অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ব্যাবস্থাপনাবিষয়: সামষ্টিক অর্থনীতি ২২২৬১৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ: NNP, CPI, NAIRU, NRU, LSUR, UNDP, HID, DPA, SOC.
২। সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উঃ অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি ।
৩। সামষ্টিক অর্থনীতি গ্রিক কোন শব্দ থেকে এসেছে?
উঃ সামষ্টিক অর্থনীতির ইংরেজি Macro শব্দটি প্রাচীন গ্রিক শব্দ Makros থেকে এসেছে।
৪। অর্থনীতিতে Macro শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Oslo বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Ragnar Frisch সর্বপ্রথম Macro Economics শব্দটি ব্যবহার করেন ।
৫। সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় কাকে?
উঃ সামষ্টিক অর্থনীতির জনক জে.এম. কেইনস।
৬। স্থির সামষ্টিক মডেল কী?
উঃ যে মডেলে সামষ্টিক চলকসমূহের আচরণ এবং ভারসাম্যের বিষয়টি কোনো নির্দিষ্ট সময়ে বিবেচনা করা হয় তাকে স্থির সামষ্টিক মডেল বলে।
৭। জাতীয় আর কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।
৮। মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন (GNP)।
৯। GNP ব্যবধান কাকে বলে?
উঃ সম্ভাব্য GNP এবং বাস্তব GNP -এর ব্যবধানকে GNP ব্যবধান বলা হয়।
১০। মোট দেশজ উৎপাদন (GDP) কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে।
১১। নিট অর্থনৈতিক কল্যাণ (NEW) কী?
উঃ জাতীয় আয় হিসাবের মধ্যে কিছু উপাদানের সংযোজন এবং কিছু উপাদানের বিয়োজন করে কল্যাণ নির্দেশকারী যে অর্থবহ পরিমাপক পাওয়া যায় তাকেই নিট অর্থনৈতিক কল্যাণ বলে ।
১২। ভারসাম্য জাতীয় আয় কী?
উঃ যে স্তরে জাতীয় আয়ের উঠানামার কোন প্রবণতা থাকে না তাকে ভারসাম্য জাতীয় আয়স্তর বলা হয়। অন্যভাবে বলা যায়, সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক যোগানের (AS) সমতার মাধ্যমে যে আয়স্তর অর্জিত হয় তাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়।
১৩। চূড়ান্ত দ্রব্য কী?
উঃ যেসব দ্রব্য ও সেবা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় না সেগুলোকে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বলে।
১৪। আপেক্ষিক আয় কী?
উঃ সাধারণত একই পরিবেশে বা সমাজে বসবাসরত বিভিন্ন পরিবারের তুলনামূলক আয়কে আপেক্ষিক আয় বলে ।
১৫। মাথাপিছু আয় কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই মাথাপিছু আয় ।
১৬। বাজার অর্থনীতি কী?
উঃ যে অর্থব্যবস্থায় দাম নির্ধারণের কিংবা বাজার প্রক্রিয়ার উপর সরকারি নিয়ন্ত্রণ থাকে না; স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়া পরিচালিত হয় এবং দাম নির্ধারিত হয়। তাকে বলা হয় বাজার অর্থনীতি ।
১৭।স্বয়ম্ভূত ভোগ কাকে বলে?
উঃ যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান বা স্থির থাকে, তাকে বলা হয় স্বয়ম্ভূত ভোগ ।
১৮। গড় ভোগ প্রবণতা (APC) বলতে কী বুঝায়?
উঃ মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে যে গড় ভোগ প্রবণতা পাওয়া যায় তাকে গড় ভোগ প্রবণতা বলে ।
১৯। Break even point বা সমচ্ছেদ বিন্দু কী?
উঃ যে বিন্দুতে কিংবা যে পর্যায়ে আয় ও ভোগব্যয় পরস্পর সমান হয়, তাকে বলা হয় ভোগের ক্ষেত্রে ব্রেক ইভেন (Break even)। স্বল্পকালীন ভোগরেখা পরস্পর সমান হয় বলে তাকে বলা হয় Break even point বা সমচ্ছেদ বিন্দু।
২০। ঋণনীতি কী?
উঃ যে নীতির সাহায্যে সুদের হারের পরিবর্তন, ঋণের শর্ত, ঋণের সুবিধা-অসুবিধা ও ঋণ বাজার সম্পর্কে আর্থিক কর্তৃপক্ষের কার্যক্রম নির্দেশ করে তাকে ঋণনীতি বলে।
২১। স্বয়ম্ভূত বিনিয়োগ কী?
উঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ ।
২২। বিনিয়োগ ধারণা বলতে কী বুঝায়?
উঃ প্ররোচিত একটি নির্দিষ্ট সময়ে স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগের সমষ্টিকে বলা হয় বিনিয়োগ ধারণা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হারে যে পরিমাণ স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগ হয় তার সমষ্টিকে বলা হয় বিনিয়োগ ধারণা (Ig)।
২৩। বিনিয়োগের প্রান্তিক দক্ষতা (MEI) কী?
