তৃতীয় অধ্যায়, বিবাহ, পরিবার ও সামাজিকীকরণ,

ক-বিভাগ

বিবাহের সংজ্ঞা দাও।
উত্তর : বিবাহ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে একজন নারী ও একজন পুরুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় যা সন্তান জন্মদানের পরও কিছুদিন স্থায়ী হয়।
বাংলাদেশের ছেলেদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশের ছেলেদের বিবাহের বয়স ২১ বছর।
বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর।
কারা যৌতুক প্রথার সৃষ্টি করে?
উত্তর : হিন্দু সমাজ যৌতুক প্রথার সৃষ্টি করে।
হিন্দু সমাজে কেন যৌতুক প্রথার প্রচলন হয়?
উত্তর : হিন্দু আইনে কন্যা সন্তান পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকারী হয় না। বিধায় পাত্রস্থ করার সময় নগদ অর্থ ও দ্রব্যসামগ্রী দেয়ার প্রথা তথা যৌতুক প্রথার প্রচলন হয়।
যৌতুক কী?
উত্তর : যৌতুক হলো এমন একটি সামাজিক কুপ্রথা বা ঘৃণ্য প্রথা যাতে কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বর পক্ষের মধ্যে দরকষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধাদানে কন্যাপক্ষকে বাধ্য করা হয় ।
যৌতুক বিরোধী আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : যৌতুক বিরোধী আইন প্রণীত হয় ১৯৮০ সালে।
যৌতুক বিরোধী আইনের মূল কথা কী?
উত্তর : যৌতুক বিরোধী আইনের মূল কথা হচ্ছে যৌতুক দেয়া ও নেয়া সামাজিক অপরাধ। চাকার এ পরিবারকে কী বলা হয়?
উত্তর : পরিবারকে সমাজের ক্ষুদ্রতম সামাজিক একক বলা হয়।
পরিবারের সংজ্ঞা দাও ।
উত্তর : পরিবার হলো এমন একটি জ্ঞাতিভিত্তিক গোষ্ঠী যার সদস্যরা একত্রে বসবাস করে। অর্থনৈতিক এবং অন্যান্য
উদ্দেশ্য অর্জনের একক হিসেবে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে কাজ করে।
অনুপরিবার কাকে বলে?
উত্তর : স্বামী-স্ত্রীর দুইজনের পরিবার অথবা তাদের সঙ্গে তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে অনুপরিবার বলা হয়।
যৌথ পরিবার কাকে বলে?
উত্তর : কোন পরিবারের বার্তার সঙ্গে যদি তার বাবা-মা একাধিক ভাই ও তাদের সন্তান-সন্ততি বা নিকট আত্মীয় স্বজন বসবাস করে তবে তাকে যৌথ পরিবার বলা হয়।
শহরের পরিবারসমূহ কিরূপ?
উত্তর : শহরের পরিবার মূলত অনুপরিবার।যৌথ পরিবার কোথায় দেখা যায়?
উত্তর : যৌথ পরিবার মূলত গ্রামে বেশি দেখা যায়।
যৌথ পরিবারের নেতৃত্ব দেন কে?
উত্তর : বয়স্ক পুরুষ ব্যক্তি যৌথ পরিবারের নেতৃত্ব দেন।
প্রাচীন কালে যৌথ পরিবার কিরূপ ছিল?
উত্তর : প্রাচীন কালে যৌথ পরিবার ছিল উৎপাদন ও ভোগের এক একটি ইউনিট বা একক।
বাংলাদেশের পরিবারসমূহের ধরন কিরূপ?
