ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ গার্হস্থ্য অর্থনীতি প্রথম পত্র বিষয় গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ ১১৩৫০১ রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আসবাবপত্রের যত্নের প্রয়োজন হয় কেন?
উঃ আসবাবপত্রের এবং ঘরের সৌন্দর্য ধরে রাখার জন্যে আসবাবপত্রের যত্ন নেয়া প্রয়োজন।
২। গার্হস্থ্য অর্থনীতি কি?
উঃ ঘরের আয়-ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণ ও পরিচালনাকে গার্হস্থ্য অর্থনীতি বলে।
৩। সংগঠন বলতে কি বুঝ?
উঃ সংগঠন বলতে কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সংযোগ স্থাপন করাকে বুঝায়।
৪। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
উঃ গৃহ ব্যবস্থাপনা অর্থ হলো পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেয়া।
৫। গৃহ ব্যবস্থাপনার দর্শন কি?
উঃ অর্থনৈতিক সচ্ছলতা ও উন্নত সাস্কৃতিক মূল্যবোধের অধিকারী একটি আদর্শ পরিবার গঠনই গৃহ ব্যবস্থাপনার দর্শন।
৬। গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লিখ।
উঃ গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হলো-
১. পরিকল্পনা,
২. সংগঠন,
৩. নিয়ন্ত্রণ ও
৪. মূল্যায়ন।
৭। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝ?
উঃ একটি কাজ শুরু করার পূর্বে সে কাজটি কিভাবে শুরু করলে সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে সে বিষয়ে যে পরিকল্পনা করা হয়, তাকেই সিদ্ধান্ত গ্রহণ বলে।
৮। একক সিদ্ধান্ত বলতে কি বোঝ?
উঃ কোনো ব্যক্তি নিজের ইচ্ছাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে একক সিদ্ধান্ত বলে।
৯। দলীয় সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝ? উঃ দলীয় সিদ্ধান্ত গ্রহণ বলতে বুঝায় কোনো দল বা কমিটিতে দলগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া যেখানে সবকিছুতে সবার দলগতভাবে সম্মতি থাকে।
১০। গৃহ ব্যবস্থাপনার প্রেষণা কোনগুলো?
উঃ তিনটি। যথা- ১. মূল্যবোধ, ২. লক্ষ্য ও ৩. মান।
১১। মলোভাব কি?
উঃ কোনো কিছুর প্রতি মানুষের নিজস্ব অনুভূতিকে মনোভাব বলে।
১২। সদ্য কি?
উঃ পরিকল্পনার মাধ্যমে যখন উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে লক্ষ্য বলে।
১৩। লক্ষ্যের শ্রেণিবিভাগ কর।
উঃ তিন শ্রেণির। যথা- ১. দীর্ঘমেয়াদী বা চুড়ান্ত লক্ষ্য, ২. মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য ও ৩. তাৎক্ষণিক লক্ষ্য।
১৪। প্রচলিত মান কি?
উঃ সমাজে প্রচলিত আইন, রীতি-নীতি, নিয়ম-কানুন দ্বারা যে মান নির্ধারিত হয় তাকে প্রচলিত মান বলে।
১৫। আত্মমূল্যায়ন কি?
উঃ নিজের কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হলো আত্মমূল্যায়ন।
১৬। সম্পদ কত প্রকার?
উত্তর। সম্পদ তিন প্রকার। যথা-
১. মানবীয় ও অমানবী রাখা,
২. অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক সম্পদ এবং ৩. উৎস অনুযায়ী সম্পদ।
১৭। মানবীয় সম্পদগুলো চিহ্নিত কর?
উঃ মানবীয় সম্পদগুলো হলো- ১. শ্রম, ২. দক্ষতা, ৩. জ্ঞান, ৪. বুদ্ধি, ৫. নৈপুন্য, ৬. দৃষ্টিভঙ্গি, ৭. চিন্তাশক্তি, ৮. আগ্রহ ও ৯. মেধা।
১৮। পারিবারিক জীবন চক্র কী?
