মাস্টার্স ফাইনাল বর্ষ বিভাগ সমাজকর্ম বিষয় শিশু, যুব ও প্রবীণ কল্যাণ ৩১২১১১ রকেট স্পেশাল সাজেশন

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২১-২০২৪ রকেট স্পেশাল ৯০%-৯৯% কমন সাজেশন।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-
UNICEF, STD, ILO, NGO, UNDP, UNO, IFA, UNICEF
২। শিশু কারা?
উত্তর: ১৮ বছরের কম বয়সী প্রতিটি মানব সন্তান শিশু হিসেবে বিবেচিত।
৩। অটিজম কী?
উত্তর: অটিজম একটি মানসিক রোগ এবং এর ফলে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়।
৪। Elements of Social Welfare’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Elements of Social Welfare’ গ্রন্থটি Md. Ali Akbar-এর লেখা।
৫। কবে, কোথায় বাংলাদেশে কিশোরী উন্নয়ন কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর: ২০০৩ সালে গাজীপুরের কোনাবাড়িতে কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপিত হয়।
৬। শিশুর শারীরিক চাহিদাগুলো কী?
উত্তর: ১. নিরাপদ জন্ম, ২. পরিচর্যা, ৩. শিশু খাদ্য, ৪. পানীয়।
৭। বাংলাদেশে যুবকদের বয়সসীমা কত?
উত্তর: বাংলাদেশে যুবকদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।
৮। অবসর ভাতা বলতে কী বুঝ?
উত্তর : সাধারণত সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণকে প্রবীণ বয়সে যে অবসরকালীন ভাতা দেওয়া হয় তাকে অবসর ভাতা বলে।
৯। কত সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে।
১০। বাংলাদেশে শিশুসদনগুলোর বর্তমান নাম কী?
উত্তর: বাংলাদেশে শিশুসদনগুলো দিবাযত্ন কেন্দ্র নামে পরিচিত।
১১। রোগী কল্যাণ সমিতি কী?
উত্তর: জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত অনুদান সঠিকভাবে। ব্যবহারের উদ্দেশ্যে গঠিত সমিতিই রোগী কল্যাণ সমিতি।
১২। ভবিষ্য তহবিল কী?
উত্তর: কর্মচারীদের মাসিক বেতন হতে নির্ধারিত একটি অংশ চাঁদা হিসেবে কর্তন করে তাদের নিজ নিজ নামে যে তহবিলে
জমা রাখা হয় তাই ভবিষ্যৎ তহবিল।
১৩। শিশু কল্যাণের সংজ্ঞা দাও।
উত্তর: শিশুকল্যাণ বলতে সেসব কর্মসূচিকে বুঝায় যা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তীয় ও আবেগের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধিসাধনে নিয়োজিত।
১৪। বাংলাদেশে সরকারি পর্যায়ে কিশোর উন্নয়ন কেন্দ্র কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশে সরকারি পর্যায়ে তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে। এগুলো হলো- ১. জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুর, ২. জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র টংগী, গাজীপুর, ৩. কিশোর উন্নয়ন কেন্দ্র পুলেরহাট, যশোর।
১৫। বাংলাদেশে প্রবীণদের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি কি?
উত্তর বাংলাদেশে প্রবীণদের জন্য সামাজিক : নিরাপত্তামূলক কর্মসূচিগুলো হলো: স্বাস্থ্যসেবা, পেনশন, শান্তিনিবাস, বয়স্ক ভাতা, অবসরভাতা প্রভৃতি।
১৬। শিশুর চাহিদা কত ধরণের?
উত্তর: শিশু চাহিদা ৫ ধরনের।
১৭। বর্তমানে বাংলাদেশের কত ভাগ শিশু শিশুশ্রমের সাথে জড়িত?
উত্তর: বর্তমান বাংলাদেশের প্রায় শতকরা ১২% ভাগ শিশুশ্রমের সাথে জড়িত।
১৮। প্রতিবন্ধী শিশুদের শ্রেণিবিভাগ কর।
উত্তর : প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী প্রতিবন্ধীতার ধরন নিম্নরূপ: ১. অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার; ২. শারীরিক প্রতিবন্ধীতা; ৩. মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধীতা; ৪. দৃষ্টি প্রতিবন্ধীতা; ৫. বাক প্রতিবন্ধীতা; ৬. বুদ্ধি প্রতিবন্ধীতা; ৭. শ্রবণ প্রতিবন্ধীতা।
১৯। ছোটমনি নিবাস কি?
উত্তর: বেবি হোমস হচ্ছে সে ধরনের প্রতিষ্ঠান যেখানে এতিম, পরিত্যক্ত, অবহেলিত, অবাঞ্ছিত ও অসহায় শিশু রক্ষণাবেক্ষণ এবং পরিচর্চার জন্য রাখা হয়।
২০। বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১ জুন ।
২১। সিসিমপুর আউটরিচ প্রকল্পটি কাদের জন্য কাজ করে থাকে?
