প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় সামাজিক সমস্যা বিশ্লেষণ ৪১২১১১ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-AIDS, HIV.
২। সাংস্কৃতিক ব্যবধান কী?
উঃ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে তথা অগ্রগতির ক্ষেত্রে যে তারতম্য পরিলক্ষিত হয় তাকে সাংস্কৃতিক ব্যবধান বলে ।
৩। কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটির উৎপত্তি?
উঃ ‘Problem’ শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ‘problema’ থেকে।
৪। দারিদ্র্যের দুষ্টচক্র’ তত্ত্বটি কে প্রদান করেন?
উঃ অর্থনীতিবিদ র‍্যাগনার নার্কস দারিদ্রের দুষ্টচক্রটি প্রদান করেন।
৫। কাম্য জনসংখ্যা কী?
উঃ দেশের প্রাকৃতিক সম্পদের সাথে জনসংখ্যার ভারসাম্য অবস্থাকে কাম্য জনসংখ্যা বলা হয় ।
৬। তিনটি সামাজিক ব্যাধির নাম লিখ।
উঃ তিনটি সামাজিক ব্যাধির নাম হলো- (ক) যৌতুক; (খ) দুর্নীতি এবং (গ) ভিক্ষাবৃত্তি ।
৭। সামাজিক সমস্যা কি?
উঃ সাধারণত যে অস্বাভাবিক অবস্থা সমাজের সামগ্রিক মঙ্গল ও কল্যাণের পরিপন্থী বলে গণ্য করা হয়, সে অবস্থাকে সামাজিক সমস্যা বলে আখ্যায়িত করা হয়।
৮। মর্যাদা কত প্রকার ও কী কী?
উঃ মর্যাদা ২ প্রকার। যথা- ১. অর্জিত মর্যাদা এবং ২.অর্পিত মর্যাদা।
৯। সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ (i) সমাজের বৃহত্তম অংশের উপর ক্ষতিকর প্রভাব,(ii) সমাজ থেকে সৃষ্ট ও (iii) সমাধান যোগ্যতা ।
১০। ধর্ম কী?
উঃ ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিকে বিশ্বাস। ধারয়তি ইতি ধর্মঃ। যা ধরে রাখে তাই ধর্ম। অন্তর ও বাহির মিলে মানুষের জীবনের যে পূর্ণ সামঞ্জস্য তার মধ্যে মানুষের জীবনকে যা ধরে রাখে তাকেই ধর্ম বলে।
১১। সমাজকর্মের পদ্ধতিগুলো কী কী?
উঃ সমাজকর্মের পদ্ধতি ২টি। যথা : ১. মৌলিক পদ্ধতি ও ২. সহায়ক পদ্ধতি।
১২। তিনটি সামাজিক প্রতিষ্ঠানের নাম লিখ?
উঃ পরিবার, বিদ্যালয়, ধর্ম, বিবাহ, আইন ও রাষ্ট্র ইত্যাদি।
১৩। বাংলাদেশের কয়েকটি সামাজিক নীতির নাম লিখ।
উঃ বাংলাদেশে প্রচলিত সামাজিক নীতিগুলো হলো- ১. শ্রম কল্যাণ নীতি-১৯৮০; ২. গৃহায়ন নীতি-১৯৯৩; ৩. বস্ত্র নীতি-১৯৯৩; ৪. স্বাস্থ্য নীতি-২০০০; ৫. জাতীয় জনসংখ্যা নীতি-২০০৪; ৬. পল্লি উন্নয়ন নীতি-২০০১; ৭. শিক্ষানীতি-২০১০; ৮. নারী উন্নয়ন নীতি-২০১০ এবং ৯. জাতীয় শিশুনীতি-২০১০।
১৪। সামাজিক ব্যাধির আরেক নাম কি?
উঃ সামাজিক অনাচার।
১৫। সংস্কৃতি কি?
উঃ সমাজের সদস্য হিসেবে আমরা যা কিছু চিন্তা করি এবং যা কিছু আমরা সম্পন্ন করি তার সমষ্টি হচ্ছে সংস্কৃতি ।
১৬। ল্যাটিন শব্দ ‘Colere’ এর অর্থ কি?
