Master’s এর খুটিনাটি

রকেট সাজেশন

• মাস্টার্স নিয়মিততে ভর্তির যোগ্যতাঃ
NU এর অধীনস্ত যে কোন কলেজ থেকে সকল বিষয়ে পাশসহ CGPA নিয়ে স্নাতক (সম্মান) অথবা প্রিলিমিনারীতে পাশ করেছে তারাই বিরতি ছাড়া ঠিক পরের বারই মাস্টার্স নিয়মিতে ভর্তি হতে পাবে। তবে প্রিলি পাশ করার ২বছরের মধ্যেই ভর্তি হতে হয়!

• মাস্টার্স প্রাইভেট এ ভর্তির যোগ্যতাঃ

NU এর অধীনস্ত যে কোন কলেজ থেকে সকল বিষয়ে পাশসহ CGPA নিয়ে স্নাতক (সম্মান) অথবা প্রিলিমিনারীতে অথবা প্রাইভেট প্রিলিমিনারীতে পাশ করেছে তারাই উল্লেখিত সময়সীমার মধ্যে মাস্টার্স প্রাইভেট এ ভর্তি হতে পারবে

🔵প্রিলিমিনারী টা কি??

অনার্সের সাথে মান ও সময়কে সামঞ্জস্য করার জন্য ডিগ্রীর শিক্ষাথীদের ১ম ১বছর প্রিলীতে পড়তে হয়। যা অনার্সদের পড়তে হয় না, ধরে নেয়া যেতে পারে মাষ্টার্স ফাইনালে ভর্তির জন্য ডিগ্রীর ছাত্রদের এটা এক ধরনের ভর্তি পরিক্ষা! যা অনার্সের ছাত্রদের পড়তে হয়না। এবং ফাইনাল পাশ ছাড়া চাকরিতে এ প্রিলীর তেমন কোন ব্যবহার ও নাই।প্রিলীর মার্ক কিন্তু ফাইনালে যোগ ও হয়না।
পাশ করছো এটাই যথেষ্ট।তবে মাষ্টার্সে শেষ বর্ষে ভর্তির ক্ষেত্রে এ রেজাল্ট গুরুত্ব দেয়া হয়।

🟠মাস্টার্স নিয়মিত বনাম মাস্টার্স প্রাইভেটঃ
============================
• টার্ম-পেপার, ব্যবহারিক ও মাঠকর্ম আছে এমন বিষয়ে প্রাইভেটের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে না।
• প্রাইভেটের শিক্ষর্থীদের মৌখিক পরিক্ষা হবে 4 ক্রেডিটের
• নিয়মিত শিক্ষার্থীদের মৌখিক পরিক্ষা হবে 2 ক্রেডিটের & টার্ম-পেপার 2 ক্রেডিটের।
• প্রাইভেট মাস্টার্স এর ক্ষেত্রে ক্লাস করতে হয় না।
• নিয়মিত ও প্রাইভেট উভয় ক্ষেত্রে ইনকোর্স পরিক্ষা দিতে হবে।
• নিয়মিত ও প্রাইভেট উভয় ক্ষেত্রে ইনকোর্স 20 নম্বরের & লিখিত 80 নম্বরের।
• নিয়মিত ও প্রাইভেট মাস্টার্স উভয় ক্ষেত্রে পরিক্ষা ও রেজাল্ট হবে একই পদ্ধতিতে এবং একই সাথে।
• নিয়মিত ও প্রাইভেট মাস্টার্স উভয় ক্ষেত্রে মেয়াদ হবে এক(০১) বছর।
• নিয়মিত ও প্রাইভেট মাস্টার্স উভয় ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে তিন(০৩) বছর ।
• নিয়মিত ও প্রাইভেট উভয় ক্ষেত্রে সনদের মান সমান।

🟢পরীক্ষা পদ্ধতি ও পাশের যোগ্যতাঃ

**পরিক্ষার মানবন্টন ও পরিক্ষা পদ্ধতি হবে অনার্স/ডিগ্রীর মতই 80 নম্বরের A, B & C পার্টে বিভক্ত ।
.
**ইনকোর্স ও লিখিত পরিক্ষায় পৃথক পৃথক ভাবে পাশ করতে হবে না।
কিন্তু তত্ত্বীয়, ব্যবহারিক এবং মৌখিক পরিক্ষায় অংশগ্রহন করা ও পৃথক পৃথক ভাবে পাশ করা বাধ্যতামূলক।

**তত্ত্বীয়/লিখিত 100 নম্বরের ক্ষেত্রে ইনকোর্স 20 নম্বরের & লিখিত 80 নম্বরের পরিক্ষায় প্রাপ্ত মোট যোগফলের 40% পেলে পাশ।

🔴 মাস্টার্স ডিগ্রী প্রাপ্তির যোগ্যতাঃ

• সকল বিষয়ে অংশগ্রহন বাধ্যতামূলক।
• সকল বিষয়ে পাশ করতে হবে।
• কোন বিষয়ে F গ্রেড পেলে তাকে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে তিন(০৩) বছরের মধ্যে অবশ্যয় পাশ করতে হবে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*