অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় বাংলাদেশের অর্থনীতি ২২২১১৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ADP, GDP, GNP, HYV, BIWTA, IPCC, BEPZA, ECNEC, EPZ
২। অর্থনৈতিক উন্নয়ন কী?
উঃ কোনো দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।
৩। কৃষির উপখাতগুলো কী?
উঃ মৎস্য খাত, বনজ সম্পদ খাত, পশুসম্পদ খাত এবং মৎস্য সম্পদ উপখাত ইত্যাদি।
৪। খাদ্য নিরাপত্তা কী?
উঃ খাদ্য নিরাপত্তা বলতে সাধারণত দেশের মৌলিক অধিকার যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার অধিকার পাবার নিশ্চয়তাকে বুঝায়। তবে খাদ্যের নিশ্চয়তাকেই খাদ্য নিরাপত্তা বলে।
৫। SME কী?
উঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সংক্ষেপে SME বলে।
৬। মাথাপিছু আয় কী?
উঃ কোনো দেশ এক বছরের জাতীয় আয়কে ঐ বছরে লোকসংখ্যা দ্বারা ভাগ করে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছ আয় বলে।
৭। ছদ্মবেশি বেকারত্ব কী?
উঃ শ্রমিক যখন তার দক্ষতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে না তখন তাকে ছদ্মবেশি বেকারত্ব বলে।
৮। রেমিট্যান্স কী?
উঃ বৈধ প্রক্রিয়ায় প্রবাসিদের পাঠানো অর্থকে রেমিট্যান্স বলে।
৯। আত্মকর্মসংস্থান কাকে বলে?
উঃ নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে।
১০। রাজস্ব বাজেট কী?
উঃ সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যে বাজেট তৈরি করা হয়, তাকে রাজস্ব বাজেট বলে।
১১। বর্গাচাষ কী?
উঃ ভূমিহীন বা স্বল্প জমির কৃষক যখন ফসল ভাগাভাগির ভিত্তিতে অন্যের জমি চাষাবাদ করে তখন এরূপ চাষ ব্যবস্থাকে বাংলাদে বর্গাচাষ বলে।
১২। বৈদেশিক সাহায্য কী?
উঃ কোনো দেশ তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশিদের। কাছ থেকে যে বিভিন্ন ধরনের আর্থিক, কারিগরি সাহায্য এবং খঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য বলে।
১৩। স্থুল জন্মহার বলতে কী বুঝায়?
উঃ প্রতি এক হাজারে যে কজন জীবিত সন্তান জন্মগ্রহণ করে সেই সংখ্যাকে ঐ এলাকার স্থুল Crude Birth Rate বা স্কুল জন্মহার বলে।
১৪। বিনিয়োগ কী?
উঃ পূর্ব থেকে আছে এমন প্রতিষ্ঠানে নতুন করে মূলধন নিয়োগ করাকে বিনিযোগ বলে।
১৫। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?
উঃ কোনো দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।
১৬। সরকারি ব্যয় কী?
উঃ দেশের ভিতর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক কল্যাণ সাধন ও অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে।
১৭। রাজস্ব বাজেট কী?
উঃ সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যে বাজেট তৈরি করা হয়, তাকে রাজস্ব বাজেট বলে।
১৮। ভারসাম্য বাজেট কাকে বলে?
উঃ যে বাজেট প্রণয়নে সরকারের আয় ও ব্যয় পরস্পর সমান প্রকাশ পায় সে বাজেটকে ভারসাম্য বাজেট বলে।
১৯। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) বলে।
২০। NNP কী?
উঃ মোট জাতীয় উৎপাদন থেকে অপচয়জনিত খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে NNP বলে।
২১। কৃষির যান্ত্রিকীকরণ কী?
উঃ কৃষি যান্ত্রিকীকরণ বলতে কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারকে বুঝায়।
২২। শুভ সংঘ কী?
