নারীর ক্ষমতায়নে কৌশলগত জেন্ডার স্বার্থ সংক্ষেপে আলোচনা কর।

অথবা, নারীর ক্ষমতায়নে কৌশলগত জেন্ডার ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, নারীর ক্ষমতায়নে কৌশলগত জেন্ডার স্বার্থ সংক্ষেপে লিখ।
অথবা, নারীর ক্ষমতায়নে কৌশলগত জেন্ডার স্বার্থ উল্লেখ কর।
অথবা, নারীর ক্ষমতায়নে কৌশলগত জেন্ডার ভূমিকা সংক্ষেপে লিখ।
অথবা, নারীর ক্ষমতায়নে কৌশলগত জেন্ডার স্বার্থ সংক্ষেপে বর্ণনা কর।
উত্তরা৷ ভূমিকা :
নারীর ক্ষমতায়নে জেন্ডার স্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জেন্ডার স্বার্থ নারীর ক্ষমতায়নকে সহজতর করে। এ প্রসঙ্গে মলিনন্ত্রী বলেছেন, “জেন্ডার বৈশিষ্ট্যের মাধ্যমে সৃষ্ট সামাজিক অবস্থানের কারণে নারীর যেসব স্বার্থ দেখা দেয় সেগুলোকে জেন্ডার স্বার্থ বলা যায়।” জেন্ডার স্বার্থ দুই প্রকার; যেমন- কৌশলগত জেন্ডার
স্বার্থ ও বাস্তবমুখী জেন্ডার স্বার্থ। নিম্নে কৌশলগত জেন্ডার স্বার্থ আলোচনা করা হলো :
কৌশলগত জেন্ডার স্বার্থ : জেন্ডার স্বার্থকে বিভিন্ন গবেষক জেন্ডার চাহিদা বলে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে Moser বলেছেন, “সমাজে পুরুষের অধীন অবস্থার কারণে নারী যেসব চাহিদা চিহ্নিত করে সেগুলো কৌশলগত জেন্ডার চাহিদা প্রসঙ্গ ভেদে চাহিদা বিভিন্ন হয়ে থাকে। এগুলো শ্রম, ক্ষমতা ও নিয়ন্ত্রণের জেন্ডার বিভাজনের স্বার্থে সম্পর্কযুক্ত।
কৌশলগত জেন্ডার চাহিদার বিভিন্ন দিকগুলো নিম্নরূপ :
১. সূত্রায়িত করা হয়। এখানে পুঙ্খানুপুঙ্খরূপে
২. বর্তমানে সমাজের যে সংগঠন আছে তার বিকল্প এবং তার চেয়ে অধিকতর সমতাপূর্ণ ও সন্তোষজনক সংগঠনকে চিহ্নিত করা যায়।
৩.কৌশলগত জেন্ডার চাহিদা নারী পুরুষ অধীনতার বিশ্লেষণ সকল কারণের বিশ্লেষণ করা হয়।
৪.যৌন শ্রম বিভাজনের বিলুপ্ত সাধন করে।
৫.কৌশলগত জেন্ডার চাহিদার মধ্যে আছে আইনগত অধিকার, পারিবারিক নির্যাতন, সমান মজুরি, নিজ দেহের।
৬.উপর নারীর নিয়ন্ত্রণ ইত্যাদি সমস্যা ও প্রশ্ন।
৭. গার্হস্থ্য শ্রম ও শিল্প পালনের গুরুভার বিমোচন। পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান সম্পর্কগুলোর কাঠামো ও প্রকৃতির সাথে সংশ্লিষ্ট। নারীর অধীনতা পাশ ছিন্ন করে।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, নারীর ক্ষমতায়নের মাধ্যমে কৌশলগত জেন্ডার চাহিদাপূরণ হওয়া সম্ভব। যার ফলে নারী মুক্তিও সম্ভব। তবে নারীমুক্তির পথ সহজ সরল নয়। হাজার বছর ধরে যে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে তার অবলোপন কঠিন।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*