অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ বাংলা বিষয় বাংলা কবিতা ২ ২২১০০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উঃ ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
২। মেঘনাদবধ’ কাব্যের অষ্টম সর্গের নাম কী? উঃ ‘মেঘনাদবধ’ কাব্যের ৮ম সর্গের নাম প্রেতপুরী।
৩। বীরবাহুর মায়ের নাম কী?
উঃ বীরবাহুর মায়ের নাম- চিত্রাঙ্গদা দেবী।
৪। হে কাল সমরে, নাহি চাহে প্ৰাণ যম পাঠাইতে তোমা বারম্বর।’—উক্তিটি কার?
উঃ উক্তিটি রাবণের। বীরবাহুর মৃত্যুর খবর পেয়ে মেঘনাদ যুদ্ধে যেতে চাইলে রাবণ এ উক্তিটি করেছে।
৫। মৈথিলী কে?
উত্তর: মিথিলার রাজকন্যা অর্থাৎ, সীতা হচ্ছেন মৈথিলী।
৬। রাহুগ্রাসে হেরি সূর্য্যে কার না বিদরে
হৃদয়ে?’- কোন প্রসঙ্গে বলা হয়েছে?
উঃ লঙ্কারাজ রাবণের মতো তেজস্বী বীর পুত্রহারা। সূর্যকে রাহুগ্রাস করলে যেমন হয়। পরাজিত রাবণ আজ তেমনি দীপ্তহীন
বেদনাদীন। নবম সর্গে রাবণের ব্যথায় ব্যথিত হয়ে রাম একথা বলেছে।
৭। সোনার তরী’ কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উঃ কবি তাঁর ভ্রাতা শ্রীদেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেছেন।
৮। কী আছে হোথায় চলেছি কীসের অন্বেষণে?’—পক্তিটি কোন কবিতার?
উঃ পক্তিটি নিরুদ্দেশ যাত্রা।
৯। বর্ষাযাপন’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উঃ ‘বর্ষাযাপন’ সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা।
১০। উজ্জয়িনীপুরে কবি কাকে খুঁজতে গিয়েছেন?
উঃ উজ্জয়িনীপুরে কবি প্রথমা প্রিয়ারে খুঁজতে গিয়েছেন।
১১। ভ্রষ্ট লগ্ন’ কবিতায় প্রিয়া কোন সময় সোনার টিপ পরছিল?
উঃ গোধূলিবেলায়।
১২। মনেরে তাই কহ যে, ভালো-মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে।’—কোন কবিতায় উল্লিখিত ?
উঃ ‘বোঝাপড়া কবিতায় উল্লিখিত ।
১৩। ‘এক গাঁয়ে’ কবিতায় উল্লিখিত নদীর নাম কী?
উঃ ‘এক গাঁয়ে’ কবিতায় উল্লিখিত নদীর নাম অঞ্জনা ।
১৪। শ্ৰীকণ্ঠ’ কোন কবির উপাধি?
উঃ ‘শ্রীকণ্ঠ’ মাইকেল মধুসূদন দত্তের উপাধি।
১৫। প্রমীলার সখীর নাম কী?
উঃ প্রমীলার সখীর নাম ‘বাসন্তী’।
১৬। মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয়।
উঃ ‘মেঘনাদবধ কাব্য’ ১৮৬১ সালে প্রকাশিত হয়।
১৭। মেঘনাদবধ’ কাব্যটিতে মোট কয়টি সর্গ আছে?
উঃ ‘মেঘনাদবধ’ কাব্যটিতে মোট ৯টি সর্গ। যথা- অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী এবং সংক্রিয়া।
১৮। মেঘনাদবধ’ কাব্যে ‘বীর-চূড়ামণি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উঃ ‘মেঘনাদবধ’ কাব্যে ‘বীর-চূড়ামণি’ বলতে বীরবাহুকে বোঝানো হয়েছে।
১৯। মেঘনাদবধ’ কাব্যে সীতাকে কোন বনে বন্দি করে রাখা হয়েছিল।
উঃ ‘মেঘনাদবধ’ কারো সীতাকে অশোকবনে বন্দী করে রাখা হয়েছিল।
২০। মেঘনাদের মৃত্যু হয় কোন সর্গে?
উঃ মেঘনাদের মৃত্যু হয় ‘বধ’ নামক ৬ষ্ঠ সর্গে।
২১। মেঘনাদবধ কাব্যের ১ম সর্গের শুরুতে কোন কবির উল্লেখ তাছে।
উঃ রামায়ণের রচয়িতা কবি বাল্মীকির কথা উল্লেখ আছে।
২২। মধুসূদনের ‘মেঘনাদবধ’ কাব্যের কাহিনি উৎস কী?