উঃ কোন মূলধন সম্পদের উপর বিনিয়োগ করে যে নিট আয়ের হার বা মুনাফার হার প্রত্যাশা করা হয়, তাকে বলা হয় বিনিয়োগের প্রান্তিক দক্ষতা।
২৪। বাণিজ্য চক্র কী?
উঃ সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন, কর্মসংস্থান, আয়, বিনিয়োগ, দামস্তর ইত্যাদি উঠানামার ভিতর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চক্রাকার আবর্তন পরিলক্ষিত হয় তাকে বাণিজ্য চক্র বলে।
২৫।সামগ্রিক চাহিদা কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি দেশের মধ্যে বসবাসরত মানুষের সকল প্রকার দ্রব্যসামগ্রি ও সেবাকর্মের মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলে।
২৬। সামগ্রিক যোগান রেখার ঢাল ডানদিকে উর্ধ্বমুখী হয় কেন?
উঃ দামস্তরের সঙ্গে যোগানের সরাসরি সম্পর্ক বিদ্যমান। দামস্তর বাড়লে সামগ্রিক যোগান বাড়ে এবং দামস্তর কমলে সামগ্রিক যোগান হ্রাস পায়। ফলে সামগ্রিক যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে।
২৭। ‘মহামন্দা’ কী?
উঃ যখন অর্থনীতিতে আয়, উৎপাদন, নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তখন তাকে মহামন্দা বলে।
২৮। অভারসাম্য প্রবৃদ্ধি কী?
উঃ অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতির সকল খাতে একসাথে বিনিয়োগ না করে কতিপয় কয়েকটি খাতে বিনিয়োগ করা হলে তাকে অভারসাম্য প্রবৃদ্ধি বলা হয়
২৯। অর্থনৈতিক উন্নয়ন কী?
উঃ সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বলতে কোনো দেশের আর্থিক অবস্থার উন্নয়নকে বুঝায়।
৩০। উন্নত দেশ বলতে কী বুঝ?
উঃ উন্নত দেশ বলতে সেসব দেশকে বোঝায়, যেসব দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জাতীয় আয়, মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান উন্নত স্তরে পৌঁছেছে। আমেরিকা, ইংল্যান্ড, জাপান ইত্যাদি দেশকে উন্নত দেশ বলে ।
৩১। লুইস মডেল কী?
উঃ অধ্যাপক লুইস “Economics Development with unlimited Supplies of Labour ” নামক প্রবন্ধে অনুন্নত দেশের দ্বৈত অর্থনীতির আলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি মডেল প্রদান করেন যা লুইস মডেল হিসেবে পরিচিত ।
৩২। দারিদ্র্যের দুষ্টচক্র কী?
উঃ দারিদ্র্যের দুষ্টচক্র এমন এক পরিস্থিতি যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে দারিদ্রের বা অনুন্নয়নের ফাঁদে আটকে রাখে।
৩৩। মৌসুমি বেকারত্ব কী?
উঃ যে সমস্ত শ্রমিক বছরে একটি নির্দিষ্ট সময় কাজ করে অন্য সময় কাজ পায় না এরূপ বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে।
৩৪। নিয়োগ বা কর্মসংস্থান কাকে বলে?
উঃ সাধারণত প্রচলিত মজুরিতে কোন একজন শ্রমিকের কর্মক্ষেত্রে নিয়োগ লাভ করাকে নিয়োগ বা কর্মসংস্থান বলে ।
৩৫। পূর্ণ নিয়োগের সংজ্ঞা দাও।
উঃ পূর্ণ নিয়োগ বলতে আমরা এমন একটি অবস্থা বুঝি যখন প্রচলিত মজুরিস্তরে একমাত্র সংঘাতমূলক
বেকার ব্যতীত কেউ অনিচ্ছাকৃত বেকার থাকবে না।
৩৬। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উঃ কৃষি উৎপাদন প্রণালী অপরিবর্তিত রেখে যে পরিমাণ শ্রমিক কৃষিকাজ হতে স্থায়ীভাবে সরানোর পর কৃষি উৎপাদন ক্ষমতা হ্রাস পায় না সে পরিমাণ শ্রমিক হলো ছদ্মবেশী বেকারত্ব।
৩৭। ইচ্ছাকৃত বেকারত্ব কী?
উঃ কাজ করার শক্তি, সামর্থ্য ও যোগ্যতা থাকা সত্ত্বেও যে ইচ্ছাকৃতভাবে কাজ করতে অনিহা প্রকাশ করে তাকে ইচ্ছাকৃত বেকারত্ব বলে।
৩৮। মুদ্রাক্ষীতি কী?
উঃ সাধারণত পণ্যসামগ্রি ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়।
৩৯। রাজস্ব নীতি কী?
উঃ সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হয়।
৪০। নিরপেক্ষ রাজস্বনীতি কী?
উঃ সরকার যখন তার রাজস্বনীতি সংকোচন ও সম্প্রসারণের মধ্যবর্তী হিসেবে অবস্থান বা নির্ধারণ করে। তখন তাকে নিরপেক্ষ রাজস্বনীতি বলে।
৪১। উৎকৃষ্ট মুদ্রা কী?