উত্তর : বাংলাদেশের পরিবারসমূহ মূলত এক বিবাহভিত্তিক পিতৃপ্রধান পরিবার।
এক বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : একজন পুরুষ এবং একজন স্ত্রীলোকের মধ্যে বিবাহের ভিত্তিতে যে পরিবার
বিবাহভিত্তিক পরিবার ।
গড়ে উঠে তার নাম এক বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : একজন পুরুষের সাথে একাধিক স্ত্রীলোকের বিয়ের ভিত্তিতে গঠিত পরিবারকে বহু-স্ত্রী বিবাহভিত্তিক পরিবার বলে।
তিন পুরুষের পরিবারকে কী বলে?
উত্তর : তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।
পিতৃপ্রধান পরিবার কাকে বলে?
উত্তর : পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনা ও.বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার ক্ষমতা যখন পরিবারের বয়স্ক পুরুষের উপর
ন্যস্ত করা হয় তখন তাকে পিতৃপ্রধান পরিবার বলে।
মাতৃপ্রধান পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে নেতৃত্বদানের ক্ষমতা বয়স্ক মেয়েদের উপর ন্যস্ত থাকে তাকে মাতৃপ্রধান পরিবার বলে ।
বাংলাদেশের কোন সমাজে মাতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
উত্তর : বাংলাদেশের গারো সমাজে মাতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পিতৃবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পত্তি প্রথা অনুযায়ী স্বামীর পিতৃবাসে বসবাস করলে তাকে পিতৃবাস পরিবার বলে।
মাতৃবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বা মাতৃগৃহে বসবাস করে তবে তাকে মাতৃবাস পরিবার বলে।
নয়াবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পত্তি যদি স্বামীর পিতৃগৃহে বা স্ত্রীর মাতৃগৃহে বাস না করে সম্পূর্ণভাবে তাদের নতুন বাড়িতে বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে।
মাতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
উত্তর : মাতৃকুলের পরিচয়ে যে পরিবারের সন্তানের পরিচয় নির্ধারিত হয় এবং সন্তান মাতৃকুলের বংশধর হিসেবে বিবেচিত হয় সে পরিবারকে বলা হয় মাতৃসূত্রীয় পরিবার।
পিতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে সন্তান পিতৃপুরুষের বংশধর হিসেবে গণ্য হয় এবং সন্তানের পরিচয় পিতৃকুলের পরিচয়ের
পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। সে পরিবারকে বলা হয় পিতৃসূত্রীয় পরিবার।
পরিবারের মনস্তাত্ত্বিক কাজ কী?
উত্তর : সন্তান-সন্তটির আবেগীয় চাহিদা মিটানো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।
পরিবারের অর্থনৈতিক কাজ কী?
উত্তর : পরিবারের সকল সদস্যের ভরণপোষণ তথা তাদের আর্থিক চাহিদা মিটানো পরিবারের অর্থনৈতিক কাজ।
বৈবাহিক লেনদেন প্রত্যয়টি ব্যবহার হয় কখন?
উত্তর : বিবাহকে কেন্দ্র করে বা বিবাহ উপলক্ষে পাত্র-পাত্রী এবং তাদের বাবা-মা এবং নিকট জ্ঞাতির মধ্যে দান উপাহার-উপঢৌকন এবং অন্যান্য সামাজিক বা ধর্মীয় প্রথানুযায়ী প্রদেয় দেনা-পাওনাকে বুঝানোর জন্য বৈবাহিক লেনদেন প্রত্যয়টি ব্যবহৃত হয়।
মোহর বা দেন-মোহর কী?
উত্তর : ধর্মীয় বিধান অনুযায়ী মুসলিম সমাজে বৈবাহিক সম্পর্ক স্থাপনের সময় বর কর্তৃক কন্যাকে প্রদেয় নগদ অর্থ, অলংকার বা অন্য কোন বিষয়বস্তু বা সম্পত্তিকে মোহর বা দেন-মোহর হিসেবে আখ্যায়িত করা হয়।
জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও।
উত্তর : আত্মীয়-স্বজন, জ্ঞাতি গোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকট জনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতি সম্পর্ক।
Family শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
Torte.
