ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ প্রাণীবিজ্ঞান প্রথম পত্র নন-কর্ডাটা: ১১৩১০১ রকেট সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। প্রতিসাম্যতা বলতে কি বুঝ?
উঃ প্রাণীদেহের মধ্যমা তলের দুই বিপরীত পাশের অংশসমূহের সুষম বিন্যাসকে প্রতিসাম্যতা বলে।
২। রেডিয়েটা বলতে কি বুঝ?
উঃ যে সব প্রাণীদের দেহ অরীয় এবং দ্বি-অরীয় প্রতিসম, তাদেরকে রেডিয়েটা বলা হয়।
৩। পামেলা দশা কী?
উঃ বহুবিভাজনের মাধ্যমে ১৬-৬৪টি পর্যন্ত অপত্য Euglena সৃষ্টি হয়। সিস্টের এই অবস্থাকে পামেলা দশা বলে।
৪। Entamoeba histolytica মানব দেহে কোন রোগ সৃষ্টি করে?
উঃ Entamoeba histolytica মানব দেহে অ্যামিবিয়াসিস নামক রোগ সৃষ্টি করে।
৫। প্যাথোজেনিক পরজীবী বলতে কী বুঝ?
উঃ যে সকল পরজীবীর আক্রমণে প্রাণীর দেহে রোগের সৃষ্টি হয় তাকে প্যাথোজেনিক পরজীবী বা প্যারাসাইট বলে। Plasmodium sp. এর পরজীবীর আক্রমণে ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়।
৬। পরজীবী কী?
উঃ যেসকল জীব আজীবন বা জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন-ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহে বাস করে, তাদেরকে পরজীবী বলা হয়। যেমন- ম্যালেরিয়া পরজীবী।
৭। স্লিপার অ্যানিমালকিউল কি?
উঃ Paramecium caudatum কে স্লিপার অ্যানিমালকিউট বলা হয়।
৮। কনজুগেশন কি?
উঃ যে প্রক্রিয়ায় অস্থায়ীভাবে দুটি Paramecium মিলিত হয়ে পরস্পরের মধ্যে নিউক্লিয়ার পদার্থের বিনিময় করে তাকে কনজুগেশন বা সংশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রাণী দুটির প্রতিটিকে কনজুগ্যান্ট বলে।
৯। অস্টিয়া (Ostia) কি?
উঃ Scypha-র দেহে কিছু আণুবীক্ষণিক আন্তঃকোষীয় রন্ধ্র দেখা যায়, যাদেরকে অস্টিয়া বলে।
১০। পিনাকোসাইট কোষের কাজ লিখ।
উঃ পিনাকেসাইট খুব সংকোচনশীল হওয়ার জন্য Scypha দেহের পরিধি হ্রাস বৃদ্ধি করতে পারে।
১১। সিনোসার্ক কি?
উঃ হাইড্রোরাইজা ও হাইড্রোকোলাসের সজীব কোষ গঠিত নলাকার অংশ।
১২। মেটাজেনেসিস কি?
উঃ দুটি ডিপ্লয়েড দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তনই মেটাজেনেসিস।
১৩। ম্যানুব্রিয়াম কি?
উঃ মেডুসার অবতলের মাঝামাঝি জায়গায় সামান্য স্ফীত অঞ্চলকে ম্যানুব্রিয়াম বলে।
১৪। চিরুনি পাত কি?
উঃ Hormiphora-র দেহের বহিঃতলে সমদূরত্বে আটটি সিলিয়াযুক্ত পাত থাকে। এদের চিরুনিপাত (Comb plate) বলে।
১৫। ‘Comb jelly’ কী?
উঃ Ctenophora পর্বের Tentaclata শ্রেণির প্রাণীরা স্রোতের সাথে ভেসে বেড়ায় এককভাবে বসবাস এবং দেহ স্বচ্ছ কাচের ন্যায় বলে এদের Comb jelly (কোম্ব জেলী) বলে। যেমন- Hormiphora.
১৬। Taenia solium-এর জীবনচক্রে মাধ্যমিক পোষক কি?
উঃ মাধ্যমিক পোষক-শূকর।
১৭। শিখা কোষ কি?
উঃ ফিতাকৃমির রেচনতন্ত্রের সেকেন্ডারি নালির সাথে কতকগুলো ক্যাপিলারি ডাক্ট যুক্ত থাকে। এই ক্যাপিলারি ডাক্ট একটি করে শিখার মত কোষের সাথে সংযুক্ত থাকে। এটিই শিখা কোষ।
১৮। মিজলী পোর্ক কি?
