অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ব্যবস্হাপনাবিষয় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ২২২৬১১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ: VLSI, ASCII, ENIAC, BCD, CPU, ISA, EISA, PCI, USB, AGP, BIOS, RAM, ROM, DRAM, DVD, OMR.
২। কম্পিউটার কি?
উঃ যে ইলেকট্রনিক যন্ত্র ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটা এবং নির্দেশনাবলিকে গ্রহণ করার পর প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল প্রদান করে তাকে কম্পিউটার বলে।
৩। কম্পিউটারের জনক কে?
উঃ ইংল্যান্ডের গণিতবিদ চালর্স ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
৪। হাইব্রিড কম্পিউটার কি?
উঃ এনালগ ও ডিজিটাল এই দুই শ্রেণির কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
৫। কম্পিউটার আবিষ্কার করেন কে?
উঃ কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন
৬।বারকোড রিডার কি?
উঃ বারকোড রিডারের সাহায্যে বারকোড পড়ে কম্পিউটার সহজে বুঝতে পারে কোন ধরনের সংখ্যা। এর জন্য কম্পিউটার মেমোরিতে প্রতিটি জিনিসের বারকোড নম্বর ও দাম সংরক্ষিত থাকে।
৭। ডিজিটাল কম্পিউটার কি?
উঃযে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ‘0’ এবং ” এর উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
৮। সুপার কম্পিউটার কি?
উঃ অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন বিপুল প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত বড় আকৃতির কম্পিউটারকে সুপর কম্পিউটার বলা হয়।
৯। ল্যাপটপ কম্পিউটার কি?
উঃ বর্তমান সময়ে সহজে বহনযোগ্য ও মাইক্রো কম্পিউটারের সমান ক্ষমতাসম্পন্ন সবচেয়ে জনপ্রিয় কম্পিউটারের নাম হলো ল্যাপটপ কম্পিউটার।
১০। সফট্ওয়্যার পাইরেসি কি?
উঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি ব্যতীত নকল করাকে সফটওয়্যার পাইরেসি বলা হয়।
১১। কম্পিউটারের প্রজন্ম কি?
উঃ কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে ৬ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগকে কম্পিউটারের প্রজন্ম বলে।
১২। 4G বলতে কী বোঝায়?
উঃ ১৯৭১ সাল থেকে বর্তমান সময়কালকে কম্পিউটারের 4G বা চতুর্থ প্রজন্ম বলে ।
১৩। ডিকোডার কি?
উঃ ডিকোডার হলো এনকোডারের বিপরীত একটি যুক্তি বর্তনী যা ডিজিটাল বর্তনী হিসেবে কাজ করে।
১৪। সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝ?
উঃ কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। যেমন- বাইনারি, অকট্যাল, হেক্সাডেসিমাল ইত্যাদি হচ্ছে সংখ্যা পদ্ধতি ।
১৫। বাইনারি পদ্ধতি কি?
উঃ বাইনারি পদ্ধতি হলো একটি সরলতম সংখ্যা পদ্ধতি। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়। এজন্য বাইনারি পদ্ধতির বেস ২।
১৬। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি?
উঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬টি অঙ্ক ব্যবহার করা হয়। এজন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস ১৬। এ পদ্ধতিতে গণনার জন্য ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F এই ১৬টি চিহ্ন ব্যবহার হয়।
১৭। ইউনিকোড কী?
উঃ বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডযুক্ত করার জন্য বড় বড় কম্পিউটার কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়।
১৮। কম্পিউটার বাস কি?
উঃ কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১ বা ০ চলাচল করতে পারে।
১৯। অ্যাডাপ্টার কার্ড কী?
উঃ এক্সপেনশন স্পটের সাথে মাইক্রোপ্রসেসরের সংযোগ স্থাপনের জন্য যে সকল বাস ব্যবহৃত হয় তাকে অ্যাডাপ্টার কার্ড বলে।
২০। ইন্টিগ্রেটেড সার্কিট কী?
