মাস্টার্স শেষ পর্ব বিভাগ হিসাববিজ্ঞান বিষয় উচ্চতর উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ৩১২৫০৩ রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। ভগ্নবিন্দু বা বিচ্ছেদ বিন্দু কী?
উঃ একই যুক্ত উৎপাদন প্রক্রিয়ার সেই সংযোগ স্থল বা সংযোগ বিন্দু যেখানে যৌথ পণ্যগুলো পৃথক হয়ে যায় যা নিজেদের স্বাধীন সত্তা পায় সেই বিন্দুকে ভগ্ন বিন্দু বা বিচ্ছেদ বিন্দু বলে।
২। লিনিয়ার প্রোগ্রামিং কী?
উঃ লিনিয়ার প্রোগামিং হলো একটি গাণিতিক পদ্ধতি যা পর্যাপ্ত সম্পদের তুলনামূলক সমন্বয়ের মাধ্যমে আয়কে সর্বোচ্চ করে অথবা ব্যয়সমূহকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসে।
৩। মজুত বহন ব্যয় বলতে কি বুঝ?
উঃ মাল গুদামে সংরক্ষণ করার জন্য যে ব্যয় হয় তাকে মজুত বহন ব্যয় বলে।
৪। পরিমাণ বাট্টা কী?
উঃ পরিমাণ বাট্টা হলো বিক্রেতা কর্তৃক ক্রেতাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাভাবিক পরিমাণে বা তার চেয়ে বেশি পরিমাণে পণ্য বা উপকরণ কেনায় বা অর্ডার দেওয়ার জন্য আহ্বান জানানো।
৫। ABC বিশ্লেষণ কী?
উঃ মজুত মালের গুরুত্বের ভিত্তিতে মজুতকে ABC এই তিনটি শ্রেণিতে বিভক্ত করাই হচ্ছে ABC বিশ্লেষণ।
৬। ব্যয় চলক কাকে বলে?
উঃ যেসব কার্যসম্পাদনের জন্য ব্যয়ের সৃষ্টির হয় সেসব কার্যসম্পাদনই হচ্ছে ব্যয় চলক।
৭। পরিচালনা ব্যয় কি?
উঃ যে সমস্ত প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদনের পরিবর্তে সেবা প্রদান করে সেসব প্রতিষ্ঠানে যে পদ্ধতিতে ব্যয় নির্ণয় করা হয় তাকে পরিচালন ব্যয় বলে।
৮। প্রত্যক্ষ শ্রম ব্যয় কি?
উঃ উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে জড়িত শ্রমিকদের শ্রম বাবদ যে ব্যয় হয় তাকে প্রত্যক্ষ শ্রম ব্যয় বলে।
৯। ‘মিতব্যয়ী ফরমায়েশ’ এর বহন ব্যয় কী?
উঃ একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য সংরক্ষণ করে রাখতে যে পরিমাণ ব্যয় হয় তাকে মিতব্যয়ী ফরমায়েশ এর বহন ব্যয় বলে।
১০। রূপান্তর ব্যয় কী?
উঃ মজুরি ও উপরিব্যয়ের সমষ্টিকে রূপান্তর ব্যয় বলে। কাঁচামালকে পরিপূর্ণ দ্রব্যে বা পণ্যে রূপান্তর করার ক্ষেত্রে এ দুটি ব্যয় অপরিহার্য।
১১। ব্যয় প্রাক্কলন কি?
উঃ একটি সমীকরণের সাহায্যে ভবিষ্যতের ব্যয় সম্পর্কে অনুমান করাকে ব্যয় প্রাক্কলন বলে।
১২। চক্রাকার মজুত কি?
উঃ মোট মজুতকে যখন বিভিন্ন লটে বিভক্ত করে চক্রাকারে নির্দিষ্ট সময় পর পর ব্যবহার বা সংরক্ষণ করা হয় তাকে চক্রাকার মজুত বলে ।
১৩। অস্বাভাবিক বেকার সময় কাকে বলে?
