সবুজ বিপৰ কী?

অথবা, সবুজ বিপ্লব কাকে বলে?
অথবা, সবুজ বিপ্লব বলতে কী বোঝ?
উত্তর৷ ভূমিকা :
জৈব সার, গোবর, ছাই প্রভৃতি ফসল চাষের ক্ষেত্রে ব্যবহারের রীতি অনেক কাল আগে থেকে।অতি সম্প্রতি সার হিসেবে রাসায়নিক সার কৃষি ভূমিতে ব্যবহারের রীতি প্রচলিত হয়েছে। কী পরিমাণ জমিতে কতটুকু রাসায়নিক সার ব্যবহার করতে হবে সে সম্বন্ধে গ্রামের অশিক্ষিত, অর্ধশিক্ষিত চাষিদের কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকায় বেশি উৎপাদনের আশায় অধিক পরিমাণ রাসায়নিক সার জমিতে প্রয়োগের ফলে জমির উর্বরতা হ্রাস পাওয়ায় ফসল পূর্বের চেয়ে কম উৎপাদন হয়। এছাড়াও বিভিন্ন রাসায়নিক সার ব্যবহারের ফলে ঐ সারের ক্ষতিকর দিক খাদ্যশস্যের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করেছে। এসব বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষিবিদরা ফসলি জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
সবুজ বিপ্লব কী : ফসলি জমিতে জৈব সার ব্যবহারের ফলে মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে জমিতে ফসলের উৎপাদন বেড়ে যায়। সবুজে সবুজে ভরে যায় শস্য ক্ষেত। এ জন্য এই উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় সবুজ বিপ্লব।ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উদ্বৃত্ত ধান, গম, ভুট্টা, ডাল পাট, ইক্ষু প্রভৃতি ফসল বিক্রি করে কৃষকের ঘরে সুদিন ফিরে আসে। কৃষকেরা কৃষি যন্ত্র, সেচযন্ত্র, সার উফসী বীজ কিনতে পারছেন। ফলে কৃষি উৎপাদন আরে বেড়ে যায়। যা কৃষকের ভাগ্য পরিবর্তনে সহায়ক হয়। তাই এই প্রক্রিয়ার উৎপাদন বৃদ্ধিকে বিপ্লব হিসেবে চিহ্নিত করা হয়।এ বিপ্লব ছিলো কৃষি উন্নয়নের জন্য। কিন্তু বিপ্লবের ফলে গ্রামীণ আর্থসামাজিক অবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তাই সবুজ বিপ্লবকে গ্রাম উন্নয়নের বিপ্লবও বলা হয়। কৃষি গ্রামের চালিকা শক্তি হওয়ায় কৃষি উন্নয়নকে গ্রাম উন্নয়নের কার্যাবলি থেকে স্বতন্ত্র করা যাবে না। উন্নয়নশীল দেশগুলো মূলত কৃষিনির্ভর অর্থনীতি দ্বারা পরিচালিত। দেশের জনসংখ্যার ৮৫ ভাগের মত কৃষি পেশায় জড়িত। এজন্য সবুজ বিপ্লবকে তৃতীয় বিশ্বের জাতীয় উন্নয়নের মডেল হিসেবে
গ্রহণ করা হয়েছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সুপ্রাচীনকাল থেকে কৃষকেরা চাষবাদ করার জন্য জৈব সার ব্যবহার করতেন কিন্তু পরবর্তীতে অধিক লাভের আশায় রাসায়নিক সারের ব্যবহার শুরু করে। এর প্রভাবে উচ্চ প্রযুক্তির ফসল ফলালেও মানুষের জীবনের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাড়ায়। ১৯৬০ দশকের পর থেকে তৃতীয় বিশ্বে সবুজ বিপ্লব শুরু হয় যা, মূলত আদিকালের জৈব সার পদ্ধতির রূপান্তর।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*