অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ অর্থনীতি বিষয় ব্যবসায় পরিচিতি ২২২২০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ : TCB, FBCCI, STA, CTA, SEC, FOB, BGMEA, IMF, SAARC, ISO, SAPTA, GATT, WTO, ASEAN, NAFTA, WIPO.
৩। ব্যবসায়ের সংজ্ঞা দাও।
উঃমুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রীর ক্রয়-
বিক্রয় সংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় বলে।
২। ব্যবসায়ের দুটি মৌলিক উপাদান লিখ।
উঃ ব্যবসায়ের দুটি মৌলিক উপাদান হলো-
১. উদ্যোক্তা ও ২. প্রাতিষ্ঠানিক কাঠামো।
৪।ব্যবস্থাপনা পরিচালক কাকে বলে?
উঃ পরিচালকদের মধ্য হতে কোনো পরিচালক
পরিচালকমণ্ডলীর সভার সিদ্ধান্তক্রমে বা কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বলে অথবা পরিমেল নিয়মাবলির কোনো বিশেষ ধারার ভিত্তিতে কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনার
দায়িত্ব গ্রহণ করলে তাকে ব্যবস্থাপনা পরিচালক বলে।
৫। ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কি বুঝায়?
উঃ ব্যবসায়ের কাম্য আয়তন বলতে আমরা ঐ
প্রতিষ্ঠানকেই বুঝে থাকি, যা প্রাপ্ত কারিগরি ও সাংগঠনিক
দক্ষতার সাহায্যে দীর্ঘ সময় পর্যন্ত সকল প্রকার খরচ-পত্র মিটিয়ে প্রতি একক ন্যূনতম গড় উৎপাদন ব্যয়ের পণ্য দ্রব্য উৎপাদনে সক্ষম হয়।
৬। পুনঃরপ্তানি কি?
উঃ বিদেশ হতে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনঃরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে ।
৭। প্রাথমিক শিল্প কী?
উঃ প্রকৃতি নামক কারখানায় প্রাথমিকভাবে যে সকল
শিল্পের বিকাশ ঘটেছে তাকে প্রাথমিক শিল্প বলে।
৮। নিষ্কাশন শিল্প কি?
উঃ যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূ-গর্ভ, পানি বা বায়ু
হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন- খনিজ।
৯। ব্যবসায় পরিবেশ বলতে কি বুঝায়?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠানকে যে সকল পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় কার্যকলাপ করতে হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
১০। ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ কাকে বলে?
উঃ ব্যবসায়ের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে যে পরিবেশ
সৃষ্টি হয় তাকে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ বলে ।
১১। ব্যবসায় সংগঠন কি?
উঃ মুনাফা অর্জনের উদ্দেশ্যে উপাদান ও উপযোগ
সৃষ্টির মাধ্যমে সকল উপকরণাদি সংগঠিত করে এদের মধ্যে সুষ্ঠু ও সামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধনই হলো ব্যবসায় সংগঠন
১২। অংশীদারি চুক্তিপত্র কাকে বলে?
উঃ সর্বনিম্ন ২ ব্যক্তি সদস্য থেকে সর্বোচ্চ ২০ জন
সকলের স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি আইনানুগ
মৌখিক বা লিখিত যে চুক্তির ভিত্তিতে ব্যবসায় গঠন ও
পরিচালিত হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে ।
১৩। প্রতিবন্ধ অংশীদার কি?
উঃ প্রতিবন্ধ অংশীদার বলতে ঐ অংশীদারকে বুঝায়
যিনি অংশীদারি ব্যবসায়ের অংশীদার নন। কিন্তু তার
কথা-বার্তা, আচার-আচরণ দেখে লোকজন তাকে ব্যবসায়ের অংশীদার মনে করে।
১৪। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত?
উঃ অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা ন্যূনতম ২
এবং সর্বোচ্চ ২০ জন।
১৫। নিষ্ক্রিয় বা নিদ্রিত অংশীদার কি?
উঃ যে অংশীদাররা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে
এবং এর লাভ-লোকসানে অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায়ের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশ গ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত (নিদ্রিত) অংশীদার বলে ।
১৬। অসীম দায় কি?
উঃ যখন ব্যবসায়ের আর্থিক ক্ষতির জন্য ব্যবসায়ের
বিনিয়োজিত মূলধন ছাড়াও ব্যক্তিগত সম্পদ দায়ী থাকে তখন তাকে বলা হয় অসীম দায়।
১৭। একমালিকানা ব্যবসায় কি?
