তৃতীয় অধ্যায় সামাজিক গবেষণার পদ্ধতি সমূহ

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জরিপ পদ্ধতির প্রধান লক্ষ্য কী?
উত্তর : সামাজিক অবস্থানকে বিশ্লেষণ করা ও সুনির্দিষ্ট সমাজের গবেষণা করাই জরিপ পদ্ধতির প্রধান লক্ষ্য।

জরিপ পদ্ধতিকে কিসের মৌলিক পদ্ধতি হিসেবে সমাজবিজ্ঞানীগণ মনে করেন?
উত্তর : সমাজের ঘটনাবলি অনুসন্ধানের ক্ষেত্রে জরিপ পদ্ধতি একটা মৌলিক পদ্ধতি হিসেবে সমাজবিজ্ঞানীগণ মনে করেন।

মার্ক আব্রাহাম (Mark Abraham) প্রদত্ত জরিপ পদ্ধতির সংজ্ঞাটি দাও।
উত্তর : গার্ক আব্রাহাম প্রদত্ত জরিপ পদ্ধতির সংজ্ঞাটি হলো কোন একটি সম্প্রদায়ের কর্মকাণ্ডে সামাজিক দিক সম্পর্কে সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহের প্রক্রিয়াকে জরিপ বলা হয়।

ই. এস. বোগারডাস (E.S. Bogardus) এর মতে জরিপ পদ্ধতি কী?
উত্তর : ই. এস. বোগারডাস (E.S. Bogardus) এর মতে জরিপ পদ্ধতি হলো, “কোন সম্প্রদায়ে বসবাসরত মানবগোষ্ঠী যারা একত্রে বসবাস এবং সংগৃহীত উপাত্তকে জরিপ করে।”

চ্যাপম্যান (Chapman) এর মতে সামাজিক জরিপ কাকে বলে?
উত্তর : চ্যাপম্যান (Chapman) এর মতে, “কোন সুনির্দিষ্ট ভৌগোলিক, সাংস্কৃতিক অথবা প্রশাসনিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠী সম্পর্কে নিয়মতান্ত্রিক উপাত্ত সংগ্রহকে সামাজিক জরিপ বলে।”

Mayhew রচিত একটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : Mayhew রচিত একটি গ্রন্থের নাম হলো ‘London Labour and the London Poor,

বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক কে?
উত্তর : বৈজ্ঞানিক সমাজিক জরিপের জনক হলেন বুথ (Booth).

Domesday Book’-গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Domesday Book’- গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়াম।

কত শতকে উইলিয়াম ‘Domesday Book’ গ্রন্থটি লিখেন?
উত্তর : এগারো শতকে উইলিয়াম ‘Domesday Book’ গ্রন্থটি লিখেন।

আধুনিককালে জরিপ পদ্ধতির বিকাশ ঘটে কী থেকে?
উত্তর : আধুনিককালে জরিপ পদ্ধতির বিকাশ ঘটে পর্যটকদের ভ্রমণবৃত্তান্ত থেকে।

কখন থেকে ব্রিটেনে মাঠ পর্যায়ে গবেষণা কর্মে জরিপ ব্যাপক ব্যবহার শুরু হয়?
উত্তর : অষ্টাদশ শতাব্দী থেকে ব্রিটেনে মাঠ পর্যায়ে গবেষণা কর্মে জরিপ ব্যাপক ব্যবহার শুরু হয়।

একটি বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে সামাজিক জরিপের সর্বপ্রথম ব্যবহারকারী কে?
উত্তর : একটি বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে সামাজিক জরিপের সর্বপ্রথম ব্যবহারকারী হলেন জন হাওয়া

সামাজিক জরিপের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : সামাজিক জরিপের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ : ক. সামাজিক জরিপ অনুসন্ধানের একটি পদ্ধতি যার দ্বারা নির্দিষ্ট প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত তথ্যসংগ্রহ করা হয় ও খ, এটি বিশ্লেষণাধীন বিষয়ের একটি প্রতিনিধিত্বশীল অংশ অথবা সমগ্রক উভয়েই অনুসন্ধানে সক্ষম ।

জরিপের কয়েকটি সুবিধা উল্লেখ কর।
উত্তর : জরিপের কয়েকটি সুবিধা নিম্নরূপ : ক. তথ্যসংগ্রহের ক্ষেত্রে জরিপ একটি নমনীয় পদ্ধতি, খ. কম খরচ লাগে, নির্ভুল সাধারণীকরণ, ঘ. পূর্বানুমান গঠন ইত্যাদি।