উঃ যে সকল মূদ্রার বিনিময় মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি তাকে উৎকৃষ্ট মুদ্রা বলে ।
৪২। LM রেখার সংজ্ঞা দাও ।
উঃ LM হলো এমন রেখা যা জাতীয় জায় ও সুদের হারের মধ্যে সরাসরি সম্পর্ক প্রকাশ করে। এই রেখা অর্থ বাজারের ভারসাম্য দেখায়।
৪৩। ফিশারের বিনিময় সমীকরণ লিখ।
উঃ MV = PT. P= MV T যেখানে P = দামস্তর, : T = লেনদেনের পরিমাণ, M মোট চিহ্নিত V = অর্থের 1 পরিমাণ, অর্থের প্রচলনগত ।
৪৪। ফিলিপস রেখা কী?
উঃ যে রেখার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের বিপরীত সম্পর্ক নির্দেশিত হয়, তাকে বলা হয় ফিলিপস রেখা ।
৪৫। ‘ডার্স ক্যাপিটাল’ এর লেখক কে?
উঃ ‘ডাস ক্যাপিটাল’ এর লেখক হলো কার্ল মার্কস ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য কী? ১০০%
২। GNP ও GDP এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। গ্রেশামের মুদ্রা বিধি কী? ১০০%
৪। ভোগ ও ভোগ অপেক্ষক কী? ১০০%
৫। বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায় বা স্তরসমূহ ব্যাখ্যা কর। ১০০
৬। উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশে ব্যাপক বেকারত্বের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৮। জাতীয় আয় পরিমাপের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
৯। ভোগ ব্যয়ের নির্ধারকসমূহ কী? ৯৯%
১০। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধরন ব্যাখ্যা কর। ৯৯%
১১। অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচকসমূহ উল্লেখ কর। ৯৯%
১২। বেকারত্ব মোকাবেলায় সরকারের ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত? ৯৯%
১৩।বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৪। মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও। মুদ্রাস্ফীতি কি সর্বদাই খারাপ? আলোচনা কর। ৯৯%
১৫। বাংলাদেশে সরকারি ঋণের সমস্যাগুলো কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১।(ক) সামষ্টিক অর্থনীতি বলতে কী বুঝ?সামষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর। ১০০%
( খ) সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু বর্ণনা কর। ১০০%
২। (ক) GDP বলতে কী বুঝ? GNP ও NNP এর মধ্যে পার্থক্য কী? ১০০%
(খ) মুল্য ব্যবস্থা বলতে কী বুঝ? বাজার অর্থনীতিতে মূল্য ব্যবস্থার ভূমিকা আলোচনা কর। ১০০%
৩। (ক) মূলধন গঠনের উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
(খ) অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৪। (ক) স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগ বলতে কী বুঝ? ১০০%
(খ) ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি ব্যাখ্যা কর। ১০০%
৫। (ক) সঞ্চয় ও সঞ্চয় অপেক্ষক কী? ১০০%
(খ) MPC ও MPS এর মধ্যে পার্থক্য কী? ১০০%
৬। (ক) সামগ্রিক চাহিদার উপাদানগুলো বর্ণনা কর। ১০০%
(খ) সামগ্রিক চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয় কেন? ১০০%
৭। (ক) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য কী? ১০০%
(খ) বাংলাদেশের জাতীয় আয়ের স্বল্প প্রবৃদ্ধির কারণ কী? ১০০%
৮।(ক) কেইনসের তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
(খ) ক্ল্যাসিকেল ও কেইনসের তত্ত্বের মধ্যে কোনটি উন্নত? ১০০%
৯। (ক) জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) জাতীয় আয় পরিমাণে ব্যয় পদ্ধতির সমস্যা আলোচনা কর। ৯৯%
১০। (ক) সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক নির্ণয় কর। ৯৯%
(খ) ভোগ ও বিনিয়োগ সুচি ব্যবহার করে কিভাবে জাতীয় আয়ের স্তর নির্ধারিত হয়। ৯৯%
১১। (ক) অর্থনৈতিক প্রবৃদ্ধির নিওক্লাসিক্যাল মডেলটি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কী কি উপাদানের প্রয়োজন হয়? ৯৯%
১২। (ক) উদ্যোক্তা কাকে বলে? অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার গুরুত্ব ও কৌশল সমুহ আলোচনা কর। ৯৯%
(খ) দরিদ্র দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় কী কী? ৯৯%
১৩। (ক) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির ভূমিকা উল্লেখ কর। ৯৯%
(খ) বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে রাজস্ব নীতির সীমাবদ্ধতা ব্যাখ্যা কর। ৯৯%
১৪। (ক) রাজস্ব নীতির হাতিয়ারসমূহের বর্ণনা দাও। ৯৯%
(খ) বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে রাজস্ব নীতির লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর। ৯৯%
১৫।(ক) শ্রমের চাহিদা সূচি থেকে কিভাবে শ্রমের চাহিদা রেখা অঙ্কন করা যায়? ৯৯%
(খ) শ্রমের চাহিদা পরিবর্তনের ফলে কিভাবে ভারসাম্য মজুরি হার পরিবর্তিত হয়। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*