প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় পরিবেশ ইস্যু ও সমস্যা ৪১১৯১৩ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-SDG, MDG, GAD, WED, NEMAP, BELA, COP, WED, ICEL, WECD, GAD, IPCC.
SDG: Sustainable Development Goals.
CFC: Choloro Fluro Carbon.
MDG: Millennium Development Goals.
GAD: Gender And Development.
WED: Women Environment and Development.
NEMAP: National Environment Management Action Plan.
২। প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে (১৯৯২)।
৩। গ্রীন পিস কি?
উঃ গ্রীন পিস হলো নেদারল্যান্ডভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা।
৪। কিয়োটো প্রটোকল কি?
উঃ কিয়োটা প্রটোকল হলো ভূমণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহাওয়ামণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল ।
৫। Eco-Feminism এর বাংলা প্রতিশব্দ কি?
উঃ Eco-Feminism অর্থ পরিবেশ নারীবাদ।
৬। ‘Respect for Nature’ গ্রন্থটি কে লিখেছে?
উঃ ‘Respect for Nature’ গ্রন্থটি লিখেছেন Paul W. Taylor.
৭। টেকসই উন্নয়ন কি?
উঃ পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তাকে টেকসই উন্নয়ন বলে ।
৮। বেলা কি?
উঃ বেলা (BELA) হলো বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ।
৯। বাংলাদেশের একটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখ।
উঃ বাংলাদেশে একটি পরিবেশবাদী সংগঠনের নাম হলো ‘বাপা’ বা বাংলাদেশ পরিবেশ আন্দোলন।
১০। ‘কিয়েটো প্রোটোকল’ কি?
উঃ কিয়োটা প্রটোকল হলো ভূমণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহাওয়ামণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল।
১১। ২০১৭ সনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উঃ জার্মানির প্রাক্তন রাজধানী বনে অনুষ্ঠিত হয়।
১২। প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ কোথায় অবস্থিত?
উঃ ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত।
১৩। টেকসই উন্নয়নে কার ওপর বেশি গুরুত্ব দেয়া হয়?
উঃ পরিবেশের উপর।
১৪। পরিবেশ নারীবাদের একজন তাত্ত্বিকের নাম লিখ।
উঃ ক্যারেন জে. ওয়ারেন।
১৫। বায়ুমণ্ডলে কতগুলো স্তর আছে?
উঃ বায়ুমণ্ডলে চারটি স্তর আছে।
১৬। ‘Eco feminism’ (1993) -গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মারিয়া মাইস এবং বন্দনা শিবা (Maria Mies and Vandana Shiva)
১৭। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত?
উঃ জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম।
১৮। UNEP-এর সদর দপ্তর কোথায়?
উঃ নাইরোবি, কেনিয়া।
১৯। বিশ্ব পরিবেশ দিবস কবে?
উঃ বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।
২০। ‘Environment’ শব্দটি কোন ফরাসি শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উঃ Environment’ শব্দটি ফরাসি শব্দ ‘Euviron’ or ‘Environeer’ থেকে উৎপত্তি হয়েছে।
২১। পরিবেশ দূষণের প্রধান দুটি কারণ কি?
উঃ ১. গাড়ির কালো ধোঁয়া ও ২. কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য।
২২। বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস বেশি দায়ী?
উঃ Cloro Floro Carbon.
২৩। ‘Politics of the Environment (2009)’ গ্রন্থটির লেখক কে?
উঃ নেইল কার্টার (Neil Carter).
২৪। আইলা কী?
উঃ আইলা একটি প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের নাম।
২৫। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ নয়া দিল্লি।
২৬। ‘Sustainable’ শব্দের অর্থ কি?
উঃ ‘Sustainable’ শব্দের অর্থ দীর্ঘস্থায়ী বা টেকসই।
২৭। প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলের রিও-ডি-জেনেরিও শহরে।
২৮। গ্রিন পিস কী?
উঃ গ্রিন পিস হলো নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন।
২৯। বাংলাদেশে কত সালে পরিবেশ আদালত গঠিত হয়?
উঃ ১৬ অক্টোবর ২০০১ সালে।
৩০। পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখ।
উঃ পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হলো- ১. বাস্তুসংস্থানিক পদ্ধতি এবং ২. সাংস্কৃতিক পদ্ধতি।
৩১। ‘Ecology’ শব্দের অর্থ কি?
উঃ ‘Ecology’ শব্দের অর্থ পরিবেশবিদ্যা বা বাস্তবিদ্যা ।
৩২। এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কি?
উঃ হাইড্রোজেন সালফাইড।
৩৩। বাপা কি?
উঃ বাপা হলো বাংলাদেশের একটি পরিবেশবাদী সংগঠন। এ সংগঠনটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।মূলত পরিবেশ রক্ষায় পরিবেশ সংক্রান্ত আন্দোলনকেই বাপা বলা হয়।
৩৪। বৈশ্বিক পরিবেশগত দুটি ইস্যু লিখ।
উঃ বৈশ্বিক পরিবেশগত দু’টি ইস্যু হলো- ১. জলবায়ু পরিবর্তন ও ২. বিশ্ব উষ্ণায়ন ।
৩৫। প্রথম ধারিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ব্রাজিলের রিও-ডি-জেনেরিও শহরে।
৩৬। পরিবেশ রক্ষার একটি দেশে কত শতাংশ বনভূমি প্রয়োজন?
উঃ পরিবেশের রক্ষায় একটি দেশে ২৫% বনভূমি থাকা প্রয়োজন।
৩৭। মন্ট্রিল প্রটোকল কি?
