অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ দর্শন বিষয় ভারতীয় দর্শন ২২১৭০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বৌদ্ধ দর্শন কি?
উঃ গৌতমবুদ্ধের বাণী ও উপদেশের উপর ভিত্তি করে জগত ও জীবন সম্পর্কে যে মতবাদগড়ে উঠেছে সেই মতবাদ বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্ম ।
২। ভারতীয় দর্শনের দুটি সম্প্রদায়ের নাম লিখ।
উঃ ভারতীয় দর্শনের দুটি সম্প্রদায়ের নাম চার্বাক ও জৈন দর্শন।
৩। বৌদ্ধমতে দুঃখের প্রধান কারণ কী?
উঃ বৌদ্ধ মতে দুঃখের প্রধান কারণ অধিবিদ্যা ।
৪। চার্বাকরা কয়টি মহাভূতের কথা স্বীকার করেন?
উঃ চার্বাকরা চারটি মহাভূতের কথা স্বীকার করেন। যথা— ক্ষিতি, অপ, তেজ ও মরুৎ।
৫। গৌতম বুদ্ধের প্রকৃত নাম কী?
উঃ গৌতম বুদ্ধের প্রকৃত নাম হলো সিদ্ধার্থ ।
৬। জৈন ধর্মের প্রবর্তক কে?
উঃ জৈন ধর্মের প্রবর্তক মহাবীর।
৭। জৈন মতে জ্ঞান কয় প্রকার ও কী কী?
উঃ জৈন মতে জ্ঞান পাঁচ প্রকার। যথা- ১. মতি, ২. শ্রুতি, ৩. অবধি, ৪. মনঃপর্যায় ও ৫. কেবল
৮। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান গোষ্ঠীগুলোর নাম লিখ ।
উঃ বৌদ্ধদের প্রধান দুটি সম্প্রদায় হলো- হীনযান ও মহাযান।
৯। ত্রিপিটক’ প্রথম কোন ভাষায় রচিত হয়?
উঃ ত্রিপিটক প্রথম পালি ভাষায় রচিত হয়েছিল।
১০। বেদ’ কী?
উঃ বেদ হলো ভারতীয় দর্শন সাহিত্যের প্রচীনতম ধর্মগ্রন্থ।
১১। জৈনদের দুটি সম্প্রদায়ের নাম লিখ।
উঃ জৈনদের দুটি সম্প্রদায়ের নাম হলো- (১) শ্বেতাম্বর ও (২) দিগম্বর ।
১২। ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময়কাল কত ?
উঃ ভারতীয় দর্শনে বৈদিক যুগের সময় কাল হলো খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে খ্রিস্টপূর্ব ৬০০ পর্যন্ত
১৩। সর্বশেষ তীর্থঙ্করের নাম কী?
উঃ সর্বশেষ তীর্থঙ্করের নাম বর্ধমান যার অপর নাম মহাবীর ।
১৪। ড. রাধাকৃষ্ণাণ এর যে কোনো একটি বইয়ের নাম লিখ।
উঃ ড. রাধাকৃষ্ণাণ এর একটি বই হলো- Indian Philosophy. (ভারতীয় দর্শন)।
১৫। ‘A Critical Survey of Indian Philosophy’ গ্রন্থটি কার?
উঃ ‘A Critical Survey of Indian Philosophy’ গ্রন্থটি S.D. Sharma (এস ডি শর্মা) এর।
১৬। ভারতীয় দর্শনের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।
উঃ ১. আধ্যাত্মিক; ২. উদার ও ব্যাপক; ৩. তাত্ত্বিক এবং ব্যবহারিক; ৪. সংযোগাত্মক; ও ৫. বিচারবাদী।
১৭। ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো : আধ্যাত্মিক ও ব্যাপক
১৮। সর্ব দর্শন সংগ্রহ” গ্রন্থটি কার লেখা?
উঃ সর্ব দর্শন সংগ্রহ গ্রন্থটি মাধবাচার্যের লেখ।
১৯। কর্মবাদকে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ কর্মকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম ।
২০। ভারতীয় দর্শন সম্প্রদায় কয় ভাগে বিভক্ত?
উঃ দুই ভাগে : আস্তিক ও নাস্তিক।
২১। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলির নাম লিখ।
উঃ ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি হলো- চার্বাক সম্প্রদায়, জৈন সম্প্রদায় ও বৌদ্ধ সম্প্রদায়।
২২। ভারতীয় দর্শনে বেসে অবিশ্বাসী সম্প্রদায়গুলি কী কী?
উঃ ভারতীয় দর্শনে বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো হলো- ১. চার্বাক, ২. জৈন ও ৩. বৌদ্ধ সম্প্রদায়।
২৩। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রাচীন কালে চার্বাক নামে কোনো এক ঋষি ছিলেন, যিনি এই দর্শনের প্রতিষ্ঠাতা ।[বি.দ্র. চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় কোনো এক ঋষি ছিলেন চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা ।
২৪। প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি?
উঃ দুই প্রকার। যথা- বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ।
২৫। চার্বাকদের একটি বিখ্যাত উক্তি লিখ।
উঃ চার্বাকদের একটি বিখ্যাত উক্তি হলো ঋণ করে ঘি খাও’।
২৬। চার্বাকদের মতে আত্মা কি?
উঃ চার্বাকদের মতে, চেতনা বিশিষ্ট দেহই আত্মা ।
২৭। চার্বাক দর্শন মতে কি কি উপাদান দ্বারা জগৎ গঠিত?
উঃ চার্বাক দর্শনে জড়ের উপাদান চারটি। যথা- আগুন, পানি, মাটি ও বাতাস ।
২৮। জৈন শব্দের অর্থ কি?
