অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় সমাজবিজ্ঞান পরিচিতি ২২২১১১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-WAD, IBRD, WID, GAD, IPCC, HIV, AIDS, WHO.
২। সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রপঞ্চেয় বিজ্ঞান” -উক্তিটি কার?
উঃ এফ. এইচ. গিডিংস (F. H. Gidding)।
৩। “The Division of Labour in Society” গ্রন্থটি কার লেখা?
উঃ “The Division of Labour in Society” গ্রন্থটির লেখক এমিল ডুর্খেইম।
৪। Cultural diffusion’ প্রত্যয়টির অর্থ কী?
উঃ ‘Cultural diffusion’ প্রত্যয়টির অর্থ সাংস্কৃতিক ব্যপ্তিবাদ।
৫। দুটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।
উঃ ১. সাহিত্য ও ২. শিল্পকলা।
৬। নগর মানসিকতা কী?
উঃ নগর মানসিকতা এমন একটি দৃষ্টিভঙ্গি বা জীবন দর্শনের নাম যা সাধারণত নগরে বসবাস করার ফলে গড়ে উঠে।
৭। মেগাসিটি কী?
উঃ কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।
৮। দুর্যোগ কত প্রকার?
উঃ দুর্যোগ দুই প্রকার। (ক) প্রাকৃতিক ও (খ) কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি।
৯। বনশূন্যতা বলতে কী বুঝ?
উঃ বনশূন্যতা বলতে কোন এলাকায় বনভূমি কেটে ফেলাকে বোঝায়। বনভূমি কেটে বনভূমির পরিমাণ কমিয়ে আনাই হলো বনশূন্যতা।
১০। সামাজিক নিয়ন্ত্রণের দুটি অনানুষ্ঠানিক বাহনের নাম লিখ।
উঃ সামাজিক নিয়ন্ত্রণের দুটি অনানুষ্ঠানিক বাহনের নাম হলো ব্যক্তিত্ব ও চিত্তবিনোদন।
১১। বাংলাদেশে সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?
উঃ প্রফেসর ড. নাজমুল করিম।
১২। জেন্ডার কী?
উঃ নারী ও পুরুষের সামাজিক বিভাজনকে জেন্ডার বলে।
১৩। কে কত সালে Sociology শব্দটি প্রথম ব্যবহার করেন?
উঃ অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে Sociology শব্দটি প্রথম ব্যবহার করেন।
১৪। ‘Essays in Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Essays in Sociology’ গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাক্স ওয়েবার।
১৫। সমাজবিজ্ঞানের জনক কে?
উঃ অগাস্ট কোঁৎ (Auguste Comte).
১৬। সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্মের অধ্যয়ন’-উক্তিটি কার?
উঃ ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্মের অধ্যয়ন’ -উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।
১৭। “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।”-উক্তিটি কে করেছেন?
উঃ এমিল ডুর্খেইমের।
১৮। শিল্প বিপ্লবের সূচনা কোন শতকে এবং কোথায় শুরু হয়?
উঃ আঠারো শতকে ইংল্যান্ডে।
১৯। Positive Philosophy -কার লিখিত গ্রন্থ?
উঃ Auguste Comte.
২০। দৃষ্টবাদ প্রত্যয়টি কার?
উঃ অগাস্ট কোঁৎ।
২১। Ideal প্রত্যয়টি কার?
উঃ Ideal প্রত্যয়টি ম্যাক্স ওয়েবারের।
২২। Verstehen শব্দের অর্থ কি?
উঃ Verstehen শব্দের অর্থ অন্তরদৃষ্টি।
২৩। বস্তুগত সংস্কৃতি কি?
উঃ মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টিই হলো বস্তুগত সংস্কৃতি।
২৪। উপসংস্কৃতি কী?
উঃ বৃহত্তর সমাজব্যবস্থার মধ্যে প্রাধান্য, সৃষ্টিকারী সংস্কৃতির উপাদানসমূহ যেমন- অবশ্য পালনীয় রীতি-নীতি, প্রথা, বিশ্বাস আদর্শ, মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে যে ভিন্নতা- এই ভিন্নতর সংস্কৃতির অংশকে বলা হয় উপসংস্কৃতি।
২৫। পাল্টা সংস্কৃতি কী ?
উঃ বৃহত্তর সমাজের মূল সংস্কৃতির সাথে যখন উপসংস্কৃতির দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হয় তখন তাকে পাল্টা সংস্কৃতি বলে।
২৬। আদর্শ কাকে বলে?
উঃ আদর্শ বা Norms হচ্ছে গোষ্ঠীর বা সমাজের আচরণের মানদণ্ড।
২৭। Cultural Lag তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী অগবার্ন।
২৮। যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়?
উঃ এমিল ডুর্খেইম-এর।
২৯। বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান হাতিয়ার কি?
উঃ যোগাযোগ ও ব্যবসায় প্রসার ঘটানো।
৩০। Globalization প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উঃ Globalization প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন Theodore Lavitt.
৩১। জলবায়ু পরিবর্তন কী?
উঃ বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধির ফলে নজির বিহীনভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সাধারণত সূর্য থেকে পতিত তাপশক্তির বেশিরভাগ প্রতিফলিত হয়ে পুনরায় বায়ুমন্ডলে ফিরে যায়, কিন্তু বায়ুমন্ডলে গ্রীণ হাউজ গ্যাসের অতিমাত্রায় উপস্থিতির ফলে উক্ত প্রতিফলিত তাপশক্তি বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে রয়ে যায় ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। বায়ুমন্ডলের এরূপ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে।
৩২। দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি?
