ডিগ্রী প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ বিষয়ঃ অর্থনীতি প্রথম পত্র ব্যষ্টিক অর্থনীতি ১১২২০১ রকেট সাজেশন ৯৫% কমন ইনশাল্লাহ।

Degree Suggestion
Degree Suggestion

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ লিখ-MRS, MRTS, VMP.
উঃ MRS এর পূর্ণরূপ হলো-Marginal Rate of Substitution.
MRTS-এর পূর্ণরূপ হলো- Marginal Rate of Technical Substitution.
VMP এর পূর্ণরূপ হলো-Value of Marginal Product.
২। অর্থনীতির জনক কে?
উঃ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ।
৩। ব্যষ্টিক অর্থনীতি কি?
উঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৪। অর্থনীতিতে অদৃশ্য হাত কি?
উঃ অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে। দামের এই উঠানামাকে Adam Smith অদৃশ্য হাত বলেছেন।
৫। সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে?
উঃ যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকরী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
৬। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী?
উঃ যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয়, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
৭। মিশ্র অর্থনীতি কি?
উঃ পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় অর্থব্যবস্থার সমন্বয়ে গঠিত কোন অর্থ ব্যবস্থাকে মিশ্র অর্থনীতি/ অর্থব্যবস্থা বলে।
৮। চাহিদা বিধি কি?
উঃ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করে, তাকে চাহিদা বিধি বলে।
৯। যোগান বিধি কী?
উঃ যে বিধির সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে।
১০। অর্থনীতিতে কালি ও কলম কী ধরনের দ্রব্য?
উঃ অর্থনীতিতে কালি ও কলম পরিপূরক দ্রব্য।
১১। চিনি ও চা কোন ধরনের দ্রব্য?
উঃ চিনি ও চা পরিপূরক দ্রব্য।
১২। চা ও কফি কোন ধরনের দ্রব্য?
উঃচা ও কফি পরিবর্তক দ্রব্য?
১৩। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি
উঃ একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের হারকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে।
১৪। উপযোগ কি?
উঃ কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।
১৫। প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান কি হয়?
উঃ প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান সর্বোচ্চ হয়।
১৬। মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় হয় তখন প্রান্তিক
উপযোগ কত?
উঃ শূন্য।
১৭। প্রান্তিক উপযোগ কি?
উঃ কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
১৮। ভোক্তার উদ্বৃত্ত কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রয়ের জন্য যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয় এই দুইয়ের ধনাত্মক পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলা হয়।
১৯। নিকৃষ্ট দ্রব্য কী?
উঃ ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে।
২০। অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা?
উঃ অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হলো- পরিবার, ব্যক্তি, ফার্ম ও সরকার।
২১। MRS (প্রান্তিক পরিবর্তনের হার) বলতে কি বুঝ?
উঃ দু’টি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয়, তার অনুপাতকে প্রান্তিক বিকল্পন হার বলে।
২২। আয় প্রভাব কি?
উঃ দুটি পণ্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয়, তাকে আয় প্রভাব বলে।
২৩। গিফেন দ্রব্য কি?
উঃ যেসব পণ্যের আয় প্রভাব ধনাত্মক এবং বিকল্প প্রভাবের চেয়ে বড় তাদেরকে গিফেন দ্রব্য বলে।
২৪। গিফেন দ্রব্যের প্রবর্তক কে?
উঃ গিফেন দ্রব্যের প্রবর্তক স্যার রবার্ট গিফেন।
২৫। উৎপাদন বলতে কি বুঝ?
উঃ নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকেই অর্থনীতির ভাষায় উৎপাদন বলে।
২৬। উৎপাদনের উপকরণ কি?
উঃ কোন দ্রব্য উৎপাদন করতে যে সকল উপকরণ দরকার হয়, তাকে উৎপাদনের উপকরণ বা উপাদান বলে।
২৭। MRTS কি নির্দেশ করে?
উঃ MRTS দ্বারা সমউৎপাদন রেখার পরম ঢাল নির্দেশ করে।
২৮। উৎপাদন সম্প্রসারণ পথ কি?
উঃ বিভিন্ন সমব্যয় রেখা ও সমউৎপাদন রেখার স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চার পথকে উৎপাদন সম্প্রসারণ পথ বলে।
২৯। উৎপাদকের ভারসাম্যের শর্ত উল্লেখ কর।
উঃ উৎপাদকের ভারসাম্যের শর্ত হলো-
১. প্রয়োজনীয় শর্ত: সমউৎপাদন রেখা সমখরচ রেখার সাথে স্পর্শক হবে।
৩০। মাত্রাগত উৎপাদন কী?
উঃ উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের ব্যবহারের অনুপাত স্থির রেখে উৎপাদন পরিবর্তন করাকে মাত্রাগত উৎপাদন বলে।
৩১। AFC রেখার আকৃতি কেমন হবে?
উঃ AFC রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয়।
৩২। দীর্ঘমেয়াদ বলতে কী বুঝ?
উঃ দীর্ঘমেয়াদ বলতে এমন একটি সময়কে বুঝায় যে সময়ে স্থির ব্যয়ের পরিবর্তন দ্বারা উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়।
৩৩। চিত্রের সাহায্যে AC ও MC রেখার ছেদ বিন্দু দেখাও।
উঃ (চিত্র নং ১৬ পৃ: ৪০০)
৩৪। একচেটিয়া বাজার কাকে বলে?
উঃ যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে।
৩৫। একচেটিয়া বাজারের AR ও MR রেখা অঙ্কন কর।
উঃ(চিত্র নং ১০ পৃ: ৪০২)
৩৬। দাম বিভেদীকরণ কি?