উঃ জৈন শব্দের অর্থ হলো জয়ী।
২৯। জৈনমতে পাঁচ প্রকার জ্ঞানকে কয় ভাগে ভাগ করেন?
উঃ দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. পরোক্ষ এবং ২. প্রত্যক্ষ।
৩০। জৈন মতে দ্রব্য কি?
উঃ জৈন মতে, যা গুণ এবং পর্যায় বিশিষ্ট তাই দ্রব্য ।
৩১। জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থংকর কে ছিলেন?
উঃ জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থংকর ছিলেন ঋষভনাথ ।
৩২। বুদ্ধের আর্য সত্য কয়টি?
উঃ বুদ্ধের আর্য সত্য চারটি।
৩৩। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উঃ গৌতম বুদ্ধের জন্মস্থান হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে ।
৩৪। ত্রিপিটক কি?
উঃ বুদ্ধদেবের তিনজন প্রিয় শিষ্য তাঁর উপদেশাবলিকে তিনটি গ্রন্থে লিপিবদ্ধ করেন । এই গ্রন্থ তিনটিকে ত্রিপিটক বলা হয়।
৩৫। বৌদ্ধ মতে, ‘নির্বাণ’ কি একটি সক্রিয় না নিষ্ক্রিয় অবস্থা?
উঃ সক্রিয় অবস্থা।
৩৬। বৌদ্ধ মতে আত্মা কি?
উঃ আত্মা হলো পরিবর্তনশীল দৈহিক ও মানসিক উপাদানের সমষ্টি।
৩৭। দুটি প্রধান বৌদ্ধধর্ম সম্প্রদায়ের নাম লিখ।
উঃ দুটি প্রধান বৌদ্ধধর্ম সম্প্রদায়ের নাম হলো : (ক) হীনযান এবং (খ) মহাযান ।
৩৮। যোগাচার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ অসঙ্গের গুরুদেব মৈত্রেয়নাথ।
৩৯। প্রমা শব্দের অর্থ কি?
উঃ প্রমা শব্দের অর্থ হলো যথার্থ জ্ঞান।
৪০। নির্বাণ অর্থ কী?
উঃ নির্বাণ অর্থ হলো দুঃখের হাত থেকে চিরমুক্তি।
৪১। বৌদ্ধদর্শনের আর্যসত্য চারটি উল্লেখ কর?
উঃ বৌদ্ধদর্শনের আর্যসত্য চারটি হলো : ১. দুঃখ আছে; ২. দুঃখের কারণ আছে; ৩. দুঃখের নিবৃত্তি আছে এবং ৪.দুঃখ নিবৃত্তির মার্গ বা পথ আছে।
৪২। বৌদ্ধধর্ম দর্শনের প্রবর্তক কে? [
উঃ বৌদ্ধধর্ম দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ ।
৪৩। বৌদ্ধ দর্শনে মার্গের সংখ্যা কয়টি?
উঃ বৌদ্ধ দর্শনে মার্গের সংখ্যা আটটি ।
৪৪। বেদের কয়টি অংশ?
উঃ চারটি। যথা- ১. সংহিতা; ২. ব্রাহ্মণ; ৩. আরণ্যক ও ৪. উপনিষদ ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য কী কী? ১০০%
২। ভারতীয় দর্শন কি হিন্দু দর্শন? আলোচনা কর। ১০০%
৩। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? ১০০%
৪। জৈন নীতিশাস্ত্ৰ আলোচনা কর। ১০০%
৫। বৌদ্ধ দর্শনে ঈশ্বরের স্থান নির্ণয় কর। ১০০%
৬। “ভারতীয় দর্শনের মূলভিত্তি বেদ”—উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৭। প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র উৎস—চার্বাক দর্শন অনুযায়ী ব্যাখ্যা কর। ১০০%
৮। ভারতীয় দর্শনে কর্মবাদ বলতে কি বুঝ? ১০০%
৯। নির্বাণ কি? নির্বাণের স্বরূপ ব্যাখ্যা কর। ১০০%
১১। ‘আত্মা’ সম্পর্কে চার্বাক মত বর্ণনা কর। ৯৯%
১২। জৈন দর্শনে স্যাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। জৈন দর্শনে আত্মার ধারণা ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ভারতীয় দর্শন কি? ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
২। চার্বাক দর্শন কী? চার্বাক অধিবিদ্যা আলোচনা কর। ১০৯%
৩। জৈন নিরীশ্বরবাদে একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও। ১০০%
৪। ভারতীয় দর্শনে কর্মবাদের প্রকৃতি আলোচনা কর। ১০০%
৫। হীনযান ও মহাযান সম্প্রদায়ের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর। ১০০%
৬। নির্বাণ কী? নির্বাণ লাভের উপায়গুলো ব্যাখ্যা কর। ১০০%
৭। বৌদ্ধ দর্শনে অনাত্মবাদ ব্যাখ্যা কর। ১০০%
৮। আত্মবাদ কি? বৌদ্ধ দর্শনে আত্মবাদ ব্যাখ্যা কর। ১০০%
৯। চার্বাক নীতিতত্ত্ব/নীতিবিদ্যা ব্যাখ্যা কর। ১০০%
অথবা, চার্বাক দর্শন কি? চার্বাক নীতিবিদ্যা আলোচনা কর।
১০। জৈনরা কিভাবে চার্বাক দর্শনের প্রমাণ সম্পর্কিত মতবাদ খণ্ডন করেন? ৯৯%
১১। ভারতীয় দর্শনে ঈশ্বর সম্পর্কে যে কোনো দুটি মতবাদ সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১২। ভারতীয় দর্শনের উতপত্তি ও।ক্রমবিকাশ আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*