উঃ দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য ছয়টি।
৩৩। দুর্যোগ কত প্রকার?
উঃ দুর্যোগ দুই প্রকার। যথা- (ক) প্রাকৃতিক দুর্যোগ ও (খ) কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি দুর্যোগ।
৩৪। দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো কি?
উঃ দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যথা- ১. দুর্যোগপূর্ব প্রস্তুতি, ২. দুর্যোগকালীন প্রস্তুতি এবং ৩. দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।
৩৫। বিশ্ব পরিবেশ দিবস’ কবে উদযাপন করা হয়?
উঃ ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করা হয়।
৩৬। বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রধান কারণ কোনটি?
উঃ বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রধান কারণ হলো বনভূমি ধ্বংস।
৩৭। সামাজিক অসমতা কি?
উঃ সামাজিক অসমতা হচ্ছে পদ মর্যাদা, ক্ষমতা, অবস্থান, সম্পদ, সুযোগ-সুবিধা, পুরস্কার ইত্যাদিতে অসম পার্থক্য।
৩৮। সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উঃ অর্থনৈতিক বৈষম্য।
৩৯। হিন্দুসমাজে বর্ণপ্রথা কত প্রকার ও কি কি?
উঃ চার প্রকার। যথা-১. ব্রাহ্মণ, ২. ক্ষত্রিয়, ৩. বৈশ্য এবং ৪. শূদ্র।
৪০। সংখ্যালঘু কি?
উত্তর : কোনো বৃহৎ সমাজ বা দেশের অভ্যন্তরে বসবাসরত এমন জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলা হয় যারা আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে দেশের প্রভাবশালী জনগোষ্ঠী দ্বারা শাসিত হয়।
৪১। বস্তি কাকে বলে?
উঃ আর্থসামাজিক সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে দুর্বল, ভঙ্গুর ও অপরিচ্ছন্নভাবে যখন কোনো ঘনবসতিপূর্ণ নোংরা আবাসস্থল গড়ে তোলে তখন তাকে বস্তি বলে।
৪২। Urbanism’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ লুইস ওয়ার্থ।
৪৩। “The Protestant Ethic and the Spirit of Capitalism” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ “The Protestant Ethic and the Spirit of Capitalism” গ্রন্থটির রচয়িতা ম্যাক্স ওয়েবার।
৪৪। কেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা কে?
উঃ কেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা আর্নেস্ট বার্জেস (১৯২৫)।
৪৫। গ্লোবাল ভিলেজ’ ধারণাটি কার?
উঃ মার্শাল ম্যাকলুহান।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সংক্ষেপে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর। ১০০%
২। সংস্কৃতির সংজ্ঞা দাও। ১০০%
৩। বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো উল্লেখ কর। ১০০%
৪। নগরায়ন কী? ১০০%
৫। বয়সের ভিত্তিতে সামাজিক অসমতা আলোচনা কর। ১০০%
৬। সংখ্যালঘু সম্প্রদায় কাকে বলে? ১০০%
৭। ভদ্রবেশি অপরাধ বলতে কী বুঝ? ১০০%
৮। সামাজিক নিয়ন্ত্রণের চারটি বাহন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৯। সমাজবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা কর। ৯৯%
১০। নারীর ক্ষমতায়ন কী? ৯৯%
১১। বন উজার বলতে কি বোঝ? ৯৯%
১২। বিচ্যুতি ও অপরাধের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৩। সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। ৯৯%
১৪। সামাজিক পরিবর্তন বলতে কী বুঝ? ৯৯%
১৫। বিশ্বায়ন কি? মার্ক্সীয় ‘শ্রেণি’ প্রত্যয়টি ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। বাংলাদেশের সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
২। উন্নয়নশীল সমাজে নগরায়ন প্রক্রিয়া আলোচনা কর। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত কর। ১০০%
৩। বাংলাদেশের সমাজের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর। সামাজিক অসমতার উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৪। অপরাধ সম্পর্কিত সাদারল্যান্ডের ‘বিভিন্নমুখী মেলামেশা’ তত্ত্বটি আলোচনা কর। সমাজ জীবনে স্বাস্থ্যহীনতার প্রভাব আলোচনা কর। ১০০%
৫। সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।সংস্কৃতির উপাদানসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৬। ‘সংস্কৃতির অসম অগ্রগতি’ তত্ত্বটি পর্যালোচনা কর। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বায়নের ভূমিকা পর্যালোচনা কর। ১০০%
৭। তৃতীয় বিশ্বের দেশসমূহ বিশ্বায়নের হুমকি কিভাবে মোকাবেলা করছে আলোচনা কর। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়নের সমস্যাসমূহ আলোচনা কর। সমাজ জীবনে শিল্পায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
৯। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে সরকার গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন কর। ৯৯%
বাংলাদেশে নারী উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ৯৯%
১০। সামাজিক অসমতার সামাজিক নির্ধারকসমূহ বিশ্লেষণ কর।সামাজিক অসমতার প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১১। অপরাধের কারণসমূহ ব্যাখ্যা কর। সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশে এইচআইভি/এইডস এর বর্তমান অবস্থা এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৩। জীবনযাপনের অভ্যাসগত অসুস্থতার পিছনে কারণসমূহ আলোচনা কর। সংক্ষেপে AIDS এর কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৪। বিচ্যুতি সংক্রান্ত মার্টনের মতবাদ ব্যাখ্যা কর। সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান” -ব্যাখ্যা কর। ৯৯%
১৫।নারীর ক্ষমতায়ন কি? বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নের প্রকৃতি আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*