মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় দারিদ্র্যের সমাজবিজ্ঞান ৩১২০১১ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-
HDI, PRSP, BARD, SDG, PQLI, HRD, GLAD, UNICEF, CARE, UNDP, IRDP,
BRAC, ASA, BRDB, RBA, PRSP, MDG,
IRDP
২। Poverty’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Poverty’ গ্রন্থটির রচয়িতা Ruth Lister.
৩। Theory of Enlightenment’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘Theory of Enlightenment’ তত্ত্বের প্রবক্তা হলেন অমর্ত্য সেন।
৪। সর্বপ্রথম দারিদ্র্যসীমা কে নির্ধারণ করেন?
উত্তর: দারিদ্র্য রেখা সর্বপ্রথম চার্লস বুথ নামক ব্রিটিশ সমাজ সংস্কারক প্রবর্তন করেন।
৫। দারিদ্র্যের দুষ্টচক্র’ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবক্তা র‍্যাগনার নার্কস।
৬। সামাজিক সুরক্ষা বেষ্টনীর দুটি উদাহরণ দাও।
উত্তর: সামাজিক সুরক্ষা বেষ্টনীর দুটি উদাহরণ হলো- ১. বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রম ও ২. বয়স্ক ভাতা।
৭। ক্ষুদ্র ঋণের দুটি উদ্দেশ্য লেখ।
উত্তর: ক্ষুদ্র ঋণের দুটি উদ্দেশ্য হলো-
১. আর্থসামাজিক সেবা সংস্থা ও
২. সহজ পদ্ধতিতে ঋণ প্রদান।
৮। নারীর ক্ষমতায়নের যেকোনো একটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: নারীর ক্ষমতায়নের যেকোনো একটি বৈশিষ্ট্য হলো বৈষম্য দূর করা।
৯। ব্রাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ড. ফজলে হাসান আবেদ।
১০। চরম দারিদ্র্য’ প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: ‘চরম দারিদ্র্য’ প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ সমাজতাত্ত্বিক বেঞ্জামিন সিভাম রোউনট্রি।
১১। BARD কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৯ সালে।
১২। চরম দারিদ্র্য কি?
উত্তর: সমাজে বসবাসরত মানব গোষ্ঠী যখন মৌল মানবিক। চাহিদা পূরণে ব্যর্থ হয়ে চরম বিপর্যয়ের মধ্যে মানবেতর জীবন যাপন করে তখন তাকে চরম দারিদ্র্য বলে।
১৩। দারিদ্র্যসীমা কী?
উত্তর: দারিদ্র্য সীমা হলো একটি নির্দেশক যার মাধ্যমে দারিদ্র্য নির্ণয় করা হয়।
১৪। আপেক্ষিক দারিদ্র্য কি?
উত্তর: আপেক্ষিক দারিদ্র্য হলো মূলত দ্রব্যের অভাববোধ যা বিলাসিতায় বাধা সৃষ্টি করে তাকে আপেক্ষিক দারিদ্র বলে।
১৫। “Five Families: Maxican Case Studies in the Culture of Poverty” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: “Five Families: Maxican Case Studies in the Culture of Poverty” গ্রন্থটির রচয়িতা হলেন Oscar Lewis.
১৬। দারিদ্র্যসীমা-১ কী?
উত্তর: যারা দৈনিক মাথাপিছু ২১২২ কিলো ক্যালরি খাদ্য গ্রহণ করে তারা দারিদ্র্যসীমা-১ এর অন্তর্ভুক্ত।
১৭। কে প্রথম ‘আপেক্ষিক দারিদ্র্য’-এর ধারণা প্রদান করেন?
উত্তর : পিটার টাউনসেন্ড ১৯৭৯ সালে সর্বপ্রথম আপেক্ষিক দারিদ্র্যের ধারণা প্রদান করেন।
১৮। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৬ অনুযায়ী বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্যের হার কত?
উত্তর : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৬ অনুযায়ী বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্যের হার ২৮.১৫%।
১৯। অসমতা কী?
উত্তর: অসমতা বলতে বুঝায় এমন একটি অবস্থা যেখানে সমাজের সদস্যবৃন্দ অসম পরিমাণ বা মাত্রায় সম্পদ খ্যাতি বা ক্ষমতার অধিকারী হয়।
২০। কুমিল্লা মডেলের প্রবক্তা কে?
