অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস বিষয় প্রচীন বাংলার ইতিহাস ২২১৬০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দেবপালের সেনাপতির নাম কি?
উঃ জয়পাল।
২। হিউয়েন সাঙ কোন দেশের পর্যটক ছিলেন? উঃ হিউয়েন সাঙ চীনা পর্যটক ছিলেন।
৩। শশাঙ্ক কোন ধর্মমতের অনুসারী ছিলেন? উঃ শৈব ধর্মাবলম্বী।
৪। হর্ষচরিত’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ বানভট্ট ।
৫। প্রাচ্যের মেকিয়াভেলী, কার উপাধি ছিল? উঃ চানক্য।
৬। বাংলায় প্রজাবৃন্দ কর্তৃক প্রথম নির্বাচিত রাজা কে?
উঃ গোপাল।
৭। পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কে নির্মাণ করেন? উঃ রাজা ধর্মপাল।
৮। বাংলার বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন?
উঃ রাজা ধর্মপাল।
৯। বিজয় সেন কত বছর রাজত্ব করেন?
উঃ ৬২ বছর।
১০। সেনযুগে কাদের ‘পাষাণ্ড’ বলা হতো?
উঃ সেনযুগে জন্মাদদের পাষাণ্ড বলা হতো
১১। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা কে?
উঃ ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন রাজা বল্লাল সেন।
১২। জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন? উঃ লক্ষণসেনের।
১৩। চন্দ্রবংশের প্রতিষ্ঠাতার নাম লিখ ।
উঃ চন্দ্রবংশের প্রতিষ্ঠাতার নাম পূর্ণচন্দ্র।
১৪। ইতিহাসের অলিখিত উপাদানগুলো কি কি?
উঃ ইতিহাসের অলিখিত উপাদানগুলো মূর্তি, ইমারত, লিপিমালা ও মুদ্রা।
১৫। শিলালিপি কি?
উঃ প্রাচীন কালের বাংলার ইতিহাস জানার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের অন্যতম উৎস হচ্ছে শিলালিপি ।
১৬। কৌটিল্য কে ছিলেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী ছিলেন।
১৭। অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ কৌটিল্য ।
১৮। টেরাকোটা কী?
উঃ পোড়ামাটির ফলক।
১৯। চর্যাগীতি কি?
উঃ চর্যাগীতি হলো বাংলা ভাষার আদি নিদর্শন।
২০। উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উঃ নরসিংদী জেলায়।
২১। রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা?
উঃ কলহন ।
২২। বাংলার জলবায়ু সাধারণত কী প্রকৃতির।
উঃ বাংলার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতির।
২৩। প্রাচীন বাংলায় ছোট ছোট গ্রামকে কী বলা হতো?
উঃ প্রাচীন বাংলায় ছোট ছোট গ্রামকে বাটক বা পাটক বা পাড়া বলা হতো।
২৪। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উঃ প্রাচীনতম জনপদ পুন্ড্র।
২৫। পুণ্ড্র নগর কোথায় অবস্থিত?
উঃ পুণ্ড্র নগর বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত।
২৬। মহাস্থানগড়ের প্রাচীন নাম কী?
উঃ মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুণ্ড্রনগর।
২৭। কর্ণসুবর্ণের বর্তমান অবস্থান কোথায়?
উঃ কর্ণসুবর্ণের বর্তমান অবস্থান পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায়।
২৮। ‘বঙ্গ’ কী?
উঃ বঙ্গ হলো প্রাচীন বাংলার একটি জনপদ।
২৯। বরেন্দ্র শব্দের অর্থ কী?
উঃ বরেন্দ্র শব্দের অর্থ প্রধান রাজা বা শ্রেষ্ঠ ব্যক্তি ।
৩০। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?
উঃ রাজা শশাঙ্ক ।
৩১। হিউয়েন সাং কাঁঠালকে কি বলে উল্লেখ করেছেন?
উঃ পনস ।
৩২। বানভট্ট’ কার সভাকবি ছিলেন?
উঃ ‘বানভট্ট’ হর্ষবর্ধনের সভাকবি ছিলেন।
৩৩। হর্ষবর্ধনের সভাকবির নাম কি?
উঃ বানভট্ট।
৩৪। শীলভদ্র কে ছিলেন?