উত্তর: শিশুদের জন্য।
২২। শিশু কারা?
উত্তর: ১৮ বছরের কম বয়সী প্রতিটি মানব সন্তান শিশু হিসেবে বিবেচিত।
২৩। সরকারি শিশু সদন কী?
উত্তর: মাতাপিতাবিহীন যেসব শিশুর প্রতিপালনের দায়িত্বভার নেয়ার মতো সমাজে কেউ নেই। সেসব শিশুদের রক্ষণাবেক্ষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং পূনর্বাসনের জন্য বাংলাদেশ সমাজকল্যাণ বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত প্রতিষ্ঠানের নামই হলো সরকারি শিশু সদন।
২৪। শিশু অধিকার সনদ কখন গৃহীত হয়?
উত্তর: জাতীয় শিশু অধিকার সনদ প্রণয়ন করা হয় ১৯৮৯ সালে।
২৫। বর্তমানে বাংলাদেশে কতটি শিশু সদন রয়েছে?
উত্তর: বর্তমানে বাংলাদেশে ৭৩টি শিশু সদন রয়েছে।
২৬। “Crime, Correction and Society” গ্রন্থটি কার লেখা?
উত্তর : “Crime, Correction and Society” গ্রন্থটি Elmer Hubert Johnson ।
২৭। ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হয় কবে?
উত্তর : ১৯৯১ সাল থেকে প্রতিবছর ১ অক্টোবর আন্ত র্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়।
২৮। প্রবীণ বিষয়ক বিশ্ব সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: প্রবীণ বিষয়ক বিশ্ব সম্মেলন ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়েছিল।
২৯। মুসলিম পারিবারিক আইন-১৯৬১ অনুযায়ী নারীর বিবাহের বয়স কত নির্ধারণ করা হয়েছে?
উত্তর: ১৮ বছর।
৩০। প্রবীণ কল্যাণ কী?
উত্তর: প্রবীণদের সেবার জন্য গৃহীত কর্মসূচিকে প্রবীণ কল্যাণ বলা হয়।
৩১। বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ যুবক?
উত্তর: বাংলাদেশের মোট জনসংখ্যার ৩০ শতাংশ যুবক।
৩২। UNO-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: UNO-এর সদর দপ্তর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত।
৩৩। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা ডা. এ.কে.এম. আবদুল ওয়াহেদ।
৩৪। বুনিয়াদি প্রশিক্ষণ কী?
উত্তর : বুনিয়াদি প্রশিক্ষণ বলতে পেশাগত মৌলিক প্রাতিষ্ঠানিক কর্মকে বুঝায়।
৩৫। সমার্জকর্ম পদ্ধতিগুলো কী কী?
উত্তর : সমাজকর্ম পদ্ধতিগুলো হচ্ছে : ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাজকর্ম; ৩. সমষ্টি সমাজকর্ম, ৪. সমাজকর্ম প্রশাসন, ৫. সমাজকর্ম গবেষণা ও ৬. সামাজিক কার্যক্রম।
৩৬। কত সালকে আন্তর্জাতিক প্রবীণ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তর: ১৯৯৯ সালকে আন্তর্জাতিক প্রবীণ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
৩৭। প্রথম বিশ্ব প্রবীণ সম্মেলন কোথায়, কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম বিশ্ব প্রবীণ সম্মেলন ১৯৮২ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হয়।
৩৮। প্রবীণদের যে কোনো দুটি সমস্যা লিখ।
উত্তর: ১. শারীরিক ও ২. অর্থনৈতিক সমস্যা।
৩৯। বর্তমানে মাসিক বয়স্ক ভাতার পরিমাণ কত?
উত্তর: ৫০০ টাকা।
৪০। বাংলাদেশে প্রবীণ কারা?
উত্তর: ৬০ বা ষাটোর্ধ্ব ব্যক্তিরাই প্রবীণ।
৪১। সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড কখন থেকে চালু হয়?
উত্তর: সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড ১৯৯৬ সাল থেকে চালু হয় ।
৪২। দিবাযত্ন কেন্দ্র কী?
উত্তর : নিম্ন আয়ভুক্ত কর্মজীবী মহিলাদের ৫-৯ বছর বয়সী শিশু সন্তানদের দিনের বেলায় তাদের কর্মকালীন সময় দেখাশুনার জন্য যে প্রতিষ্ঠান তাই দিবা যত্ন কেন্দ্র।
৪৩। বাংলাদেশে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয় কবে?
উত্তর: ১৯৮১ সালে বাংলাদেশে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়।
৪৪। প্রতিবছর কত তারিখে জাতীয় যুবদিবস পালন করা হয়?
উত্তর: ১২ জানুয়ারি।
৪৫। জাতীয় যুবনীতি, ২০০৩ অনুসারে বাংলাদেশে যুবকদের বয়সসীমা কত?
উত্তর : জাতীয় যুবনীতি, ২০০৩ অনুসারে বাংলাদেশে যুবকদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*