ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ ইতিহাস দ্বিতীয় পত্র দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৬৫): ১১১৫০৫ রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উঃ লোদী বংশের শেষ সুলতান ছিলেন সুলতান ইব্রাহিম লোদি।
২। গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উঃ ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ নির্মাণ করেন সম্রাট শের শাহ ।
৩। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
‘তুজক-ই-বাবর’ কার লেখা?
উঃ সম্রাট বাবর।
৪। “হুমায়ুন নামা” গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘হুমায়ুননামা’ গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।
৫। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৫২৬ সালে।
৬। “তুযুক-ই-বাবর” কি?
উঃ তুযুক-ই-বাবর হচ্ছে সম্রাট বাবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ।
৭। ‘মনসবদার’ কথাটির অর্থ কি?
উঃ পদমর্যাদা।
৮। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
৯। কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন?
উঃ ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা।
১০। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উঃ জব চার্নক।
১১। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৭৫৭ সালের ২৩ জুন।
১২। কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন?
উঃ ১৭৬৫ সালে।
১৩। টোডরমল কে ছিলেন?
উঃ টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী।
১৪। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ ১৭৬৪ সালে।
১৫। ‘তাজমহল’ কি?
উঃ সমাধি সৌধ।
১৬। রবার্ট ক্লাইভ কে ছিলেন?
উঃ ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর।
১৭। শেরশাহ কে ছিলেন?
উঃ শেরশাহ শুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
১৮। হুমায়ুন শব্দের অর্থ কী?
উঃ হুমায়ুন শব্দের অর্থ ‘ভাগ্যবান’।
১৯। দেওয়ান-ই-আম কে নির্মাণ করেন?
উঃ দেওয়ান-এ আম নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান।
২০। কোন ইউরোপীয় বণিকদল প্রথম ভারতবর্ষে আসে?
উঃ পর্তুগীজরা।
২১। দ্বৈতশাসন কে প্রবর্তন করেন?
উঃ রবার্ট ক্লাইভ।
২২। মমতাজমহল কে ছিলেন?
উঃ সম্রাট শাহজাহানের স্ত্রী ছিলেন।
২৩। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উঃ তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ ঈসা খান।
২৪। শিবাজী কে ছিলেন?
উঃ শিবাজী ছিলেন মারাঠাদের নেতা।
২৫। পলাশী কোথায় অবস্থিত?
উঃ ভাগীরথী নদীর তীরে।
২৬। তাজমহল কোথায় অবস্থিত?
উঃ আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত।
২৭। মানসিংহ কে ছিলেন?
উঃ সম্রাট আকবরের সেনাপতি ছিলেন।
২৮। বাংলার শেষ নবাব কে ছিলেন?
উঃ নবাব সিরাজউদ্দৌলা।
২৯। মীর কাশিম কে ছিলেন?
উঃ মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা।
৩০। বাবুরের ভারত আক্রমণের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন?
অথবা, মুঘল বিজয়ের প্রাক্কালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন?
উঃ দৌলত খান লোদী।
৩১। ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ প্রথার প্রচলন করেন কে?
উঃ শের শাহ।
৩২। ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব কোন সময় পর্যন্ত?
উঃ ১৭৪০ থেকে ১৭৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৩৩। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে?
উঃ ১৭৬১ সালে।
৩৪। লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুলতান বাহলুল লোদী।
৩৫। মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : সম্রাট আকবর ছিলেন মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা।

১। কবুলিয়ত ও পাট্টা কি? ১০০&%
২। ‘অন্ধকূপ হত্যা’ বলতে কি বুঝ? ১০০%
৩। তাজমহলের উপর একটি টীকা লিখ। ১০০%
৪। জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব কি ছিল? ১০০%
৫। মুঘল যুগে শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও। ১০০%
৬। পলাশির যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পরাজয়ের কারণ কি? ১০০%
৭। শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ কি ছিল? ১০০%
৭। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লিখ। ১০০%
৮। মুঘল ইতিহাসের উতস লিখ। ১০০%
৯। পরিচয় দাও : বাবর, ডুপ্লে, নুরজাহান। ১০০%
১০। দ্বীন ই ইলাহীর মূলকথা কি? ১০০%
১১। উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণ ব্যাখ্যা কর। ৯৯%
১২। তুযুক-ই-বাবর সম্পর্কে কী জান? ৯৮%
১৩। নুরজাহান কে? নুরজাহান চক্র কী? ৯৮%
১৪। সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে লিখ। ৯৫%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা কর। ১০০%
২। হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। শেরশাহের সাফল্যের কারণ কি ছিল?
৩। শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৪। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা কর। ১০০%
৫। দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৬। বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৭। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা কর। ১০০%
৮। মোগল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৯। সম্রাট আকবরের রাজপুত নীতি আলোচনা কর। ১০০%
১০। মুঘল আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১১। মনসবদারি প্রথা কি? আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১২। বাবুরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার এক‌টি বিবরণ দাও। ৯৯%
১৩। মোগল ইতিহাসের উতসসমূহ বর্ণনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*