ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। নাইসিফোরাস কে ছিলেন? 

উঃ নাইসিফোরাস ছিলেন রোমান সম্রাট।

২। বার্মেকী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ খালিদ-বিন-বাৰ্মাক।

৩। ‘রায়হানী’ কি? 

উঃ খলিফা মামুনের রাজত্বকালে উদ্ভূত এক প্রকার হস্ত লিখন পদ্ধতি।

৪। খলিফা আল-মামুনের প্রধান উজিরের নাম কি? 

উঃ খলিফা আল-মামুনের প্রধান উজিরের নাম ফজল ইবনে সহল।

৫। ওয়াসিল ইবনে আতা কে ছিলেন? 

উঃ মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন।

৬। আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন? 

উঃ খলিফা মুস্তাসিম বিল্লাহ।

৭। মানারা আল মালবিয়া কী? 

উঃ পেচানো মিনার।

৮। বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? 

উঃ আহমদ ইবনে সুজা।

৯। ‘মাকামা’ শব্দের অর্থ কি? 

উঃ ‘মাকামা’ শব্দের অর্থ- মজলিস, স্থান, বক্তৃতা, সুন্দর উপদেশ ও দাঁড়ানোর স্থান।

১০। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে? 

উঃ আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ।

১১। বায়তুল হিক্কা কি? 

উঃ বায়তুল হিকমা আল-মামুন কর্তৃক নির্মিত জ্ঞানবিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান।

১২। আবুল মুসলিম খোরাসানি কে ছিলেন? 

উঃ আবু মুসলিম ছিলেন আব্বাসীয় আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপতি।

১৩। খলিফা হারুন-অর-রশীদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন? 

উঃ বাগদাদের খলিফা হারুন-অর-রশীদ এর সমসাময়িক চীনা সম্রাট ছিলেন ফাগফু।

১৪। ‘আরবদের বাজপাখী’ বলা হয় কাকে? 

উঃ আব্দুর রহমান আদ-দাখিলকে আরবদের/ কুরাইশদের বাজপাখি বলা হয়।

১৫। খলিফা আল-মামুনের উজির এর নাম কি? 

উঃ খলিফা আল-আমিনের উজিরের নাম ফজল ইবনে রাবী।

১৬। ‘যাব’-এর যুদ্ধ কখন সংঘটিত হয়? 

উঃ ৭৫০ সালে।

১৭। কোন সেলজুক শাসককে ‘প্রাচ্য ও প্রতীচ্যের রাজা’ উপাধিতে ভূষিত করা হয়? 

উঃ সেলজুক শাসককে তুগ্রিল বেগকে ‘প্রাচ্য ও প্রাতীচ্যের রাজা’ উপাধিতে ভূষিত করা হয়।

১৮। আস-সাফ্ফাহ কার উপাধি ছিল? 

উঃ ‘আস-সাফফাহ’ উপাধি ছিল আবুল আব্বাসের।

১৯। ‘আতাবেগ’ কার উপাধি ছিল? 

উঃ ‘আতাবেগ” উপাধি ছিল নিজাম-উল-মূলক এর।

২০। কার নামানুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়?

উঃ হযরত মুহাম্মদ (সা.) এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নামানুসারে।

২১। ‘সিয়াসাতনামা’ গ্রন্থের লেখক কে?

উঃ নিজামুল মূলক।

২২। ‘আরব্য রজনী’ কে সংকলন করেন? 

উঃ ‘আরব্য রজনী’ খলিফা হারুন-অর-রশিদ সংকলন করেন।

২৩। আল-মনসুর শব্দের অর্থ?

উঃ আল-মনসুর শব্দের অর্থ বিজয়ী।

২৪। খলিফা হারুন-অর-রশিদের পারসিক স্ত্রীর নাম কী?

উঃ মারাজিল।

২৫। ‘আরবদের নিরো’ বলা হয় কাকে? 

উঃ আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিলকে ‘আরবদের নিরো’ বলা হয়।

২৬। পর্বতের বৃদ্ধলোক কে ছিলেন? 

উঃ হাসান বিন সাবাহ।

২৭। মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল? 

উঃ খলিফা আল মামুনের।

২৮। আরবদের দার্শনিক বলা হয় কাকে? 

উঃ আল কিদ্দিকে আরবদের দার্শনিক বলা হতো। 

২৯। হাম্বলী মাযহাবের প্রতিষ্ঠাতা কে? 

উঃ আহমদ বিন হাম্বাল ।

৩০। বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? 

উঃ আবু জাফর আল মনসুর।

৩১। জেরুজালেমকে পবিত্র স্থান বলা কেন?

উঃ জেরুজালেম পৃথিবীর তিনটি ধর্ম যথা- ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের তীর্থ স্থান বিধায় জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয়।

৩২। সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ নসর ইবনে আহমদ।

৩৩। নিজামীয়া মাদরাসা কোথায়?

উঃ নিজামিয়া মাদ্রাসা বাগদাদে।

৩৪। ‘রুসাফা’ কি?

উঃ আল-মনসুর কর্তৃক রাজকুমার মাহদীর জন্য রাক্কায় প্রতিষ্ঠিত প্রসাদের নাম ‘রুসাফা’।

৩৫। ‘বার্মাকী’ শব্দের অর্থ কী?

উঃ বার্মাকী শব্দের অর্থ মন্দিরের প্রধান পুরোহিত।

৩৬। সানবাদ কে ছিলেন?

