাজ করে, অন্য সময় কাজ পায় না এরূপ বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে।
১৫। প্রচ্ছন্ন বেকারত্ব কি?
উঃকৃষি উৎপাদন প্রণালি অপরিবর্তিত রেখে যে পরিমাণ শ্রমিক কৃষিকাজ হতে স্থায়ীভাবে সরানোর পর কৃষি উৎপাদন হ্রাস পায় না সে পরিমাণ শ্রমিক হলো ছদ্মবেশী বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব।
১৬। সংঘাতজনিত বেকারত্ব কি?
উঃশ্রম সচলতার অভাব, শ্রমিক সংগঠনের ত্রুটি, যন্ত্রপাতির সাময়িক বিকলতা, কাঁচামালের অভাব, নিয়োগ প্রাপ্তির তথ্য সম্পর্কে অজ্ঞতা ইত্যাদির কারণে সাময়িকভাবে যে বেকারত্ব দেখা যায় তাকে সংঘাতজনিত বেকারত্ব বলে ।
১৭। জাতীয় আয় কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক জাতীয় আয় বলে।
১৮। উৎপাদন কি?
উঃ সাধারণত নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকেই অর্থনীতির ভাষায় উৎপাদন বলে ।
১৯। ভারসাম্য জাতীয় আয় কাকে বলে?
উঃ যে স্তরে জাতীয় আয়ের উঠানামার কোন প্রবণতা থাকে না তাকে ভারসাম্য জাতীয় আয়স্তর বলা হয়। অন্যভাবে বলা যায়, সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক যোগানের (AS) সমতার মাধ্যমে যে আয়স্তর অর্জিত হয় তাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়।
২০। প্রকৃত আয় বলতে কী বুঝ ?
উঃ কোনো ব্যক্তির আয় থেকে যখন হস্তান্তর পাওনা বাদ দেওয়া হয় তখন ঐ আয়কে প্রকৃত আয় বলে।
২১। মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন (GNP)।
২২। GNP ব্যবধান কাকে বলে?
উঃ দেশের সম্ভাবনাময় উৎপাদনের তুলনায় বাস্তব উৎপাদন কম হলে সম্ভাব্য উৎপাদন ও বাস্তব উৎপাদনের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় তাকে GNP ব্যবধান বলা হয়।
২৩। দামস্তরের স্থিতিশীলতা বলতে কি বুঝায়?
উঃ যখন সামষ্টিক চলক, যেমন: দামস্তর, বেকারত্বের হার এবং প্রবৃদ্ধির হার একটি গ্রহণযোগ্য স্তরে উপনীত হয় এবং কাম্যস্তর থেকে এই হারগুলো তেমন নড়াচড়া করেনা তখন সেই অবস্থাকে দামস্তরের স্থিতিশীলতা বলে ।
২৪। ব্যয়যোগ্য আয় (DI) কাকে বলে?
উঃ ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বা ব্যবহারযোগ্য আয় বলে।
২৫। GNP ডিফ্লেক্টর বলতে কী বুঝ?
উঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP Deflator বা অবমূল্যায়ন বলা হয়।
২৬। হস্তান্তর পাওনা কাকে বলে?
উঃ চলতি উৎপাদনশীল কার্যক্রমের উপর কোনো প্রভাব বিস্তার না করে অর্থনীতির একটি ক্ষেত্র হতে অপর ক্ষেত্রে অর্থের হস্তান্তরকে হস্তান্তর পাওনা বলে ।
২৭। ব্যক্তিগত আয় কী?
উঃ কোনো দেশের প্রত্যেক লোক ব্যক্তিগতভাবে যে অর্থ উপার্জন করে থাকে তাকে ব্যক্তিগত আয় বলে।
২৮। সঞ্চয় কাকে বলে?
উঃ আয় ও ভোগ ব্যয়ের পার্থক্য হচ্ছে সঞ্চয়। অর্থাৎ আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে।
২৯। সঞ্চয় অপেক্ষক কী?
উঃ আয় ও সঞ্চয়ের মধ্যে বিদ্যমান নির্ভরশীলতার সম্পর্ককে সঞ্চয় অপেক্ষক বলে।
৩০। প্রান্তিক সঞ্চয় প্রবণতা কী?