উঃ মন্ট্রিল প্রটোকল হলো ১৯৮৯ সালে জাতিসংঘের গৃহীত ওজোন স্তর রক্ষা বিষয়ক একটি প্রটোকল যা ৪৬টি দেশ স্বাক্ষর করেছে এবং ১৯৭টি দেশ অনুমোদন করেছে।
৩৮। টেকসই উন্নয়ন কি?
উঃ পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে উন্নয়ন পরিকল্পনা তাকে টেকসই উন্নয়ন বলে।
৩৯। মোবাইল টাওয়ার পরিবেশের কি ক্ষতি করে?
উঃ মোবাইল টাওয়ার পরিবেশের ভরসাম্যহীনতা নষ্ট করে।
৪০। ভূ-রাজনীতি কি?
উঃ ভৌগোলিক বিষয়াবলিকে কেন্দ্র করে যে রাজনীতি অবর্তিত হয় সাধারণভাবে তাকে ভূ-রাজনীতি বলে।
৪১। ‘Eco-Feminism’ এর মূল বিষয় কি?
উঃ পরিবেশ এবং নারীর মধ্যকার সম্পর্ক হচ্ছে ‘Eco-feminism’-এর মূল বিষয়।
৪২।
৪৩। পরিবেশ সাধারণত কত প্রকার?
উঃ পরিবেশ সাধারণত দুই প্রকার।
৪৪। একটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখ।
উঃ CFC গ্যাস।
৪৫। নগরাঞ্চলে পরিবেশ দূষণের প্রধান দুটি কারণ কী?
উঃ ১. গাড়ির কালো ধোঁয়া ও ২. কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য।
৪৬। বাংলাদেশে একটি পরিবেশবাদী সংগঠনের নাম উল্লেখ কর।
উঃ বাংলাদেশে একটি পরিবেশবাদী সংগঠনের নাম হলো ‘বাপা’ বা বাংলাদেশ পরিবেশ আন্দোলন।
৪৭। বাংলাদেশের গ্রামাঞ্চলে পরিবেশ ব্যবস্থাপনায় নিয়োজিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কি?
উঃ বেলা, পবা ও বেন।
৪৮। ভূমিক্ষয় কি?
উঃ প্রাকৃতিক ও অন্যান্য কারনে ভূমির উপরিভাগ অপসারণ হওয়াকে ভূমিক্ষয় বলা হয়।
৪৯। কিয়োটা প্রটোকল কি?
উঃ কিয়োটা প্রটোকল হলো ভূমণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহাওয়ামণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল।
৫০। পরিবেশবাদ কি?
উঃ পরিবেশবাদ হলো এমন একটি মূল্যবোধ যেখানে পরিবেশকে প্রাধান্য দেওয়া হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ইকোসিস্টেম কি? ১০০%
২। নগরায়ণ কি?
৩। আর্সেনিক দূষণ কি? ১০০%
৪। সামাজিক বনায়ন কি? ১০০%
৫। কাম্য জনসংখ্যা কাকে বলে? ১০০%
৬। প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝ?
৭। পরিবেশ রাজনীতি বলতে কি বুঝ? ১০০%
৮। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জসমূহ কি কি? ১০০%
৯। পরিবেশ নারীবাদ কি? ১০০%
১০। পরিবেশ পরিবর্তনের কারণসমূহ সংক্ষেপে আলোচনা কর।
১১। পরিবেশ কি? পরিবেশের বৈশিষ্ট্যগুলি কি কি? ৯৯%
১২। পরিবেশগত পরিকল্পনা কি? ৯৯%
১৩। বিশ্ব উষ্ণায়নের গৃহীত পর্যায়গুলো বর্ণনা কর। ৯৯%
১৪। মান্ট্রিল ও কিয়োটা প্রটোকল কি? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। পরিবেশ কি? পরিবেশ অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
২। বিশ্ব জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপর সম্ভাব্য প্রভাব বর্ণনা কর।
৩। টেকসই উন্নয়ন কি পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে? আলোচনা কর। ১০০%
৪। পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশলসমূহ বর্ণনা কর। ১০০%
৫। ভূমিক্ষয়ের কারণসমূহ লিখ। বাংলাদেশে ভূমিক্ষয় রোধে সরকারি পদক্ষেপসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৬। বন উজাড় বলতে কি বুঝায়? বন উজাড়ের ক্ষতিকর প্রভাব আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৮। পরিবেশগত দ্বন্দ্ব কী? বাংলাদেশের পরিবেশগত দ্বন্দ্বগুলো আলোচনা কর। ১০০%
৯। পরিবেশ ও রাজনীতির সম্পর্ক পর্যালোচনা কর। ১০০%
অথবা, জনসংখ্যা ও পরিবেশের সম্পর্ক আলোচনা কর।
১০। জৈব বৈচিত্র্য কি? বাংলাদেশের জৈব বৈচিত্র্যর বর্ণনা দাও। ১০০%
অথবা, জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্য হ্রাসের কারণসমূহ বর্ণনা কর।
১১। পরিবেশ নারীবাদ কী? “পরিবেশ ও নারীর সম্পর্ক ঘনিষ্ঠ”—বিশ্লেষণ কর। ৯৯%
১২। বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো কি কী? বৈশ্বিক উষ্ণায়ন রোধের উপায়সমূহ আলোচনা কর। ৯৯%
১৩। বাংলাদেশের ওপর ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর। ৯৮%
১৪। পরিবেশ নীতি বলতে কী বোঝ? বাংলাদেশের পরিবেশ নীতি আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*