উঃ সিস্টিসারকাস সংযুক্ত শূকরের মাংস অনেকটা হাম সংক্রমণের মতো সাদা সাদা বিন্দু সদৃশ দেখায়। তখন ঐ মাংসকে বলা হয় মিজলী পোর্ক।
১৯। ব্লাডার ওয়ার্ম কী?
উঃ Platyhelminthes পর্বের শূকরের ফিতাকৃমি Taenia solium এর একটি লার্ভা দশাকে ব্লাডার ওয়ার্ম বলে।
২০। পিনিয়াল সিটি কি?
উঃ পরিণত পুরুষ কৃমির অবসারণী ছিদ্র পথে দুটি বাঁকানো ৩০ কাঁটার মত অংশ বের হয়। এদের পিনিয়াল সিটি বলে।
২১। মনোজেনেটিক জীবনচক্র কাকে বলে?
উঃ যে সকল প্রাণী একটি মাত্র পোষকে জীবনচক্র সম্পন্ন করে সে সকল প্রাণীর জীবনচক্রকে মনোজেনেটিক পরজীবী বা জীবনচক্র বলে। যেমন-Ascaris.
২২। Ascaris-এর লার্ভার নাম কি?
উঃ র‍্যাবডাইটিফর্ম লার্ভা।
২৩। Pila-কে উভচর মলাস্কা বলা হয় কেন?
উঃ Pila জল ও স্থল উভয় স্থানেই সমভাবে শম্বু গতিতে চলাফেরা ও শ্বসনে অভ্যস্ত বিধায় একে উভচর প্রাণী বলা হয়। Pila মলাস্কা পর্বের প্রাণী বলে একে উভচর মলাস্কা ও বলা হয়।
২৪। র‍্যাড়ুলা কি?
উঃ ওডোনটোফোরের নিম্নে বাদামি বর্ণের লম্বা ফিতার ন্যায় কাইটিন নির্মিত বঁকানো একটি বৃন্তক অঙ্গ থাকে যাকে র‍্যাডুলা বলে।
২৫। কমিশিউর কী?
উঃ একই নামধারী দুটি স্নায়ুগ্রন্থির সংযোগ সাধনকারী স্নায়ুকে কমিশিউর বলে।
২৬। কানেকটিভ কাকে বলে?
উঃ বিভিন্ন নামধারী দুটি স্নায়ুগ্রন্থির সংযোগসাধনকারী স্নায়ুকে বলে কানেকটিভ।
২৭। পেরিস্টোমিয়াম এর সংজ্ঞা দাও।
উঃ Neanthes-এর মুখছিদ্রকে পরিবেষ্টন করে আংটির ন্যায় যে অংশটি অবস্থান করে তাকে পেরিস্টোমিয়াম বলে।
২৮। প্যারাপোডিয়াম কি?
উঃ Neanthes এর Peristomium ও Pygidium ব্যতীত প্রতিটি দেহখন্ডের উভয়পার্শ্বে একটি করে চ্যাপ্টা, ফাঁপা, মাংসল পাতার ন্যায় উপবৃদ্ধি থাকে তাকে প্যারাপোডিয়াম বলে।
২৯। হেটেরোনিয়ানথেস কি?
উঃ প্রজনন সক্ষমতা অর্জনের পর যৌন পরিপক্ক Neanthes-এর দেহের পশ্চাৎ, অর্ধাংশের খণ্ডকগুলোতে জননাঙ্গ গঠিত হয় এবং জননকোষ দ্বারা দেহ খণ্ডকগুলো পূর্ণ থাকে। জননাঙ্গ ও জননকোষ সমন্বিত Neanthes-কে এই পর্যায়ে হেটেরোনিয়ানথেস নামে আখ্যায়িত করা হয়।
৩০। Heteroneanthes stage কি?
উঃ অ্যাটোক ও এপিটোক সম্পন্ন Neanthes এর যৌন পরিপক্ক অবস্থাকে Heteroneanthes stage বলে।
৩১।দ্বিশাখ উপাঙ্গ কাকে বলে?
উঃ চিংড়ি মাছের উপাঙ্গের মধ্যে প্রোটোপোড এর উপর এক্সপোড ও এন্ডোপোড পাশাপাশি অবস্থিত দুইটি শাখার মত যুক্ত থাকে। এই কারণে প্রকার উপাঙ্গকে দ্বিশাখ উপাঙ্গ বলে।
৩২। সিলোম বলতে কী বুঝ?
উঃ দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালির মধ্যবর্তী গহ্বর বা ফাঁকা স্থান বা সিলোমিক এপিথেলিয়াম নামক মেসোডামের আস্তরণ দিয়ে পরিবেষ্টিত। উক্ত ফাঁকা স্থান বা অঞ্চলকে সিলোম বলে।
৩৩। হিমোসিল বলতে কি বুঝ?