উঃ সংস্কৃতি ইংরেজি Colere শব্দটির উৎপত্তি হয়েছে Lain শব্দ Colere’ শব্দ থেকে। এর অর্থ হলো কর্ষণ বা চাষ ।
১৭। সাংস্কৃতিক শূন্যতা কি? |
উঃ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে তথা অগ্রগতির ক্ষেত্রে যে তারতম্য পরিলক্ষিত হয় তাকে সাংস্কৃতিক শূন্যতা বলে।
১৮। শ্রেণি দ্বন্দ্ব বলতে কি বোঝায়?
উঃ শ্রেণী দ্বন্দ্ব হলো এক শ্রেণীকে অন্য শ্রেণী থেকে পৃথক করে রাখা।
১৯। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ কি?
উঃ যে সামাজিক সমস্যার কারণে শিশু পরিপূর্ণ সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয় এবং সমাজ স্বীকৃত আচার-আচরণ করতে ব্যর্থ হয় তাকে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ বলে।
২০। কখন বাংলাদেশ সরকার জনসংখ্যা সমস্যাকে এক নম্বর সমস্যা হিসেবে ঘোষণা করেন।
উঃ ১৯৭৬ সাল ।
২১। দরিদ্র কারা?
উঃ যাদের জীবনমান সমাজ কর্তৃক নির্ধারিত জীবন মানের চেয়ে নিম্ন তারা দরিদ্র।
২২। দারিদ্র্যের দুষ্টচক্র কি?
উঃ এটি এমন কতগুলো শক্তির সম্মিলিত রূপ যেগুলো একটি অন্যটির সাথে ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র্য করে রাখে।
২৩। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ কাম্য জনসংখ্যার প্রবক্তা দুইজন যথা— কার সানডার্স ।
২৪। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উঃ কাজ পাওয়ার সত্ত্বেও যারা ইচ্ছাকৃতভাবে বেকার জীবন-যাপন করে তাকে ছদ্মবেশি বেকারত্ব বলে।
২৫। মৌসুমী বেকারত্ব বলতে কি বোঝ?
উঃ মৌসুম বা ঋতু পরিবর্তনের ফলে সৃষ্ট বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে।
২৬। প্রাক-প্রাথমিক শিক্ষা কি?
উঃ প্রতিষ্ঠানিক শিক্ষা শুরু করার আগে শিশু পরিবার থেকে যে শিক্ষা গ্রহণ করে তাকে প্রাক-প্রাথমিক শিক্ষা বলে ।
২৭। বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী কিশোর কারা?
উঃ বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী ৭-১৬ বছর পর্যন্তকে কিশোর বলা হয়‌।
২৮। সামাজিক ব্যাধি কি?
উঃ মানুষকে সমাজে কষ্ট ও দূর্ভোগ পোহাতে হয় যেসব সমস্যার জন্য তাকে সামাজিক ব্যাধি বলে ।
২৯। যৌতুক কি?
উঃ বিয়ের সময়, বিয়ের আগে বা পরে বিয়ের চুক্তি স্বরূপ বর ও কন্যা পক্ষ কর্তৃক নগদ টাকা-পয়সা বা কোন উপঢৌকন প্রদান করাই যৌতুক ।
৩০। অনৈতিক পাচার কি?
উঃ অনৈতিক পাচার একটি সামাজিক ব্যাধি হিসেবে পরিচিত। দেশের দারিদ্র্য ও অন্যান্য সমস্যার সুযোগে একশ্রেণীর অসৎ ব্যক্তিরা অনৈতিক পাচারের মত জঘন্য অপরাধে লিপ্ত রয়েছে।
৩১। পরিবার কি?
উঃ পরিবার হলো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এমন একটি দল যা সন্তান প্রতিপালক এবং কতিপয় মানবিক প্রয়োজন পূরনের ব্যবস্থা করে।
৩২। কোন শব্দ থেকে ‘Religion’ শব্দের উৎপত্তি?
উঃ ‘Religion’ শব্দের উৎপত্তি হয়েছে Religane থেকে যার অর্থ বন্ধন ।
৩৩। সামাজিক নীতি কি?
উঃ সামাজিক সমস্যা মোকাবেলার সমষ্টিগত বা যৌথ কৌশল হলো সামাজিক নীতি ।
৩৪। সামাজিক কার্যক্রম কি?
উঃ সমাজকর্মের জ্ঞান নীতি ও দর্শনের উপর ভিত্তি করে সামাজিক প্রথা-প্রতিষ্ঠান, আইন ও নীতির পরিবর্তন এবং সংশোধনের লক্ষ্যে পরিচালিত সুশৃংঙ্খল যৌথ প্রচেষ্টাই সামাজিক কার্যক্রম।
৩৫। কত সালে সতীদাহ নিরোধ আইন পাস হয়?
