অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ মার্কেটিং বিষয় ব্যষ্টিক অর্থনীতি ২২২৩১১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। অর্থনীতি সম্পর্কে এডাম স্মিথের সংজ্ঞা দাও।
উঃ অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে ।
২। মার্শালের অর্থনীতির সংজ্ঞা কি?
উঃ অর্থনীতি হলো এমন একটি বিষয় যা মানব কল্যাণের সাথে সম্পর্কিত দৈনন্দিন জীবনের কার্যাবলি নিয়ে আলোচনা করে ।
৩। অর্থবিদ্যার জনক কে?
উঃ অর্থবিদ্যার জনক হলেন এডাম স্মিথ ।
৪। মিশ্র অর্থ ব্যবস্থা কি?
উঃ যে অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
৫। দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝ?
উঃ প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রচুর যোগানকে দুষ্প্রাপ্যতা বলে।
৬। উৎপাদন দক্ষতা কি?
উঃ অপচয় রোধ করে উপকরণসমূহের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সর্বনিম্ন ব্যয় সর্বাধিক উৎপাদন করার কৌশলকে উৎপাদন দক্ষতা বলা হয় ।
৭। সুযোগ ব্যয় কি?
উঃ কোনো একটি দ্রব্য উৎপাদনের ফলে অন্যান্য যে সকল দ্রব্য উৎপাদন করা গেল না, উৎপাদিত দ্রব্যের জন্য অন্যান্য যে দ্রব্য ত্যাগ করা হয়, তাই হলো সুযোগ ব্যয় ।
৮। মূলধন কি?
উঃ অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রম দ্বারা উৎপাদিত সেসব সম্পদ সরাসরি ভোগে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে পুনরায় অধিকতর কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে।
৯। মূল্য কি?
উঃ কোনো দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য যে পরিমাণ পাওয়া যায় তাকে মূল্য বলে ।
১০। প্রযুক্তি কী?
উঃ প্রযুক্তি বলতে কোনো একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে বুঝায় ৷
১১। চাহিদা রেখা কি?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তা যে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে ।
১২। চাহিদা বিধি কি?
উঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে এটিই হলো চাহিদা বিধি ।
১৩। চাহিদা সূচি কি?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বলে ।
১৪। চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?
উঃ দামের সাথে চাহিদার সম্পর্ক, বিপরীতমুখী অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এ কারণে চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হয় এবং চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়।
১৫। পরিপূরক দ্রব্য বলতে কি বুঝায়?
উঃ কোনো নির্দিষ্ট অভাব পূরণের জন্য যদি একই ভাবে দুই বা ততোধিক দ্রব্যের ব্যবহার প্রয়োজন হয় তাহাকে তাদেরকে পরিপূরক দ্রব্য বলে। যেমন- চা ও চিনি ।
১৬। উপযোগ বলতে কী বুঝ ?
উঃ কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা তাকে উপযোগ বলে ।
১৭। পর্যায়গত উপযোগ কি?
উঃ উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ না করে ভোক্তা যখন উপযোগের বিভিন্ন স্তরের মধ্যে তুলনা করে তখন তাকে পর্যায়গত উপযোগ বলে।
১৮। প্রান্তিক উপযোগ কি?
উঃ কোনো পণ্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে ।
১৯। নিরপেক্ষ রেখা কি?
উঃ কোন রেখার বিভিন্ন বিন্দু দ্বারা নির্দেশিত দুই বা ততোধিক দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বা সমন্বয় হতে ভোক্তা সমান তৃপ্তি লাভ করলে সেই রেখাকে নিরপেক্ষ রেখা বলে।
২০। নিরপেক্ষ মানচিত্র কি?
উঃ ক্রেতার পছন্দের ক্রমানুযায়ী কোনো চিত্রে একাধিক পরস্পর অংকন করা হলে তাকে নিরপেক্ষ মানচিত্র বলে ।
২১। প্রান্তিক পরিবর্তনের হার কাকে বলে?
উঃ উপযোগের পরিমাণ অপরিবর্তিত রেখা দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়তে হলে অন্য দ্রব্যটি যে হারে ছাড়তে হয় তাকে প্রান্তিক পরিবর্তনের হার (MRS) বলে।
২২। যোগানের স্থিতিস্থাপকতা কী?