উঃ যে অলস/বেকার সময় কারখানায় স্বাভাবিক কাজ কর্ম অনুসারে সংঘটিত হয় না। কিন্তু ব্যবস্থাপনা বিভাগের আয়ত্তের বাইরে অন্য কোনো কারণে সংঘটিত হয়ে থাকে, তাকে অস্বাভাবিক বেকার সময় বলে।
১৪। হালসে প্রিমিয়াম পরিকল্পনা কি?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী F.A Halsey ১৮৯১ সালে নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শেষ করার জন্য উৎসাহিত করার লক্ষ্য যে মজুরির সাথে বোনাস পরিকল্পনা গ্রহণ করেন তাকে হালসে প্রিমিয়াম পরিকল্পনা বলে।
১৫। পাইপলাইন মজুত কী?
উঃ সরবরাহ সময়ে ঘাতে কাঁচামাল বা পণ্যের ঘাটতি দেখা না দেয় তার জন্য যে মজুত গড়ে তোলা হয় তাকে পাইপলাইন মজুত বলে।
১৬। শ্রম আবর্তন কি?
উঃ কার্য শর্তাদি, উপযুক্ত পরিবেশ ও কার্য প্রকৃতির ভিন্নতা প্রভৃতি সংশ্লিষ্ট কারণে যখন প্রতিষ্ঠানে কর্মীদের মাঝে আগমন নির্গমনের হার সৃষ্টি হয় তখন তাকে শ্রম আবর্তন বা শ্রম ঘূর্ণায়মানতা বলে।
১৭। উপরি ব্যয় বণ্টনের দ্বৈত হার কী?
উঃ যে পদ্ধতিতে কারখানার পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয়ের জন্য পৃথক পৃথক একক প্রতি হার নির্ধারণ করা হয়।এবং প্রত্যেকটি হার ব্যবহার করে পৃথক পৃথকভাবে বিভাগগুলোর মধ্যে উপরি খরচ চার্জ করা হয় তাকে উপরিব্যয় বণ্টনের দ্বৈত হার পদ্ধতি বলে।
১৮। বিভাজন প্রান্ত কি?
উঃ কোনো অংশ বিভাগের বিক্রয় থেকে অবশিষ্ট পরিমাণ যে বিভাগ স্থায়ী ও পরিবর্তনশীল সকল ব্যয় অন্তর্ভুক্ত করা হয় তাকে বিভাজন প্রান্ত বলে।
১৯। কালাত্তিক ব্যয় কি?
উঃ চলতি সময়ের রাজস্বের বিপরীতে যে ব্যয় সমন্বয় করা হয় তাকে কালান্তিক ব্যয় বলে।
২০। প্রাক্কলিত বাজারমূল্য কী?
উঃ যৌথভাবে উৎপাদিত দ্রব্যসমূহের প্রতিটি বাজারমূল্য হতে বিচ্ছেদ বিন্দুর পরবর্তী ব্যয় বাদ দিয়ে যে বাজারমূল্য পাওয়া যায় তাকে প্রাক্কলিত বাজারমূল্য বলে।
২১। সহায়ক বিভাগের ব্যয় বণ্টন পদ্ধতির প্রকারভেদ লিখ।
উঃ সহযোগী বিভাগের ব্যয় বণ্টনের পদ্ধতি দুটি। যথা- (i) Single rate cost allocation method and (ii) Dual rate cost allocation method.
২২। সহ-সম্বন্ধ অংক কী?
উঃ দুই বা ততোধিক চলকের মধ্যে সহ-সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ কে সহ-সম্বন্ধ অংক বলে।
২৩। সহায়ক বিভাগ বলতে কি বুঝ?
উঃ একটি পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার পণ্য বা সেবা উৎপাদন বিভাগকে সাহায্য বা সহায়তাদানকারী বিভাগকে সহায়ক বিভাগ বলে।
২৪। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব কী?
