প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় রাজনৈতিক সমাজবিজ্ঞান ৪১২০০৯ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-WID, GAD.
উঃ Women In Development.
২। রাষ্ট্রের উপাদানগুলো কি?
উঃ ৪টি। যথা : সরকার, নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, স্বার্বভৌমত্ব।
৩। কে সর্বপ্রথম ‘রাজনৈতিক ব্যবস্থা’ ধারণাটি প্রবর্তন করেন?
উঃ এরিস্টটল ।
৪। এলিট চক্রাকার মতবাদের প্রবর্তক কে?
উঃ এলিট তত্ত্বের প্রবক্তা হলেন ভিলফ্রেডো প্যারোটো।
৫। জনপ্রতিনিধিত্ব কী?
উঃ জনপ্রতিনিধিত্ব হলো পাবলিক পলিসি তৈরির প্রক্রিয়ায় নাগরিকদের উপস্থিত করার কার্যকলাপ, যখন রাজনৈতিক নেতারা নাগরিকদের স্বার্থে কাজ করে।
৬। রক্ষণশীল মতবাদের প্রবক্তা কে?
উঃ এডমন্ড বার্ক।
৭। Political Elites in Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ড. রঙ্গলাল সেন।
৮। জেন্ডার কি?
উঃ নারী ও পুরুষের সামাজিক বিভাজনকে জেন্ডার বলে।
৯। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ঐতিহাসিক থুসিডাইস।
১০। “রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা
করা হয়।” উক্তিটি কার?
উঃ টি.বি. বটোমর-এর।
১১। রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণে দু’টি দৃষ্টিভঙ্গির নাম লিখ।
উঃ ৫টি। যথা- (ক) আচরণবাদী দৃষ্টিভঙ্গি, (খ) ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি,
(গ) কাঠামো-কার্যগত দৃষ্টিভঙ্গি, (ঘ) গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি ও (ঙ) মার্কসীয় দৃষ্টিভঙ্গি।
১২। ক্ষমতার দুটি উৎস উল্লেখ কর।
উঃ (১) সামাজিক মর্যাদা ও (২) কর্তৃত্ব।
১৩। “The Origin of the State” গ্রন্থের রচয়িতা কে?
উঃ রবার্ট এইচ লুই (R. H. Lowie) |
১৪। Populism-এর উৎপত্তি কোথায়?
উঃ ইউরোপে।
kasuggesbd.c
১৫। ‘সংখ্যালঘু’ বলতে কি বোঝ?
উঃ সংখ্যালঘু হচ্ছে মানুষের একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা নরগোষ্ঠী, ধর্মীয়, ভাষাগত
প্রভৃতি ক্ষেত্রে অন্য মানব গোষ্ঠী থেকে আলাদা।
১৬। “রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা
করা হয়।” —উক্তিটি কার?
উঃ ক্যাপলার্ড-এর।
১৭। “প্রণালীবন্ধ দৃষ্টিভঙ্গি” ‘-এর প্রবক্তা কে?
উঃ ডেভিড স্টোন।
১৮। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উঃ ১৭৮৯ সালে।
১৯। গণভোট কী?
উঃ গণভোট বলতে বুঝায় আইনের প্রস্তাবে নির্বাচকমণ্ডলীর ভোটের মাধ্যমে
জনসম্মতি গ্রহণ।
২০। গণতন্ত্রের সফলতার দুটি শর্ত লিখ।
উঃ ১. আইনের শাসন ও ২. পরম সহিষ্ণুতা।
২১। বাংলাদেশে গণতান্ত্রিক মূলবোধ বিকাশের প্রধান তিনটি অন্তরায় চিহ্নিত কর।
উঃ ১. আইনের শাসনের অভাব, ২. জাতীয় সংহতি ও ঐক্যের অভাব,
৩. সহনশীলতার অভাব।
২২। সম্মোহনী নেতৃত্ব কী?
উঃ নেতৃত্বে নেতা তার ব্যক্তিগত গুণাবলি, আদশ্য ও মূল্যবোধ দিয়ে অনেকের কাছে
ঐশ্বরিক ক্ষমতা ও পূজনীয় ব্যক্তি হিসেবে প্রতিভাত হন তাকে সম্মোহনী নেতৃত্ব বলে।
২৩। “সাম্রাজ্যবাদ জীবনের শাশ্বত এবং অপরিবর্তনীয় আইন।” উক্তিটি কার?
উঃ বেনিটো মুসোলিনির।
২৪। রক্ষণশীল মতবাদের প্রবক্তা কে?
উঃ এডমন্ড বার্ক।
২৫। তোমার নিজের সমাজ থেকে ঐতিহ্যগত নেতৃত্বের উদাহরণ দাও।
উঃ নিজের সমাজ থেকে ঐতিহ্যগত নেতৃত্বের উদাহরণ হলো রাজা, প্রধানমন্ত্রী ও আজকের অনেক ব্যবসায়ী নেতা।
২৬। Class for itself কি?
উঃ অধিকার সচেতন শিল্প সমাজের শ্রমিকদের বোঝাতে
Class for itself ব্যবহার করেছেন।
২৭। রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উঃ ১৯১৭ সালে।
২৮। বিশ্বে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল কোথায়?
উঃ গ্রিসে।
২৯। গণতন্ত্রের সফলতার দু’টি শর্ত লিখ।
উঃ ১. আইনের শাসন ও ২. পরমত সহিঞ্চুতা।
৩০। শিল্প বিপ্লব কখন সংঘটিত হয়?
