অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইতিহাস বিষয় প্রাচীন সভ্যতার ইতিহাস ২২১৫০৫ রকেট স্পেশাল সাজেশন

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। হোমার কে ছিলেন?

উঃ গ্রিসের কবি।

২। সর্বাপেক্ষা প্রাচীন মানব গোষ্ঠীর নাম কী? উঃ পিকিং মানব।

৩। সংস্কৃতি কী?

উঃ মানুষের ধ্যানধারণা, মূল্যবোধ ও পার্থিব উপকরণের সামগ্রিক রূপই সংস্কৃতি ।

৪। প্রাচীন মিশরীয়দের কাগজ তৈরির উপকরণ কী?

উত্তর: প্যাপিরাস।

৫। নীলনদের উপত্যকায় কৃষি কাজের প্রথম উদ্ভব হয়েছিল উক্তিটি কার?

উঃ সমাজবিজ্ঞানী পেরির।

৬। ব্যবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন? উঃ সম্রাট নেবুচাঁদনেজার।

৭। হায়রোগিফিক কী?

উঃ ছবি বা চিত্রের দ্বারা মিশরীয় লিখন পদ্ধতি হায়রোগিফিক নামে পরিচিত।

৮। ‘স্পার্টা’ শব্দের অর্থ কী?

 উঃ কর্ষিত বা বোনা জমি ।

৯। সর্বপ্রথম কোথায় চাকাওয়ালা গাড়ির সন্ধান পাওয়া যায়? 

উঃ সর্বপ্রথম মেসোপটেমিয়াতে চাকাওয়ালা গাড়ির সন্ধান পাওয়া যায়।

১০। সামরিক জাতি কারা ? 

উঃ সামরিক জাতি এসেরীয়রা।

১১। রেমান আইনের জনক কে?

 উঃ সিসেরো।

১২। সর্ববৃহৎ পিরামিডের নাম কী?

 উঃ ফারা ও খুফুর পিরামিড।

১৩। প্রাচীন সভ্যতায় কোন দেশ প্রথম সিভিল সার্ভিস চালু করে? 

উঃ চীন দেশে।

১৪। মানুষের বৈজ্ঞানিক নাম কি? 

উঃ হোমো সেপিয়েন্স (Homo sapiens)।

১৫। কৃষি পদ্ধতি আবিষ্কার হয় কোন যুগে? 

উঃ নব্য প্রস্তর যুগে।

১৬। নব্য প্রস্তব যুগের বিপ্লব’ কথাটি কে বলেছেন?

উঃ গর্ডন চাইল্ড।

১৭। নবোপলীয় যুগের প্রথম আবিষ্কার কি?

উঃ চাকা ।

১৮। A study of history গ্রন্থটি লেখক কে?

উঃ আর্নল্ড জে. টয়েনবি ।

১৯। ‘The Origin of Species’ গ্রন্থের লেখক কে?

উঃ চার্লস ডারউইন ।

২০। Urban শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উঃ গর্ডন চাইল্ড ।

২১। ‘Medieval City’ গ্রন্থটির লেখক কে? 

উঃ Henri Pirenne. (হেনরি পিরেনের)।

২২। নগর বিপ্লব শব্দটি কোন সমাজবিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন?