উঃ মধুসূদনের ‘মেঘনাদবধ’ কাব্যের কাহিনি উৎস কৃত্তিবাসের রামায়ণ ।
২৩। লক্ষ্মণ কার সাহায্যে নিকুম্ভিলা যজ্ঞাগারে এসেছিল?
উঃ লক্ষ্মণ বিভীষণের সাহায্যে নিকুম্ভিলা যজ্ঞাগারে এসেছিল।
২৪। সপ্তাদিবানিশি লঙ্কা কাঁদিলো বিষাদে”- এ পংক্তিটি কোন সর্গ থেকে নেয়া?
উঃ এ পংক্তিটি ৯ম সর্গ থেকে নেয়া।
২৫। মেঘনাদের শোকে লঙ্কাবাসী ক’দিন ধরে কেঁদেছিল?
উঃ মেঘনাদের শোকে লঙ্কাবাসী দশদিন ধরে কেঁদেছিল।
২৬। মেঘনাদকে কোথায় হত্যা করা হয়েছিল?
উঃ মেঘনাদকে তারই অন্তঃপুরের নিকুম্ভিলা যজ্ঞাগারে হত্যা করা হয়েছিল।
২৭। বীরবাহু কে?
উঃ চিত্রাঙ্গদার গর্ভজাত সন্তান রাবণের ছেলের নাম হলো- ‘বীরবাহু’।
২৮। “যে শয্যায় আজি তুমি ওয়েছ কুমার।” এখানে কুমার বলতে কাকে বোঝানো হয়েছে?
উঃ এখানে কুমার বলতে বীরবাহু বোঝানো হয়েছে।
২৯। বীরবাহু কোন স্বর্গে মারা যায়?
উঃ বীরবাহু প্রথম স্বর্গে মারা যায়।
৩০। ইন্দ্রজিৎ কার নাম? ইন্দ্রজিৎ মানে কী?
উঃ ইন্দ্রজিৎ রাবণপুত্র মেঘনাদের নাম। ইন্দ্ৰজিৎ অর্থ “ইন্দ্রকে যে’ জয় করেছে”।
৩১। ঘৃতাচী-পুত্র কে?
উঃ ঘৃতাচী-পুত্র মহাবীর দ্রোণ-এর পুত্র।
৩২। ছিল আশা মেঘনাদ মুদিবে অভিমে-এর পরের চরণ কী?
উঃ এ নয়নদ্বয় আমি তোমার সম্মুখে;
৩৩। “এক পুত্রশোকে তুমি আকুলা, ললনে,শত পুত্রশোকে বুক আমার ফাটিছে দিবা নিশি!”— এক পুত্রশোকে আকুলা কে?
উঃ চিত্রাঙ্গদা দেবী।
৩৪। জন্মভূমি, রক্ষাহেতু কে ডরে মরিতে”? -উক্তিটি কাকে করেছিল?
উঃ উক্তিটি রাবণকে করেছিল।
৩৫। রাবণ সীতাকে হরণ করে এনে কোথায় রেখেছিল?
উঃ রাবণ সীতাকে হরণ করে এনে লঙ্কায় রাবণ প্রাসাদের অশোকবনে রেখেছিল।
৩৬। রাবণের বোনের নাম কী?
উঃ রাবণের বোনের নাম সূর্পণখা ।
৩৭। রাবণের পুত্রদ্বয়ের নাম কী?
উঃ রাবণের পুত্রদ্বয়ের নাম ‘বীরবাহু ও মেঘনাদ’ ।
৩৮। বিভীষণ কে?
উঃ বিভীষণ রাবণের ছোট ভাই। সরমার স্বামী।
৩৯। কোন সর্গে রামচন্দ্র প্রেতপুরীতে যায়।
উঃ অষ্টম সর্গে রামচন্দ্র প্রেতপুরীতে যায়।
৪০। উর্মিলা বিলাসী কে?
উঃ উর্মিলা বিলাসী লক্ষ্মণের স্ত্রী ।
৪১। সরমা কে?
উঃ সরমা রাবণ ভ্রাতা বিভীষণের স্ত্রী।
৪২। সীতা কে?
উঃ সীতা রামের স্ত্রী।
৪৩। পঞ্চবটী বনে স্বর্ণমৃগের রূপ ধারণ করেছিল কে?
উঃ পঞ্চবটী বনে স্বর্ণমৃগের রূপ ধারণ করেছিল মারীচ ।
৪৪। সোনার তরী’ কবিতাটি কোন আঙ্গিকে রচিত?
