অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয় পদার্থবিজ্ঞান-৩ তড়িৎ ও আধুনিক পদার্থবিজ্ঞান ২২২৭০৭ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চার্জ বা আধান কি?
উঃ পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলে। প্রোটনের আধানকে ধনাত্মক এবং ইলেকট্রনের আধানকে ঋণাত্মক ধরা হয়। নিউট্রনের কোনো আধান নেই।
২। চার্জের সংরক্ষণ সূত্র কি?
উঃ চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বরং এরা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এটাই চার্জের সংরক্ষণ সূত্র।
৩। অর্থ-পরিবাহী কি?
উঃ যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা
বিদ্যুৎ চলাচল করে তাদেরকে অর্ধ পরিবাহী বলে। যেমন- জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, কেরোসিন ইত্যাদি।
৪। তড়িৎক্ষেত্র কি?
উঃ একটি চার্জিত বস্তুর চারদিকে যতটুকু এলাকা জুড়ে এর প্রভাব বিদ্যমান, তাকে তড়িৎক্ষেত্র বলে।
৫। একক চার্জের সংজ্ঞা দাও।
উঃ দুটি সমধর্মী এবং সমপরিমাণ বিন্দু চার্জ শূন্য মাধ্যমে 10m দূরত্বে থেকে 9×10° নিউটন বলে বিকর্ষণ করে তবে এদের প্রত্যেককে বিদ্যুৎ চুম্বকীয় একক চার্জ বলা হয়।
৬। তড়িত বিভবের সংজ্ঞা দাও।
উঃ অসীম দূর হতে একক ধন চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে উক্ত ক্ষেত্রের ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
৭। তড়িৎ ফ্লাক্স কি?
উঃ তড়িৎ ক্ষেত্রে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। একে দ্বরা প্রকাশ করা হয়। অর্থাৎ ৩ = BAcos).
৮। ধারকত্ব কাকে বলে?
উঃ কোনো পরিবাহকের বিভব এক একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহকের ধারকত্ব বলে।
৯। ধারকত্বের একক কি? এবং কাকে বলে?
উঃ ধারকত্বের একক ফ্যারাড। কোনো পরিবাহকের বিভব 1V বাড়াতে যদি 1C আধানের প্রয়োজন হয় তাহলে ঐ পরিবাহকের ধারকত্বকে 1F (ফ্যারাড) বলে।
১০। পরাবৈদ্যুতিক পদার্থ বলতে কী বুঝ?
উঃ যে সকল পদার্থে পরিবাহী ইলেকট্রনের অবাধ চলাচলের স্বাধীনতা কম তাদেরকে অন্তরক বা পরাবৈদ্যুতিক পদার্থ বলে।
১১। কুলম্ব কি?
উঃ কোনো পরিবাহকের মধ্যদিয়ে। অ্যাম্পিয়ার (A) প্রবাহ । সেকেন্ড (S) চললে এর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাকে IC (Coulomb) বলে।
১২। প্রবাহ ঘনত্বের সংজ্ঞা দাও।
উঃ কোনো পরিবাহকের প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।
১৩। তাড়ন বেগ/সঞ্চারণ বেগ কি?
উঃ বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে ধাবিত হয়, তাকে
ইলেকট্রনের তাড়ন বেগ বলে।
১৪। তড়িচ্চালক বল কী?
উঃ এক একক আধানকে বর্তনীর কোনো এক বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী (ব্যাটারিসহ) ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ হয় তাকে ব্যাটারির তড়িচ্চালক শক্তি বা তড়িচ্চালক বল বলে।
১৫। চৌম্বক আবেশ কি?
উঃ একটি চুম্বকের প্রভাবে একটি চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়ার পদ্ধতিকে চৌম্বক আবেশ বলে।
১৬।প্রবাহ ঘনত্ব কি?
উঃ কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।
১৭। তড়িৎ চুম্বকীয় আবেশ কি?
উঃ একটি গতিশীল চুম্বক কিংবা একটি তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটি বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এই পদ্ধতিকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হয়।
১৮। ফ্যারাডের তড়িৎচৌম্বক আবেশ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত কর।
উঃ ফ্যারাডের তড়িৎচৌম্বক আবেশ সংক্রান্ত সূত্র দুটি হলো- ১ম সূত্র: যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িচ্চালক শক্তি তথা তড়িৎপ্রবাহ আবিষ্ট হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্স বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে, আবিষ্ট তড়িৎচালক শক্তি তথা প্রবাহ ততক্ষণই স্থায়ী হয়।
১৯। লেনজ-এর সূত্রটি লিখ।
উঃ যে-কোনো তড়িৎচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা সৃষ্ট হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়।
২০। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি?
