অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় ব্যবসায়ের আইনগত দিক ২২২৪১১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কোম্পানির চিরন্তর ‘অস্থিত্ব’ বলতে কি বুঝায়?
উঃ একজন শেয়ারহোল্ডারের মৃত্যু দেওলিয়াত্ব বা পাগলামির কারণে কোম্পানির কোনোভাবেই ক্ষতিগ্রস্থ হয় না কারণ এর অস্তিত্ব চিরন্তন এবং এটি নিঃশেষ হয় না। যার ফলে একে বলা যায় কোম্পানির চিরন্তন অস্তিত্ব।
২। প্রস্তাব কী?
উঃ চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছা প্রকাশকে বুঝায়।
৩। প্রতিদান কী?
উঃ প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকেই প্রতিদান বলে।
৪। আইনের শাসন কী?
উঃ আইনের শাসন হলো সমাজ রাষ্ট্রীয় জীবনে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সাম্যের অবস্থা বজায় রাখা।
৫। অনুচিত প্রভাব কী?
উঃ চুক্তি আইনের ১৬(১) ধারা অনুযায়ী, “যেখানে চুক্তি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যে, এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সামর্থ্য হয় এবং সেখানে অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সেই সম্পর্কের প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে উক্ত চুক্তিকে অনুচিত প্রভাবের দ্বারা সম্পাদিত চুক্তি বলে।”
৬। সহপ্রতিনিধি কে?
উঃ প্রতিনিধিত্বের কার্যের অংশবিশেষ সম্পাদনের জন্য পরবর্তীতে প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্তির কারণে তাকে সহ- প্রতিনিধি হিসেবে অভিহিত করা হয়।
৭। ক্রেতা সাবধান নীতি কী?
উঃ ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে। দ্রব্যটির গুণাগুণ, বৈশিষ্ট্য এবং দোষত্রুটি ভালো করে পরীক্ষা করে নিবে।
৮। নৌ-ভাটক পত্র বা চার্টার পার্টি কী?
উঃ যে চুক্তির মাধ্যমে কোনো সম্পূর্ণ জাহাজ বা তার কোনো অংশবিশেষ নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যবসায়ীকে পণ্য বহনের জন্য ভাড়া দেওয়া হয় তাকে নৌ-ভাটক পত্র বলে।
৯। আচরণে অনুমিত অংশীদার কে?
উঃ আচরণে অনুমিত অংশীদার এমন এক ব্যক্তি যিনি অংশীদার না হয়েও আচরণের মাধ্যমে নিজেকে কারবারের হিসেবে পরিচয় প্রদান করেন।
১০। যথাকালে ধারক বা প্রকৃত ধারক কে?
উঃ বাংলাদেশে বলবৎ ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৯ ধারা অনুসারে, ‘যথাকালে তিনিই ধারক। যিনি চেকের” দখল লাভ করেন। তিনি দলিলের প্রাপক বা স্বত্ত্বগ্রহীতাও হতে পারেন বা আদিষ্ট দেয় দলিলের কোনো ব্যক্তির উক্ত দলিলে উল্লিখিত অর্থ প্রদেয় হবার পূর্বে বৈধ ও ত্রুটিহীন স্বত্ত্ব বিদ্যমান ছিল, যার নিকট হতে দলিলের স্বত্ব লাভ করেছেন।
১১। সংঘবিধি কাকে বলে?
উঃ যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কাজ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলি ও বিধিসমূহ লিপিবদ্ধ থাকে তাকে পরিমেল নিয়মাবলি বা সংঘবিধি বলে।
১২। হোল্ডিং কোম্পানি কাকে বলে?
উঃ কোনো কোম্পানি গঠন বা ক্রয়সূত্রে অন্য কোম্পানি নিয়ন্ত্রণের অধিকাংশ ক্ষমতা পেলে তাকে হোল্ডিং কোম্পানি বলে।
১৩। ডিসচার্জ কী?
উঃ শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে অথবা অব্যাহত ভগ্নস্বাস্থ্যের কারণে মালিক কর্তৃক কোন শ্রমিকের চাকরির অবসান।
১৪। চুক্তি আইন কি?