উঃ আয় পরিবর্তন ও সঞ্চয় পরিবর্তনের আনুপাতিক হারকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা বলে।
৩১। বিনিয়োগের ধারণা বলতে কি বুঝায়?
উঃ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হারে যে পরিমাণ স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগ হয় তার সমষ্টিকে বলা হয় বিনিয়োগ ধারণা (Ig)। অর্থাৎ, Ig = la + li যেখানে, Ig বিনিয়োগ ধারণা, la = স্বয়ম্ভূত বিনিয়োগ এবং li= প্ররোচিত বিনিয়োগ ।
৩২। বিনিয়োগের প্রান্তিক দক্ষতা কাকে বলে?
উঃ কোন মূলধন সম্পদের উপর বিনিয়োগ করে যে নিট আয় হার বা মুনাফার হার প্রত্যাশা করা হয়, তাকে বলা হয় বিনিয়োগের প্রান্তিক দক্ষতা।
৩৩। মোট বিনিয়োগ কী?
উঃ প্রাথমিক মূলধন মজুতের সঙ্গে যখন অতিরিক্ত
যন্ত্রপাতি বা সাজ-সরঞ্জাম যুক্ত হয় এবং তার জন্য যে ব্যয় ভার বহন করতে হয় তাকে মোট বিনিয়োগ বলে ।
৩৪। বৈদেশিক রিজার্ভ কী?
উঃ বৈদেশিক রিজার্ভ বলতে কোনো বড় দেশের কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বিষয়ক কর্তৃপক্ষের কাছে বৈদেশিক মুদ্রায় গচ্ছিত সম্পদের মজুতকে বোঝায়।
৩৫। LM রেখার সংজ্ঞা দাও।
উঃ LM হলো এমন রেখা যা জাতীয় আয় ও সুদের হারের মধ্যে সরাসরি সম্পর্ক প্রকাশ করে। এই রেখা অর্থ বাজারের ভারসাম্য দেখায়।
৩৬। মূলধন নিবিড় কৌশল কী?
উঃ যে উৎপাদন কৌশলে তুলনামূলকভাবে শ্রমের তুলনায় মূলধন বেশি ব্যবহৃত হয় তাকে মূলধন নিবিড় কৌশল বলে ।
৩৭। শামের মুদ্রা বিধি কী?
উঃ একই সময়ে উৎকৃষ্ট ও নিকৃষ্ট উভয় প্রকার মুদ্রা পাশাপাশি প্রচলিত থাকলে, নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতারিত করে। এটিই হলো গ্রেশামের মুদ্রা বিধি ।
৩৮। মজুরি কাকে বলে?
উঃ উৎপাদন কাজে নিযুক্ত কোনো শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকে মজুরি বলে।
৩৯। প্রকৃত মজুরি কি?
উঃ কোনো শ্রমিক তার শ্রমের বিনিময়ে অর্জিত আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সুযোগ- সুবিধা পেয়ে থাকে তার সমষ্টিকেই প্রকৃত মজুরি বলে ।
৪০। আর্থিক মজুরি কাকে বলে?
উঃ কোনো শ্রমিক নির্দিষ্ট সময় কাজ করার ফলে নিয়োগকর্তা তাকে যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে আর্থিক মজুরি বলে।
৪১। শ্রম কি?
উঃ অর্থনীতিতে নিপুণ এবং মানসিক অথবা শারীরিক যেকোনো পরিশ্রম যা কোনো সম্পদ বা অর্থ লাভের জন্য করা হয় তাকে শ্রম বলে।
৪২। তারল্য ফাঁদ কি?
উঃ যখন নিম্নতম সুদের হারে অর্থের চাহিদা রেখার স্থিতিস্থাপকতা অসীম হয়, তখন সেই অবস্থাকে তারল্য ফাঁদ বলে ।
৪৩। সামগ্রিক যোগান কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে দেশের প্রাকৃতিক সম্পদকে যথাযথ কাজে ব্যবহার করে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তাকে সামগ্রিক যোগান বলে ।
৪৪। সরকারি ঋণ কী?