উঃ ১৯৫৯ সালে Jack Cent Clear ট্রানজিস্টর (transistor), রেজিস্টার (Registor) এবং ক্যাপাসিটরের (Capacitor) সমন্বয়ে একটি সার্কিট তৈরি করেন যা Intergrated Circuit বা IC নামে পরিচিত।
২১। মৌলিক গেইট কয়টি ও কি কি?
উঃ মৌলিক গেইট ৩টি। যথা- ১. অর গেইট, ২. অ্যান্ড গেইট ও ৩. নট গেইট।
২২। কম্পিউটার হার্ডওয়্যার কি?
উঃ কম্পিউটারের সকল যন্ত্র বা যন্ত্রাংশসমূহকে (Device) হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার দেখা যায় এবং স্পর্শ করা যায়।
২৩। অফ-লাইন স্টোরেজ কী?
উঃ অফ-লাইন স্টোরেজ হলো এমন এক ধরনের স্টোরেজ যা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে না।
২৪। মাদারবোর্ড কি?
উঃ সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ. স্থানকে বলা হয় মাদারবোর্ড।
২৫। আউটপুট ইউনিট কি?
উঃ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হওয়ার পর যে সকল যন্ত্রের সাহায্যে ফলাফল পাওয়া যায় সেসকল যন্ত্রকে আউটপুট ইউনিট বলে ।
২৬। ফ্রিওয়্যার কী?
উঃ বিভিন্ন সফটওয়্যার ডেভলপার প্রতিষ্ঠান তাদের প্রচারের জন্য বা সমাজসেবামূলক বিজ্ঞপ্তির জন্য তাদের তৈরি সফটওয়্যার আইন সকলের ব্যবহার উন্মুক্ত করে। এ সফটওয়্যার এক্সপ্লোর পরিচালনার জন্য। ইনস্টল কপিরাইট আইন লঙ্ঘিত না। অনেকটা ফ্রিওয়্যার বলে।
২৭। মাল্টিমিডিয়া কি?
উঃ কম্পিউটার, টিভি, টেলিফোন এবং অন্যান্য আরও কিছু প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন মিডিয়াগুলো সংযোগ বা একত্রে বহুবিধ সুবিধা অর্জনের লক্ষ্যে গঠিত সমন্বিত ব্যবস্থাকে মাল্টিমিডিয়া বলে।
২৮। Operating system কাকে বলে?
উঃ কতকগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত প্রোগ্রামের সমষ্টি, যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যার পরিচালনা ও কার্যকর করাকে Operating System বলে ।
২৯। OCR কি?
উঃ OCR-এর পূর্ণরূপ হলো- Optical Character Reader. এটি এমন একটি ইনপুট ডিভাইস যার সাহায্যে বিভিন্ন ধরনের অক্ষর, সংখ্যা, যদিচিহ্ন ইত্যাদি চিহ্নিত করা বা সনাক্ত করা হয়।
৩০। রাউটার কী?
উঃ যে ডিভাইসের মাধ্যমে দুই বা ততোধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে রাউটার বলে।
৩১। হিউম্যানওয়্যার কি?
উঃ কম্পিউটরের যন্ত্রপাতি প্রস্তুত, মেরামত, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিটি মানুষকে একত্রে
হিউম্যানওয়্যার বলে।
৩২। প্রোগ্রাম কি?
উঃ কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য বর্ণ, সংখ্যা চিহ্ন ইত্যাদি ব্যবহার করে ধারাবাহিকভাবে যে নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রাম বলে।
৩৩। ইউজার ইন্টারফেজ কি?
উঃ ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের এমন একটি অংশ যা ব্যবহারকারীর সাথে বিভিন্ন সফটওয়্যারের সংযোগ সমন্বয়সাধন ও নির্দেশ গ্রহণে সহায়তা করে ।
৩৪। ডকুমেন্ট কি?