উত্তর: কুমিল্লা মডেলের প্রবক্তা আখতার হামিদ খান।
২১। মানব উন্নয়নের দু’টি সূচক উল্লেখ কর।
উত্তর: উন্নত জীবনমান ও শিক্ষার হার বৃদ্ধি
২২। দারিদ্র্যের উপ-সংস্কৃতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: দারিদ্র্যের উপ-সংস্কৃতি তত্ত্বের প্রবক্তা অস্কার লুইস।
২৩। দারিদ্র্যসীমা দ্বারা কোন ধরনের দারিদ্র্য পরিমাপ করা হয়?
উত্তর : আয়ভিত্তিক বা ভোগভিত্তিক দারিদ্র্যকে দারিদ্র্যসীমা দ্বারা পরিমাপ করা হয়।
২৪। Poverty in the United Kingdom বইটির রচয়িতা কে?
উত্তর: র‍্যাগনার নার্কস।
২৫। সামাজিক নিরাপত্তা কী?
উত্তর: আপদকালীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
২৬। সামাজিক সুরক্ষা বেষ্টনী’ কাকে বলে?
উত্তর: সমাজের দুঃস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের অভিঘাত থেকে রক্ষার জন্য গৃহীত কর্মসূচিকেই সামাজিক সুরক্ষা বেষ্টনী বলে।
২৭। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৮ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত?
উত্তর: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৮ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ২১.৮।
২৮। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ’ কে ঘোষণা করেছিলেন?
উত্তর : ১৯৬২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিনডন দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
২৯। ‘সামাজিক বর্জন কী?
উত্তর : সামাজিক বর্জন হলো এমন একটি পরিস্থিতি যাতে অবস্থানকারী ব্যক্তিরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে না এবং এই পরিস্থিতি সচল থাকার দীর্ঘস্থায়ী প্রক্রিয়াটিকে সামাজিক বর্জন বলে।
৩০। SDG এর প্রথম লক্ষ্য কি?
উত্তর: SDG এর প্রথম লক্ষ্য দারিদ্র্য বিমোচন।
৩১। MDG-এর প্রথম লক্ষ্য কী?
উত্তর: MDG এর মূল লক্ষ্য হলো চরম দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ।
৩২। দীর্ঘস্থায়ী দারিদ্র্য কী?
উত্তর: যে দারিদ্র্য ব্যাপক এবং দীর্ঘসময়ব্যাপী ব্যাপৃত থাকে তাকে দীর্ঘস্থায়ী দারিদ্র্য বলে।
৩৩। ক্ষুদ্র বিনিয়োগ মডেলের প্রবক্তা কে?
উত্তর: ক্ষুদ্র বিনিয়োগ মডেলের প্রবক্তা ড. মুহাম্মদ ইউনুস।
৩৪। MDG কী?
উত্তর: ২০০০ সালে জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ ঘোষণাকে MDG বলা হয়।
৩৫। UNFPA এর প্রধান উদ্দেশ্যসমূহ কি?
উত্তর: UNFPA এর প্রধান উদ্দেশ্যসমূহ হলো-১. জনসংখ্যা বৃদ্ধি রোধ করা; ২. আর্থ-সামাজিক উন্নয়ন ও ৩. কারিগরি সহায়তা।
৩৬। মানব পুঁজি কী?
উত্তর : মানব পুঁজি হলো ব্যক্তির দক্ষতা জ্ঞান এবং অভিজ্ঞতা যা সমাজে তাদের মূল্য নির্ধারণ করে।
৩৭। “A Country is Poor, because it is Poor” অর্থাৎ “একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র” এই উক্তিটি কার?
উত্তর: র‍্যাগনার নার্কস।
৩৮। দারিদ্র্য পরিমাপের দুটি সূচক উল্লেখ কর।
উত্তর: ১. সম্পদের অসম বণ্টন ও ২. স্বল্প মাথাপিছু আয়।
৩৯। নারীর ক্ষমতায়ন কাকে বলে?