উঃ প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ব্যয় নির্ধারণ প্রক্রিয়াকে কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব বলে।
২৫। কখন প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি ও সামগ্রিক ব্যয় পদ্ধতিতে মুনাফার পরিমাণ সমান হয়?
২৬। উপরিব্যয় বণ্টনের দ্বৈত হার কী?
উঃ যে পদ্ধতিতে কারখানার পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয়ের জন্য পৃথক পৃথক একক প্রতি হার নির্ধারণ করা হয় এবং প্রত্যেকটি হার ব্যবহার করে পৃথক পৃথকভাবে বিভাগগুলোর মধ্যে উপরি খরচ চার্জ করা হয় তাকে উপরিব্যয় বণ্টনের দ্বৈত হার পদ্ধতি বলে।
২৭। ব্যয় বণ্টন কি?
উঃ সুনির্দিষ্ট পদ্ধতিতে ব্যয়কে বিভিন্ন সহায়ক বিভাগের মধ্যে ভাগ করার প্রক্রিয়াকে ব্যয় বণ্টন বলা হয়।
২৮। সাধারণ স্থায়ী ব্যয় কি?
উঃ কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো অংশ বিভাগে যে ব্যয় চিহ্নিত করা যায় না। তাকে সাধারণ স্থায়ী ব্যয় বলে।
২৯। উপজাত দ্রব্য কি?
উঃ একই প্রক্রিয়ায় দ্রব্য উৎপাদনের সময় প্রধান দ্রব্যের সাথে কম মূল্যের ও কম গুরুত্বপূর্ণ যে দ্রব্য উৎপাদিত হয় তাকে উপজাত দ্রব্য বলা হয়।
৩০। মান নিয়ন্ত্রণ কী?
উঃ পণ্যের পরিকল্পনা পর্যায়ে মান স্থির করা হয়। এ প্রতিষ্ঠিত মান অনুসারে পণ্য উৎপাদন নিশ্চিত করার প্রক্রিয়াকে মান নিয়ন্ত্রণ বলে।
৩১। যৌথ ব্যয় কি?
উঃ একই প্রকার কাঁচামাল এবং রূপান্তর ব্যয় হতে একাধিক প্রধান দ্রব্য এবং উপজাত দ্রব্য উৎপাদিত হলে ঐ ব্যযকেই যৌথ ব্যয় বলা হয়।
৩২। সরল রৈখিক ব্যয় ফাংশন কী?
উঃ যে ফাংশনে উৎপাদনের মোট ব্যয়কে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে এর সমষ্টি হিসাবে প্রকাশ করা হয় তাকে সরল রৈখিক ব্যয় ফাংশন বলে।
৩৩। সরবরাহ সময় কী?
উঃ কোনো দ্রব্যের ফরমায়েশ প্রদান হতে শুরু করে সেটি গ্রহণ পরিদর্শন ও মজুতকরণের পূর্ব পর্যন্ত গৃহীত সময়ই হচ্ছে সরবরাহ সময়।
৩৪। মজুতযোগ্য ব্যয় কী?
উঃ সকল প্রকার ব্যয় পণ্য উৎপাদনের ক্রয়ের সাথে জড়িত। উৎপাদিত পণ্যের ক্ষেত্রে এই ব্যয় বলতে উৎপাদন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রমও উৎপাদনকারী উপরি ব্যয়কে বুঝায়।
৩৫। উৎপাদনশীলতা কী?
উঃ শ্রমিকদের উপযুক্ত মানের পণ্য উৎপাদনের ক্ষমতাকে উৎপাদনশীলতা বলে।
৩৬। শূন্য ত্রুটি কর্মসূচি কী?
উঃ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যদ্রব্যের ত্রুটি শূন্যের কোটায় আনার চেষ্টাকে শূন্য ত্রুটি কর্মসূচি বলে।
৩৭। উৎপাদন ব্যয় ব্যবস্থাপনা কী?