উঃ মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধি-বিধান প্রবর্তন করে তাকে চুক্তি আইন বলে।
১৫। ব্যবসায় আইন কাকে বলে?
উঃ ব্যবসায় বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সম্পাদিত লেনদেন সুষ্ঠুভাবে পরিচালনা এবং উদ্ভূত সমস্যা সমাধানের জন্য দেশের আইন পরিষদ কর্তৃক গৃহীত ও প্রবর্তিত আইনকে ব্যবসায় আইন বলে।
১৬। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ কী?
উঃ পরিবেশ সংরক্ষণ পরিবেশগত মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ প্রণীত হয়।
১৭। সম্মতি বলতে কি বুঝায়?
উঃ কোন কিছু করা বা না করার জন্য একপক্ষের প্রস্তাবে অন্য পক্ষের রাজি থাকাকে সম্মতি বলে।
১৮। প্রতিদান কী?
উঃ প্রতিশ্রুতির বিনিময় মূল্যকেই প্রতিদান বলে।
১৯। চুক্তিভদ কি?
উঃ চুক্তিভুক্ত কোনো পক্ষ চুক্তি পালন না করলে তাকে চুক্তিভঙ্গ বলা হয়।
২০। খবরের কাগজে বিজ্ঞাপন দেয়া হল ‘মাসিক ১০,০০০ টাকা বেতনে হাসান এন্ড কোং-এ একজন হিসাবরক্ষক চাই’-এটি কি প্রস্তাব?
উঃ লিখিত প্রস্তাব।
২১। পাল্টা প্রস্তাব কি?
উঃ প্রস্তাব গ্রহীতা সরাসরি প্রস্তাব গ্রহণ না করে যদি শর্ত আরোপ বা কোন নতুন ধরনের পরিবর্তন প্রস্তাব করে তাকে পাল্টা প্রস্তাব বলে।
২২। বাতিল চুক্তি কি?
উঃ যে সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল চুক্তি বলে।
২৩। প্রতারণা কাকে বলে?
উঃ কোন একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোন অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।
২৪। নিষেধাজ্ঞা কী?
উঃ আদালত কর্তৃক কোনো কাজ করা থেকে বিরত থাকার নির্দেশকে নিষেধাজ্ঞা বলে‌।
২৫। প্রতিনিধি কে?
উঃ অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে।
২৬। প্রতিনিধি কে নিয়োগ করতে পারে?
উঃ দেশের প্রচলিত আইন অনুসারে সাবালক এবং সুস্থ মস্তিষ্কসম্পন্ন যে কোন ব্যক্তি প্রতিনিধি নিয়োগ করতে পারে।
২৭। পণ্য কত প্রকার ও কি কি?
উঃ পণ্য তিন প্রকারের। যথা-
১. বিদ্যমান পণ্য;
২. ভবিষ্যৎ পণ্য এবং
৩. ঘটনা সাপেক্ষ পণ্য।
২৮। পণ্য বিক্রয় আইনের ২(৬) ধারা মতে ভবিষ্যৎ পণ্য কি? অথবা, ভবিষ্যৎ পণ্য কি?
উঃ পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা কর্তৃক যে পণ্য প্রস্তুত, উৎপাদিত বা সংগৃহীত হয় তাকে ভবিষ্যৎ পণ্য বলে।
২৯। বায়না কি?
উঃ কোন নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে আগাম হিসেবে প্রদান করাকে বায়না বলে।
৩০। বিক্রয়যোগ্য পণ্য কি?
উঃ যে পণ্যের গুণ ও ব্যবস্থা পূর্ণভাবে পরীক্ষা করার পর কোনো যুক্তিপূর্ণ ব্যক্তি পণ্যটি নিজের ব্যবহারের জন্য অথবা পুণরায় বিক্রয়ের জন্য গ্রহণযোগ্য মনে করে তাহলে সেই পণ্যকে বিক্রয়যোগ্য পণ্য বলে।
৩১। আপাত দৃষ্টিতে অংশীদার কে?