উঃ কতিপয় দেশ যখন নিজেদের দ্রব্যের উপর থেকে সব ধরনের শুল্ক বাধা অপসারণ করে এবং অপরাপর দেশ থেকে দ্রব্য আমদানির উপর একটি সাধারণ শুল্ক হার আরোপ করে তখন তাকে শুল্ক সংঘ বলা হয়।
২৩। বাংলাদেশের কৃষির উপখাতসমূহ কি কি?
উঃ মৎস্য খাত, বনজ সম্পদ খাত, পশুসম্পদ খাত এবং মৎস্য সম্পদ উপখাত ইত্যাদি।
২৪। খাদ্য নিরাপত্তা কি?
উঃ খাদ্য নিরাপত্তা বলতে সাধারণত দেশের মৌলিক অধিকার যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার অধিকার পাবার নিশ্চয়তাকে বুঝায়। তবে খাদ্যের নিশ্চয়তাকেই খাদ্য নিরাপত্তা বলে।
২৫। বর্গাচাষ কী?
উঃ ভূমিহীন বা স্বল্প জমির কৃষক যখন ফসল ভাগাভাগির ভিত্তিতে অন্যের জমি চাষাবাদ করে তখন এরূপ চাষ ব্যবস্থাকে বর্গাচাষ বলে।
২৬। কৃষি বিপণন কি?
উঃ কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত সার বীজ কীটনাশক, যন্ত্রপাতির পর্যাপ্ত যোগানের ব্যবস্থাই হলো। কৃষি বিপণন।
২৭। শিল্প কী?
উঃ শিল্প বলতে সাধারণত যান্ত্রিক উপায়ে কলকারখানায় প্রাথমিক কাঁচামাল থেকে মাধ্যমিক ও চূড়ান্ত পণ্য সামগ্রী উৎপাদন করাকে বুঝায়।
২৮। কুটিরশিল্প কাকে বলে?
উঃ বাংলাদেশের কারখানা আইন অনুযায়ী যে শিল্প প্রতিষ্ঠানে অনবিধ ২০ জন লোক কাজ করে তাকে কুটির শিল্প বলে।
২৯। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কী?
উঃ অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, মূলধন দক্ষ উদ্যোক্তা ইত্যাদি।
৩০। আন্তকর্মসংস্থান কাকে বলে?
উঃ নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে।
৩১। জনসংখ্যার ঘনত্ব কী?
উঃ জনসংখ্যার ঘনত্ব হলো একটি দেশের মোট আয়তনের প্রেক্ষিতে মোট জনসংখ্যার অনুপাত।
৩২। সরকারি ঋণ কি?
উঃ সরকার কর্তীক গৃহীক ঋণকে সরকারি ঋণ বলে।
৩৩। বৈদেশিক সাহায্য কী?
উঃ কোনো দেশ তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশিদের কাছ থেকে যে বিভিন্ন ধরনের আর্থিক, কারিগরি সাহায্য এবং ঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য বলে।
৩৪। অবাধ বাণিজ্য কাকে বলে?
উঃ সাধারণত বাণিজ্যের ওপর কোনো রকম বিধি নিষেধ না থাকলে বাণিজ্যের সেই অবস্থাকে অবাধ বাণিজ্য বলে।
৩৫। বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস কোনটি?
উঃ বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস হলো সেবাখাত।
৩৬। জলবায়ু পরিবর্তন কি?
উঃ মানুষের সৃষ্ট কর্মকাণ্ডের দ্বারা প্রাকৃতিক পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে তাকেই জলবায়ুর পরিবর্তন বলে।
৩৭। কিয়োটো প্রটোকল কী?
উঃ গ্রীনহাউস গ্যাস নিঃসরন নিয়ন্ত্রণে জলবায়ু, পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং উন্নত বিশ্ব থেকে অর্থ ও প্রযুক্তি অনুন্নত বিশ্বে স্থানান্তরের বিষয়সমূহ বিবেচনায় যে সমঝোতা প্রস্তাব গৃহীত হয় তাকে কিয়োটো প্রটোকল বলে।
৩৮। বেসরকারিকরণ কাকে বলে?