উঃ স্বকীয় আবেশ গুণাংকের একক হলো হেনরি। একে H দ্বারা প্রকাশ করা হয়।
২১। হিস্টেরেসিস কি?
উঃ I-H লেখচিত্র যে আবদ্ধ পথ রচনা করে তাকে হিস্টেরেসিস বলে। এখানে ! চৌম্বক মাত্রা এবং H→
চৌম্বক প্রাবল্য।
২২। হিসটেরেসিস অপচয় কাকে বলে?
উঃ যখন কোনো চৌম্বক পদার্থকে চুম্বকায়ন ও বিচুম্বকায়ন প্রক্রিয়ায় হিসটেরেসিস চক্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন শক্তির কিছুটা অপচয় ঘটে। একে হিসটেরেসিস অপচয় বলে।
২৩। সলিনয়েড কি?
উঃ তড়িৎবাহী অন্তরিত লম্বা তারকে বহুপাকে একটি অন্তরক চোঙের গায়ে যদি এমনভাবে জড়ানো যায় যে,
প্রত্যেক পাক চোঙের অক্ষের সাথে সমকোণে অবস্থান করে, তবে চোঙাকৃতি যে কুণ্ডলী তৈরি হয় তাকে সলিনয়েড বলে।
২৪। অনুনাদ কি?
উঃ দিক পরিবর্তী তড়িৎ বর্তনীর স্বাভাবিক কম্পাঙ্ক যদি তড়িচ্চালক শক্তির কম্পাঙ্কের সমান হয় তবে বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রা সর্বোচ্চ বা শূন্য হয় একে অনুনাদ বলে।
২৫। পরিবর্তী প্রবাহ কি?
উঃ যে তড়িৎ প্রবাহের অভিমুখ একটি নির্দিষ্ট সময় পরপর স্বতঃস্ফূর্তভাবে পাল্টায়, তাকে পরিবর্তী প্রবাহ বলে। একে সংক্ষেপে AC কারেন্ট বলে।
২৬। তাপ আয়নিক নিঃসরণ কাকে বলে?
উঃ বৈদ্যুতিক ডায়োড বাল্বকে উপযুক্ত তড়িৎ প্রবাহ ০০ চালনা করে ফিলামেন্টকে উত্তপ্ত করা হলে তাপীয় আয়ন নিঃসরণ পদ্ধতিতে ইলেক্ট্রন নির্গমনের ঘটনাকে তা আয়নিক নিঃসরণ বলে।
২৭। নিষিক্ত ব্যান্ড কাকে বলে?
উঃ শক্তিস্তরে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা নিষিদ্ধ শক্তি ব্যবধান বলে।
২৮। ডোপিং কি?
উঃ পরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বা ডোপায়ন বলা হয়।
২৯। p-টাইপ অর্থ পরিবাহী কি?
উঃ কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসাবে মিশানো হলে তাকে p- টাইপ অর্ধপরিবাহী বলে।
৩০। বায়াসিং কি?
উঃ অর্ধপরিবাহী ডায়োড বা P-n জংশনে বহিঃস্থ ভোল্টেজ প্রয়োগ করে তড়িৎ প্রবাহ সৃষ্টির প্রক্রিয়াকে বায়াসিং বা ঝোক ব্যবস্থা বলে।
৩১। রেক্টিফায়ার বলতে কি বুঝ?
উঃ পরিবর্তী প্রবাহ, বিভব সংকেতকে একমুখী প্রবাহ, বিভব, সংকেতকে একমুখীকরণের কৌশলকে রেকটিফায়ার বলে। p-n জাংশনকে রেকটিফায়ার বা একমুখীকারক হিসেবে ব্যবহার করা হয়। যেমন-p-n একটি রেকটিফায়ার।
৩২। ডায়োড কি?
উঃ একটি n টাইপ ও একটি P-টাইপ সেমিকন্ডাক্টরের যথাযথ সংযুক্তি দ্বারা একটি ফাংশন ডায়োড বা ক্রিস্টাল ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড গঠিত হয়। ডায়োড হলো সলিডস্টেট সুইচের সরল আকৃতি, যা সহজে ওপেন (নন কন্ডাক্টিং) এবং ক্লোজড (কন্ডাক্টিং) হয়।
৩৩। মডুলেশন-এর সূত্রটি লিখ।
উঃ মডুলেশন-এর সূত্রটি হলো Vm = Em simomt.