উঃ যে অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পর তার প্রদত্ত মূলধন তুলে না নিয়ে ঋণ হিসবে ব্যবসায়ে রেখে দেয় এবং উক্ত মূলধনের উপর সুদ পেয়ে থাকে তাকে আপাতদৃষ্টিতে অংশীদার বলে।
৩২। শেয়ার ওয়ারেন্ট কি?
উত্তর : পূর্বমূল্যে আদায়কৃত শেয়ারের মালিকগণকে শেয়ারের মালিকানাস্বরূপ যে দলিল কোম্পানি প্রদান করে তাকেশেয়ার ওয়ারেন্ট বলে।
৩৩। স্টক লভ্যাংশ কি?
উত্তর : কোম্পানি যখন বোনাস শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করে তখন তাকে স্টক লভ্যাংশ বলে।
৩৪। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি?
উঃ অংশীদারি ব্যবসায়ের বিধিবিধানসমূহ যে দলিলে লিপিবদ্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে।
৩৫। হস্তান্তরযোগ্য দলিল কী?
উত্তর : হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে একটি লিখিত দলিল যা আইন স্বীকৃত ব্যবসায় রীতি অনুযায়ী বিনিময়ে হস্তান্তরযোগ্য।
৩৬। ছন্ডি কি একটি হস্তান্তরযোগ্য দলিল?
উঃ হ্যাঁ, হুণ্ডি একটি হস্তান্তরযোগ্য দলিল।
৩৭। বিনিময় বিল কী?
উঃ প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত কোনো লিখিত দলিলে উক্ত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ দেয় তবে উক্ত দলিলকে বিনিময় বিল বলে।
৩৮। বাতিল চেক কি?
উত্তর : প্রস্তুতকৃত কোনো চেকে ইস্যুর তারিখের পর ভাঙ্গানোর যে শেষ সময়সীমা ব্যাংক নির্দিষ্ট করে এবং তার মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক বা বাতিল চেক বলে।
৩৯। কপিরাইট কী?
উঃ বই পুস্তক বা অন্য কোনো লিখিত বিষয় মুদ্রা ও পুনর্মুদ্রনের অধিকারকে গ্রন্থস্বত্ব বা কপিরাইট বলে।
৪০। প্রকৃত অর্পণ কী?
উঃ বিক্রেতা বা তার প্রতিনিধি কর্তৃক ক্রেতা বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির নিকট পণ্যের দখল সরাসরি হস্তান্তর করা হলে তাকে প্রকৃত অর্পণ বলে।
৪১। শ্রমিক কি?
উঃ ‘শ্রমিক’ অর্থ শিক্ষাধীনসহ কোনো ব্যক্তি তার চাকরির শর্তাবলি প্রকাশ্য বা উহ্য যে ভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকদারের মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসায় উন্নয়নমূলক অথবা কেরানীগিরির কাজ করার জন্য নিযুক্ত হন।
৪২। লে-অফ কী?
উঃ ‘লে-অফ’ অর্থ কয়লা শক্তি বা কাঁচা মালের স্বল্পতা অথবা মাল জমে থাকা অথবা যন্ত্রপাতি কলকজা বিকল বা ভাঙ্গিয়া যাওয়ার কারণে কোনো শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা। অস্বীকৃতি বা অক্ষমতা।
৪৩। বার্ষিক সাধারণ সভা কী?
উত্তর : প্রতি ইংরেজি পঞ্জিকা বছরে সদস্যগণকে নোটিশের মাধ্যমে যে সভা আহব্বান করতে হয় তাকে বার্ষিক সাধারণ সভা বলে।
৪৪। প্রক্সি কী?