উঃ মাজুসী সম্প্রদায়ের নেতা ছিলেন।

৩৭। আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?

উঃ আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী ছিল কুফা।

৩৮। ‘বায়তুল হিকমা’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ বায়তুল হিকমা খলিফা আল-মামুন প্রতিষ্ঠা করেন।

৩৯। যাকাত শব্দের অর্থ কি?

উঃ যাকাত শব্দের অর্থ বৃদ্ধি।

৪০। আব্বাসীয় খলিফা মোট কতজন ছিলেন?

উঃ আব্বাসীয় বংশে মোট ৩৭ জন খলিফা ছিলেন।

৪১। বায়তুল হিকমা কি?

উঃ বায়তুল হিকমা আল-মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান।

৪২। নহরে জোবাইদা কি?

উঃ খলিফা হারুন অর রশিদের স্ত্রী সম্রাজ্ঞী যুবাইদা কর্তৃক মক্কায় খননকৃত একটি খালের নাম।

৪৩। হারুন-অর-রশিদের পিতার নাম কি?

উঃ খলিফা হারুন-অর-রশিদের পিতার নাম খলিফা আল-মাহদী।

৪৪। আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?

উঃ আব্বাসীয়দের প্রথম রাজধানী ছিল কুফা।

৪৫। আস্সাফফাহ শব্দের অর্থ কি?

উঃ “আস সাফফাহ” শব্দের অর্থ রক্তপিপাসু।

৪৬। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উঃ আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর আল-মনসুর।

৪৭। কাকে ‘কুরাইশদের বাজপাখি’ বলে অভিহিত করা হয়?

উঃ আব্দুর রহমান আদ-দাখিলকে কুরাইশদের বাজপাখি বলে অভিহিত করা হয়।

৪৮। নাসিবিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ নাসিবিনের যুদ্ধ সংঘটিত হয় ৭৫৪। 

৪৯। খলিফা হারুন-অর-রশীদের সমসাময়িক বায়জানটাইন সম্রাট কে ছিলেন?

উঃ নাইসিফোরাস ।

৫০। আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন?

উঃ খলিফা আল মুসতাসিম।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ‘রাওয়ান্দিয়া’ ও শিয়া সম্প্রদায় কারা? ১০০%

২। মাওয়ালী, মুতাজিলা, আশারিয়া, আব্বাসীয় কারা? ১০০%

৩। নাসিবিনের যুদ্ধ সম্পর্কে কি জান? ১০০%

৪। বাগদাদ নগরী সম্পর্কে টীকা লিখ। ১০০%

৫। নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জান লিখ। ১০০%

৬। হুনায়েন-ইবনে-ইসহাক কে ছিলেন? ১০০%

৭। আবু মুসলিম খোরাসানীর পরিচয় দাও। ১০০%

অথবা, আবু মুসলিম খোরাসানী কিভাবে নিহত হয়েছিলেন? 

৮। আবুল আব্বাস কে? তাকে “আসসাফফাহ” বলা হয় কেন? ১০০%

৯। “গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে এক‌টি টীকা লিখ। ১০০%

১০। আল আমিন ও আল মামুনের মধ্যে গৃহযুদ্ধের কারণ কী? ১০০%

১১। মুতাজিলা সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ সম্পর্কে এক‌টি ধারণা দাও। ৯৯%

১২। আব্বাসীয় স্থাপত্যের চারটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%

১৩। আব্বাসীয় বংশের পতনের দুটি প্রধান কারণ বর্ণনা কর। ৯৮%

১৪। “নহর ই জুবাইদা” সম্পর্কে টীকা লিখ। ৯৭%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। খলিফা আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? ১০০%

২। খলিফা হারুন-অর-রশীদ ইতিহাসে বিখ্যাত কেন?  

৩। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল-মামুনের কৃতিত্ব বর্ণনা কর। ১০০%

৪। হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের/ধ্বংসাবলীর কারণ ব্যাখ্যা কর। ১০০%

৫। বার্মেকী কারা? বার্মেকী বংশের উত্থান ও পতন বর্ণনা কর। ১০০%

৬। আশারিয়া কারা? আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদসমূহ আলোচনা কর। ১০৯%

৭। বুয়াইয়া কারা? বুয়াইদদের উতপত্তি ও বিস্তার বা কার্যাবলি আলোচনা কর। ১০০%

৮। সেলজুক শাসকদের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ বলে মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ১০০%

অথবা, সেলজুক সুলতান মালিক শাহের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর। 

৯। বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও স্থাপত্যিক বিবরণ উল্লেখ কর। ১০০%

১০। খালিফা হারুন অর রশীদের বৈদেশিক নীতি আলোচনা কর। ৯৯%

অথবা, খালিফা হারুন অর রশীদের গৌরবোজ্জ্বল রাজত্বের বর্ণনা দাও। 

১১। আব্বাসীয় খিলাফত সাহিত্যের ক্রমোন্নতি সম্পর্কে আলোচনা কর। ৯৯%

১২। আগলাবী বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৮%

অথবা, আফ্রিকায় আগলাবীয় রাজবংশ প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর। 

১৩। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে গজনবী বংশের অবদান লিখ। ৯৮%

১৪। “আজদুদ্দৌলাহ কেবল সর্বশ্রেষ্ঠ বুয়াইদই ছিলেন না, তাঁর সময়ের সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন।” উক্তিটি ব্যাখ্যা কর। ৯৭%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

3 Comments

Leave a Reply

Your email address will not be published.


*