ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ দর্শন প্রথম পত্র দর্শনের সমস্যাবলি ১১১৭০১ রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ রনে দেকার্ত (Rene Descartes), গটফ্রাইড উইলহেম লাইবনিজ (Philosoper Gottfried Wilhelm Leibniz)।
২। “অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর”-এই উক্তিটি কার?
উঃ দার্শনিক জর্জ বার্কলি (George Berkeley)।
৩। “সব কিছুই ঈশ্বর; ঈশ্বরই সব কিছু”-উক্তিটি কার?
‘A Treatise of Human Nature’ গ্রন্থটির লেখক কে?
একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখ।
উঃ ডেভিড হিউম (David Hune)।
৪। দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ উইলিয়াম জেমস (William James), এফ.সি.এস. শীলার (F.C.S. Schiller), জন ডিউঈ (John Dewey)।
৫। “Ontology” শব্দটির বাংলা অর্থ কি?
উঃ ‘Ontology’ বাংলা অর্থ তত্ত্ববিদ্যা।
৬। সহজাত ধারণা কি?
উঃ জন্মের সময় যে ধারণা নিয়ে আমরা জন্মায় তাই সহজাত ধারণা।
৭। নির্বিচারবাদ কি?
উঃ জ্ঞানের উৎপত্তি, শর্ত, সীমা, বৈধতা অবৈধতা সম্পর্কে কোন প্রমাণ ছাড়াই কেবলমাত্র অন্ধবিশ্বাস ও পূর্বধারণার উপর ভিত্তি করে দার্শনিক আলোচনা শুরু করার নাম নির্বিচারবাদ ।
৮। পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে?
উঃ দার্শনিক গটফ্রাইড উইলহেম লাইবনিজ (Philosoper Gottfried Wilhelm Leibniz)।
৯। সত্যতা সম্পর্কিত মতবাদগুলো কি কি?
উঃ সত্যতা সম্পর্কিত মতবাদগুলো হলো বস্তুগত সত্যতা ও আকারগত সত্যতা।
১০। ডেকার্টের মতে ধারণা কত প্রকার?
উঃ তিন প্রকার। যথা- ১. আগন্তুক ধারণা, ২. কৃত্রিম ধারণা ও ৩. সহজাত ধারণা।
১১। সত্তা সম্পর্কিত মতবাদগুলো কি কি?
উঃ সত্তাসম্পর্কিত মতবাদগুলো হলো একত্ববাদ, দ্বৈতবাদ ও বহুত্ববাদ ।
১২। স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উঃ স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেনরী বার্গসোঁ (Henri Bergson)।
১৩। ‘Philos’ শব্দের অর্থ কী?
উঃ অনুরাগ বা ভালবাসা।
অথবা, ‘দর্শন’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উঃ জ্ঞানের প্রতি অনুরাগ।
১৪। দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ জন লক (John Locke) ও ডেভিড হিউম (David Hume)।
১৫। লকের মতে গুণ কত প্রকার?
উঃ লকের মতে বস্তুর গুণ দুই প্রকার। যথা- ১. মুখ্য গুণ ও ২. গৌণ গুণ।
১৬। ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কি?
উঃ সংশয় পদ্ধতি।
১৭। একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখ।
অথবা, ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের প্রবক্তা কে?
অথবা, “আমি চিন্তা করি, সুতরাং আমি আছি”-উক্তিটি কার?
উঃ র‍্যনে দেকার্ত (Rene Descartes)।
১৮। “Critique of Pure Reason” কার লেখা?
উঃ ইমানুয়েল কান্টের (Immanuel kant) এর লেখা।
১৯। “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দিয়ের মধ্যে ছিল না”—উক্তিটি কার?
উঃ জন লক (John Locke)।
২০। বাস্তববাদ কত প্রকার?
উঃ চার প্রকার। ১. লৌকিক বাস্তববাদ, ২. বৈজ্ঞানিক বাস্তববাদ, ৩. নব্য বাস্তববাদ, ৪. নব্য সবিচার বাস্তববাদ।
২১। বার্কলির ভাববাদের নাম কী?
উঃ আত্মগত ভাববাদ।
২২। সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে?
উঃ হেনরী বার্গসোঁ (Henri Bergson) |
২৩। একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ একজন সর্বেশ্বরবাদী দার্শনিক স্পিনোজা।
২৪। জ্ঞেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম লিখ।
উঃ বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ ।
২৫। “সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব”— উক্তিটি কার?
উঃ “সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব” -উক্তিটি সর্বেশ্বরবাদের।
২৬। “An Outline of Philosophy” গ্রন্থটির লেখক কে?