উঃ ডকুমেন্ট শব্দের সাধারণ অর্থ হচ্ছে- প্রমাণ
দলিল, নথিপত্র, চিঠিপত্র, পত্রিকা, পুস্তক ইত্যাদি। টাইপিং-এর মাধ্যমে কাগজ কিংবা মনিটরের পর্দায় উপস্থাপিত যে কোনো ধরনের চিঠিপত্র, প্রমাণ দলিল, ব্যবসায়িক নথিপত্র, পুস্তক, পত্রিকা ইত্যাদি সবকিছুকেই ডকুমেন্ট বলা হয়।
৩৫। ফাইল কী?
উঃ কম্পিউটারের স্মৃতি সহায়ক যন্ত্র যেমন Hard Disk, Floppy Disk, CD-ROM ইত্যাদিতে পরস্পর সম্পর্কিত তথ্যকে একক হিসেবে বিশেষ নাম দিয়ে একসাথে সেভ করাকে ফাইল বলে।
৩৬। তথ্য বা ইনফরমেশন কী?
উঃ ইনফরমেশন বা তথ্য হলো সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, কার্যকর ও ব্যবহারযোগ্য।
৩৭। ইনফরমেশন সিস্টেম কি?
উঃ ডেটা সংগ্রহ প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, উপস্থাপন ও আপডেটিং করার পদ্ধতি, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের জনসাধারণকে তথ্য সরবরাহ করা যায় তাকে ইনফরমেশন সিস্টেম বলে।
৩৮। ই-কমার্স কি?
উঃ ইলেক্ট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (E- commerce) বলা হয়। ইন্টারনেট বা কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ে কাজটিকেই ই-কমার্স বলে ।
৩৯। ইলেক্ট্রনিক পেমেন্ট কি?
উঃ ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে টাকা পয়সা লেনদেনের একটি অত্যাধুনিক পদ্ধতি
৪০। Ethics কি?
উঃ Ethics হলো ব্যবহারিক দর্শন শাস্ত্রের একটি শাখা যেটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে আলোচনা করে।
৪১। স্মার্ট কার্ড কি?
উঃ স্মার্ট কার্ড মূলত ক্রেডিট, ডেবিট বা অন্য যেকোনো কার্ড, যা মাইক্রোপ্রসেসরযুক্ত এবং সচরাচর ব্যবহৃত ম্যাগনেটিক কার্ডের তুলনায় অনেক বেশি তথ্য ধারণা করতে পারে ।
৪২। DSS কি?
উঃ DSS (Decision Support System) হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইনফরমেশন সিস্টেম। এটি ব্যবস্থাপকদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে সহয়তা করে।
৪৩। হ্যাকিং কী?
উঃ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয় ।
৪৪। সাইবার ক্রাইম কি?
উঃ আধুনিক কালে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপকভাবে বিকাশ হচ্ছে। এর সাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। আর এই ইন্টারনেটকে কেন্দ্র করে বর্তমানে সংগঠিত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
৪৫। এন্টি-ভাইরাস সফটওয়্যার কি?
উঃ কম্পিউটার সিষ্টেমের জন্য ক্ষতিকারক প্রোগ্রাম ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, ম্যালওয়্যার ইত্যাদির প্রতিষেধক প্রোগ্রামই হলো এন্টি-ভাইরাস।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কম্পিউটার বলতে কি বুঝ?কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
২। কম্পিউটার বাস কি? বিভিন্ন প্রকার কম্পিউটার বাসের বর্ণনা দাও। ১০০%
৩। কৃত্রিম বুদ্ধিমত্তা কী? মাইক্রো প্রসেসর এর কাজ গুলো কি কি আলোচনা কর। ১০০%
৪। RAM ও ROM মধ্যে পার্থক্য কি লিখ। ১০০%
৫। কম্পিউটারের প্রধান প্রধান ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইসের বর্ণনা দাও। ১০০%
৬। ওয়ার্ড প্রসেসিং কি? কয়েকটি ওয়ার্ড প্রসেসিং এর নাম কি? ১০০%
৭। কম্পিউটারভিত্তিক ডেটা প্রক্রিয়াকরণের ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৮। তথ্য ও উপাত্ত এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১০। (৩৮.০৫), কে বাইনারি সংখ্যায় এবং (১০১১.১১) ২ কে দশমিক সংখ্যায় রূপান্তর কর। ৯৯%
