অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ দর্শন বিষয় পাশ্চাত্য দর্শনের ইতিহাস ২১১৭০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য তিনি কোন যুক্তি দিয়েছেন?
উঃ তত্ত্ববিষয়ক যুক্তি ।
২। Philosophy’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ‘Philosophy’ শব্দটি সর্বপ্রথম পিথাগোরাস ব্যবহার করেন।
৩। তিনজন এশিয়াটিক দার্শনিকের নাম লিখ।
উঃ তিনজন এলিয়াটিক দার্শনিকের নাম হলো- পারমেনাইডিস (Parmenides), ফ্যানিস (Zenofenus) এবং জেনো মেলিসাস। (Zeno Maleses)।
৪। পাশ্চাত্য দর্শনে প্রাচীন যুগের সময়সীমা উল্লেখ কর।
উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে ৫২৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ।
৫। Metaphysics’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Metaphysics’ গ্রন্থটির রচয়িতা হলো- এরিস্টটল (Aristotle)।
৬। নিজেকে জানো’-উক্তিটি কার?
উঃ ‘নিজেকে জানো’-উক্তিটি সক্রেটিসের (Socrates)।
৭। এম্পিডক্লিসের মতে, জগতের মূল উপাদান কয়টি ও কি কি?
উঃ এম্পিডক্লিসের মতে, জগতের মূল উপাদান চারটি।যথা :১. মাটি, ২. বায়ু, ৩. আগুন এবং ৪. পানি।
৮। হিরাক্লিটাসের মতে, জগতের আদিসত্তা কি?
উঃ আগুন।
৯। দার্শনিক রাজা হবেন’ -উক্তিটি কার?
উত্তর: প্লেটোর (Plato)।
১০। দুইজন সোফিস্ট দার্শনিকের নাম লিখ।
উঃ প্রোটোগোরাস ও জার্জিয়াস ইত্যাদি।
১১। ডানস স্কোটাস কোন যুগের দার্শনিক ছিলেন?
উঃ ডানস ফোটাস মধ্য যুগের দার্শনিক ছিলেন।
১২। স্কলাস্টিক যুগের দুইজন দার্শনিকের নাম লিখ।
উঃ স্কলাস্টিক যুগের দুইজন দার্শনিকের নাম- জন ফোটাস (John Scotas) ও ওকাম
(Okam) ।
১৩। গ্রিক দর্শনকে কয়টি পর্ব বা যুগে ভাগ করা যায় এবং এগুলো কি কি?
উঃ তিনটি পর্ব বা যুগে ভাগ করা যায়। যথা- (ক) আদি যুগ বা প্রাক-সক্রেটিস দর্শনের যুগ; (খ) মধ্যযুগ বা-সক্রেটিসের দর্শনের যুগ এবং (গ) অন্তযুগ বা এরিস্টটল-পরবর্তী যুগ।
১৪। থেলিস কোন ধরনের দার্শনিক ছিলেন?
উঃ সজীব জড়বাদী দার্শনিক।
১৫। সঞ্জীব জড়বাদ কি?
উঃ যে মতবাদ ভৌত জগৎকে সজীব বা প্রাণময় বলে মনে করে তাকে সজীব জড়বাদ বলে।
১৬। পানি দর্শন সম্পর্কে কে বলেছেন?
উঃ পানি দর্শন সম্পর্কে বলেছেন থেলিস।
১৭। জগৎ সীমাহীন’-উক্তিটি কার?
উঃ ‘জগৎ সীমাহীন’ উক্তিটি এনাক্সিমেন্ডারের (Anaximender).
১৮। মাইলেসীয় দার্শনিক সম্প্রদায়ের সর্বশেষ দার্শনিক কে?
উঃ এনাক্সিমিনিস (Anaximenes)।
১৯। সংখ্যাতত্ত্ব কোন সম্প্রদায়ের দর্শন?
উঃ সংখ্যাতত্ত্ব পিথাগোরীয় সম্প্রদায়ের দর্শন।
২০। পিথাগোরাসের মতে জগতের বীজশক্তি বা মূলতত্ত্ব কি?
উঃ সংখ্যা।
২১। একই নদীতে দুবার অবগাহন করা যায় না।’- উক্তিটি কার?
উঃ হিরাক্লিটাসের (Heraclitus)।
২২। পরিবর্তনই একমাত্র সত্য।’- উক্তিটি কার?
উঃ হিরাক্লিটাসের (Heraclitus)।
২৩। On Being’ গ্রন্থটির লেখক কে?
উঃ প্রোটাগোরাস।
২৪। স্থায়িত্বের ধারণা প্রথম কে ব্যাখ্যা করেন?
উঃ স্থায়িত্বের ধারণা প্রথম পারমেনাইডিস (Parmenides) ব্যাখ্যা করেন।
২৫। তিনজন এলিয়াটিক দার্শনিকের নাম লিখ।
উঃ তিনজন এলিয়াটিক দার্শনিকের নাম হলো : পারমেনাইডিস (parmendies), জেনোফ্যানিস (Zenofenes), জেনো মেলিসাস (Zenomelesas)।
২৬। পারমেনাইডিস কি জড়বাদী না ভাববাদী দার্শনিক?
উঃ পারমেনাইডিস জড়বাদী ও ভাববাদী উভয়ই ।
২৭। নউস’ কে ব্যাখ্যা করেছেন?
উঃ এনাক্সোগোরাস (Anaxagoras)।
২৮। নউস’ কি?
