সহসম্বন্ধ সহগের অসুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা কর ।

অথবা, সহসম্বন্ধ সহগের দুর্বল দিকসমূহ উল্লেখ কর।
অথবা, সহসম্বন্ধ সহগের সীমাবদ্ধতা ব্যাখ্যা কর।
অথবা, সহসম্বন্ধ সহগের অসুবিধা তুলে ধর।
উত্তর৷ ভূমিকা :
সামাজিক পরিসংখ্যান একাধিক চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে সহসম্বন্ধ একটি বহুল ব্যবহৃত ও আলোচিত পরিসাংখ্যিক পদ্ধতি । দুটি চলক পরস্পরের মধ্যে কিভাবে এবং কি পরিমাণে সম্বন্ধযুক্ত সেটা সহসম্বন্ধ নির্দেশ করে।
সহসম্বন্ধ সহগ : দুটি চলকের মধ্যে কি পরিমাণে সহসম্বন্ধ বিদ্যমান সেটা জানার প্রয়োজন হয়। দুই বা ততোধিক পরিবর্তনশীল চলকের সম্পর্কের প্রকৃতি এবং পরিমাণের গাণিতিক পরিমাণকে সহসম্বদ্ধ সহগ বা সহসম্বদ্ধাঙ্ক বলে। প্রতীকের সাহায্যে এটি প্রকাশ করা হয়। সহসম্বন্ধ সহগের মান দুই বা ততোধিক পরিবর্তকের মধ্যকার সম্বন্ধ
মাত্রা সংখ্যায় নির্দেশ করে। সহসম্বন্ধ সহগের মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাত্রার হতে পারে। সহসম্বন্ধ সহগের মান -১ থেকে +১ এর মধ্যে সীমাবদ্ধ।
সহসম্বন্ধ সহগের সুবিধা ও সীমাবদ্ধতা : সহসম্বন্ধ সহগের মান ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। তবে এর মান-১ থেকে +১ এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। নিম্নে সহসম্বন্ধ সহগের অসুবিধা দেওয়া হলো :
অসুবিধা ও সীমাবদ্ধতা : পরিবর্তকের সাধারণ সম্বন্ধ নির্দেশ করে মাত্র। এর সঠিকতা নিরূপণ করতে পারেন । এটি একটি জটিল পদ্ধতি। এর মাধ্যমে কোন বিষয়ে ভুল ব্যাখ্যা প্রদান করা হতে পারে। এটি নির্ণয়ে বেশি সময়ের প্রয়োজন হয়। কেননা, এটি নির্ণয় পদ্ধতি জটিল। এটি কোন দফার প্রান্তিক মান দ্বারা বেশি প্রভাবিত । অনেক সময় সহসম্বন্ধ সহগের তুলনায় নির্ভরণের প্রয়োজ হয় ।

পরিশেষে বলা যায় যে, সহসম্বন্ধের বহুবিধ সুবিধা থাকলেও ক্ষেত্র বিশেষ এর কতকগুলো অসুবিধা পরিলক্ষিত হয় । অসুবিধাগুলোই মূলত সীমাবদ্ধ । তবে সুবিধার তুলনায় এর অসুবিধাগুলো খুবই নগণ্য ।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%8f/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*