উঃ একজন ব্যক্তি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত
ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় বলে।
১৮। পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে?
উঃ কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ারের
সদস্য দ্বারা স্বেচ্ছায় সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে কৃত্রিম
সত্তাবিশিষ্ট যে যৌথ মূলধনী ব্যবসায় গঠন করে, তাকে
পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
১৯। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা কত?
উঃ প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য ২ থেকে
৫০ জন।
২০। ন্যূনতম চাঁদা বা মূলধন কি?
উঃ কোম্পানি রেজিস্ট্রেশন করার পূর্বে ন্যূনতম যে পরিমাণ চাঁদা/ তহবিল সংগ্রহ করতে হয় তাকে ন্যূনতম চাঁদা বা মূলধন বলে।
২১। রাইট শেয়ার কি?
উঃ কোনো কোম্পানি অধিকতর মূলধন সংগ্রহের
উদ্দেশ্যে নতুন শেয়ার বণ্টনের সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্পূর্ণ বা আশিংক ক্রয়ের অধিকার আনুপাতিক হারে পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য সংরক্ষণ করে তাকে রাইট শেয়ার বলে।
২২। শেয়ার ওয়ারেন্ট কী?
উঃ শেয়ার ওয়ারেন্ট হলো পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক প্রদত্ত একটি দলিল যার বলে এর ধারক বা বাহক ওয়ারেন্টে উল্লেখিত শেয়ারের স্বত্ত্ব অর্জন করে।
২৩। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ।
২৪। পরিচালনা পর্ষদ কি?
উঃ যৌথ মূলধনী কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত পরিচালকদের সমষ্টিকে পরিচালনা পর্ষদ বলে।
২৫। অবলেখক কী?
উঃ অবলেখক বলতে যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে
শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের চুক্তি করা হয়ে থাকে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় ।
২৬। স্টক কী?
উঃ যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে ক
অসম ক্ষুদ্র অঙ্কের এককে প্রকাশ করা হলে তাকে স্টক বলে।
২৭। রাষ্ট্রীয় ব্যবসায় বলতে কি বুঝ?
উঃ সরকার কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে
রাষ্ট্রীয় ব্যবসায় বলে ।
২৮। বিপণিমালা কাকে বলে?
উঃ A Chain Store বা বিপনিমালা হলো একই
বৈশিষ্ট্যসম্পন্ন কতিপয় দোকান যেগুলোর মালিকানা
একই ব্যক্তির হাতে ন্যস্ত থাকে।
২৯। সমান্তরাল জোট কি?
উঃ একই পণ্যদ্রব্য উৎপাদনকারী বা সেবা প্রদানকারী
একাধিক ব্যবসায় প্রতিষ্ঠান সংযুক্ত হয়ে একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হলে তাকে সমান্তরাল বা সমশিল্প জোট বলে।
৩০। চক্রাকার/বৃত্তাকার জোট কাকে বলে?
উঃ সম্পূর্ণ ভিন্নধর্মী পণ্য উৎপাদন বা সেবা পরিবেশনে
নিযুক্ত একাধিক শিল্পপ্রতিষ্ঠান একত্র হয়ে জোট গঠন করে একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হলে তাদে
চক্রাকার বা বৃত্তাকার বা গোলাকার বা মিশ্র জোট বলে
৩১। কার্টেল বলতে কি বুঝ?
উঃ সমশিল্প নিয়োজিত কতকগুলি পরস্পর প্রতিযোগী
উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে পণ্যের যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে একচেটিয়া প্রভাব বিস্তারের উদ্দেশ্যে একত্র হয়ে একটি নতুন বিক্রয় সংস্থা গঠন করলে তাকে বিক্রয়কারী সংঘ বা কার্টেল বলে।
৩২। ট্রাস্ট বলতে কি বুঝ?
উঃ এক বা একাধিক যৌথ মূলধনী কোম্পানির শেয়ার
হোল্ডারগণ ঐ কোম্পানিসমূহ পরিচালনা করার সময়
নিজেদের শেয়ারের সম্পূর্ণ অংশ অন্যকোনো প্রতিষ্ঠানের নিকট হস্তান্তরের মাধ্যমে যে ব্যবসায়ী সংঘ গড়ে তোলে তাকে ট্রাস্ট বলে।
৩৩। হোল্ডিং কোম্পানি কাকে বলে?