উঃ কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে উহার
যোগানের পরিবর্তনের মাত্রাকে যোগানের স্থিতিস্থাপক বলে ।
২৩। অস্থিতিস্থাপক চাহিদা কি?
উঃ দাম পরিবর্তনের অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক বলে।
২৪। ভোক্তার উদ্বৃত্ত বলতে কি বুঝায়?
উঃ কোনো ব্যক্তি কোনো দ্রব্যের জন্য যে পরিমাণ দাম দিতে প্রস্তুত ছিল প্রকৃতপক্ষে সে যে পরিমাণ দাম দেয় এ দুইয়ের পার্থক্যই হলো ভোক্তার উদ্বৃত্ত।
২৫। প্রান্তিক উৎপাদনশীলতা কি?
উঃ উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে শুধু একটি নির্দিষ্ট উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদনশীলতা বলে।
২৬। মাত্রাগত উৎপাদন কি?
উঃ উৎপাদনের প্রতিটি উপাদান কোনো একটি
অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের মধ্যে যে পরিবর্তন সাধিত হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
২৭। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে?
উঃ যে উৎপাদন অপেক্ষক স্থির উপাদান ও পরিবর্তনশীল উপাদান দুটোই বিবেচনা করা হয় তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে।
২৮। সমউৎপাদন রেখা কি?
উঃ যে রেখার প্রতিটি বিন্দুর সংমিশ্রণ দ্বারা সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে তাকে সমউৎপাদন রেখা বলে ।
২৯। হিসাবগত ব্যয় কি?
উঃ কোনো ফার্মের মালিক বা উদ্যোক্তা কর্তৃক বিভিন্ন উপাদান ক্রয়ের জন্য যে নগদ অর্থ প্রদান করে তাকে হিসাবগত ব্যয় বলে ।
৩০। পরিবর্তনশীল ব্যয় কি?
উঃ ফার্মের উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে।
৩১। যোগান কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার মোট উৎপাদনের যে পরিমাণ বিক্রয়ের জন্য ইচ্ছা প্রকাশ করে তাকে যোগান বলে ।
৩২। যোগান বিধি কি?
উঃ অর্থনীতিতে যে বিধির সাহায্যে দ্রব্যের দাম ও যোগানের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে ।
৩৩। বাজার কি?
উঃ বাজার বলতে একটি সুনির্দিষ্ট স্থানকে বুঝায় যেখানে অসংখ্য ক্রেতা – বিক্রেতার সমাগমে বিভিন্ন ধরনের দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় হয়।
৩৪। স্বল্পকালীন বাজার কি?
উঃ যে বাজারের স্থায়িত্বকাল অতি স্বল্পকালীন বাজারের চেয়ে সামান্য একটু বেশি এবং দ্রব্যের দাম বাড়লে যোগান সামান্য বাড়ানো যায় এবং দাম কমলে যোগান সামান্য কমানো যায় তাকে স্বল্পকালীন বাজার বলে ।
৩৫। অলিগোপলি বাজার কী?
উঃ যে বাজারে দুইজনের অধিক বা মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে ।
৩৬। ডুয়োপলি কি?
উঃ যে বাজারে দুইজন বিক্রেতা থাকে বা উৎপাদনকারী দ্রব্যের যোগান সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তাকে ডুয়োপলি বাজার বলে।
৩৭। বাজার অর্থনীতি কী?
উঃ কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ব্যতীত মুক্তভাবে বাজার শক্তিসমূহ দ্বারা পরিচালিত অর্থনীতিকে বাজার অর্থনীতি বলে।
৩৮। গড় আয় কি?
উঃ মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গড় আয় বলে।
৩৯। পূর্ণপ্রতিযোগিতা কি?
উঃ যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং তারা সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণপ্রতিযোগিতা বলে ৷
৪০। সমচ্ছেদ বিন্দু কি?
উঃযে বিন্দুতে ফার্মের মোট আয় (TR) এবং মোট ব্যয় (TC) পরস্পর সমান হয় সেই বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলা হয়।
৪১। বিজ্ঞাপন খরচ কি?