উঃ ব্যবসা সম্পর্কিত উৎপাদন ব্যয় ব্যবস্থাপনা পর্ষদ করার প্রক্রিয়া, পরিচালনা ও নিয়ন্ত্রণকে উৎপাদন ব্যয় ব্যবস্থাপনা বলে।
৩৮। ব্যয় ভান্ডার কী?
উঃ কার্যভিত্তিক ব্যয় পদ্ধতিতে, একক কার্যপদ্ধতির ব্যয়ের সাথে সম্পর্কিত ব্যয়গুলোকে একত্রিত করা হয় সে সকল ব্যয়কে ব্যয় ভান্ডার বলা হয়।
৩৯। ব্যয় প্রয়োগ ভিত্তি কী?
উঃ যে ভিত্তির উপর নির্ভর করে হিসাববিজ্ঞানে ব্যয় বণ্টন করা হয় তাকে ব্যয় প্রয়োগ ভিত্তি বলে।
৪০। ব্যয় চালক কী?
উঃ যেসব উপাদান ব্যয় কে প্রভাবিত করে তাদেরকে ব্যয় চালক বলে।
৪১। কার্য ব্যবস্থাপনা কী?
উঃ কাঁচামালকে চূড়ান্ত দ্রব্য বা সেবায় রূপান্তর করে নতুন উপযোগ সৃষ্টি করার জন্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন,সংগঠন নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে কার্য ব্যবস্থাপনা বলে।
৪২। নিরাপত্তা মজুত কী?
উঃ কাঁচামালের বর্ধিত ব্যবহার এবং সরবরাহের বিলম্বের কারণে মজুত সমস্যা সমাধান করার জন্য যে ন্যূনতম মজুত মালের ব্যবস্থা করা হয় তাকে নিরাপদ মজুত বলে।
৪৩। পণ্য ব্যয় কী?
উঃ শিল্পপ্রতিষ্ঠানে দ্রব্য উৎপাদনের সহিত সম্পর্কযুক্ত ব্যয়কে পণ্য ব্যয় বলে।
৪৪। নির্ভরণ কী?
উঃ পরিবর্তনশীল দুটি তথ্য রাশির একটির নির্দিষ্ট কোনো মানের উপর ভিত্তি করে অপর তথ্যরাশির অনুরূপ গড় মান পদ্ধতির সাহায্যে নির্ণয় করা হয় তাকে নির্ভরণ বলা হয়।
৪৫। মিশ্র ব্যয় কী?
উঃ যে ব্যয় আংশিক স্থির ও আংশিক পরিবর্তনশীল তাকে মিশ্র ব্যয় বলে। যেমন : বিদ্যুৎ খরচ, টেলিফোন খরচ ইত্যাদি।


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। পরিচালন ব্যয় হিসাবের বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
২। ক্রমবর্ধিত ব্যয়বণ্টন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৩। যৌথ দ্রব্য ও উপজাত দ্রব্যের মধ্যে পার্থক্য বর্ণনা কর। ১০০%
৪। উপজাত দ্রব্য ও যৌথ দ্রব্যের সংজ্ঞা লিখ। ১০০%
৫। কিভাবে সেবা বিভাগের ব্যয় উৎপাদন বিভাগে বণ্টন করা হয়? ১০০%
৬। দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা কর। ১০০%
৭। নির্ভরণ কি? ব্যয় বণ্টনের উদ্দেশ্যসমূহ আলোচনা কর। ১০০%
৮। মজুদ পণ্যের পরিমাণ নির্ধারণকারী বিষয়গুলি কি কি? ১০০%
৯। পরির্তনশীল ব্যয় পদ্ধতি ও পরিশোষণ ব্যয় পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১০। ব্যাক ফ্ল্যাশ ব্যয়ের বিশেষ বিবেচনাগুলো কী কী? ৯৯%
১১। কার্য ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ কি? ৯৯%
১২। কারখানার উপরি খরচের পূর্বনির্ধারিত হার কীভাবে নির্ধারিত হয়? ৯৯%
১৩। কিভাবে সেবা বিভাগের ব্যয় উৎপাদন বিভাগে বণ্টন করা হয়? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। (ক) কার্যভিত্তিক ব্যয় ও সনাতন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্য বর্ণনা কর। ১০০%