উঃ সাধারণত বাবা-মা, ভাইবোন, আত্মীয়স্বজন প্রভৃতি নিয়ে পরিবার গঠিত হয়। আর এ পরিবারের বিভিন্ন পর্যায় চক্রাকারে আবর্তিত হয়, একে পারিবারিক চক্র বলে।
১৯। পারিবারিক আয়ের প্রকারভেদ কর।
উঃ তিন প্রকার। যথা- আর্থিক আয়, প্রকৃত আয়, মনস্তাত্ত্বিক আয় বা মানসিক আয়।
২০। আয় কি?
উঃ ব্যক্তির নিজের শ্রম কিংবা উৎপাদন কাজে নিয়োজিত উপাদানসমূহের পারিশ্রমিককেই আয় বলে।
২১। মোট আয় কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো ফার্মের উৎপাদিত সব পণ্যের বিক্রয় করে যে আয় হয় তাকে মোট আয় বলে।
২২। বাজেটের সংজ্ঞা দাও।
উঃ নির্দিষ্ট সময়ব্যাপী সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবই বাজেট। এটি মূলত অর্থসংস্থান পরিকল্পনা ও তা ব্যয়ের বার্ষিক হিসাবপত্র।
২৩। বাজেটের খাতগুলো লিখ।
উঃ বাজেটের খাতগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, টেলিফোন, চিকিৎসা, যাতায়াত, বিনোদন, সঞ্চয় ও অন্যান্য খরচ।
২৪। সুষম বাজেট কী?
উঃ যে বাজেটে সরকারের আয়-ব্যয়ের পরিমাণ সমান হয় তাকে সুষম বাজেট বলে।
২৫। বিনিয়োগ অর্থ কি?
উঃ বিনিয়োগ অর্থ হলো বর্তমান মূলধন দ্রব্যের পরিমাণ বৃদ্ধি ও পুরাতন মূলধন দ্রব্যের প্রতিস্থাপনজনিত ব্যয়।
২৬। সঞ্চয়ের উদ্দেশ্য কি কি?
উঃ ১. বিনিয়োগের উদ্দেশ্য, ২. ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলার উদ্দেশ্য ও ৩. নিরাপত্তার উদ্দেশ্য।
২৭। সঞ্চয় কী?
উঃ মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে।
২৮। শক্তি ব্যবস্থাপনা কি?
উঃ শক্তি একটি মানবীয় সম্পদ। গৃহ ব্যবস্থাপনা শাস্ত্রে শক্তিকে কর্মদক্ষতা বা দৈহিক এবং মানসিক শক্তি হিসেবে গণ্য করা হয়। শারীরিক ও মানসিক শক্তির সুষ্ঠু পরিচালনাকে শক্তি ব্যবস্থাপনা বলে।
২৯। ক্লান্তি কি?
উঃ কোনো নির্দিষ্ট কাজের সময়কাল নিরূপণ করার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য শারীরিক সুস্থতা বজায় রাখা। লক্ষ ও উদ্দেশ্য্য অর্জন করার জন্য দেহের উপর যে অহেতুক চাপ আসে তাকে ক্লান্তি বলে।
৩০। ক্লান্তি কত প্রকার?
উঃ ক্লান্তি দুই প্রকার। যথা-
১. শারীরিক ক্লান্তি ও
২. মানসিক ক্লান্তি।
৩১। পরিবেশ কি?
উঃ মানুষ ও প্রাণী জগতকে কেন্দ্র করে সমগ্র পারিপার্শ্বিক অবস্থা যা সামগ্রিকভাবে প্রাকৃতিক বিবর্তন প্রক্রিয়া ও জীবনচক্রকে প্রভাবিত করে তাকেই পরিবেশ বলা হয়।
৩২। গৃহ নকশা কি?