উত্তর : Family শব্দের উৎপত্তি হয়েছে রোমান শব্দ Famielus হতে।
Famielus শব্দটি রোমানরা ব্যবহার করে কেন?
উত্তর : রোমান আইনব্যবস্থায় উৎপাদক ও কৃতদাস গোষ্ঠী অন্যান্য ভৃত্য ও অভিন্ন বংশ যা বিবাহ সম্পর্কিত অন্যান্য সদস্যদের বুঝাতে Famielus শব্দটি ব্যবহার করা হয়।
সামাজিকীকরণের সংজ্ঞা দাও।
উত্তর : সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু ক্রমে সামাজিক মানুষে পরিণত হয়।
বহুপতি বিবাহ কাকে বলে?
উত্তর : একজন নারী যখন বহু স্বামী গ্রহণ করে, তখন তাকে বহুপতি বিবাহ বলে।
গোষ্ঠী বিবাহ কাকে বলে?
উত্তর : যখন একাধিক পুরুষের স্ত্রী লোকের একই কালে বিবাহ হয়, তখন এ বিবাহকে গোষ্ঠী বিবাহ বলে।
স্বগোত্র বা অম্ভবিবাহ কাকে বলে?
উত্তর : যখন একই গোত্র হতে পাত্রপাত্রী উভয়ের নির্বাচন সঙ্গত বিধি বলে গণ্য হয় তখন তাকে স্বগোত্র বা অন্ত বিবাহ বলে ।
বহিঃগোত্র বিবাহ কাকে বলে?
অনুলোম বিবাহ কী?
উত্তর : উচ্চ বংশের পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণির কন্যার বিবাহকে অনুলোম বিবাহ বলে।
প্রতিলোম বিবাহ কী?
উত্তর : যখন একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত কাউকে বিবাহ করা হয় এবং দুটি ভিন্ন গোষ্ঠী হতে পাত্রপাত্রী নির্বাচন সঙ্গত বলে বিবেচিত হয় তখন এ প্রকার বিবাহকে বহিঃগোত্র বিবাহ বলে।
উত্তর : নিম্ন বংশগত পাত্রের সাথে অপেক্ষাকৃত উচ্চ শ্রেণির বিবাহকে প্রতিলোম বিবাহ বলা হয় ।
বিষম কাজিন বিবাহ কী?
উত্তর : মায়ের ভাইয়ের ছেলেমেয়ের সাথে বাবার ছেলেমেয়ের মধ্যে অনুষ্ঠিত বিবাহ রীতিকে বিষম কাজিন বিবাহ বলে ।
সমান্তরাল কাজিন বিবাহ কাকে বলে?
উত্তর : চাচাতো, খালাতো ভাইবোনের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে সমান্তরাল কাজিন বিবাহ বলে।
সংযোজিত বিবাহ কাকে বলে?
উত্তর : যাত অভিভাবক বা আত্মীয়স্বজন দ্বারা পাত্র-পাত্রী মনোয়ন করে বিবাহের ব্যবস্থা করা হয়। তখন এ ধরনের বিবাহকে সংযোজিত বিবাহ বলে।
স্বনির্বাচিত বিবাহ কী?
উত্তর : পাত্র-পাত্রী যখন নিজে নিজে জীবন সাথীকে নির্বাচন করে বিবাহ সম্পন্ন করে, তখন তাকে স্বনির্বাচিত বিবাহ বলে।
বৈধ সন্তান জন্মদানের উপায় কী?
উত্তর : বৈধ সন্তান জন্মদানের উপায় বিবাহ।
লেভিরেট কী?
উত্তর : কোন বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোন ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলা হয়।
জ্ঞাতি সম্পর্ক কত প্রকার?