উঃ দাম বৈষম্যকারী একচেটিয়া কারবারি যখন এক এক বাজারে দ্রব্য স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে যে আলাদা দাম নির্ধারণ করে তাকে দাম বিভেদীকরণ বলে।
৩৭। অর্থনৈতিক মুনাফা বলতে কী বুঝ?
উঃ মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্যই হলো একটি ফার্মের অর্থনৈতিক মুনাফা।
৩৮। অলিগোপলি বাজার কাকে বলে?
উঃ যে বাজারে কয়েকটি প্রতিষ্ঠান কোন দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে।
৩৯। যোগসাজসমূলক অলিগোপলি কি?
উঃ যে অলিগোপলি বাজারে বিক্রেতারা ভোক্তাদের ঠকিয়ে নিজেদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতামূলক বা ষড়যন্ত্রমূলক চুক্তিতে আবদ্ধ হয় তাকে যোগসাজসমূলক অশ৪০০ অলিগোপলি বলে।
৪০। দাম নেতৃত্ব কী?
উঃ অলিগোপলি বাজারে কোনো বৃহৎ ফার্ম বা কয়েকটি ফার্ম যারা দ্রব্যের অধিকাংশ যোগান নিয়ন্ত্রণ করে দ্রব্যের মূল্য নির্ধারণ করে এবং সেই মূল্য অন্যান্য ফার্ম মেনে নিলে তাকে দাম নেতৃত্ব বলে।
৪১। বিজ্ঞাপন খরচ কি?
উঃ পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ফার্মকে যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বিজ্ঞাপন খরচ বলে।
৪২। প্রান্তিক জমি কি?
উঃ যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান তাকে প্রান্তিক জমি বলে।
৪৩। প্রকৃত মজুরি কি?
উঃ কোন শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃত মজুরি বলে।
৪৪। সুযোগ ব্যয় কী?
উঃ একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের জন্য অন্য দ্রব্যটির যে পরিমাণ ছেড়ে দিতে হয় তাকে প্রথমোক্ত দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। অর্থাৎ ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয়।
৪৫। নিম খাজনা কি?
উঃ স্বল্পকালে যোগান সীমাবদ্ধ মানুষের তৈরি এরূপ দ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণে তা থেকে যে অতিরিক্ত আয় হয় তাকে নিম খাজনা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ। ১০০%
২। চাহিদা কী? চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন? ১০০%
৩। নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্র কী? ১০০%
৪। ভোক্তার ভারসাম্য কী? বাজেট রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৫। পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৬। সমপ্রাতিক উপযোগ বিধি কি? ১০০%
৭। চাহিদার আয় স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লেখ। ১০০%
৮। সম উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৯। TEC ও TVC কি? SAC এবং LAC এর মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১০। স্বল্পকালীন গড় ব্যয়রেখা। U আকৃতির হয় কেন? ৯৯%
১১। খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। যোগান ও মজুতের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১৩। প্রতিযোগিতায় একটি ফার্মকে ‘দাম গ্রহীতা’ বলা হয় কেন? ৯৯%
১৪। মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%
১৫। অলিগোপলি বাজার কী? অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ? ১০০%
(খ) সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
২। (ক) চাহিদা সুচি ও চাহিদা রেখা কাকে বলে? ১০০%
খ) নিম্নের সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি কর এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন কর। Q20-2P, যেখানে, Q= চাহিদার পরিমাণ এবং P = দাম। ১০০%
৩। (ক) বাজার ভারসাম্য কী? অথবা, চাহিদা ও যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
অথবা, চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা কর। (খ) ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কী? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৪। (ক) সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করে, তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
(খ) উপযোগ কী? প্রান্তিক উপযোগ রেখা থেকে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন কর। ১০০%
৫। (ক) বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
(খ) মাত্রাগত উৎপাদন কী? গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের ধারণা ব্যাখ্যা কর।
৬। (ক) চিত্রসহ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা কর। ১০০%
(খ) উৎপাদন কী? এটি কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য? ১০০%
৭। (ক) স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
খ) কোন রেখাকে এনভেলপ রেখা বলা হয় এবং কেন? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৮। (ক) অপ্রতুলতার সমস্যা বলতে কি বোঝায়? ১০০%
(খ) সম্পদের অপ্রতুলতা নয় বরং অদক্ষ ব্যবহারই অর্থনৈতিক সমস্যার জন্ম দেয়’- ব্যাখ্যা কর। ১০০%
৯। (ক) আয় প্রভাব কি? বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
(খ) বাজেট রেখা কী? নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। ৯৯%
১০। (ক) AC ও MC এর মধ্যে সম্পর্ক কি? দেখাও যে, AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC রেখা ছেদ করে। ৯৯%
(খ) উৎপাদন ব্যয় কি? ফার্মের মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের ধারণাসমূহ উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১১। (ক) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ৯৯%
(খ) একচেটিয়া বাজার কী? “পূর্ণপ্রতিযোগিতায় স্বল্পকালে একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে”-চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৯৯%
১২। (ক) বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) অনুপার্জিত আয় কি? আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১৩। (ক) কোণযুক্ত চাহিদা রেখা প্রসঙ্গে দামের অনমনীয়তা ধারণাটি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) সমালোচনাসহ কুর্নট মডেল ব্যাখ্যা কর। ৯৯%
১৪। (ক) স্বাভাবিক মুনাফা বলতে কি বোঝায়? ৯৯%
(খ) দেখাও যে, পূর্ণপ্রতিযোগিতায় দীর্ঘমেয়াদে সকল ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে। ৯৯%
১৫। (ক) দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কী? অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) সুযোগ ব্যয় ধারণাটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*