উঃ শিল্প বিপ্লব কখন সংঘটিত হয় (১৭৬০ – ১৮৪০) সালে ।
৩১। দু’টি রাজনৈতিক আন্দোলনের নাম লিখ।
উঃ ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ২. ১৯৬৯ সালে গণআন্দোলন।
৩২। আইন কি?
উঃ ন্যায় সংরক্ষণের প্রয়োজনে রাষ্ট্র যে সব নীতি প্রণয়ন ও প্রয়োগ করে
তাই আইন। (অধ্যাপক স্যালমন্ড)।
৩৩। “কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘটিত
জনসমষ্টিকে রাষ্ট্র বলে”।
উঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
৩৪। “রাজনৈতিক সমাজবিজ্ঞানের সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা
করা হয়।” উক্তিটি কার?
উঃ ক্যাপলাউ-এর।
৩৫। রাজনৈতিক সংস্কৃতির দু’টি মৌলিক উপাদান উল্লেখ কর?
উঃ অভিজ্ঞতাবাদী বিশ্বাস, সংবেদনশীল মনোভাব, মূল্যবোধের
অগ্রাধিকার ও সহনশীল আচরণ।
৩৬। “প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি” এর প্রবক্তা কে?
উঃ ডেভিড স্টোল।
৩৭। ‘সংখ্যালঘু’ বলতে কি বোঝ?
উঃ সংখ্যালঘু হচ্ছে মানুষের একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা নরগোষ্ঠী, ধর্মীয়, ভাষাগত
প্রভৃতি ক্ষেত্রে অন্য মানব গোষ্ঠী থেকে আলাদা।
৩৮। “সুশীল সমাজ” প্রত্যয়টির পথিকৃৎ কে?
উঃ সপ্তদশ শতকের বিখ্যাত দার্শনিক হবস্ (Hobbes)।
৩৯। ‘The Prince’ গ্রন্থের প্রণেতা কে?
উঃ ম্যাকিয়াভেলী (Machiavelli).
৪০। আমলাতন্ত্রের দু’টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ : আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হলো- ১. উচ্চ ও নিচু স্তরে বিভক্ত ২. বেতন ভূক্ত কর্মচারী।
৪১। আদিম পিতৃসূত্রীয় সামাজিক সংগঠনকে কি বলে?
উঃ GEN
৪২। রাজনৈতিক আদর্শ কী?
উঃ রাজনৈতিক মতাদর্শ হলো এক ধরনের আদর্শ বা মতের সমষ্টি যা সমাজের ইতিহাস ও রাজনৈতিক চিন্তাধারায় মানুষের স্থান বা ভূমিকাকে নির্দেশ করে এবং যে চিন্তা বা মতের উপর ভিত্তি করে মানুষ সংগঠিত হয়।
৪৩। মার্চেন্ট গিল্ড কি?
উঃ মার্চেন্ট গিল্ড হলো বণিকদের সংঘ বা সংগঠন।
৪৪। যৌক্তিক আমলাতন্ত্র সম্পর্কে কে সর্বপ্রথম আলোচনার সূত্রপাত করেন?
আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উঃ ম্যাক্স ওয়েবার (Max webel)
৪৫। শ্রেণি সংগ্রাম তত্ত্বটি কার?
উঃ কার্ল মার্কস।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। রাজনৈতিক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%
অথবা, রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝ?
২। রাজনৈতিক উন্নয়ন বলতে কী বোঝায়? ১০০%
অথবা, রাজনৈতিক যোগাযোগ বলতে কি বুঝ?
৩। নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ? ১০০%
৪। রাষ্ট্র ও সরকারের/আইনের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৫। ফ্যাসিবাদের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৬। ক্ষমতার উৎসগুলো সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৭। রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝ? ১০০%
৮। রাজনীতিতে সংখ্যালঘুর সমস্যা বিশ্লেষণ কর। ১০০%
৯। আসাবিয়া প্রত্যয়টি ব্যাখ্যা কর। ১০০%
১০। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহে গণতন্ত্রের সমস্যাসমূহ আলোচনা কর। ১০০%
১১। আমলাতন্ত্র ও সামরিক আমলাতন্ত্র কী? ৯৯%
১২। জেন্ডার অসমতা কি? ব্যাখ্যা কর। ৯৯%
১৩। সুশীল সমাজ কি? এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১৪। উন্নয়নশীল সমাজে গণতন্ত্রের প্রকৃতি লিখ। ৯৯%
১৫। শ্রেণী ও মধ্যবর্তী শ্রেণী কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও পরিধি আলোচনা কর। ১০০%
১১। রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ আলোচনা কর। ১০০%
২। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ইবনে খালদুনের/রবার্ট লোঈ তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০%
৩। “অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ।” (রিচার্ড ক্রসম্যান)- উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৪। উদারতাবাদ কি? উদারতাবাদের মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৫। আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা মূল্যায়ন কর।১০০%
৬। উন্নয়নশীর দেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। গণতন্ত্র কী? গণতন্ত্রের সাফল্যের পূর্ব শর্তগুলো আলোচনা কর। ১০০%
৮। উন্নয়নশীল দেশসমূহে সেনাবাহিনী হস্তক্ষেপের কারণ ও পরিণতি পর্যালোচনা কর। ১০০%
৯। বাংলাদেশের নারী উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
১০। রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
১১। উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ৯৯%
১৩। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী/দল কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী/দলের কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১৪। উন্নয়নশীল দেশে রাজনৈতিক আধুনিকীকরণের সমস্যাসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*