উঃ প্রকৃত অর্থে যে কোম্পানি অপর এক বা একাধিক
কোম্পানির অন্তত ৫১% শেয়ার ক্রয় করে ঐ কোম্পানি বা কোম্পানিসমূহের পরিচালনা ও নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে তখন ঐ ধারক বা নিয়ন্ত্রক
কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলে।
৩৪। সংহতি কি?
উঃ দুই বা ততোধিক ব্যবসায় প্রতিষ্ঠান যখন আংশিক
বা সম্পূর্ণরূপে নিজেদের পৃথক সত্তা বিসর্জন দিয়ে
নতুন ব্যবস্থাপনার অধীনে জোট গঠন করে তখন তাকে
একটি সংহতি বলে।
৩৫। বণিক সভা বলতে কি বুঝ?
উঃ কোনো নির্দিষ্ট অঞ্চল, এলাকা, স্থান বা দেশের
শিল্পপতি ও ব্যবসায়ীগণ যৌথ প্রচেষ্টার মাধ্যমে নিজেদের স্বার্থরক্ষা ও উক্ত স্থান বা অঞ্চলের বিকল্প ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছায় একত্র হয়ে যে সংস্থা গঠন করে তাকে বণিক সভা বলে ।
৩৬। ভোক্তা সমবায় সমিতি কাকে বলে?
উঃ নির্দিষ্ট এলাকার ভোগকারীরা মধ্যস্বত্ব ভোগকারীদের হাত থেকে রক্ষা ও কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ক্রেতা বা ভোক্তা সমবায় সমিতি বলে।
৩৭।সমবায় ব্যাংক কি?
উঃ পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে কিছু
ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় সম-অধিকারের ভিত্তিতে
দেশের প্রচলিত আইনের আওতায় যে প্রতিষ্ঠান গড়ে উঠে তাকে সমবায় ব্যাংক বলে।
৩৮। FBCCI কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৩ সালে FBCCI গঠিত হয়।
৩৯। পণ্য বিনিময় সহায়ক কাজগুলো কি কি? পাঁচটি স্থল বন্দরের নাম লিখ।
উঃ পণ্য বিনিময় সহায়ক কাজগুলো হলো-
(ক) ব্যাংক, (খ) বিমা, (গ) পরিবহন, (ঘ) গুদামজাতকরণও (ঙ) বিজ্ঞাপন এবং পাঁচটি স্থল বন্দরের নাম হলো- ১. বেনাপোল, ২.
হিলি, ৩. বাংলাবান্ধা, ৪. তামাবিল ও.৫. আখাউড়া।
৪০। চালান কি?
উঃ রপ্তানিকারক জাহাজে পণ্য বোঝাইয়ের পূর্বে
পণ্যের নাম, পরিমাণ, গুণাগুণ, মূল্য, পণ্যের ওজন,
প্রেরণের তারিখ ইত্যাদি উল্লেখ করে আমদানিকারকের নিকট যে পত্র প্রেরণ করে তাকে চালান বলে ।
৪১। ফরমায়েশ পত্র কি?
উঃ যে পত্রের মাধ্যমে ক্রেতা মালামাল ক্রয়ের জন্য
বিক্রেতা বা সরবরাহকারির কাছে নির্দিষ্ট পরিমাণ
মালামাল ডেলিভারি দেওয়ার জন্য আদেশ দেন, তাকে
বলা হয় আদেশ পত্র বা ফরমায়েশ পত্র।
৪২। আগাম পত্র কি?
উঃ আমদানিকৃত পণ্যদ্রব্য নিয়ে জাহাজ বন্দরে
পৌছালে, আমদানিকারক পণ্যের বিস্তারিত বিবরণ দিয়ে শুল্ক কর্তৃপক্ষের নিকট যে বিবরণী পেশ করে তাকে আগাম পত্র বলে।
৪৩। রপ্তানি উন্নয়ন ব্যুরো কী?রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান কাজ কী?
উঃ বিদেশে রপ্তানি বৃদ্ধি, রপ্তানির জন্য বাজার সম্প্রসারণ, রপ্তানি উন্নয়ন সংক্রান্ত নীতি প্রণয়ন উক্ত নীতির বাস্ত বায়নসহ সার্বিকভাবে রপ্তানিকারকদের সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে।এবং রপ্তানি পণ্যের গুণগত মান উন্নয়ন এর মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করাই রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রধান কাজ।
৪৪। IMF কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৫ সালের ডিসেম্বর মাসে IMF (আন্তর্জাতিক
মুদ্রা তহবিল) প্রতিষ্ঠিত হয়।
৪৫। – সমবায় সমিতি বলতে কি বুঝ?