(খ) ব্যয় বণ্টনের নীতি ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। ১০০%
২। (ক) সময় কার্ড ও জব কার্ডের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
(খ) স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্যগুলো কী কী? ১০০%
৩। (ক) যৌথ দ্রব্য ও উপজাত দ্রব্যের পার্থক্য দেখাও। যৌথ ব্যয় বণ্টনের পদ্ধতি আলোচনা কর। ১০০%
(খ) যৌথ প্রব্যের উৎপাদন ব্যয় বণ্টনের সমস্যা আলোচনা কর। ১০০%
৪। (ক) শ্রম আবর্তনের কারণ উল্লেখ কর। শ্রম ব্যয়ের প্রকৃতি বর্ণনা কর। ১০০%
(খ) উচ্চ শ্রম আবর্তনের প্রভাব দেখাও। ১০০%
৫। (ক) কার্য ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
(খ) কার্য ব্যবস্থাপনা ও সাধারণ ব্যবস্থাপনার পার্থক্য দেখাও। ১০০%
৬। (ক) কিভাবে নির্ভরণ সমীকরণ থেকে প্রাক্কলন করা হয়? ১০০%
(খ) নির্ভরণ রেখা কি? নির্ভরণের অনুমানসমূহ বর্ণনা কর। ১০০%
৭। (ক) সেবা বিভাগের ব্যয়সমূহ উৎপাদন বিভাগে বণ্টনের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
৮। (ক) অন্তর্ভুক্তি ব্যয় কি? প্রত্যক্ষ ব্যয় হিসাব ও গ্রসন ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
(খ) কার্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আলোচনা কর। ১০০%
৯। (ক) ব্যয় প্রাক্কলন পদ্ধতিগুলো কী কী? উপজাত দ্রব্যের হিসাবরক্ষণ পদ্ধতি আলোচনা কর। ৯৯%
(খ) যৌথ দ্রব্য ও উপজাত দ্রব্যের মধ্যে পার্থক্য বর্ণনা কর। ৯৯%
১০। (ক) উৎপাদন ব্যয় কি? সাধারণ উৎপাদন ব্যয় হিসাব ব্যবস্থায় ধাপসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) কারখানার উপরি খরচের পূর্বনির্ধারিত হার কিভাবে নির্ধারিত হয়? ৯৯%
১১। (ক) প্রত্যক্ষ ব্যয় হিসাব কি? যৌথ ব্যয় বণ্টনের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য কি? ৯৯%
(গ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর। ৯৯%
১২। (ক) পরিচালন ব্যয় বা সেবা ব্যয় হিসাবের সংজ্ঞা দাও। ৯৯%
(খ) সেবার ক্ষেত্রে JIT এর গুরুত্ব বর্ণনা কর। ৯৯%

গাণিতিক_অংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এমবিএ) মাস্টার্স শেষ বর্ষের বিগত সালের প্রশ্নগুলো হতে করা হয়েছে।।
২০১৮ সালের ৬,১২, ১৩,১৪,৯, ১৫, ৮, ২০১৬ সালের ২, ১১, ১৪, ৫, ১১, ৯, ১৬, ৮,
২০১৭ সালের ৬, ৭, ১১, ১৩, ১৫, ৯,
২০১৪ সালের ৫, ৩, ৪, ১২, ১৫, ১৬, ৮, ১৭,
২০১৫ সালের ৬,৭, ১২, ১৩, ১৭*, ১৪, ৮, ১৫, ৭,
২০১৩ সালের
[বিঃদ্রঃ যারা দূর্বল ছাত্র/ছাত্রী * চিহ্নযুক্ত প্রশ্নগুলো দ্রুত করে ফেল ৯০% কমন থাকবে ইনশাআল্লাহ।]

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*