উত্তর : জ্ঞাতি সম্পর্ক ৪ প্রকার। যথা : ১. জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন, ২. বৈবাহিক বন্ধন, ৩. কাল্পনিক বন্ধন, ৪. কৃত্রিম বা প্রথাগত বন্ধন।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥বিবাহের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥২॥বিবাহের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৩৷৷উদাহরণসহ বহুবিবাহের ধরনগুলো উল্লেখ কর।
প্রশ্ন॥৪॥একাধিক স্ত্রী গ্রহণ হ্রাস পাবার কারণ কী?
প্ৰশ্ন॥৫॥একাধিক স্ত্রী গ্রহণ করার কারণ কী?
প্রশ্ন॥৬॥নয়াবাস রীতি জনপ্রিয় হয়ে উঠার কারণ কী?
প্ৰশ্ন৷॥৭॥বিবাহের সামাজিক গুরুত্ব লিখ।
প্ৰশ্ন৷৮৷৷ বিবাহের শর্তসমূহ উল্লেখ কর।
প্ৰশ্ন৷৯৷ বিবাহবিচ্ছেদ কী?
প্ৰশ্ন৷১০৷ বিবাহবিচ্ছেদের সামাজিক কারণ কী?
প্রশ্ন॥১১৷ দেনমোহর কী?
প্ৰশ্ন৷৷১২৷যৌতুক কী?
প্রশ্ন৷৷১৩৷বাংলাদেশে যৌতুক প্রথার কারণগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷ ১৪৷৷পণপ্রথা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷১৫৷সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বুঝ?
প্রশ্ন৷১৬৷পরিবার বলতে কি বুঝ?
প্রশ্ন॥১৭৷পরিবারের বৈশিষ্ট্য উল্লেখ কর।
প্রশ্ন৷ ১৮৷ পরিবার সম্পর্কে মর্গানের তত্ত্বটি ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১৯৷ পরিবারের বিনোদনমূলক কাজ কী?
প্রশ্ন৷৷২০৷ পরিবারের বিভিন্ন ধরন কী কী?
প্রশ্ন॥২১৷ পরিবারের চারটি কার্যাবলি আলোচনা কর ।
প্রশ্ন৷৷২২৷ পরিবারের অর্থনৈতিক কার্যাবলি উল্লেখ কর।
প্রশ্ন৷২৩৷৷ পরিবারের রাজনৈতিক কার্যাবলি উল্লেখ কর।
প্রশ্ন৷২৪৷ পরিবারের মনস্তাত্ত্বিক কাজ বলতে কী বুঝায়?
প্রশ্ন৷২৫।পরিবারের চিত্ত বিনোদনমূলক কাজের তাৎপর্য ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২৬৷৷ গ্রামীণ পরিবার বলতে কী বুঝ?
প্রশ্ন৷৷২৭৷ গ্রামীণ ও নগর সমাজের পরিবারের মধ্যে মৌলিক পার্থক্য কী?
প্রশ্ন৷২৮॥ পরিবার পরিকল্পনা বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৯৷ যৌথ পরিবার ভেঙে যাবার কারণগুলো চিহ্নিত কর ।
প্রশ্ন৷৩০৷ পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যেকার ৫টি পার্থক্য নির্দেশ কর।
প্রশ্ন৷৷৩১৷৷ যৌথ পরিবারের বৈশিষ্ট্য আলোচনা কর ।
প্রশ্ন৷৩২৷ বাংলাদেশের পরিবারের উপর শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব লিখ
প্রশ্ন।৩৩।জ্ঞাতি সম্পর্ক কী?
প্ৰশ্ন৷৷৩৪৷৷ বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৩৫৷ বাংলাদেশের গ্রামীণ সমাজের রাজনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা কী?
প্রশ্ন৷৩৬৷৷ বাংলাদেশের গ্রামীণ সমাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৩৭৷৷জ্ঞাতি সম্পর্কের সামাজিক ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৷৩৮৷ বংশধারা কী?
প্ৰশ্ন৷৩৯৷ সামাজিকীকরণ কী?