উঃ V. Gordon Childe. (ভি গর্ডন চাইল্ড) ।

২৩। নগর হলো বণিকদের সম্প্রদায়।উক্তিটি কার?
উঃ Henri Pirenne. (হেনরি পিরেনের)।
২৪। মেগাসিটি কি?
উঃ ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী কোনে মেট্রোপলিটন এলাকায় ৫০ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট হলে তাকে মেগাসিটি বলে।
২৫। প্রাচীন মিশরের রাজাদের উপাধি কী ছিল?
উত্তর: ফারাও।
২৬। ফারাও এর অর্থ কি?
উঃ বড় বাড়ি বা রাজবাড়ি।
২৭। লিপইয়ার প্রথম কারা আবিষ্কার করে?
উঃ মিশরীয়রা।
২৮। মিশরে একেশ্বরবাদ কে প্রতিষ্ঠা করেন?
উঃ আমেন হোটেপ।
২৯। মেসোপটেমিয়া অর্থ কি?
উঃ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
৩০। Fertile Crescent শব্দের অর্থ কী?
উঃ উর্বর অর্ধচন্দ্রিকা।
৩১। কিউনিফর্ম কি?
উঃ সুমেরীয় লিপি।
৩২। সাত দিনে এক সপ্তাহ-প্রথম কারা আবিষ্কার করেন?
উঃ সুমেরীয়রা।
৩৩। হাম্মুরাবি কে?
উঃ হাম্মুরাবি ছিলেন ব্যাবিলনের সর্বশেষ্ঠ রাজা । তিনি ছিলেন একাধারে দুধর্ষ যোদ্ধা, সংগঠক, প্রশাসক ও আইন সংকলন ।
৩৪। ব্যাবিলনীয় সাম্রাজ্যের কে প্রতিষ্ঠাতা করেন?
উঃ প্রথম সারগণ ও রাজা হাম্মুরাবি।
৩৫। সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কি? |
উঃ গিলগামেশ ।
৩৬। সামরিক জাতি কারা?
উঃ সামরিক জাতি এসেরীয়রা।
৩৭। এ্যাসিরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ আসুরউবল্লিতে/আসুরবানিপাল।
৩৮। জরথুস্ত্রবাদ কি?
উঃ পারস্যের ধর্মের নাম।
৩৯। ফিনিশীয় নামের উৎপত্তি কোন শব্দ থেকে।
উঃ গ্রিক শব্দ Phoenix থেকে।
৪০। বর্ণমালা আবিষ্কার করে কারা?
উঃ ফিনিশীয়রা।
৪১। হিব্রু শব্দের অর্থ কী?
উঃ যাযাবর।
৪২। হিব্রুধর্ম কি নামে পরিচিত?
উঃ ইহুদিবাদ বা জুডাবাদ নামে ।
৪৩। কোন নদীকে “চীনের দুঃখ” বলা হয়?
উঃ হোয়াংহো নদীকে ‘চীনের দুঃখ’ বলে ।
৪৪। লাওসে কে ছিলেন?
উঃ চীনের দার্শনিক ও তাওবাদের প্রতিষ্ঠাতা ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জরথুস্ত্রবাদ বলতে কী বুঝ? ১০০%
২। মিশরকে নীলনদের দান বলা হয় কেন? ১০০%
৩। প্রস্তর যুগ কাকে বলে? এ যুগ কয় ভাগে বিভক্ত? ১০০%
৪। হাম্বুরাবির আইন সংহিতার দুটি বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৫। সংক্ষেপে সুমেরীয়দের লিখন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৬। ফিনিশীয়দের উপনিবেশ স্থাপনের কৌশল কী ছিল? ১০০%
৭। কনফুসিয়াসের দর্শনতত্ত্ব আলোচনা কর। ১০০%
৮। ইখনাটন ধর্মীয় ক্ষেত্রে কি কি পরিবর্তন এনেছিলেন? ১০০%
৯। রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো কি কি? ১০০%
১০। সক্রেটিস ও কনফুসিয়াস কে ছিলেন? ১০০%
১১। সভ্যতা ও পিরামিড কী? ৯৯%
১২। হেলেনীয় সভ্যতা কি? ৯৯%
১৩। এথেন্সে কি? এথেন্সের গুরুত্ব লিখ। ৯৮%
১৪। হিব্রু আইন সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৫%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সভ্যতার সংজ্ঞা দাও। সভ্যতার উৎপত্তি ও পতন সম্পর্কে টয়েনবির মতামত ব্যাখ্যা কর। ১০০%
২। বিশ্বসভ্যতায় হিব্রু জাতির অবদান মূল্যায়ন কর। ১০০%
৩। প্রচীন মিশরীয়দের ধর্মীয় ও সামাজিক জীবন পর্যালোচনা কর। ১০০%
৪। প্রশাসনিক ক্ষেত্রে পারসিকদের অবদান মূল্যায়ন কর। ১০০%
৫। এথেনীয় গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর। ১০০%
৬। আইনের ক্ষেত্রে রোমানদের অবদান মূল্যায়ন কর। ১০০%
৭। রোমান প্রজাতন্ত্রের প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে শ্রেণিদ্বন্দ্ব বিশ্লেষণ কর। ১০০%
৮। পুরোপলীয় যুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ১০০%
৯। কুনফুসিয়াস মতবাদ কি? চৈনিক সভ্যতায় এর প্রভাব কি ছিল? ৯৯%
১০। হাম্বরাবির আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে ব্যবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কিরূপ চিত্র পাওয়া যায়। ৯৯%
১১। নগর বিপ্লবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১২। এথেন্স কি? এথেনীয় গণতন্ত্রের বিকাশ বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*