প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় জনসংখ্যা অধ্যয়ন ৪১২০১১ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-CBR, UNICEF, ASDR, SDR, IMR, MMR, ASSDR
২। Population: An Introduction to Concepts and Issues” গ্রন্থটির লেখক কে?
উঃ “Population: An Introduction to Concepts and Issues” গ্রন্থটির লেখক Paul E. Zopsf.
৩। আদমশুমারি কার দ্বারা পরিচালিত হয়?
উঃ আদমশুমারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দ্বারা পরিচালিত হয়।
৪। কাম্য জনসংখ্যা কী?
উঃ কাম্য জনসংখ্যা বলতে এমন জনসংখ্যাকে বুঝায় যা জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে ।
৫। জনবৈজ্ঞানিক উপাত্ত কী?
উঃ কোন নির্দিষ্ট এলাকা বা দেশের জনসংখ্যা সংক্রান্ত পরিমানগত বা গুণবাচক তথ্যমালাকে জনবৈজ্ঞানিক উপাত্ত বলে ।
৬। Demographic Transition’ প্রত্যয়টির প্রবক্তা কে?
উঃ ‘Demographic Transition’ প্রত্যয়টির প্রবক্তা হলেন W.S. Thompson.
৭। ম্যালথাস কে?
উঃ ম্যালথাস একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ও জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক ছিলেন ।
৮। জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বের স্তর কয়টি?
উঃ জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বের স্তর চারটি।
৯। জন্ম নিবন্ধন কী?
উঃ জন্ম নিবন্ধন বলতে নিবন্ধনকৃত জনের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মের সময়, জন্মের তারিখ, জন্মস্থান ইত্যাদিকে বুঝায় ।
১০। শিশু মৃত্যুর একটি সামাজিক কারণ লিখ।
উঃ শিশু মৃত্যুর একটি সামাজিক কারণ হলো পুষ্টিহীনতা।
১১। প্রজনন কী?
উঃ কোন নারী বা নারী সমষ্টির প্রকৃত জীবিত সন্তান জন্মদানের ক্ষমতাকে বোঝায় ।
১২। বহিরাগমন কী?
উঃ অন্য দেশ থেকে কোনো দেশে চলে আসাকে বহিরাগমন (immigration) বলে।
১৩। কাকে জনবিজ্ঞানের জনক বলা হয়?
উঃ John Graunt কে জনবিজ্ঞানের জনক বলা যায়।
১৪। Demos’ শব্দটির অর্থ কি?
উঃ Demos শব্দটির অর্থ হলো জনগণ বা জনসংখ্যা ।
১৫। Population : An Introduction to Concepts and Issues’—গ্রন্থটির রচয়িতা কে?
উঃ Paul E. Zopf
১৬। Social demography is concerned with social causes and social consequences of demographic transition.— উক্তিটি কার?
উঃ উক্তিটি Neil J Smelser |
১৭। জনসংখ্যা স্ফীতি কি?
উঃ সাধারণত জনসংখ্যা বৃদ্ধিকে জনসংখ্যা স্ফীতি বলা হয় কোনো দেশের জনসংখ্যা যদি সে দেশের সম্পদের তুলনায় বেশি হয় এবং যদি সেখানকার উন্নয়ন ব্যাহত হয় তবে তাকে জনসংখ্যা স্ফীতি বলা হয়।
১৮। বাংলাদেশে প্রথম কত সালে আদমশুমারী গণনা করা হয়?
উঃ বাংলাদেশে ১৯৭৪ সালে সর্ব প্রথম আদমশুমারি শুরু হয়।
১৯। জনতাত্ত্বিক উপাত্তের ভ্রান্তিসমূহ কী?
উঃ জনতাত্ত্বিক উপাত্তের ভ্রান্তিসমূহ হলো-১. আওতাজনিত ভুল, ২. বিষয়বস্তু জনিত ভুল ও ৩. জরিপকৃত ভুল।
২০। প্রজননশীলতার স্থিতি অবস্থা কী?
উঃ প্রজননশীলতার স্থিতি অবস্থা বলতে বুঝায় জনসংখ্যার স্থানান্তর না হয়ে মহিলাদের গড় সন্তান জন্ম সংখ্যাকে বুঝায়।
২১। বয়স কাঠামো কি?
উঃ একটি অঞ্চলের জনসংখ্যার বয়স ও লিঙ্গ ভিত্তিক বিন্যাস বা বণ্টন করে দেখার রীতিকে বয়স কাঠামো বলে ।
২২। নির্ভরশীল জনসংখ্যা কী?
উঃ যাদের বয়স ০-১৪ এবং ৬৫ উর্ধ্বে তাদেরকে নির্ভরশীল জনসংখ্যা বলা হয় ।
২৩। প্রজননশীলতা কী?
উঃ প্রজননশীলতা বলতে জৈবিক সন্তান উৎপাদনে স্বেচ্ছাপ্রণোদিত আগ্রহের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে বুঝায়।
২৪। স্থূল মৃত্যুহার কি?
উঃ কোনো জনসমষ্টির প্রতি হাজারে এক বছরে মৃত্যুর সংখ্যাই স্থূল মৃত্যুহার ।
২৫। স্থানাস্তর কি?
উঃ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে স্থানাস্তর বলে।
২৫। স্থানাস্তর কি?
উঃ স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে স্থানাস্তর বলে।
২৬। Pull-Push’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ জনবিজ্ঞানী Everette S Lee.