উঃ নউস একটি সক্রিয় সত্তা, যা পৃথিবীর সব প্রাণ ও গতির উৎস।
২৯। এনাক্সেগোরাসের মতে জগতের মূল উপাদান কি?
উঃ এনাক্সেগোরাসের মতে জগতের মূল উপাদান নীডস।
৩০। সোফিস্ট শব্দের অর্থ কি?
উঃ সোফিস্ট শব্দের অর্থ জ্ঞান ও বুদ্ধিতে শ্রেষ্ঠ প্রাজ্ঞ বিচক্ষণ ব্যক্তি।
৩১। মানুষ সবকিছুর পরিমাপক-উক্তিটি কার?
উঃ প্রোটাগোরাসের (Protagoras)।
৩২। সক্রেটিস কোন যুগের দার্শনিক ছিলেন?
উঃ প্রাচীন যুগের দার্শনিক ছিলেন।
৩৩। সক্রেটিসের মতে জ্ঞানের উৎস কি?
উঃ সক্রেটিসের মতে প্রজ্ঞা জ্ঞানের উৎস।
৩৪। Knowledge is virtue’ বা ‘জ্ঞানই পুণ্য’- উক্তিটি কার?
উঃ সক্রেটিসের (Socraties)।
৩৫। ‘জ্ঞানই পুণ্য’ এবং ‘নিজেকে জানো’- উক্তিগুলো কার?
উঃ উক্তিগুলো সক্রেটিসের (Socraties)।
৩৬। Republic’ গ্রন্থটি কার লেখা?
উঃ দার্শনিক প্লেটোর (Plato) লেখা।
৩৭। প্লেটোর প্রত্যয়ের দু’টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ প্লেটোর প্রত্যয়ের দু’টি বৈশিষ্ট্য হলো (ক) প্রত্যয় সার্বিক এবং (খ) প্রত্যয় অব্যয় ও অক্ষয় ।
৩৮। প্লেটোর স্কুলের নাম কি ছিল?
উঃ একাডেমি (Academi)।
৩৯। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয় শ্রেণীতে বিভক্ত করেন।
উঃ তিন শ্রেণিতে । যথা- ১. সৈনিক শ্রেণি, ২. অভিভাবক শ্রেণি বা শাসক শ্রেণি ও ৩. উৎপাদক শ্রেণি ।
৪০। প্লেটোর দার্শনিক রাজা কে?
উঃ প্লেটোর মতে যিনি সর্বোত্তম জ্ঞানের অধিকারী এবং যিনি বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তার যুক্তি ও জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে সক্ষম তিনিই হচ্ছেন দার্শনিক রাজা।
৪১। প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক হবেন কে?
উঃ প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক হবেন দার্শনিক।
৪২। হবস্, লক ও রুশো কোন যুগের দার্শনিক?
উঃ আধুনিক যুগের দার্শনিক।
৪৩। মধ্যযুগের দর্শন কোন পর্যন্ত বিস্তৃত?
উঃ ষষ্ঠ শতাব্দী হতে চতুর্দশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত।
৪৪। স্কলাস্টিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উঃ সেন্ট আনসেলম (St. Anselm)।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। গ্রীক দর্শনের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। সীমাহীন বলতে এনাক্সিমেন্ডার কী বুঝিয়েছেন? ১০০%
৩। ‘নাউস’-এর বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৪। সক্রেটিসের জ্ঞানতত্ত্ব আলোচনা কর। ১০০%
৫। দার্শনিক রাজার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৬। এরিস্টটলের কারণতত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
৭। “সদগুণই জ্ঞান” – উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৮। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য কর। ১০০%
৯। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে সেন্ট টমাস একুইনাসের একটি যুক্তি আলোচনা কর। ১০০%
১০। প্লেটোর গুহার রূপরেখা ব্যাখ্যা দাও। ৯৯%
১১। জেনো কীভাবে শূন্যদেশের অস্তিত্ব অস্বীকার করেন? ৯৯%
১২। এরিস্টটলের ঈশ্বর কিভা‌বে ধর্মীয় ঈশ্বর থেকে পৃথক? ৯৮%
১৩। গ্রিক পরমাণুবাদ সংক্ষেপে লেখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। থেলিসের দর্শন আলোচনা কর। তাকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় কেন? ১০০%
২। “মানুষই সবকিছুর মাপকাঠি”— উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৩। প্লেটোর শিক্ষা তত্ত্ব/ব্যবস্থা বর্ণনা কর। ১০০%
৪। ঈশ্বর সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৫। সেন্ট আনসেলমের দর্শনের বিচারমূলক ব্যাখ্যা দাও। ১০০%
৬। স্কলাস্টিকবাদ কি? স্কলাস্টিকবাদ ব্যাখ্যা কর। ১০০%
৭। সেন্ট অগাস্টিনের দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৮। “একই নদীতে দু’বার অবগাহন করা যায় না”- হিরাক্লিটাসের দর্শন অনুসরণে এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%
৯। পারমেনাইডিসের সত্তার ধারণা ব্যাখ্যা কর। তিনি কি একজন ভাববাদী? ১০০%
১০। প্লেটোর ন্যায়বিচার বা ন্যায়তত্ত্ব/ন্যায় ধর্ম আলোচনা কর। ১০০%
১১। গ্রিক পরমাণুবাদী কারা? এদের পরমাণুবাদী দর্শনের এক‌টি সংক্ষিপ্ত রূপরেখা দাও। ৯৯%
১২। মধ্যযুগীয় দর্শন কি? মধ্যযুগের দর্শনের বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%
১৩। গ্রিক দর্শন কি? গ্রিক দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*