উঃ “An Outline of Philosophy” গ্রন্থটির লেখক হলেন বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell) |
২৭। কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
উঃ জার্মান দার্শনিক।
২৮। আত্মার অমরত্ব সম্পর্কটি দু’টি মতবাদের নাম লিখ।
উঃ তত্ত্ববিষয়ক যুক্তি, নৈতিক যুক্তি ও ধর্মীয় যুক্তি।
২৯। লকের মতে জন্মের সময় আমাদের মন কিসের মত থাকে?
উঃ লকের মতে জন্মের সময় আমাদের মন সাদা কাগজের মত থাকে।
৩০। ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের প্রবৃত্তা কে?
উঃ ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের প্রবক্ত হলেন রনে দেকার্ত।
৩১। সত্য সম্পর্কিত মতবাদগুলো কি?
উঃ সত্য সম্পর্কিত মতবাদগুলো স্বতঃপ্রতীতিবাদ, অনুরূপতাবাদ, সঙ্গতিবাদ, প্রয়োগবাদ।
৩২। লকের মতে গুণ কত প্রকার?
উঃ গুণ দুই প্রকার। যথা- (ক) মুখ্যগুণ; (খ) গৌণ গুণ ।
৩৩। দার্শনিক আলোচনার পদ্ধতি কি কি?
উঃ নির্বিচারবাদ, সংশয়বাদ, বিচারবাদ, দ্বান্দ্বিকবাদ, স্বত্ত্বাবাদ ।
৩৪। বাকলি কোন ধরনের দার্শনিক?
উঃ বার্কলি আত্মগত ভাববাদী দার্শনিক।
৩৫। ডেকার্ট কোন ধরনের দার্শনিক?
উঃ দ্বৈতবাদী দার্শনিক।
৩৬। লক কোন ধরনের দার্শনিক?
উঃ অভিজ্ঞতাবাদী দার্শনিক।
৩৭। দর্শনের জনক কে?
উঃ দার্শনিক থেলিস (Philosopher Thales)।
৩৮। জ্ঞেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম লিখ।
উঃ বাস্তববাদ ও ভাববাদ।
৩৯। দুইজন জড়বাদী দার্শনিকের নাম লিখ।
উঃ ১. থেলিস ও ২. ডেমোক্রিটাস।
৪০। দ্বান্দ্বিক জড়বাদের প্রবর্তক কে?
উঃ কার্ল মার্কস।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ভাববাদ কি? জড়বাদ কি? ১০০%
২। দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত? ১০০%
৩। সৃষ্টিবাদ ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য কর। ১০০%
৪। স্বতঃমূল্য ও পরতঃমূল্য ব্যাখ্যা/পার্থক্য কর। ১০০%
৫। সংশয়বাদ আলোচনা কর। ১০০%
৬। কান্ট কিভাবে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করেন? ১০০%
৭। দেহ-মন সম্পর্কিত মতবাদ হিসেবে ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা কর। ১০০%
৮। ইচ্ছার স্বাধীনতা বলতে কি বুঝ? ৯৯%
৯। সজ্ঞাবাদ ও সৃষ্টিবাদ কী? ৯৯%
১০। দর্শন কিভা‌বে বিজ্ঞানের সাথে সম্পর্কিত? ৯৯%
১১। জন লক কিভা‌বে ডেকার্টের সহজাত ধারণা খন্ডন করেন? ৯৮%
১২। সৃষ্টি ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য কর। ৯৮%
১৩। প্রয়োগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৫%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের সাথে বিজ্ঞানের পার্থক্য/সম্পর্ক লিখ। ১০০%
২। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ বিশ্লেষণ কর। ১০০%
৩। ভাববাদ কি? বার্কলির আত্মগত ভাববাদ ব্যাখ্যা কর। ১০০%
৪। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যেকোনো দুটি যুক্তি ব্যাখ্যা কর। ১০০%
৫। দেশকাল বিষয়গত না বিষয়ীগত? আলোচনা কর। ১০০%
৬। সত্তা কি? একত্ববাদ ও দ্বৈতবাদ আলোচনা কর। ১০০%
৭। সত্যতা সম্পর্কিত মতবাদ হিসেবে অনুরূপতাবাদ ব্যাখ্যা কর। ১০০%
৮। বিবর্তন কী? উন্মেষমূলক বিবর্তনবাদ ব্যাখ্যা কর। ১০০%
৯। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ আলোচনা কর। ৯৯%
১০। ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রবাদ ব্যাখ্যা কর। ৯৯%
১১। দর্শনের সংজ্ঞা দাও। দর্শন কিভা‌বে ধর্মের বা বিজ্ঞানের সাথে সম্পর্কিত? ৯৮%
১২। বিবর্তন কি? সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা কর। ৯৮%
১৩। বাস্তববাদ কি? বাস্তবাদের বিভিন্ন রূপ আলোচনা কর। ৯৫%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*