উত্তর: নারী-পুরুষের সমতাভিত্তিক সহবস্থান বা নারী- পুরুষের সাম্য প্রতিষ্ঠা হলো নারীর ক্ষমতায়ন।
৪০। PRSP এর কর্মকৌশল কয়টি?
উত্তর: PRSP এর কর্মকৌশল ৯টি।
৪১। আশায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম কবে চালু হয়?
উত্তর: ১৯৯১ সালে।
৪২। ছিয়াত্তরের মন্বন্তর’ কী?
উত্তর: বাংলা ১১৭৬ অব্দ এবং ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে ঔপনিবেশিক শোষণের ফলে বাংলায় যে দুর্ভিক্ষ তৈরি হয় তাকে ছিয়াত্তরের মন্বন্তর বলে।
৪৩। বাংলাদেশে সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা কোনটি?
উত্তর : বাংলাদেশে সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা গ্রামীণ ব্যাংক ।
৪৪। মাইনরিটি দলতত্ত্ব কী?
উত্তর: সমাজের সংখ্যালঘু অংশ তাদের নিজস্ব বিভিন্ন বৈশিষ্ট্যগত স্বাতন্ত্র্যের জন্য মূলধারার সংখ্যাগরিষ্ট সমাজ হতে এক ধরনের বর্জন প্রক্রিয়ায় বিতাড়িত হন। মূলত এই অবস্থাকেই বলা হয় মাইনরিটি তত্ত্ব।
৪৫। ইউনিসেফের তথ্য মত। বিশ্বে কত শিশু দারিদ্র্য কবলিত?
উত্তর: ১৩.০৭ শতাংশিশু দারিদ্র্য কবলিত।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দারিদ্র্য বিমোচনের কৌশলপত্র কাকে বলে? ১০০%
২। ‘দারিদ্র্যের সমাজবিজ্ঞানের’ সংজ্ঞা দাও। ১০০%
৩। মানব সম্পদ উন্নয়ন কি? মানব উন্নয়ন সূচকের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৪। দারিদ্র্য পরিমাপের কৌশলগুলো কি? দারিদ্র্য রেখার প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৫। আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে? দারিদ্র্য ও বঞ্চনার পার্থক্য লিখ। ১০০%
৬। গ্রামীণ দারিদ্র্যতার পাঁচটি কারণ উল্লেখ কর। ১০০%
৭। দারিদ্র্য বিমোচনে শিক্ষার ভূমিকা কি? দারিদ্র্যের নারীকরণ প্রত্যয়টি ব্যাখ্যা কর। ১০০%
৮। MDG এর লক্ষ্যমাত্রাগুলো কি? আশার লক্ষ্য উল্লেখ কর। ১০০%
৯। নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ? ক্ষুদ্র ঋণের পাঁচটি ক্ষেত্র চিহ্নিত কর। ৯৯%
১০। দীর্ঘস্থায়ী দারিদ্র্যের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১১। বাংলাদেশে হত দারিদ্রের প্রধান কারণসমূহ কি? ৯৯%
১২। দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের ভূমিকা উল্লেখ কর। ৯৯%
১৩। দারিদ্র্যের বঞ্চনা তত্ত্বটি আলোচনা কর। ৯৯%
১৪। দীর্ঘস্থায়ী দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্যের কারণ ও প্রভাব আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৪। দারিদ্র্যের সংখ্যাবাচক ও গুণবাচক পরিমাপের বিবরণ দাও। ১০০%
৫। দারিদ্র্যের সমাজবিজ্ঞান পাঠের সমাজতাত্ত্বিক তাৎপর্য আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে বি.আর.ডি.বি এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি আলোচনা কর।
৭। বাংলাদেশের আর্থসামাজিক জীবনে দারিদ্র্যের প্রভাব আলোচনা কর। ১০০%
৮। দীর্ঘস্থায়ী দারিদ্র্য ও হতদরিদ্রের মধ্যকার পার্থক্যগুলো বিশদভাবে আলোচনা কর। ১০০%
৯। সামাজিক বর্জন ও দারিদ্র্য সংক্রান্ত হিলারি সিলভারের তত্ত্বটি পর্যালোচনা কর। ৯৯%
১০। গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১১। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*