উঃ আর্থোপোডাদের বেশিরভাগ দেহ গহ্বর রক্তে পূর্ণ থাকে। রক্তে পূর্ণ এ ধরনের দেহ গহ্বরকে হিমোসিল বলে।
৩৪। সবুজ গ্রন্থি কি?
উঃ ‘Prawn’ এর অ্যান্টেনার কক্স খণ্ডের মধ্যে একটি করে সাদা, ঘোলাটে, মটর দানার মত অ্যান্টেনারী গ্রন্থি থাকে। একেই সবুজ গ্রন্থি বলে।
৩৫। লোফোফোর বলতে কি বুঝ?
উঃ লোফোফোর পর্বভুক্ত (Phoronida, Ectoprocta এবং Brachiopoda-র অন্তর্ভুক্ত প্রাণী) প্রাণীদের দেহের অগ্রভাগে মুখছিদ্রকে বেষ্টন করে যে বৃত্তাকার বা অশ্বক্ষুরাকৃতি অথবা সর্পিলাকার এবং কর্ষিকাবাহী মুকুটের মতো অংশ থাকে তাকে লোফোফোর বলে।
৩৬। Astropecten এর নিয়েক কি ধরনের?
উঃ Astropecten প্রজনন ঋতুতে শুক্রাণু ও ডিম্বাণু পানিতে নির্গত করে এবং সেখানেই নিষেক সম্পন্ন হয় বলে Astropecten এর নিষেককে বাহ্যিক নিষেক বলে।
৩৭। Balanoglossus -এর লার্ভার নাম কী?
উঃ টরনারিয়া লার্ভা।
৩৮। Protozon শব্দের অর্থ কি?
উঃ আদি প্রাণী।
৩৯। নিউক্লিয়াস কি?
উঃ প্রকৃত কোষে যে অঙ্গানু দ্বি-স্তরবিশিষ্ট আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণা করে তাকে নিউক্লিয়াস বলে।
৪০। সাইক্লোসিস কী?
উঃ প্রোটোপ্লাজম পানি স্রোতের মত যে চলন দেখা যায় তাকে সাইক্লোসিস বলে।
৪১। পোলিয়ান ভেসিকল কি?
উঃ পোলিয়ান ভেসিকল হলো পরিবর্তনশীল দৈর্ঘ্যের টিউবুল যা চারটি স্তর নিয়ে গঠিত।
৪২। হলোজোয়িক পুষ্টি কি?
উঃ প্রোটোজোয়ান প্রাণীরা ব্যাকটেরিয়া, ইস্ট, শৈবাল বা অন্য কোনো ক্ষুদ্র জীব বা তাদের অংশ বিশেষ কঠিন খাদ্যরূপে গ্রহণ করে পুষ্টি সাধন করাকে হলোজোয়িক পুষ্টি বলে।
৪৩। Parazoa শব্দের অর্থ কি?
উঃ Parazoa শব্দের আভিধানিক অর্থ পার্শ্ব-ধারা প্রাণী।
৪৪। স্পিকিউল কি?
উঃ পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কঙ্কালকে স্পিকিউল বলে। স্পিকিউল হলো একাধিক রশ্মি যুক্ত কাঁটা দ্বারা তৈরি একটি সুনির্দিষ্ট গঠন। মেসোহিলে অবস্থিত বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন অ্যামিবোসাইট, ফ্লোরোস্ট নিঃসরণের মাধ্যমে স্পিকিউল গঠিত হয়।
৪৫। গেমিউল কি?
উঃ সকল স্বাদু বা মিটা পানির ও কিছু সামুদ্রিক স্পঞ্জে (Ficulina, Tethya, Suberites ইত্যাদি) অন্তঃমুকুল সৃষ্টির মাধ্যমে নিয়মিত অদ্ভুত ধরনের অযৌন জনন লক্ষ করা যায়। এ মুকুলকে গেমিউল বলে।
৪৬। প্লানুলা কি?
উঃ নিডারিয়ার সদস্য প্রাণীর চ্যাপ্টা সিলিয়াধারী লার্ভাকে প্লানুলা বলা হয়।
৪৭। প্রবাল প্রাচীর বলতে কি বুঝ?
উঃ প্রবাল কলোনীর পলিপ মুকুলোদগম ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং প্রায়ই বিস্তৃত প্রবালের পুঞ্জ গঠন করে। এটাই প্রবাল প্রাচীর নামে পরিচিত।
৪৮। খণ্ডকীয় অঙ্গ (Segmental Organ) কি?