জরিপ পদ্ধতি সর্বপ্রথম ব্যবহার কোন দেশে শুরু হয়?
উত্তর : জরিপ পদ্ধতির ব্যবহার সর্বপ্রথম শুরু হয় ব্রিটে।

Social Research Method’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Social Research Method’ গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়াম লরেন্স নিউম্যান ।

সামাজিক গবেষণা কে কেস স্টাডি পদ্ধতিটির প্রথম প্রয়োগ করেন?
উত্তর : ফ্রেডারিক লা প্লে (Fredric Le Play) সামাজিক গবেষণায় প্রথম কেস স্টাডি পদ্ধতিটি প্রয়োগ করেন।

কেস স্টাডি পদ্ধতিতে গবেষক কী কী কৌশল ব্যবহার করেন।
উত্তর : কেস স্টাডি পদ্ধতিতে গবেষক সাক্ষাৎকার গ্রহণ, প্রশ্নমালা ও জীবনবৃত্তান্ত কৌশল ব্যবহার করেন।

সামাজিক এককের উপর কোন পদ্ধতি গুরুত্বারোপ করে থাকে?
উত্তর : কেস স্টাডি পদ্ধতি ‘সামাজিক এককের উপর গুরুত্বারোপ করে থাকে।

কাকে ‘দলিল নির্ভর’ পদ্ধতি বলা হয়?
উত্তর : আধেয় বিশ্লেষণকে ‘দলিল নির্ভর’ পদ্ধতি বলা হয় ।

যোগাযোগমূলক প্রপঞ্চের আপেক্ষিক গুরুত্ব ব্যাখ্যার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর : আধেয় বিশ্লেষণ পদ্ধতি ।

এখনোগ্রাফিক পদ্ধতির উদ্ভাবন করেন কে?
উত্তর : ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী রেডফিল্ড এবং রিডার্স।

এখনোগ্রাফিক শব্দের অর্থ কী?
উত্তর : এথনোগ্রাফিক বলতে জনগণের সম্পর্কে লিখা বুঝায় ।

এথনোগ্রাফিক শব্দের অর্থ কী?
উত্তর : গ্রিক শব্দদ্বয় ‘Ethnos’ এবং ‘Graphein’ থেকে এখনোগ্রাফিক শব্দের উদ্ভব হয়েছে।

র‍্যাপোর্ট (Rapport) কী?
উত্তর : গবেষকের সাথে গবেষণাধীন এলাকায় মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে Rapport বলে।

পরীক্ষণমূলক গবেষণা কী?
উত্তর : যখন কতিপয় উপাদান যত্নসহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই করা হয় তাকে পরীক্ষণমূলক গবেষণা বলে ।

পরীক্ষণমূলক গবেষণা কী?
উত্তর : যখন কতিপয় উপাদান যত্নসহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই করা হয় তাকে পরীক্ষণমূলক গবেষণা বলে।

পরীক্ষামূলক গবেষণা কয় ধরনের হতে পারে?
উত্তর : পরীক্ষণমূলক গবেষণা দু’ধরনের হতে পারে। যথা : ক. গবেষণাগারে পরীক্ষণ; খ. কর্মক্ষেত্রে পরীক্ষণ।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

০১। সামাজিক জরিপের সংজ্ঞা দাও।
প্রশ্ন।০২। সামাজিক জরিপের উদ্দেশ্যগুলো লিখ।
প্রশ্ন ॥০৩।সামাজিক জরিপের গুরুত্ব লেখ ।
প্রশ্ন ॥০৪।সামাজিক জরিপের ধাপসমূহ উল্লেখ কর।
প্রশ্ন ॥০৫ ॥সামাজিক জরিপের বৈশিষ্ট্যগুলো লিখ।
প্রশ্ন।০৬।জরিপ পদ্ধতির সুবিধাগুলো তুলে ধর।
প্রশ্ন।০৭।জরিপ পদ্ধতির অসুবিধাগুলো বর্ণনা কর ।
প্রশ্ন৷০৮। সমাজ গবেষণায় সামাজিক জরিপের গুরুত্ব বর্ণনা কর।
প্রশ্ন।০৯। কেস স্টাডি পদ্ধতি বলতে কী বুঝ?প্রশ্ন ।