উঃ গৃহ নির্মাণের পূর্বে গৃহের যাবতীয় প্রয়োজন অনুযায়ী কাগজে যে চিত্র অংকন করা হয় তাকে গৃহ নকশা বলে।
৩৩। নীল নক্সা বলতে কি বুঝ?
উঃ কোনো কিছু নির্মাণের বা তৈরির পূর্ব পরিকল্পনা বা সুপরিকল্পিত কর্ম পরিকল্পনাকে নীল নকশা বলে।
৩৪। বর্ণচক্রে কয়টি বর্ণ রয়েছে?
উঃ বর্ণচক্রে ১২টি বর্ণ রয়েছে।
৩৫। গৃহনির্মাণের উপকরণ বলতে কি বুঝ?
উঃ গৃহনির্মাণের জন্য যে সমস্ত উপকরণ ব্যবহৃত হয় তাকে গৃহ নির্মাণ উপকরণ বলে।
৩৬। আবহাওয়া বলতে কি বুঝ?
উঃ কোনো নির্দিষ্ট স্থানের দৈনন্দিন জলবায়ু ও বৃষ্টিপাতের পরিমাণকে আবহাওয়া বলে।
৩৭। নমনীয় আসবাব কি?
উঃ গৃহের পরিসর ছোট হলে যখন একটি আসবাবকে বহুবিধা ক্ষেত্রে ব্যবহার করা হয় সেসব আসবাবকে নমনীয আসবাব বলে।
৩৮। পরিবেশ দূষণ বলতে কি বুঝ?
উঃ মানুষের দৈনন্দিন জীবনাচরণ পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। কোনো কারণে যখন পরিবেশ তার স্বাভাবিকতা হারায় বা পরিবেশে বিভিন্ন বিয়া এ উপদানের কাঙ্ক্ষিত মাত্রা বিনষ্ট হয় সেই পরিবেশ জীব জগতের জন্য ক্ষতিকর ও অসহনীয় হয়ে উঠে তখন এ অবস্থাকে পরিবেশ দূষণ বলে।
৩৯। গৃহ-পরিবেশ দূষণের কারণ কি?
উঃ গৃহ-পরিবেশ দূষণের কারণ হচ্ছে অপরিকল্পিত শিল্পকারখানা, জৈব পদার্থ, শিল্প দুর্ঘটনা ইত্যাদি।
৪০। পরিবেশ বলতে কি বুঝ?
উঃ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ জীবনধারণ বা বসবাস করে তাকে পরিবেশ বলে।
৪১। পানি দূষণ কি?
উঃ পানি যখন তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলে এবং উদ্ভিদ, জীবজন্তু ও মানুষের ব্যবহারের জন্য নিরাপদ থাকে না তখন তাকে পানি দূষণ বলে।
৪২। পরিবেশ দূষণ কয় প্রকার ও কি কি?
উঃ পরিবেশ দূষণ ৪ প্রকার। যথা-
১. পানি দূষণ, ২. বায়ু দূষণ, ৩. মাটি দূষণ, ৪. শব্দ দূষণ।
৪৩। আসবাবপত্র নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করা উচিত?
উঃ আসবাবপত্র নির্বাচনে-১. স্থায়িত্ব, ২. মূল্য, ৩. উপকরণ, ৪. উপযোগিতা, ৫. নমনীয়তা প্রভৃতি বিষয় বিবেচনা করা উচিত ।
৪৪। আসবাবপত্রের সৌন্দর্য বলতে কি বুঝ?