২৭। জনসংখ্যার পুনর্বন্টন কি?
উঃ বহির্গমন বা বহিরাগমন তথা স্থানান্তরের একটি প্রত্যক্ষ ফলশ্রুতি হলো জনসংখ্যার পুনর্বণ্টন।
২৮। নিট স্থানান্তর কি?
উঃ বহিরাগমন এবং বহির্গমন এর পার্থক্যকে Net Migration বলে ।
২৯। বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি কত সালে চালু হয়?
উঃ বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি ১৯৫৩ সালে চালূ হয়।
৩০। পরিবার পরিকল্পনা কি?
উঃ বিশ্বব্যাপী জনসংখ্যা নিয়ন্ত্রণের স্বীকৃত ও আদর্শপ্রক্রিয়া হচ্ছে পরিবার পরিকল্পনা ।
৩১। জনগণই দেশের সর্বাপেক্ষা বড় সম্পদ” কে বলেছেন?
উঃ ইবনে খালদুন তার Universal History গ্রন্থে উক্তিটি করেছেন ।
৩২। বাংলাদেশের সর্বপ্রথম পরিবার পরিকল্পনা চলচ্চিত্রের নাম কি?
উঃ বাংলাদেশের সর্বপ্রথম পরিবার পরিকল্পনা চলচ্চিত্রের নাম “সাবধানের মার
নেই” ।
৩৩। জাতিসংঘ প্রণীত বা Fertility বিষয়ক গ্রন্থের নাম কী?
উঃ The Determinates and consequence of population trends.
৩৪। প্রজনন কিসের সাথে সম্পর্কিত?
উঃ প্রজনন বিশেষভাবে নারী বা নারী গোষ্ঠীর সাথে সম্পর্কিত।
৩৫। জনবিজ্ঞানের প্রজনন কি?
উঃ জনবিজ্ঞানে প্রজনন একটি নির্ভরশীল চলক।
৩৬। Value and Fertility Analysis’ এই গ্রন্থটির রচয়িতা কে?
উঃ গ্রন্থটির রচয়িতা – Joseph Spengler
৩৭। কত বয়স সীমার মধ্যেই সাধারণত নারীদের প্রজনন ক্ষমতা থাকে?
উঃ ১৫-৪৯ বয়স সীমার মধ্যেই।
৩৮। সর্বপ্রথম জনসংখ্যা গণনা করা হয় কখন এবং কোথায়?
উঃ খ্রিস্টপূর্ব ৪৩৫ সালে রোমান সাম্রাজ্যে।
৩৯। বাংলাদেশে কত সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় ?
উঃ বাংলাদেশে ১৯৭৬ সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়।
৪০। মুখ্য নিবন্ধিকরণ কী?
উঃ কোনো দেশের জনসংখ্যা জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনা নথিবদ্ধকরণের রীতিকে মুখ্য নিবন্ধিকরণ বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বয়স সংযুক্তি কী? ১০০%
২। জনসংখ্যা পিরামিড কী? ১০০%
৩। জনসংখ্যা নীতি কী? এর উপাদানসমূহ লিখ। ১০০%
৪। স্থানান্তর গমনের ধরনসমূহ উল্লেখ কর। ১০০%
৫। প্রজনন ও প্রজননশীলতার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৬। মরণশীলতা কি? মরণশীলতার পরিমাপগুলো উল্লেখ কর। ১০০%
৭। “জনসংখ্যা অতিক্রম” তত্ত্ব বলতে কি বুঝ? ১০০%
৮। শূন্য বা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি কি? ১০০%
৯। জনবিজ্ঞানের উপাত্তসমূহের উৎস কী? ১০০%
অথবা, জনবিজ্ঞান উপাত্ত সংগ্রহের উৎসসমূহ কি?
১০। জনসংখ্যা শিক্ষার সংজ্ঞা দাও। ১০০%
১১। মার্কস জনসংখ্যাকে কীভাবে ব্যাখ্যা করেছেন? ৯৯%
১২। পরিবার পরিকল্পনা বলতে কি বুঝ? ৯৯%
১৩। প্রজননকে প্রভাবিত করার সামাজিক উপাদানসমূহ কি? ৯৮%
১৪। সামাজিক জনবিজ্ঞানের প্রকৃতি লিখ। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। জনবিজ্ঞান কি? এক‌টি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে জনবিজ্ঞানের উতপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
২। ম্যালথাসের/কার্ল মার্ক্সের জনসংখ্যা তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৩। লিঙ্গ সংযুক্তি নির্ধারণের প্রভাবক হিসেবে জন্মহার, মৃত্যুহার ও স্থানান্তর গমনের প্রভাব আলোচনা কর। ১০০%
৪। উন্নয়নশীল দেশে উচ্চ প্রজনন হারের কারণ পর্যালোচনা কর। ১০০%
৫। ‘স্থানান্তর গমনের লী’-এর আকর্ষণ-বিকর্ষণ তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে জনসংখ্যা নীতির বাস্তবায়ন কৌশল আলোচনা কর। ১০০%
৭। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার ভূমিকা আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানন্তরের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৯। আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
১০। জনসংখ্যা অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর। ১০০%
১১। সামাজিক জনবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নের বাধাসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। জনসংখ্যা পিরামিড কি? জনসংখ্যা পিরামিডের ধরণসমূহ উদাহরণসহ আলোচনা কর। ৯৯%
১৪। উন্নয়নশীল দেশে মরণশীলতার উপর প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*