উঃ সরকার ভবিষ্যতে সুদসহ পরিশোধের অঙ্গীকার করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বিদেশি কোনো সংস্থা হতে যে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলা হয় ।
৪৫। ক্লাসিক্যাল আর্থিক নীতি কী?
উঃ যে ধরনের আর্থিক নীতিতে অর্থনৈতিক কার্যক্রম এমনভাবে পরিচালিত হয় যাতে পূর্ণ নিয়োগ অর্জিত হয় তাকে ক্লাসিক্যাল আর্থিক নীতি বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।”-ব্যাখ্যা কর। ১০০%
২। ব্যষ্টিক ও সামষ্টিক মডেলের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা কী কী? ১০০%
৪। জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%
৫। অর্থনীতিতে মূলধনের কার্যাবলি ও গুরুত্ব আলোচনা কর। ১০০%
৬। স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য কী? ১০০%
৭। আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৮। LM রেখার বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৯। জাতীয় আয় পরিমাপের অসুবিধাসমূহ লিখ। ৯৯%
১০। ভোগের ক্ষেত্রে সমচ্ছেদ বিন্দু বলতে কী বুঝ? ভোগ ব্যয়ের নির্ধারকসমূহ কি কি? ৯৯%
১১। মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আলোচনা কর। ৯৯%
১২। সুদের নগদ পছন্দ তত্ত্ব আলোচনা কর। ৯৯%
১৩।স্বল্পকালীন ও দীর্ঘকালীন ফিলিপস রেখার মধ্যে পার্থক্য আলোচনা কর ৯৯%।
১৪। অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি? ৯৯%
১৫। বাংলাদেশে দারিদ্র্যের প্রধান কারণগুলো উল্লেখ কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) মজুদ ও প্রবাহ চলকের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
(খ) চিত্রসহ ওকান বিধি ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) বাংলাদেশের বেকার সমস্যার কারণসমূহ কী? ১০০%
(খ) বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
৩। ক) অর্থনৈতিক বিশ্লেষণে জাতীয় আয়ের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
(খ) জাতীয় আয় থেকে কীভাবে মাথাপিছু আয় নির্ণয় করা হয়। ১০০%
৪। (ক) দ্বৈত গণনা সমস্যা কী? দ্বৈত গণনা সমস্যা কিভাবে সমাধান করা যায়? ১০০%
(খ) মোট জাতীয় উৎপাদন (GNP) ও মোট দেশজ উৎপাদনের (GD অথবা, GNP ও GDP এর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৫। (ক) ভোগ প্রবণতা কী কী উপাদানের উপর নির্ভর করে? ১০০%
(খ) ভোগ অপেক্ষক ও সঞ্চয় অপেক্ষকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ১০০%
(খ) স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৭। (ক) মূলধনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
(খ) অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৮। (ক) মজুরি প্রদানের পদ্ধতি আলোচনা কর। ১০০%
(খ) আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৯। (ক) সামষ্টিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ৯৯%
(খ) সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ ব্যাখ্যা কর। ৯৯%
১০। (ক) বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য কী? ৯৯%
(খ) লেনদেনের ভারসাম্যের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১১। (ক) সামগ্রিক চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয় কেন? ৯৯%
(খ) কখন সামগ্রিক চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। ৯৯%
১২। (ক) বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার কারণসমূহ কি? কিভাবে অনগ্রসরতার উত্তরণ ঘটানো যায়? ৯৯%
(খ) অর্থনৈতিক উন্নয়ন পরিমাণের সূচকগুলো ব্যাখ্যা কর। ৯৯%
১৩। (ক) আর্থিক নীতির উপকরণগুলো লিখ। ৯৯%
(খ) সংক্ষেপে আর্থিক নীতির উদ্দেশ্যসমূহ লিখ। ৯৯%
১৪। (ক) শ্রম নিবিড় কৌশল বলতে কী বুঝ? ৯৯%
(খ) শ্রম নিবিড় কৌশলের পক্ষের যুক্তিগুলো আলোচনা কর। ৯৯%
১৫।(ক) রাজস্ব নীতি ও আর্থিক নীতির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
(খ) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*