উঃ ঘরের ভেতরে আসবাব পত্র সজ্জিতকরণের মধ্য দিয়ে ঘরের যে সৌন্দর্য ফুটে উঠে তাকে আসবাবপত্রের সৌন্দর্য বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। গৃহ ব্যবস্থাপনার ধারণা একটি কাঠামোর সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
২। গৃহ ব্যবস্থাপনার দর্শন লিখ। গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৩। গৃহ ব্যবস্থাপনায় একজন সফল গৃহিণীর ভূমিকা বর্ণনা কর। ১০০%
৪। লক্ষ্যের বৈশিষ্ট্যগুলো কী? পরিকল্পনা রচনার নীতিগুলো আলোচনা কর। ১০০%
৫। জীবনযাপনের মান এবং জীবনের মানের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৬। পারিবারিক আয় বাড়ানোর উপায় লিখ। ১০০%
৭। ঋণের সুবিধা ও অসুবিধাগুলো লিখ। ১০০%
৮। বাজেটের খাতগুলো কী কী? সঞ্চয়ের প্রয়োজনীয়তা সম্বন্ধে লিখ। ১০০%
৯। ক্লান্তি কমানোর উপায় সম্পর্কে লিখ। ৯৯%
১০। আসবাবপত্রের যত্ন সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১১। গৃহের বিভিন্ন কক্ষে আলো ও রঙের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে লেখ। ৯৯%
১২। নীল নকশা কি? গৃহ নির্মাণে নকশা পরিকল্পনার নীতিসমূহ আলোচনা কর। ৯৯%
১৩।মানবীয় ও অমানবীয় সম্পদের বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৪। সম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায় বর্ণনা কর। ৯৯%
১৫। গৃহ ব্যবস্থাপনার ভ্রান্ত ধারণাসমূহ বর্ণনা দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আর্সেনিক দূষণের কারণ, মানবদেহে এর প্রভাব ও প্রতিকারের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
২। পরিবেশ দূষণের কারণ ও প্রতিকারের উপায় কী? স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণে পরিবারের সদস্যদের ভূমিকা আলোচনা কর। ১০০%
৩। বসবাসের জন্য কি প্রকার পরিবেশ প্রয়োজন? বাসগৃহের জন্য জমি নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। আসবাবপত্র নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা কর। ১০০%
৪। সঞ্চয়ের উদ্দেশ্য কি? বাধ্যতামূলক সঞ্চয় সম্বন্ধো লিখ। ১০০%
৫। পারিবারিক আয় বাড়ানোর উপায় কী? পারিবারিক আয়ের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। ১০০%
৬। সম্পদ ব্যবহারের প্রভাবিত বিষয়গুলো আলোচনা কর। সম্পদের শ্রেণিবিভাগ বর্ণনা কর। ১০০%
৭। সময় ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়সমূহ পারিবারিক সঞ্চয়ের পদ্ধতিগুলো কী? সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলো বর্ণনা কর। ১০০%
৮। মূল্যবোধ বলতে কি বুঝ? মূল্যবোধের শ্রেণিবিভাগ কর। ১০০%
৯। গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিটি চক্রাকারে আবর্তিত হয়।’-এই উক্তির আলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিটি আলোচনা কর। ৯৯%
১০। বাংলাদেশে গৃহ নির্মাণের পক্ষে সহজলভ্য এবং উপযোগী বিভিন্ন উপকরণের ব্যবহার লিখ। আসবাবপত্র বিন্যাসের মূলনীতিগুলো আলোচনা কর। ৯৯%
১১। পারিবারিক সঞ্চয়ের পদ্ধতিগুলো কী কী? পারিবারিক বাজেট তৈরির নিয়মাবলি উল্লেখ কর। ৯৯%
১২। পারিবারিক ও সামাজিক গুরুত্বের আঙ্গিকে গৃহ ব্যবস্থাপনা বিষয়টি মূল্যায়ন কর। ৯৯%
১৩। শক্তি ব্যবহারের পদ্ধতি লিখ। শ্রম লাঘবের জন্য কিভাবে শক্তি ব্যয় করা যায়-আলোচনা কর। ৯৯%
১৪। বাংলাদেশে গৃহ নির্মাণে স্বল্পমূল্যের ও সহজলভ্য সামগ্রীর বিবরণ দাও। বাসগৃহের জন্য স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ৯৯%
১৫। নীল নকশা বলতে কি বুঝ? গৃহ নির্মাণে নকশা পরিকল্পনার নীতিসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*