অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগরাষ্ট্রবিজ্ঞান বিষয় রাজনীতি ও নারী উন্নয়ন ২২১৯০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-SDG, MDG, GAD, NBFO, CEDAW.
২। Feminism’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ ফরাসি শব্দ ‘Femme’ থেকে ইংরেজি ‘Feminism’ শব্দটি এসেছে।
৩। বিধবা বিবাহ কে প্রচলন করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেন।
৪। Subversive Women’ গ্রন্থটির লেখক কে?
উঃ ‘Subversive Women’ গ্রন্থটির লেখক হলেন – Saksia Wieringa.
৫। একজন নারীবাদী লেখকের নাম লেখ ।
উঃ একজন নারীবাদী লেখকের নাম হলো- মেরি ওলস্টোন ক্র্যাফট ।
৬। নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কী?
উঃ নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা চৌদ্দ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে জরিমানা করা যেতে পারে।
৭। কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?
উঃ ১৯৭৬-১৯৮৫ সালকে আন্তর্জাতিক নারী দশক বলা হয়।
৮। কৃষ্ণাঙ্গ নারীবাদ কী?
উঃ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণিগত বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্ত করার জন্য যে নারীবাদ আন্দোলন পরিচালিত হয় তাই কৃষ্ণাঙ্গ নারীবাদ ।
৯। ফতোয়া কী?
উঃ ফতোয়া শব্দের অর্থ ধর্মীয় বিধি-বিধান। ইসলাম ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধি-বিধানকে ফতোয়া বলে।
১০। কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়।”—উক্তিটি কার?
উঃ সিমন দ্য ব্যুভেয়ারের।
১১। বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?
উঃ ১৯৮০ সালে।
১২। ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
উঃ ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা তিনটি।
১৩। ভারতের নারীরা কত সালে ভোটাধিকার লাভ করে?
উঃ ১৯৪৯ সালে ভারতের নারীরা ভোটাধিকার পায়।
১৪। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ চীনের বেইজীং এ ১৯৯৫ সালে।
১৫। বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
উঃ বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয়টি হলো- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
১৬। দু’জন নারীবাদী লেখকের নাম কী?
উঃ দুজন নারীবাদী লেখক হলেন-ওলন্দাজ লেখিকা মার্গারেট লুকাস ও মেরি ওলস্টোন ক্রাফট।
১৭। The Subjection of Women’ বইটির লেখক কে?
উঃ জন স্টুয়ার্ট মিল ।
১৮। নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝায়? উঃ নারীর প্রতি সহিংসতা বলতে কোনো নারীর উপর হুমকী বা বল প্রয়োগের মাধ্যমে অনইচ্ছাকৃত কাজ করানোকে বোঝায় ।
১৯। ‘The Second Sex’ গ্রন্থটির লেখক কে? উঃ সিমন দ্য ব্যুভেয়ার।
২০। Epistemology শব্দের অর্থ কী?
উঃ জ্ঞানতত্ত্ব।
২১। Eco-Feminism’-এর অর্থ কি?
উঃ পরিবেশ নারীবাদ।
২২। Betty Freidem-এর বিখ্যাত বইয়ের নাম কি?
উঃ Betty Freidan এর বিখ্যাত বইয়ের নাম হলো – The Feminine Mystique.
২৩। মেরি ওলস্টোসক্রাফট কে ছিলেন?
উঃ মেরি ওলস্টোসক্রাফট আধুনিক নারীবাদী চিন্তাজগতের এক অন্যতম পথিকৃৎ। তিনি ব্রিটিশ নারীবাদী লেখিকা ছিলেন।
২৪। জেন্ডার কি?
উঃ নারী ও পুরুষ সম্পর্কীয় মনস্তাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার।
২৫। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
উঃ আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালিত হয়।
২৬। PFA’ কি?
উঃ PFA বা, Platform for Action’ হলো নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ ।
২৭। কে প্রথম ‘সতীদাহ প্রথা’ নিষিদ্ধ করেন? উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।
২৮। WID কি?
উঃ WID বা Women In Development হলো একটি নারী বান্ধব উন্নয়ন মতবাদ ।
২৯। The Second Sex’ গ্রন্থটির লেখক কে?
উঃ সিমন দ্য ব্যুভেয়ার।
৩০। ইভটিজিং-এর সংজ্ঞা দাও ।
উঃ ইভটিজিং নারী নির্যাতনের একটি ধরন। ঘরে-বাইরে তথা রাস্তাঘাটে চলা ফেরার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্যক্ত করাই ইভটিজিং।
৩১। পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন- ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)।
৩২। নারীর দ্বৈত ভূমিকা কী?
উঃ নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ।
৩৩। কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
উঃ লর্ড বেন্টিং ।
৩৪। বেইজিং প্লাস টেন’ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত।
৩৫। পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা) ।
৩৬। বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত আছে?
উঃ ৫০টি।
৩৭। A Vindication of the Rights of Women’ বইটির লেখক কে?
উঃ বৃটিশ লেখিকা মেরি ওলস্টোন ক্রাফট (Mary Wallston Craft).
৩৮। PFA কি?
উঃ PFA বা, Platform for Action’ হলো নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ।
৩৯। পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলংকা)।
৪০। নারীবাদ কি?
উঃ নারীবাদ হলো এক ধরণের
মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনে প্রয়াসি।
৪১। নারী নির্যাতন কী?
উঃ নারী নির্যাতন বলতে নারীদের ওপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যেকোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বুঝায় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ? ১০০%
২। নারী ও রাজনীতি বলতে কী বোঝ? ১০০%
৩। নারী নির্যাতন বলতে কী বুঝ? ১০০%
৪। পুরুষতান্ত্রিক মতাদর্শ কী? ১০০%
৫। সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৬। কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কী? ১০০%
৭। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান উল্লেখ কর। ১০০%
৮। নারীর দ্বৈত ভূমিকা বলতে কি বুঝ? ১০০%
৯। নারী উন্নয়নের এপ্রোচগুলো কী? ১০০%
১০। নারী অধস্থনতা বলতে কী বুঝ? ১০০%
১১। নারীর অদৃশ্য অবদান কী? ৯৯%
১২। উদারপন্থী, মার্কসীয়, কৃষ্ণাঙ্গ নারীবাদ কি? ৯৯%
১৩। নারী দশকের লক্ষ্য কি?
১৪। পুঁজিবাদে নারীর অবস্থান নির্ণয় কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। নারী ও রাজনীতি কি? নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
২। যৌতুক কী? বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কী কী? আলোচনা কর। ১০০%
৩। নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান। আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা বর্ণনা কর। ১০০%
৭। গণমাধ্যম কি? নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর। ১০০%
৮। নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর। ১০০%
৯। নারী নিরাপত্তা কি?বাংলাদেশের সমাজে নারীর নিরাপত্তা হুমকী কী কী? ১০০%
১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা। ১০০%
১১। বিশ্বায়ন কি? নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান মূল্যায়ন কর। ৯৯%
১৩। PFA এর লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশলসমূহ বর্ণনা কর। ৯৯%
১৪। নারী আন্দোলনের ইতিহাস আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*