১০। কেস স্টাডি পদ্ধতির বৈশিষ্ট্যসূহ লিখ।
প্রশ্ন ১১।কেস স্টাডি পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর ।
প্রশ্ন।১২।কেস স্টাডি পদ্ধতির অসুবিধাগুলো আলোচনা কর।
প্রশ্ন॥১৩।সামাজিক জরিপ ও ঘটনা অনুধ্যানের মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন। ১৪।বিষয়বস্তু বিশ্লেষণের সংজ্ঞা দাও।

প্রশ্ন।১৫।বিষয়বস্তু বিশ্লেষণের বৈশিষ্ট্য লিখ।

১৬।আধেয় বিশ্লেষণের সুবিধা উল্লেখ কর।
প্রশ্ন ১৭৷আধেয় বিশ্লেষণের অসুবিধা লিখ।

প্রশ্ন ১৮।আধেয় বিশ্লেষণে পদ্ধতির উদ্দেশ্যাবলি লিখ।
প্রশ্ন ১৯।এথনোগ্রাফি বলতে কী বুঝ?

প্রশ্ন। ২০।এখনোগ্রাফিক অনুসন্ধানের বৈশিষ্ট্য লিখ।

প্রশ্ন ২১।এথনোগ্রাফিক অনুসন্ধানের সুবিধাগুলো লিখ।

প্রশ্ন। ২২। এখনোগ্রাফিক অনুসন্ধানের অসুবিধাগুলো লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নোত্তর

প্ৰশ্ন৷০১৷৷ সামাজিক জরিপের পদ্ধতি বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ।

প্রশ্ন।২। সামাজিক জরিপের পদ্ধতি বলতে কী বুঝ? সামাজিক জরিপের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর ।

প্রশ্ন৷০৩। সামাজিক জরিপের উপাত্ত সংগ্রহের উৎসসমূহ কী কী?

প্রশ্ন৷০৪৷৷ সামাজিক জরিপের প্রয়োজনীয়তা আলোচনা কর । সামাজিক জরিপ ও ঘটনা অনুধ্যানের মধ্যে পার্থক্য লেখ।

প্রশ্ন॥০৫৷ সাক্ষাৎকার ও পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর ।

প্রশ্ন০৬ সামাজিক জরিপের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর ।

প্রশ্ন৷০৭৷ ` সামাজিক জরিপের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলো লেখ। সামাজিক গবেষণার ক্ষেত্রে জরিপ পদ্ধতির ভূমিকা
আলোচনা কর ।

প্ৰশ্ন৷০৮৷৷ কেস স্টাডি পদ্ধতির সংজ্ঞা দাও । এর বৈশিষ্ট্য ও ধাপগুলো উল্লেখ কর।

প্রশ্ন॥০৯৷ সামাজিক গবেষণার একটি পদ্ধতি হিসেবে কেস স্টাডির সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা কর ।

প্ৰশ্ন৷১০৷৷ এথনোগ্রাফিক পদ্ধতির বৈশিষ্ট্য ও কৌশলগুলো লেখ। এথনোগ্রাফিক পদ্ধতির সুবিধা সীমাবদ্ধতাগুলো আলোচনা কর।

প্ৰশ্ন৷১১৷ বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্য ও উদ্দেশ্য আলোচনা কর ।

প্রশ্ন॥১২৷৷ বিষয়বস্তু বিশ্লেষণের সংজ্ঞা দাও । বিষয়বস্তু বিশ্লেষণের পদক্ষেপসমূহ কী কী?

প্ৰশ্ন৷৷১৩৷৷বিষয়বস্তু বিশ্লেষণের পদ্ধতি কাকে বলে? এর বৈশিষ্ট্য কী কী? এ পদ্ধতির সুবিধা ও অসুবিধা তুলে ধর ।

প্রশ্ন ৷১৪৷৷পরীক্ষণ পদ্ধতি কী? এর সুবিধা ও অসুবিধা বর্ণনা কর ।

প্রশ্ন॥১৫৷ সামাজিক জরিপ পদ্ধতি কী? কেসস্টাডি পদ্ধতির ধাপসমূহ আলোচনা কর ।

প্রশ্ন॥১৬৷ তথ্যসংগ্রহের কৌশলগুলো সংক্ষেপে আলোচনা কর ।

প্রশ্ন॥১৭৷ তথ্যসংগ্রহের কৌশল হিসেবে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর ।

প্রশ্ন ॥২৮৷ সামাজিক জরিপ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*