উঃ কোনো শেয়ার মালিকের পক্ষে কোম্পানির সাধারণ সভায় ভোটদান প্রতিনিধিকে কোম্পানি আইনে প্রক্সি বা ভোটদান প্রতিনিধি বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আইন বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
২। চুক্তি আইনে ব্যক্ত ও অব্যক্ত প্রস্তাব বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
৩। অংশীদার হিসেবে নাবালকের দায়সমূহ উল্লেখ কর। ১০০%
৪। হুন্ডির চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৫। উদাহরণসহ লে-অফ এর ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৬। সংবিধিবদ্ধ কোম্পানি এবং সনদপ্রাপ্ত কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। আকাশপথে পণ্য প্রেরকের অধিকারগুলো উল্লেখ কর। ১০০%
৮। পণ্য ক্রেতার চারটি কর্তব্য উল্লেখ কর। ১০০%
৯। চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১০। বিনা প্রতিদানে চুক্তি হয় না”-এই নিয়মের ব্যতিক্রমসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৯৯%
১১। বাতিল ও বাতিলযোগ্য চুক্তির পার্থক্য দেখাও। ৯৯%
১২। চুক্তির পরিসমাপ্তি বর্ণনা কর। ৯৯%
১৩।অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না করার ফলাফল কী? ৯৯%
১৪। চার্টার পার্টি বলতে কি বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১৫। অংশীদারি কারবারের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ কী কী? ১০০%
(খ) চুক্তি সম্পাদনের যোগ্যতাগুলো কী কী? ১০০%
২। (ক) পণ্যের শ্রেণিবিভাগ বর্ণনা কর। ১০০%
(খ) বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৩। (ক) অংশীদারি চুক্তিপত্র কী? অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
(খ) অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি আলোচনা কর। ১০০%
৪। (ক) হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
(খ) বিনিময় বিল কী? বিনিময় বিলের পক্ষগুলো কী কী? ১০০%
৫। (ক) কোম্পানি কী? কোম্পানি সংগঠনের শ্রেণিবিভাগ বর্ণনা কর। ১০০%
(খ) স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে পার্থক্যগুলো লিখ। ১০০%
৬। (ক) শ্রমিকের কর্মঘণ্টা ও ছুটি সংক্রান্ত বিধানসমূহ লিখ। ১০০%
(খ) চুক্তি আইন, ১৯৭২ অনুযায়ী মিথ্যা বর্ণনা বলতে কি বুঝ? ১০০%
৭। (ক) চুক্তির অপরিহার্য উপাদানগুলো আলোচনা কর। ১০০%
(খ) প্রতারণার অপরিহার্য উপাদানগুলো কী? ১০০%
৮। (ক) প্রতিনিধির প্রতি মুখ্য ব্যক্তির কর্তব্যসমূহ উল্লেখ কর। ১০০%
৯। (ক) পণ্য বিক্রয়ের চুক্তি বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) পণ্য বিক্রয় আইন অনুযায়ী মুখ্য ও গৌণ শর্ত বর্ণনা কর। ৯৯%
১০। (ক) অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধনের পর অংশীদারদের দায় ও অধিকারসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) অবিরাম জামিন বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১১। (ক) ব্যাংক কখন একটি চেককে অসম্মান করতে পারে? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) দাগকাটা চেকের পাঁচটি সুবিধা উল্লেখ কর। ৯৯%
১২। (ক) চেকের অমর্যাদা কী? উদাহরণ দাও। ৯৯%
(খ) চেকের অমর্যাদার কারণসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) রেলপথে পণ্য পরিবহণ আইন মতে রেল কর্তৃপক্ষের পাঁচটি দায় দেখাও। ৯৯%
(খ) পণ্য পরিবহণ সংশ্লিষ্ট আইন মতে সাধারণ বাহক ও ব্যক্তিগত বাহকের মধ্যে পাঁচটি পার্থক্য দেখাও। ৯৯%
১৪। (ক) প্রতারণা বলতে কী বুঝায়? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) মিথ্যা বর্ণনার পরিণাম আলোচনা কর। ৯৯%
১৫। (ক) সম্মানার্থে স্বীকৃতি কী? ৯৯%
(খ) “শুধুমাত্র মানসিক স্বীকৃতি, স্বীকৃতি নয়”- ব্যাখ্যা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*