উঃ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানাধীন ছেড়ে দেওয়াকে বেসরকারিকরণ বলে।
৩৯। SME কী?
উঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সংক্ষেপে SME বলে।
৪০। বৈদেশিক কর্মসংস্থান কি?
উঃ নিজ দেশের বাহিরে বিদেশে নাগরিকদের কাজের ক্ষেত্র ব্যবস্থাকে বৈদেশিক কর্মসংস্থান বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলো কী? ১০০%
২। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী? ১০০%
৩। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো কী? ১০০%
৪। রাজস্ব নীতির হাতিয়ারগুলো কী? ১০০%
৫। বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো উল্লেখ কর। ১০০%
৬। বাংলাদেশের কৃষিতে নারীর ভূমিকা লিখ। ১০০%
৭। মানসম্পদ উন্নয়ন বলতে কী বুঝায়? ১০০%
৮। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলি কী? ১০০%
৯। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্যগুলো কি? ৯৯%
১০। বাংলাদেশে পোশাক শিল্প বিকাশের কারণ কি কি? ৯৯%
১১। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ কী? ৯৯%
১২। টেকসই উন্নয়ন বলতে কি বুঝায়? ৯৯%
১৩।পরিবেশ দূষণের কারণ কী? ৯৯%
১৪। কিয়োটা প্রটোকল কি? ৯৯%
১৫। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ আলোচনা কর। ১০০%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বস্ত্রখাতের গুরুত্ব আলোচনা কর। ১০০%
২। (ক) কৃষি যান্ত্রিকীকরণ কী? ১০০%
(খ) বাংলাদেশের কৃষির আধুনিকায়নের উপায় বর্ণনা কর। ১০০%
৩। (ক) কর কাকে বলে? ১০০%
(খ) প্রত্যক্ষ ও পরোক্ষ করের তুলনামূলক গুরুত্ব বিশ্লেষণ কর। ১০০%
৪। (ক) BEPZA কী? ১০০%
(খ) অর্থনৈতিক উন্নয়ন BEPZA এর ভূমিকা আলোচনা কর। ১০০%
৫। (ক) কৃষি ঋণ কী? ১০০%
(খ) বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলো আলোচনা কর। ১০০%
৬। (ক) সংরক্ষণ বলতে কী বুঝ? ১০০%
(খ) বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৭। (ক) বাংলাদেশের জনসংখ্যার কাঠামোগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাংলাদেশের জনসংখ্যার অধিক ঘনত্বের কারণগুলো কী? ১০০%
৮। (ক) রেমিট্যান্স কী? ১০০%
(খ) বাংলাদেশের জাতীয় উন্নয়নে রেমিট্যান্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ১০০%
৯। (ক) কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়? ব্যাখ্যা কর। ৯৯%
(খ) বাংলাদেশের অর্থনীতির পশ্চাৎপদতার কারণসমূহ বর্ণনা কর। ৯৯%
১০। (ক) রাজস্ব নীতির উদ্দেশ্যগুলো কি? ৯৯%
(খ) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্বনীতির ভূমিকা আলোচনা কর।৯৯%
১১। (ক) সরকারি ব্যয় কি? ৯৯%
(খ) বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১২। (ক) পরিবেশ দূষণ বলতে কি বুঝ? ৯৯%
(খ) বাংলাদেশের প্রধান প্রধান পরিবেশগত সমস্যা আলোচনা কর। ৯৯%
১৩। (ক) ভূমি সংস্কার কাকে বলে? ৯৯%
(খ) বাংলাদেশের বিভিন্ন সময়ের ভূমি সংস্কারনীতিসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। (ক) জলবায়ু পরিবর্তনের কারণগুলো কি কি? ৯৯%
(খ) বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব আলোচনা কর। ৯৯%
১৫। (ক) বাণিজ্যিক ভারসাম্য কী? ৯৯%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*