উঃ শীলভদ্র ছিলেন নালন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ।
৩৫। হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন?
উঃ হিউয়েন সাং ৬৩৮ খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন।
৩৬। গোপালের প্রাথমিক রাজ্য কোনটি?
উঃ পাল রাজাদের জনকভূমি বরেন্দ্র অঞ্চলে (বর্তমান উত্তরবঙ্গ)।
৩৭। মাৎস্যন্যায়’ কী?
উঃ মাৎস্যন্যায় অর্থ আইন বিবর্জিত রাষ্ট্র। যেখানে সবলেরা দুর্বলের প্রতি অত্যাচার করে বা বড় মাছের মতো গ্রাস করে।
৩৮। প্রাচীন বাংলার প্রথম মাৎস্যন্যায় দূর করেন কে?
উঃ গোপাল।
৩৯। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল ।
৪০। প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
উঃ প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ।
৪১। পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?
উঃ ধর্মপাল।
৪২। পাল রাজাদের ধর্ম কি ছিল?
উঃ বৌদ্ধধর্ম ।
৪৩। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
উঃ সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল ।
৪৪। পাল যুগের রাষ্ট্রভাষা কী ছিল?
উঃ পাল যুগের রাষ্ট্রভাষা বাংলা ছিল ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মাৎস্যন্যায় ও প্রকৃতিপুঞ্জ সম্পর্কে ধারণা দাও। ১০০%
২। সোমপুর বিহার সম্পর্কে টীকা লিখ। ১০০%
৪। নদীয়া সম্পর্কে যা জান লেখ। ১০০%
৫। শ্রীচন্দ্রের কৃতিত্ব সংক্ষেপে উল্লেখ কর। ১০০%
৬। প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
৭। লক্ষ্মণ সেনের পরিচয় দাও। ১০০%
৮। পাল বংশের পতনের উল্লেখযোগ্য কারণসমূহ লিখ। ১০০%
৯। কৌলিন্য প্রথা ও বরেন্দ্র বিদ্রোহ কি? ১০০%
১০। প্রাচীন বাংলার গঙ্গা ও বঙ্গ জনপদের পরিচয় দাও। ১০০%
১১। শশাঙ্ককে বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা হয় কেন? ৯৯%
অথবা, রাজা শশাঙ্কের কৃতিত্ব উল্লেখ কর।
১২। প্রাচীন বাংলার ইতিহাস রচনায় পর্যটকদের বিবরণীর ভূমিকা লিখ। ৯৯%
১৩। প্রাচীন ভারতের বিক্রমাদিত্য বলা হয় কাকে, কেন? ৯৯%
১৪। ধর্মপালের ধর্মনীতি উল্লেখ কর। ৯৯%
১৫। কৌটিল্য বা চানক্য কী? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। প্রাচীন বাংলার জনপদসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
২। বাংলার অধিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা কর। ১০০%
৩। ত্রিপক্ষীয় সংঘর্ষ কি? ত্রিপক্ষীয় সংঘর্ষের উল্লেখপূর্বক ধর্মপালের রাজ্যবিস্তার বর্ণনা কর। ১০০%
৪। রাজা গোপালের ক্ষসতাসীন হওয়ার ইতিবৃত্ত উল্লেখপূর্বক সমকালীন বাংলার রাজনৈতিক অবস্থা বর্ণনা কর। ১০০%
৫। পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে দেব পালের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৬। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
অথবা, সেন বংশের সার্বভৌম রাজা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব আলোচনা কর।
৭। বর্ম কারা? বর্ম রাজবংশের উত্থান ও পতন বর্ণনা কর। ১০০%
৮। প্রাচীন বাংলায় আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও। ১০০%
৯। বখতিয়ার খলজীর নদিয়া বিজয়ের বর্ণনা দাও। ১০০%
১০। লক্ষণ সেনের চরিত্র ও কৃতিত্ব বিচার কর। ৯৯%
১১। প্রাচীন বাংলার ইতিহাস রচনার উতসসমূহ আলোচনা কর। ৯৯%
১২। প্রথম মহিপালের কৃতিত্বসমূহ পর্যালোচনা কর। ৯৯%
১৩। সেন বংশের পতনের কারণসমূহ পর্যালোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*