উঃ Annelida পর্বভুক্ত প্রাণীদের দেহখণ্ডকে অবস্থিত রেচন অঙ্গ যেমন- নেফ্রেডিয়া ও জনননালি বা সিলোম নালি এবং উভয়ের সমন্বয়ে গঠিত নেক্রোমিক্সিয়াকে
খণ্ডকীয় অঙ্গ বলা হয়।
৪৯।ইডরোপোড কি?
উঃ দেহের সর্বশেষ খণ্ডকে অবস্থিত উপাঙ্গকে ইডরোপোড বলা হয়।
৫০। অ্যাম্পুলা কী?
উঃ নালিকাপদের উপরিভাগে অবস্থিত ফাঁপা স্থিতিস্থাপক ও প্রগাঢ় পাতলা প্রাচীর বিশিষ্ট থলির ন্যায় অংশকে অ্যাম্পুলা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Plasmodium এর এরাইথ্রোসাইটিক সাইজোগনির বিবরণ দাও। ১০০%
২। পলিপ ও মেডুসা’র মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। কোলেক্স কী? স্কোলেক্স-এর গঠন বর্ণনা কর। ১০০%
৪। Astropecten এর জীবনে পানিসংবহনতন্ত্রের জীবতাত্ত্বিক গুরুত্ব লিখ। ১০০%
৫। উদাহরণসহ Rotifera পর্বের সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৬। প্যারাপোডিয়াম কী? একটি প্যারাপোডিয়ামের গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%
৭। চিত্রসহ Taenia-র জীবনচক্র বর্ণনা কর। ১০০%
৮। Pila-কে উভচর মোলাস্কা বলা হয় কেন? Pila-র পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্রসহ লিখ। ১০০%
৯। সিলিয়া ও ফ্ল্যাজেলার মধ্যে পার্থক্য উল্লেখ কর। ১০০%
১০। স্পঞ্জকে প্যারাজোয়া বলা হয় কেন? ১০০%
১১। চিত্রসহ ট্রকোফোর লার্ভার বৈশিষ্ট্য বর্ণনা কর। ৯৯%
১২। বহুরূপতা কি? Obelia কলোনির বহুরূপতা বর্ণনা কর। ৯৯%
১৩। Ctenophora ও Cnidaria-র মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৪। Scypha-র নালীতন্ত্রের গুরুত্ব লিখ। ৯৯%
১৫। পামেলা দশা কি? Euglena-র পুষ্টি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। Porifera পর্বের বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য ও উদাহরণসহ Annelida পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ১০০%
২। Paramecium এর কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৩। নালিতন্ত্র কী? জীবতাত্ত্বিক গুরুত্বসহ Scypha এর নালিতন্ত্রের বর্ণনা দাও। ১০০%
৪। দ্বি-শাখ উপাঙ্গ কী? একটি আদর্শ দ্বি-শাখ উপালের গঠর বর্ণনা কর। ১০০%
৫। Entamoeba-র ট্রফোজয়েট দশার লিখ। অ্যামিবিয়াসিস-এর লক্ষণগুলো উল্লেখ কর। ১০০%
৬। Ascaris-এর শ্রেণিবিন্যাস লিখ। Ascaris এর জীবনচক্র বর্ণনা কর। ১০০%
৭। ফ্ল্যাজেলা ও সিলিয়ার পার্থক্য কী? কমিশিউর ও কনেকটিভ কী? Pila এর স্নায়ুতন্ত্র বর্ণনা কর। ১০০%
৮। Balanoglossus-কে অমেরুদণ্ডী প্রাণী হিসেবে গণ্য করা হয় কেন? Balanoglossus-এর সম্বন্ধপরতা আলোচনা কর। ১০০%
৯। টর্নারিয়া লার্ভার বর্ণনা কর। Balanoglossus এর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। ১০০%
১০। নেফ্রিডিয়া ও নেফ্রোমিক্সিয়া কি? প্রোটোজোয়ান প্রাণীদের বিভিন্ন ধরনের পুষ্টির বর্ণনা দাও। ১০০%
১১। হিমালতন্ত্র কী? Astropecten-এর হিমালতন্ত্রের বর্ণনা দাও। ৯৯%
১২। রেচন এর সংজ্ঞা দাও। Neanthes-এর রেচনতন্ত্র ও রেচন কৌশল বর্ণনা কর। ৯৯%
১৩। মানব দেহে Ascaris -এর সৃষ্ট রোগের নাম, লক্ষণাবলি ও নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর। ৯৯%
১৪। সবুজ গ্রন্থির গঠন ও কাজ লিখ। চিংড়ির শিরোবক্ষ উপাঙ্গসমূহের বর্ণনা দাও। ৯৯%
১৫। লোফোফোর কি? Astropecien -এর বহিঃসংবহন তন্ত্রের বর্ণনা দাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*