নারীর ক্ষমতায়নে NGO দের নেতিবাচক দিক সংক্ষেপে আলোচনা কর।

অথবা, নারীর ক্ষমতায়নে NGO দের কুফল সংক্ষেপে আলোচনা কর।
অথবা, নারীর ক্ষমতায়নে NGO এর নেতিবাচক দিক লিখ।
অথবা, নারীর ক্ষমতায়নে NGO এর নেতিবাচক দিক উল্লেখ কর।
অথবা, নারীর ক্ষমতায়নে NGO এর কুফল সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ‘নারীর ক্ষমতায়নে NGO অন্যতম একটি বাধা’ আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
নারীদেরকে কিভাবে ক্ষমতার মূল স্রোতধারায় নিয়ে আসা যায়, সে লক্ষ্যে পৃথিবীর সর্বত্রই কাজ শুরু হয়েছে। কিন্তু এসকল উদ্যোগের যেমন কতিপয় ইতিবাচক দিক রয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও দৃশ্যমান হচ্ছে। নারীর ক্ষমতা উন্নয়নে বিভিন্ন বেসরকারি সংস্থাও সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে। এসব
সংস্থাগুলো নারীদেরকে Income generating source হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
নেতিবাচক দিক : ক্ষুদ্র ঋণ প্রকল্পের কতিপয় ইতিবাচক দিক থাকলেও অনেকে আবার এর বেশ সমালোচনাও করেছেন। অনেক উন্নয়ন কর্মী ও সংস্থা ( Ahmed (1982), Hasan (1985), Rahman (1986), নিজেরা করি ১৯৯৫), Casper (1994), Aminur Rahman (1999)) মনে করেন ক্ষুদ্রঋণের কতিপয় নেতিবাচক বিষয় রয়েছে। যেমন- যদিও মহিলারা NGO দের কাছ থেকে টাকা নেয় কিন্তু তারা তা তাদের পিতা ও স্বামীকে দিয়ে দেয়। মহিলারা নিজেরা Economic market (বাজার অর্থনীতি) তে আসে না। ফলে দেখা যায় যে, যদিও NGOগুলো প্রচুর টাকা ঋণ দিচ্ছে কিন্তু তা নারীর ক্ষমতা উন্নয়নে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলব্যবস্থার কারণে অনেকেই এ প্রকল্পে আসতে চায় না। কারণ, একজন ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাকি সবাইকেই সে ভোগান্তির শিকার হতে হয়। অনেকে অভিযোগ করেন যে, ক্ষুদ্রঋণব্যবস্থা অনেকাংশে মহাজনী ঋণকেই পুনঃপ্রতিষ্ঠিত করেছে। ঋণের টাকা প্রতি সপ্তাহে ফেরত দিতে হয়, যা অনেকের জন্যই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ, আমাদের গ্রামাঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষিকাজ করা। আর ঋণের টাকা যদি কৃষিক্ষেত্রে বিনিয়োগ করা হয় তাহলে তা থেকে আয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। অনেকেই আবার একাধিক NGO র সাথে যুক্ত থাকে। তারা একটি থেকে ঋণ নিয়ে অপরটির ঋণ পরিশোধ করে। এবং মধ্যবর্তী ফায়দা লোটে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে NGOসমূহ বেশ ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। তবে কিছু কিছু NGO দ্বারা আবার সহজ সরল মানুষেরা হচ্ছে প্রতারিত। তাই সার্বিক উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে সরকারকে এ ধরনের NGOগুলোর অপ-তৎপরতাবন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং দারিদ্র্য বিমোচনে তারা যাতে আরো সক্ষমতার পরিচয় দিতে পারে সে ধরনের সুযোগ সৃষ্টি করতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*