উঃ ‘সোনার তরী’ কবিতাটি রূপকের আঙ্গিকে রচিত।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘দুঃসময়’ কবিতার ভাবার্থ কী? ১০০%
২। “শূন্য নদীর তীরে রহিনু পড়ি”–এর তাৎপর্য কী? ১০০%
৩। ‘ক্ষণিকা’ কাব্যে কবিমানসের পরিচয় দাও। ১০০%
৪। রাবণের পরাজয়ের পিছনে বিভীষণের ভূমিকা কী ছিলো? ১০০%
৫। “কী সুন্দর মালা আজি পারিয়াছো গলে, প্রচেতঃ”—কে, কার সম্পর্কে এবং কেন এ উক্তিটি করেছে? ১০০%
৬। পরিচয় দাও : বীরবাহু, সীতা, প্রমীলা। ১০৯%
৭। ‘সোনারতরী’ কবিতাটির রূপকর্ণ বিশ্লেষণ কর। ১০০%
৮। ‘দেবতার প্রিয় করি, প্রিয়েরে দেবতা।’ – কথাটির তাত্পর্য কী? ১০০%
৯। ‘দুই পাখি’ ও ‘হিং টিং ছট’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ। ১০০%
১০। ‘বৈশাখ’ কবিতায় কবি কী কামনা করেছেন? সংক্ষেপে লেখ। ১০০%
১১। “ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরু বরে”? —ব্যাখ্যা কর। ৯৯%
১২। “ক্ষণিকা কাব্যের ‘কল্যাণী’ কবিতা নারীর সৌন্দর্য ও প্রেমানুভূতির চরম প্রকাশ।”—সংক্ষেপে আলোচনা কর। ৯৯%
১৩। ‘বর্ষশেষ’ কবিতায় কবি নতুনকে বন্দনা করেছেন কেন? ৯৯%
১৪। তাপস হওয়ার জন্য কবি কি কি শর্তারোপ করেছেন? ৯৯%
১৫। ‘ক্ষণিকা’ কাব্যে কবি অতীতের চেয়ে বর্তমানকে কিভাবে প্রাধান্য দিয়েছেন? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। “ঊনিশ শতকের বাংলার নবজাগরণের পথিকৃৎ কবি মধুসূদন।”—’মেঘনাববধ কাব্য’ অবলম্বনে উক্তিটির সার্থকতা বিচার কর। ১০০%
২। ‘মেঘনাদবধ কাব্যে’র প্রধান রস কোনটি? আলোচনা কর। ১০০%
৩। ‘সোনার তরী’ কাব্যের শিল্পমূল্য বিচার কর। ১০০%
অথবা, ‘সোনার তরী’ কাব্যে কবির মৃত্যু ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর।
৪। “কল্পনা’ কাব্যের বিশিষ্ট দিক প্রচীন কাব্যের স্মৃতি ও অনুষঙ্গ।”—মন্তব্যটির আলোকে প্রাসঙ্গিক কবিতাগুলো সম্পর্কে আলোচনা কর। ১০০%
৫। “কল্পনা’ কাব্যে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।”—উক্তিটির আলোকে কবিমানসের দ্বন্দ্বের স্বরূপ উন্মোচন কর। ১০০%
৬। “ক্ষণিকা” কাব্যে কবি ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে প্রবেশ করেছেন।”—মন্তব্যটি বিশ্লেষণ কর। ১০০%
৭। ‘ক্ষণিকা’ কাব্যের নামকরণের সার্থকতা বিচার কর। ১০০%
৮। ট্রাজেডি হিসেবে ”মেঘনাদবধ” কাব্যের সার্থকতা আলোচনা কর। ১০০%
৯। ‘সোনর তরী’ কাব্যের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতার কাব্য সৌন্দর্য বিচার কর। ১০০%
১০। ‘সোনর তরী’ কাব্যের কবির কালচেতনা ও মর্ত্যপ্রীতির স্বরূপ বিচার কর। ১০০%
১১। ‘মেঘনাদবধ কাব্যে’র নায়ক কে? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও। ৯৯%
১২। ‘কল্পনা’ কাব্যে কবি জীবনের পালাবদলের যে পরিচয় প্রকাশিত হয়েছে তা আলোচনা কর। ৯৯%
১৩। “মেঘনাদবধ” কাব্য অবলম্বনে প্রমীলা চরিত্র বিশ্লেষণ কর। ৯৮%
১৪। ‘সোনার তরী’ কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্যচেতনার পরিচয় দাও। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*