উঃ বিক্রেতা বাজার দখল ও ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য রেডিও, টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতিতে বিজ্ঞাপন প্রদানের জন্য যথেষ্ট অর্থ ব্যয় করে, এসব খরচকে সামগ্রিকভাবে বিজ্ঞাপন খরচ বলা হয়।
৪২। মজুরি কাকে বলে?
উঃ কোনো শ্রমিক উৎপাদন কাজে নিযুক্ত থেকে তার শারীরিক ও মানসিক শ্রম প্রদান করে যে পরিমাণ অর্থ উপার্জন করে তাকে মজুরি বলে।
৪৩। শ্রমিক সংঘ কি?
উঃ শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য সকলে সমবেতভাবে যে স্থায়ী প্রতিদ্বন্দ্বী বা সমিতি গঠন করে তাকে শ্রমিক সংঘ বলে ।
৪৪। নিম খাজনা কি?
উঃ মানুষ সৃষ্ট উৎপাদনের উপাদান হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে উপ-খাজনা বা নিম খাজনা বলে।
৪৫। নিট খাজনা কি?
উঃ অর্থনীতিতে শুধু অস্থিতিস্থাপক উপকরণ (যেমন-
জমি), ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয়,তাকে নিট বা অর্থনৈতিক খাজনা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক অর্থনীতি বলতে কী বুঝ? ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী? ১০০%
২। চাহিদার নির্ধারকগুলো সংক্ষেপে বর্ণনা আলোচনা কর। ১০০%
৩। স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য কি? ১০০%
৪। উৎপাদনের উপাদান সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৫। সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
৬। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কী? ১০০%
৭। যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়? ১০০%
৮। মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও। ১০০%
৯। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক লিখ। ৯৯%
১০। অভাব বলতে কি বুঝ ?অভাবের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১১। আংশিক ভারসাম্য ও সামগ্রিক ভারসাম্যের মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
১২। TU ও MU-এর মধ্যকার সম্পর্ক দেখাও। ৯৯%
১৩।PCC থেকে চাহিদা অংকন কর। ৯৯%
১৪। “সীমাহীন অভাব পুরণের উদ্দেশ্য সুযাগ্য সম্পদের নিয়োগ বিন্যাসই অর্থনীতির প্রধান সমস্যা।”-ব্যাখ্যা কর। ৯৯%
১৫। ভোক্তার উদ্বৃত্তের গুরুত্ব আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
২। চাহিদা ও যোগান যারা উপকরণের মূল্য কিভাবে নির্ধারিত হয়? ব্যাখ্যা কর। ১০০%
৩। একটি কাল্পনিক ব্যক্তিগত চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর। ১০০%
৪। সমালোচনাসহ ক্রान প্রস্ত উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
৫। উৎপাদন সম্ভাবনা রেখাটির ধারণাটি ব্যাখ্যা কর। কেন ইহা গুরুত্বপূর্ণ? ১০০%
৬। স্বল্পকালীন গড় খরচ ও দীর্ঘকালীন গড় খরচ রেখার মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৭। চিত্রের সাহায্যে উৎপাদনের তিনটি পর্যায় চিহ্নিত কর। কাম্য উৎপাদন পর্যায় কোনটি? ১০০%
৮। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা কর। ১০০%
৯। একচেটিয়া কারবার বলতে কী বুঝ? একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।৯৯%
১০। শ্রমিক সংঘ কি একই সাথে মজুরি ও নিয়োগ বৃদ্ধি করতে পারে? ব্যাখ্যা কর।৯৯%
১১। সম-উৎপাদন রেখার সাহায্যে উৎপাদনকারী কীভাবে ভারসাম্যে পৌঁছাতে পারে? ব্যাখ্যা কর। ৯৯%
১২। ভারসাম্য কি? চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক যারা ভারসাম্য নাম ও পরিমাণ নির্ধারণ ব্যাখ্যা কর। ৯৯%
১৩। স্বল্পকালে কোন ফার্ম লোকসান দিলেও উৎপাদন করতে পারে ব্যাখ্যা কর। ৯৯%
১৪। অর্থনীতির সংজ্ঞা দাও। ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৫। মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*