১১। বুলিয়ান এ্যালজেবরা কি? বুলিয়ান স্বতঃসিদ্ধগুলি লিখ। ৯৯%
১২। সফটওয়্যার কি? একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১৩। বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষার বর্ণনা কর। ৯৯%
১৪। ব্যবসায়ে তথ্য ব্যবস্থার মৌলিক ভূমিকা ব্যাখ্যা কর। ৯৯%
১৫। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) কি? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর গুরুত্ব লিখ। ৯৯%
১৬। ব্যবসায় কৌশলগত সুবিধার ক্ষেত্রে ‘মাইকেল পোর্টারের পঞ্চশক্তি মডেল আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) বারকোড রিডার কী?আধুনিক জীবনে কম্পিউটারের ব্যবহার বর্ণনা কর । ১০০%
(খ) ব্যবসায় ক্ষেত্রে বারকোড রিডারের ব্যবহার লিখ। ১০০%
২। (ক) মিনি কম্পিউটার ও মেইনফ্রেম কম্পিউটারের মধ্যে পার্থক্য দেখাও । ১০০%
(খ) ল্যাপটপ কি? ল্যাপটপ কম্পিউটারের সুবিধা/ব্যবহার লিখ। ১০০%
৩। (ক) (২৩.১২৫), কে বাইনারী এবং (২০৩.২৫), কে দশমিকে প্রকাশ কর। ১০০%
(খ) ০ থেকে ২০ পর্যন্ত দশমিক, বাইনারি, অকটাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাগুলো লিখ। ১০০%
৪। (ক) সার্বজনীন গেইট বলতে কি বুঝ? দুটি সার্বজনীন গেইটের নাম লিখ এবং তাদের সার্বজনীনতা প্রমাণ কর। ১০০%
(খ) ডি-মরগ্যানের সূত্রগুলো লিখ এবং প্রমাণ কর। ১০০%
৫। (ক) মাইক্রো প্রসেসর বলতে কী বুঝ? CPU এর সংগঠন আলোচনা কর। ১০০%
(খ) মাইক্রো প্রসেসরের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। ১০০%
৬। (ক) ভার্চুয়াল মেমোরি কী? প্রধান মেমোরির বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
(খ) প্রধান মেমোরি ও সহায়ক মেমোরির মধ্যে পার্থক্যসমূহ দেখাও। ১০০%
৭। (ক) প্রোগ্রামের ভাষা কী? প্রোগ্রাম রচনার বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর। ১০০%
(খ) মেশিন ভাষা কী? মেশিন ভাষার সুবিধা ও অসুবিধা লিখ। ১০০%
৮। (ক) টাইপ রাইটারের তুলনায় ওয়ার্ড প্রসেসরের সুবিধা বর্ণনা কর। ১০০%
(খ) ফাইল কি? ফাইলের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
৯। (ক)ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
(খ) ডিজিটাল কম্পিউটার কী? এর কয়েকটি বৈশিষ্ট্য লেখ। ৯৯%
১০। (ক) সফ্টওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
(খ) কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১১। (ক) ইম্প্যাক্ট ও নন-ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
(খ) কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১২। (ক) অপারেটিং সিস্টেম বলতে কি বুঝ? অপারেটিং সিস্টেমের গুরুত্ব লিখ। ৯৯%
(খ) বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য কি? ৯৯%
১৩। (ক) ইনফরমেশন সিস্টেম বলতে কী বুঝায়? ব্যবসা ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেমের প্রয়োজন কেন? ৯৯%
(খ) ডেটা ট্রান্সমিশন মোড কী?বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিশন মোড এর বর্ণনা দাও। ৯৯%
১৪। (ক) ই-কমার্স এর সংজ্ঞা দাও। বাংলাদেশে ই-কমার্স এর সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ৯৯%
(খ)ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি কেন দরকার? সংক্ষেপে সিস্টেম উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%
১৫। (ক) ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (MIS) ও সিদ্ধান্ত সহায়ক পদ্ধতি (DSS)-এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
(খ) দক্ষ ব্যবস্থার সুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*