উঃ সমবায়ের শাব্দিক অর্থ মিলন। সমাজের নিম্নবিত্ত
শ্রেণি নিজেদের প্রচেষ্টায় তাদের বৈষয়িক কল্যাণ এবং
উন্নত জীবনযাপনের জন্য সমঅধিকারের ভিত্তিতে স্বেচ্ছায় মিলিত হয়ে যে বৈধ ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যবসায় ও পেশার মধ্যে পার্থক্য নির্দেশ কর এবং একজন সফল ব্যবসায়ীর গুণাবলি বর্ণনা কর। ১০০%
২। ব্যবসায়ের মৌলিক উপাদান বর্ননা কর। ১০০%
৩। ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কী বোঝায়? ১০০%
৪। ব্যবসায়ের অবস্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর। ১০০%
৫। আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশ বলতে কি বুঝ?আন্তর্জাতিক ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ লিখ। ১০০%
৬। বিক্রয়কারী সংঘের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৭। একমালিকানা ব্যবসায়ের সুবিধাসমূহ বর্ণনা কর। ১০০%
৮। ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতা বলতে কী বুঝায়? ১০০%
৯। চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি”-ব্যাখ্যা কর। ৯৯%
১০। পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১১। পাবলিক কর্পোরেশন ও সেক্টর কর্পোরেশনের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১৩। ব্যবসায় জোট বলতে কী বুঝায়? প্রতিযোগিতার ফলে ব্যবসায় জোটের উৎপত্তি”-ব্যাখ্যা কর। ৯৯%
১৪। উৎপাদক সংঘের বৈশিষ্ট্য সমুহ আলোচনা কর। ৯৯%
১৫। শেয়ার বাজার বলতে কি বুঝ? ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর উদ্দেশ্যসমূহ লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ব্যবসায়ের সাথে শিল্প ও বাণিজ্যের সম্পর্ক দেখাও। ১০০%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা আলোচনা কর। ১০০%
২। (ক) ব্যবসায় পরিবেশের বাহ্যিক উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
(খ) SWOT বিশ্লেষণ কী?SWOT এর উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৩। (ক) অংশীদারী ব্যবসায়ের গঠন পদ্ধতি আলোচনা কর। ১০০%
(খ) অংশীদারী ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ। ১০০%
৪। (ক) কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপসাধন বলতে কী বুঝ? ১০০%
(খ) কোম্পানির বাধ্যতামূলক বিলোপসাধনের কারণসমূহ উল্লেখ কর। ১০০%
৫। (ক) পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার বলতে কী বুঝ? ১০০%
(খ) যৌথ মূলধনী কোম্পানি গঠনের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ কর। ১০০%
৬। (ক) ব্যবসায় জোট গঠনের পদ্ধতি আলোচনা কর। ১০০%
(খ) পুল ও কার্টেলের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৭। (ক) সমবায় সমিতির উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। ১০০%
(খ) সমবায় সমিতির নীতিমালা বা অদর্শসমূহ লিখ। ১০০%
৮। (ক) শেয়ার বাজারের উদ্দেশ্যাবলি লিখ। ১০০%
(খ) শেয়ার বাজারে শেয়ার তালিকাভুক্তির পূর্বশর্তসমূহ আলোচনা কর। ১০০%
৯। (ক) শেয়ার বাজার কিভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে? ৯৯%
(খ) শেয়ার বাজারে শেয়ার বেচাকেনার পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
১০। (ক) পণ্য বিনিময় কী?বিদেশ থেকে পণ্য আমদানি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%
(খ) বাংলাদেশ হতে বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি আলোচনা কর। ৯৯%
১১। (ক) রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বলতে কী বোঝায়? ৯৯%
(খ) রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা গঠনের উদ্দেশ্যাবলি লিখ। ৯৯%
১২। (ক)বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা কর। ৯৯%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা আলোচনা কর । ৯৯%
১৩। (ক) বাণিজ্য নীতি কাকে বলে? বন্দরসমূহের প্রকারভেদ বর্ণনা কর। ৯৯%
(খ) প্রত্যয়পত্রের সংজ্ঞা ও প্রত্যয়নপত্রের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ৯৯%
১৪। (ক) বিশ্বায়ন কী?বিশ্বায়নের পক্ষে যুক্তিসমূহ উল্লেখ কর। ৯৯%
(খ) বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ৯৯%
১৫। (ক) উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
(খ) আই.এম.এফ (IMF)-এর তহবিলের উৎস, উদ্দেশ্যে ও কা্রযাবলি আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*