উঃ ১৮২৯ সালে।
৩৬। চারটি সামাজিক আন্দোলনের নাম উল্লেখ কর।
উঃ তিনটি সামাজিক আন্দোলনের নাম হলো- (ক) সতীদাহ প্রথা আন্দোলন; (খ) বিধবা বিবাহ আন্দোলন (গ) ফরায়েজী আন্দোলন: (ঘ) আলীগড় আন্দোলন ৷
৩৭। সমাজকর্ম কি?
উঃ আধুনিক সমাজকল্যানের সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম। সমাজকর্ম হল এমন একটি সাহায্যকারী, যা কত গুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করে ।
৩৮। বিখ্যাত গ্রন্থ ‘Social Change’ এর রচয়িতা কে?
উঃ এফ. ডব্লিউ, অগবান।
৩৯। সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো লিখ।
উঃ ৩টি । যথা : (ক) সমাজকল্যাণ প্রশাসন;(খ) সমাজকর্ম গবেষণা; ও (গ) সামাজিক কার্যক্রম।
৪০। ব্যক্তি সমাজকর্ম কী?
উঃ যে সব আর্থ-সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রতিকূল অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলো সমাধানের মাধ্যমে ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমার উন্নয়ন ও সামঞ্জস্য বিধানে সহায়তা দানের লক্ষ্যে কাজকর্মের যে কৌশল প্রয়োগ করা হয়, তাকেই ব্যক্তি সমাজকর্ম বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। ১০০%
২। সমাজকর্মের জ্ঞানগত ভিত্তি কী? ১০০%
৩। দারিদ্র্য কী? দারিদ্র্যের দুষ্টচক্র কি? ১০০%
৪। ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের ফলে সৃষ্ট সমস্যা লিখ। ১০০%
অথবা, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ কী?
৫। সামাজিক ব্যাধি নিরসনে সমাজকর্মীর ভূমিকা লিখ। ১০০%
৬। অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৭। ভূমিকা এবং মর্যাদার মধ্যে সম্পর্ক চিহ্নিত কর। ১০০%
অথবা, ভূমিকা এবং মর্যাদার অসঙ্গতি বলতে কি বুঝ?
৮। সামাজিক নীতির উদ্দেশ্যগুলো উল্লেখ কর। ১০০%
৯। সাংস্কৃতিক দ্বন্দ্বের কারণসমূহ উল্লেখ কর। ১০০%
১০। সামাজিক সমস্যা মোকাবিলা ধর্মের ভূমিকা লিখ। ১০০%
১১। এইডসের প্রধান কারণগুলো নির্ণয় কর। ৯৯
১২। সামাজিক কার্যক্রমের উপাদানগুলো লিখ। ৯৯%
১৩। পুষ্টিহীনতা বলতে কি বুঝ? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। নিরক্ষরতার সংজ্ঞা দাও। নিরক্ষরতা দূরীকরণের উপায় লিখ। ১০০%
২। নারী নির্যাতনের কারণ কী? নারী নির্যাতন প্রতিকারের উপায় বর্ণনা কর। ১০০%
৩। পরিবারের সংজ্ঞা দাও। সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা বর্ণনা কর। ১০০%
৪। সম্পদ ও সুযোগের অসম বণ্টনের ফলে সৃষ্ট সমস্যা বিশ্লেষণ কর। ১০০%
৫। মাদকাসক্তি কী? বাংলাদেশে মাদকাসক্তির কারণ ব্যাখ্যা কর। ১০০%
৬। সামাজিক নীতি কী? সামাজিক নীতির সাথে সামাজিক সমস্যার সম্পর্ক তুলে ধর। ১০০%
৭। সংস্কৃতি কী? সাংস্কৃতিক দ্বন্দ্ব কীভাবে সামাজিক সমস্যা সৃষ্টি করে তা ব্যাখ্যা কর। ১০০%
৮। দূর্নীতি কী? বাংলাদেশে দুর্নীতি দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৯। সমাজকর্মের জ্ঞানের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর। ১০০%
১০। বাংলাদেশের সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্ম পদ্ধতিসমূহের জ্ঞান কীভাবে সহায়ক হতে পারে তা ব্যাখ্যা কর। ১০০%
১১। নারী নির্যাতন কি? বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশে এইডস প্রতিরোধে তুমি কি করতে চাও তা ব্যাখ্যা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*