৩৪।জড় প্রসঙ্গ কাঠামো কি?
উঃ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়, তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে।
৩৫। সময়ের আপেক্ষিকতা কী?
উঃ কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ঐ একই ঘটনাছয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হবে। এই প্রভাবকে কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতা বলে।
৩৬। ভরের আপেক্ষিকতা কি?
উঃ আপেক্ষিক তত্ত্বানুসারে কোনো বস্তুর ভর অপরিবর্তনীয় নয়, বরং গতির সঙ্গে পরিবর্তিত হয়। বস্তুর গতিবেগ বৃদ্ধির সাথে সাথে ভর বৃদ্ধি পায় একে ভবের আপেক্ষিকতা বলে।
৩৭। দৈর্ঘ্যের আপেক্ষিকতা কাকে বলে?
উঃ কোনো পর্যবেক্ষণের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ঐ একই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। এই প্রভাবকে দৈর্ঘ্য
সংকোচন বলে।
৩৮। আলোক তড়িৎ ক্রিয়া কি?
উঃ যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কবিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এ ঘটনাকে ফটোতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলে।
৩৯। ফোটন কি?
উঃ কোনো বস্তু থেকে আলো বা কোনো শক্তির
নিঃসরণ নিরবচ্ছিন্নভাবে হয় না। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত অর্থাৎ গুচ্ছ গুচ্ছ আকারে প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলো তথা যেকোনো বিকিরণ অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। আলোর এই কণা বা প্যাকেট বা কোয়ান্টামকে ফোটন বলে।
৪০। কম্পটন প্রক্রিয়া বা প্রভাব বলতে কি বুঝ?
উঃ একবর্ণী এক্স-রে বিকিরণ হালকা বস্তকনা দ্বারা বিক্ষেপিত হলে এ বিক্ষেপিত বিকিরনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয় এবং বিক্ষেপিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয় এবং পরিবর্তন বিক্ষেপণ কোণ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। এ ঘটনাকে কম্পটন প্রভাব বা পক্রিয়া বলে।
৪১। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি বিবৃত কর।
উঃ কোনো কণার অবস্থানের অনিশ্চয়তা (Ax) এবং ভরবেগের অনিশ্চয়তার (AP) গুণফল প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান বা প্ল্যাঙ্কের ধ্রুবক অপেক্ষা বড়।
৪২। তরঙ্গ সংখ্যা কি?
উঃ কোনো তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের বিপরীত রাশিকে তরঙ্গ সংখ্যা বলে।
৪৩। তরঙ্গ অপেক্ষক (Wave Function) কি?
উঃ যে চলরাশির সাহায্যে ডি-ব্রগলির তরঙ্গের বৈশিষ্ট্য পর্যালোচনা করা হয়। তাকে তরঙ্গ অপেক্ষক (ψ) বলে।
৪৪। ভরত্রুটি কাকে বলে?
উঃ নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন ও নিউট্রন আছে তাদের স্থির ভরের যোগফল, নিউক্লিয়াসের যে ভর আছে তা থেকে সামান্য বেশি। ভরের এই পার্থক্যকে ভরত্রুটি বলে।
৪৫। প্যাকিং ভগ্নাংশ কাকে বলে?
উঃ কোনো নিউক্লিয়াসের ভরক্রটি এবং ভরসংখ্যার অনুপাতকে প্যাকিং ভগ্নাংশ বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সুষম তড়িৎক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা বের কর। ১০০%
২। গ্যাসের সূত্র হতে বুলম্বের সূত্র প্রতিপাদন কর। ১০০%
৩। দেখাও যে, পরিবর্তী প্রবাহের পূর্ণচক্রের গড় মান শূন্য। ১০০%
৪। অর্ধপরিবাহী ডায়োড কাকে বলে? একটি অর্ধপরিবাহী ডায়োড ব্যবকার তরে উয়িরী পরিশোষক বর্তনি অংকন কর এবং এর কার্যপদ্ধতি বর্ণনা কর। ১০০%
৫। অর্ধপরিবাহী ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র ব্যাখ্যা কর। ১০০%
৬। হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিটি বিবৃতি ও ব্যাখ্যা কর। ১০০%
৭। স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক ব্যাখ্যা কর। ১০০%
৮। ধারক কি? পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সুত্রের গাণিতিক রাশিমালা নির্ণয় কর।১০০%