প্রশ্ন॥৪০৷ সামাজিকীকরণের মাধ্যম হিসেবে Peer Group বা সঙ্গী-সাথীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৪১৷ সামাজিকীকরণের চারটি উপাদান লিখ?
প্রশ্ন৷৪২৷ সামাজিকীকরণের বাহনসমূহ উল্লেখ কর।
প্রশ্ন৷৪৩। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ বিবাহের সংজ্ঞা দাও । বিবাহের বিভিন্ন ধরনগুলো আলোচনা কর ।
প্রশ্ন॥২॥ বিবাহের সংজ্ঞা দাও। বিবাহের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷৩। বাংলাদেশের সমাজে বিবাহের ধরন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ উদাহরণসহ বাংলাদেশের সমাজের প্রেক্ষিতে বিবাহের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৫॥ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৬॥গ্রামীণ সমাজে বিবাহের ধারা কিভাবে পরিবর্তিত হচ্ছে? বর্ণনা কর।
প্ৰশ্ন৷॥৭॥ গ্রামীণ সমাজে বিবাহের গুরুত্ব কতখানি, আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৷৷৷ পরিবার ও বিবাহের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
প্রশ্ন॥৯॥ পরিবার ও বিবাহের সাম্প্রতিক প্রবণতা ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১০৷ বাংলাদেশে বিবাহবিচ্ছেদের কারণ কী? আলোচনা কর।
প্রশ্ন৷১১৷৷ বাংলাদেশে কিভাবে বিবাহবিচ্ছেদ দূর করা যায়?
প্রশ্ন৷৷১২৷৷ যৌতুকের কারণসমূহ কী?
প্ৰশ্ন৷১৩৷৷ যৌতুক প্রথার প্রতিকার আলোচনা কর।
প্ৰশ্ন৷১৪৷ গ্রামীণ সমাজে বিবাহ নামক প্রতিষ্ঠানে যৌতুকের প্রভাব কতখানি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৫৷৷জ্ঞাতি সম্পর্ক কী? জ্ঞাতি সম্পর্কের বিভিন্ন ধরনসমূহ লিখ।
প্ৰশ্ন৷ ১৬৷বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।
প্রশ্ন॥১৭৷ গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷ ১৮৷৷ গ্রামীণ পরিবারের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন৷১৯৷ গ্রামীণ পরিবারে কী ধরনের পরিবর্তন আসছে? বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২০৷৷ সম্প্রতি বাংলাদেশে পরিবারের কার্যাবলিতে কী ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে? আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷ পরিবারের আধুনিক কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২২৷৷ আধুনিক পরিবারের পরিবর্তনশীল কার্যাবলি বিশ্লেষণ কর। বাংলাদেশ সমাজ থেকে উদাহরণ দাও।
প্ৰশ্ন৷৷২৩৷৷ সম্প্রতি বাংলাদেশে পরিবারের ধরন, কাঠামো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে? আলোচনা কর।
প্রশ্ন৷২৪৷৷ পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে কোনটি প্রাচীন? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
প্ৰশ্ন৷২৫৷ গ্রামীণ সমাজে পরিবারের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৬৷৷ বাংলাদেশের পরিবার কাঠামো বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷ বাংলাদেশের গ্রামীণ পরিবারে পরিবার পরিকল্পনায় সামাজিক বাধা কী?
প্রশ্ন৷২৮৷৷ গ্রামীণ বাংলাদেশের পরিবার ও জ্ঞাতি সম্পর্কের পরিবর্তনের কারণ ও প্রকৃতি বর্ণনা কর।
প্রশ্ন৷৷২৯৷৷ সামাজিকীকরণের উপাদানসমূহ কী কী? আলোচনা কর।
প্রশ্ন৷৩০৷ সামাজিকীকরণের মাধ্যম হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মাধ্যমের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৩১৷৷ সামাজিকীকরণের বাহন হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৩২৷ সামাজিকীকরণে ধর্মের ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৩৷৷ ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*