সাক্ষাৎকার পদ্ধতির ধাপসমূহ লিখ।

অথবা, প্রশ্নপত্র ও সাক্ষাৎকার অনুসূচির মধ্যে বৈসাদৃশ্যসমূহ লিখ।
অথবা, প্রশ্নপত্র ও সাক্ষাৎকার অনুসূচির মধ্যে ৫টি পার্থক্য উল্লেখ কর।
অথবা, প্রশ্নপত্র ও সাক্ষাৎকার অনসূচির মধ্যে কী কী বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা তুলে ধর।
উত্তর৷ ভূমিকা :
তথ্যসংগ্রহের যেসব পদ্ধতি রয়েছে প্রশ্নমালা এবং সাক্ষাৎকার অনুসূচি তার মধ্যে অন্যতম। উভয় পদ্ধতিই প্রাথমিক তথ্য সংগ্রহের কৌশল বিশেষ। উভয় পদ্ধতির লক্ষ্য হলো তথ্য সংগ্রহ করা। কিন্তু তা সত্ত্বেও প্রশ্নমালা ও সাক্ষাৎকার পদ্ধতির মধ্যে ক্রমাগত পার্থক্য বিদ্যমান ।
প্রশ্নমালা ও সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য : নিম্নে উভয় পদ্ধতির মধ্যে পার্থক্য তুলে ধরা হলো :
১. স্বল্প সময় ও কম অর্থ ব্যয়ে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নপত্র পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু উন্নতমানের তথ্যের জন্য পর্যাপ্ত অর্থ ও সময় ব্যয়ের সুযোগ থাকলেই কেবল সাক্ষাৎকার পদ্ধতি অনুসরণ করা যায় ।
২. প্রশ্নমালা পদ্ধতিতে যারা পড়তে ও বুঝতে পারেন তাদের নিকট থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব। অন্যদিকে সাক্ষাৎকার পদ্ধতিতে সফল ব্যক্তির নিকট থেকে তথ্য সংগ্রহ করা যায় ।
৩. প্রশ্নমালা পদ্ধতির পরিসর বিস্তৃত এলাকা পরিব্যাপ্ত করতে পারে। কিন্তু সাক্ষাৎকার পদ্ধতি ছোট পরিসরের জন্য প্রযোজ্য ।
৪. প্রশ্নমালা পদ্ধতির প্রশ্নের ভাষা সহজ ও সরল ও সহজবোধ্য হয়। কিন্তু সাক্ষাৎকার অনুসূচির প্রশ্নগুলো জটিল হয় ।
৫. প্রশ্নপত্র পদ্ধতিতে উত্তরদাতা চিন্তাভাবনা করে কিংবা অন্যের সাথে পরামর্শ করে উত্তর দিতে পারেন । কিন্তু সাক্ষাৎকারে এ ধরনের সুযোগ নেই ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, প্রশ্নমালা ও সাক্ষাৎকারের মধ্যে লক্ষ্যগত কোনো পার্থক্য নেই। তবে উভয়ের মধ্যে পদ্ধতিগত দিক থেকে কতিপয় মাত্রাগত পার্থক্য বিদ্যমান । সর্বোপরি বলা যায় তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে উভয়ই তাৎপর্যপূর্ণ পদ্ধতি ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*