৯। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয় কর। ৯৯%
১০। মুক্ত ইলেকট্রন তত্ত্ব থেকে ওহমের সূত্রটি প্রতিপাদন করে। ৯৯%
১১। একটি ভ্যান ডি গ্রাফ জেনারেটরের গঠন বর্ণনা কর। ৯৯%
১২। আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ E = mc² নির্ণয় কর। ৯৯%
১৩। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যগুলি কি কি? জড় কাঠামো বলতে কি বুঝা? ৯৯%
১৪। তড়িৎবর্তনীর অন্য কার্শফের সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। ৯৯%
১৫। চৌঙ্গাকৃতি ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) একটি বিন্দু চার্জ। হতে। দূরত্বে তড়িৎ বিভবের একটি রাশিমালা বের কর। ১০০%
(খ) সুষমভাবে চার্জিত একটি পরিবাহী গোলকের বাইরে যেকোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় কর। ১০০%
২। (ক) একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিপাদন কর। ১০০%
(খ) ধারকের ধারকত্বের সংজ্ঞা দাও। স্থির তড়িৎ চার্জিত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন কর। ১০০%
৩।(ক) অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। ১০০%
(খ) বায়োট-স্যাভার্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। ১০০%
৪। (ক) প্লাংকের বিকিরণ তত্ত্বটি বর্ণনা ও প্রতিষ্ঠা কর। ১০০%
(খ) পরমাণুর মডেল সম্পর্কিত বোরের স্বীকার্যগুলো বিবৃত ও ব্যাখ্যা কর। ১০০%
৫। (ক) নিউক্লিয় বল কাকে বলে? এর ধর্মগুলো উল্লেখ কর। ১০০%
(খ) অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক স্থাপন কর। ১০০%
৬। (ক) নিউক্লীয় চুল্লীর কার্যপ্রণালী বর্ণনা কর। ১০০%
(খ) নিউক্লিয় ফিশন ও ফিশন ক্রিয়া ব্যাখ্যা কর। ১০০%
৭। (ক) ট্রানজিস্টর কি? NPN এবং PNP ট্রানজিস্টর সংকেত ব্যবহার করে এদের বায়াসিং বর্তনী অংকন কর। ১০০%
(খ) a ও B এর মধ্যে সম্পর্ক স্থাপন কর। কখন B-এর মান অসীম হয়? ১০০%
৮। (ক) লেঞ্জের সূত্র কিভাবে আবেশের দিক নির্দেশ করে? ব্যাখ্যা কর। ১০০%
(খ) একটি আবেশ কুণ্ডলিতে সঞ্চিত শক্তির রাশিমালা বের কর। ১০০%
৯। (ক) তড়িৎ ফ্লাক্স বলতে কি বুঝ? গসের সূত্রের সাহায্যে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা প্রতিপাদন কর। ৯৯%
(খ) গসের সূত্র প্রয়োগ করে সুষমভাবে চার্জিত একটি দীর্ঘ সরু তারের প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ Πধরে উহা হতে r দূরত্বে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় কর। ৯৯%
১০। (ক) হিসটেরেসিস লুপ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) প্যারা, ডায়া এবং ফেরো চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য কর। ৯৯%
১১। (ক) ডি-ব্রগলী তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিপাদন কর। ৯৯%
(খ) অনিশ্চয়তা নীতি প্রয়োগ করে দেখাও যে, ইলেট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে পারে না। ৯৯%
১২।(ক) তরঙ্গ ফাংশন কি? তরঙ্গ ফাংশনের বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
(খ) বস্তু তরঙ্গ কি? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক স্থাপন কর। ৯৯%
১৩। (ক) টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী ব্যাখ্যা কর। ৯৯%
(খ) একটি সাধারণ ইমিটার বর্তনী এঁকে কিভাবে ভিসি লোড লাইন এবং বায়াস বিন্দু নির্ণয় করতে হয়, ব্যাখ্যা কর। ৯৯%
১৪। (ক) ডায়োডের সাহায্যে কিভাবে একটি পূর্ণ তরঙ্গকে একমুখী করা যায় চিত্রসহ বর্ণনা কর।৯৯%
(খ) মডুলেশন ও ডিমডুলেশন ব্যাখ্যা কর। ৯৯%
১৫। (ক) অস্থির প্রবাহ বলতে কি বুঝ? আবেশক। ও রোধক R-এর সাথে সিরিজ বিন্যাসে যুক্ত ই, এম, এফ E- এর একটি ব্যাটারি দ্বারা গঠিত কোন বর্তনীতে প্রবাহমাত্রার বৃদ্ধি ও হ্রাস সূচক দুটি নির্ণয় কর। ৯৯%
(খ) শক্তির নিত্যতার নীতির সাহায্যে LC বর্তনীর জন্য ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*